নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"রক্ষা কবচ"

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৪৭



বোনরা কেন হিজাব পরেও
ছবিটা দাও পেছন দিকের,
সমালোচনায় থাকছো ঘেরা
সম্মানহানি বাকি কিসের?

নিজ ছবিটা গোপন রেখে
সেলিব্রেটির দিচ্ছ ছবি,
তারচেয়ে দাও নিজের ছবি
আমিত্বটার টিকবে সবই।

কেউবা আবার বেশ হিজাবী
মাঝে সাঝে ঘাড়টা ত্যাড়া,
ইচ্ছে হলে সব ছেড়ে ক্যান
যাচ্ছ হয়ে পুরাই ন্যাড়া!!!

মুখটা আড়াল করছ শুধু
দেখছে ফর্সা বাহু যুগল,
সৃষ্টি সেরা তোমায় দেখে
পুরুষ হৃদয় হবেই চঞ্চল!

পর্দা করো, করার মতো
নাস্তিক কেন সুযোগ পায়?
ইসলামেরই ঢাল হয়ে রও
নাস্তিক যেন উলটো ধায়!!!

ছবি: সংগৃহীত

উৎসর্গ: ফেইসবুকে সেলিব্রেটি হওয়ার ধান্ধায় মত্ত ছবি পোস্টকারী মেয়ে/নারী মহল...

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাল লাগলো কবিতা।
প্লাস++++

০৬ ই জুন, ২০১৮ ভোর ৪:১০

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ তাজ ভাই
:)

২| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৫

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: মা শা আল্লাহ।

কবিতায় হেদায়াতের বাণী আছে।

আল্লাহ আপনাকে একজন প্রকৃত কবি হওয়ার পূর্ণ সৌভাগ্য দান করুক।

০৬ ই জুন, ২০১৮ ভোর ৪:১২

বৃষ্টি বিন্দু বলেছেন: এতো সুন্দর দোয়ার জন্য আল্লাহ আপনাকে উত্তম পুরষ্কার দান করুন।আমিন।
জাজাক আল্লাহ

৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ছন্দে ছন্দে অনেক কিছু। ধন্যবাদ

০৬ ই জুন, ২০১৮ ভোর ৪:১৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ প্রিয় ছড়াকার ভাই,
আপনার তুলনায় এ তেমন কিছু নয়।

৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫৯

নায়লা রহমান বলেছেন: সৌদির একটি নিউজ দেখলাম যে সৌদিতে ড্রাইভিং লাইসেন্স পেল ১০ নারী!

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৩

বৃষ্টি বিন্দু বলেছেন: জি আপু, নিউজটি আমিও দেখেছি...

৫| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৫:২৮

অক্পটে বলেছেন: সাধুবাদ ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কবিতার হাত ভালো আপনার। যা জানাতে চেয়েছেন। দারুণ পরিচ্ছন্ন হয়েছে।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৮

বৃষ্টি বিন্দু বলেছেন: কবিতার হাত ভালো যিনি বুঝতে পারেন তিনি নিজে যে আসলেই একজন ভালো লিখক তাতে কোন সন্দেহ নেই। আর এতো সুন্দর একটি দোয়া পেলাম এইতো অনেক।
ধন্যবাদ নিরন্তর...

৬| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতায় সঠিক বলার জন্য ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১০

বৃষ্টি বিন্দু বলেছেন: সমর্থন করার জন্য এবং বুঝার জন্য অনেক ধন্যবাদ ভাই...

৭| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫১

শামচুল হক বলেছেন: অনেক ভালো লাগল।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: এই ভালো লাগাটা যদি মেয়েদের মাঝে আসতো তাহলে কৃতার্থ হতাম।
ধন্যবাদ ভাই...

৮| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর হইছে

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: জাজাক আল্লাহ বোন..
সব বোনদের যদি ভালো লাগে,এবং সেভাবে নিজেকে প্রেজেন্ট করে তাহলেইতো কবিতার সার্থকতা।

৯| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর। ।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:২০

বৃষ্টি বিন্দু বলেছেন: জি সহজভাবেই লিখতে চাই, কঠিনভাবে লিখতে তেমন পারিনা। কখনো লিখে ফেললেও কেউ কেউ বুঝেনা।তাই সহজই ভালো...

১০| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৫

আবু ছােলহ বলেছেন:



বেশ সুন্দর লিখেছেন। শুভকামনা।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।।

১১| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিজাব হল শালীন সুস্থ সুন্দর জীবনবোধ! শুধু পোষাকে নয় চেতনায়। বিশ্বাসে!
সহজ সরল সাবলীল সুন্দর শান্তিময় জীবনের চেতনা হিজাব!
অবাধ যৌনতা, ভোগ আর অসুস্থ জীবন যাপনের মুক্ত চেতনার বিপরীতে দৃঢ় মতবাদ।
অবাধ ভোগ আর সেক্সি এক্সপোজের বিপরীত ।

শুধূ নাক ঢাকা বা মাথা ঢাকা নয় হিজাব হল চেতনার জাগরণ।
আমি সুস্থ জীবন যাপন চাই। আমি অশালীন, ভোগী, ফ্রি সেক্সে বিশ্বাসী নই। আমি সুস্থতায় বিশ্বাসী।
হিজাব টাইট বোরকায় নিজেকে ওভার এক্সপোজ করাতে নেই!
সাধারন শাড়ী, কামিজেও নিজের মধ্যকার সুন্দর শালীন উপস্থাপনায়ই হিজাব।

০৬ ই জুন, ২০১৮ রাত ৯:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার সবগুলো কথাই অনেক সুন্দর, মার্জিত।অনেক সুন্দরভাবে চিন্তা করেছেন। সঠিকভাবে পর্দা করাই পারে অনেক অযাচিত কিছুর অবসান ঘটাতে।
শুধু একটা জায়গায় আমি দ্বিমত পোষণ করছি। ইসলামে বলা আছে পর্দার কথা এভাবে যে,নারী যেন এমনভাবে নিজেকে ঢেকে রাখে যেন নারীর অবয়ব বোঝা না যায়। শুধু শালীনতা সব কিছুর নিরসন করতে পারেনা। শাড়ি বা সালোয়ার কামিজের শালীন উপস্থাপন এর নাম হিজাব নয় সেটাকে শালীনতা বলতে পারেন। স্বীকার করছি এই শালীনতারও ভীষণ প্রয়োজন আমাদের সমাজে। আর বোরখা এখন মেয়েরা যেভাবে পরছে তাতে পর্দা হচ্ছে না, তথা আল্লাহর নির্দেশ অমান্য হচ্ছে। তথাপি শুধু শাড়ি কামিজের শালীন উপস্থাপনের নাম হিজাব নয়।

আশা করছি আমার মন্তব্যে আপনি বিরক্ত হবেন না।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ...

০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪০

বৃষ্টি বিন্দু বলেছেন: বোরখা, হিজাব তথা পর্দা করা মুসলিম নারীদের জন্য ফরজ কয়েকটি কারনে যেন তার দেহ কাঠামো ঢাকা থাকে,যেন পুরুষ মনে কোন বাসনার উদ্রেক না হয় (নারী গঠনগত দিক দিয়ে এম্নিতেই আকর্ষণীয়) এবং যেন বোঝা যায় যে এই নারী মুসলিম।

১২| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর অভিব্যক্ত। কবিতা পাঠে ভাল লাগা রেখে গেলাম।

অনেক শুভেচ্ছা প্রিয় কবিকে।

০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪২

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার কবিতা পাঠ আমাকেও অনেক আনন্দ দিলো।
ধন্যবাদ...

১৩| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৪

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি...

১৪| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

খনাই বলেছেন: মধু মাস, তাল পাকা গরম
বৃষ্টি বিন্দু বুঝি হলো হাওয়া
নব ধারার কবিতা পাওয়া
হলো, কবিতা হয়েছে চরম ...
মিলে মিশে ধর্ম কর্ম প্রার্থনা
লিন কবিতায়, করি বন্দনা |

০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: বাহ!!! এতো সুন্দর চয়ন।
প্রশংসাই প্রেরণা!
একরাশ ধন্যবাদ...

১৫| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই কবিতাটার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিলাম। প্লাস আগেই দিয়েছি।

০৭ ই জুন, ২০১৮ রাত ১:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: একগুচ্ছ ধন্যবাদ।।প্লাস পেয়ে আমিতো মহাখুশি।
তবে সবই মহান রব এর দান।।।

১৬| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০৭ ই জুন, ২০১৮ রাত ১:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: শুভেচ্ছান্তে ধন্যবাদ :)

১৭| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬

ওমেরা বলেছেন: আমার কাছে এটাই মনে হয় ! নাচতেই যদি চাও তাহলে আবার ঘোমটা কেন !!

০৭ ই জুন, ২০১৮ রাত ১:২৩

বৃষ্টি বিন্দু বলেছেন: মন্তব্যটা পড়ে প্রথমেই হাসি পেল। ঠিকই বলেছেন..ধন্যবাদ।

১৮| ০৬ ই জুন, ২০১৮ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।।

০৭ ই জুন, ২০১৮ রাত ১:২৫

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাই।
যেন এভাবেই লিখতে পারি দোয়া করবেন।।।

১৯| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৩০

বিজন রয় বলেছেন: এটার কোন সমাধান নেই।

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:০১

বৃষ্টি বিন্দু বলেছেন: সমাধান আছে তবে তা অনেক কষ্টসাধ্য এবং অনেক বিশ্লেষিত ব্যপার...

২০| ০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: যেন এভাবেই লিখতে পারি দোয়া করবেন।।।

আজকাল দোয়া করতে হাদিয়া লাগে ; এখন আপনি একজন সহব্লগার হিসাবে দোয়া চেয়েছেন,
আপনাকে ফ্রিতে দোয়া করে দিলাম । ;) লিখতে থাকুন। শুভ কামনা রইল।

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:০৩

বৃষ্টি বিন্দু বলেছেন: হাদিয়া হিসেবে দোয়ার চেয়ে বড় আর কি হতে পারে ভাইয়া?
সেটাই দিলাম...
খুশি না হলেও অখুশি নিশ্চয়ই হবেন না!!!

২১| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ ! এতো সহজ আর এতো সুন্দর !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.