নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"প্রশ্নবাণ"

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:১২


"প্রশ্নবাণ"
~~~~~~

মাঝে মাঝে আনমনা মন প্রশ্ন করে-
"মানুষ"
তোমরা ভালোবাসতে জানোনা কেন?
-বলতে পারছিনা!!!

মাঝে মাঝে ক্ষীপ্ত মন প্রশ্ন করে-
"মানুষ"
তোমরাইতো শ্রেষ্ঠ, তবু কেন এতো নিষ্ঠুর?
-জানা নেই!!!

মাঝে মাঝে হতাশ মন প্রশ্ন করে-
"মানুষ"
তোমাদের মন এতো সংকীর্ণ কেন?
-ঠিক জানিনা!!!

মাঝে মাঝে আবেগী মন প্রশ্ন করে-
"মানুষ"
তোমরা উদার নও কেন?
-কি জানি!!!

মাঝে মাঝে হতবাক মন প্রশ্ন করে-
"উদার মানুষ"
তোমরা সংখ্যায় এতো কম কেন?
-তাও জানিনা!!!

তাহলে জানোটা কি???
-সেটাও জানিনা।
শুধু জানি-
ইদানিং প্রশ্নগুলোর মুখোমুখি হবার
সাহস হারিয়ে ফেলছি...
হয়তো কোন একদিন
ফিরে পাব হারানো সাহস,
খুঁজে পাব উত্তর।
তাই আপাতত;
তুমি নিজেই খুজে নাও,
অথবা বুঝে নাও।


ছবি: সংগৃহীত

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৩১

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য।

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৫

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ আপু।
আপনি আমার কবিতার প্রথম মন্তব্যকারী।
অনেক অনেক ধন্যবাদ।।। :)

২| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর কবিতা হয়েছে। সত্যিইতো প্রতিনিয়ত আমরা হাজারো সমস্যায় পড়ি যার বহু উত্তর আমাদের অজানা। কিন্তু আমরা একপ্রকার গাসওয়া হয়ে কাঁটিয়ে দিই। ++++ কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

শুভ কামনা রইল।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রশ্নের পর প্রশ্ন।যার উত্তরগুলো অজানা অথবা আমরা জেনেও উওর দেইনা।অথচ উত্তর খোঁজা উচিত।তা না হলে কবে নিজেদেরকে চিনতে ভুলে যাব।
এত্তগুলা প্লাস এর জন্য অসংখ্য ধন্যবাদ...

৩| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:০৯

মীর সাজ্জাদ বলেছেন: এত সুন্দরভবে প্রশ্নের বাণ ছুড়লেন, ভালো লাগলো।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রশ্নের বাণ ছুড়লাম!!!
সুন্দর বলেছেনতো!!!
ধন্যবাদ ভাই...

৪| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:১০

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনি আমার কবিতাগুলো পড়েন তাই দেখে বেশ আপ্লুত হই। ধন্যবাদ কবি...

৫| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বৃষ্টি বিন্দু বলেছেন: রাজিব ভাই আপনি কি আমার জন্য এই মন্তব্যটাই সিলেক্ট করে রেখেছেন??? :)
যাইহোক ধন্যবাদ...

৬| ১১ ই জুন, ২০১৮ সকাল ৭:০৯

সিগন্যাস বলেছেন: সুন্দর কবিতা।
+++.....

৭| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৪

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.