নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"ঈদের পালকি"

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২


"ঈদের পালকি"
~~~~~~~~~

আবার এলো ঘুরে,
খুশির পালকি চড়ে।
ত্যাগের মহিমাতে,
ভালোবাসার সাথে।
কষ্টগুলো ভুলে,
সুখগুলো নাও তুলে।
আজকে খুশির ঈদ,
ঈদ মোবারক ঈদ।


বি: দ্র: কার্ডগুলো আমার নিজ হাতে বানানো। ঈদ কার্ড ও ছড়ার মাধ্যমে সবাইকে জানাই ঈদুল ফিতর এর অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।

Photo: Captured by বৃষ্টি বিন্দু...

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:০৯

সনেট কবি বলেছেন: চমৎকার উপস্থাপন। ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ রাত ৯:১১

বৃষ্টি বিন্দু বলেছেন: ঈদ মোবারক প্রিয় সনেট কবি।
পরিবার সহ সকলের ঈদ পূর্ণ খুশির সাথেই কাটুক।

২| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: চাদের পালকি চড়ে ঈদ এলো সবার ঘরে। :)

১৫ ই জুন, ২০১৮ রাত ৯:১২

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ কবি,
ঈদের মন্তব্য ঈদের মতই করলেন। আপনাকে ও আপনার পরিবারের সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা

৩| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:২১

সৈয়দ তাজুল বলেছেন:

১৫ ই জুন, ২০১৮ রাত ৯:১২

বৃষ্টি বিন্দু বলেছেন: ঈদ মোবারক

৪| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৩৪

জোকস বলেছেন: ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ রাত ৯:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: ঈদ মোবারক প্রিয় ব্লগার।

ঈদের খুশি থাকুক অমলিন।

৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: কার্ড কবিতা দুটোই সুন্দর :D ঈদ মোবারক আপু

১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২৩

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনাদের জন্যই এই উপহার।
ধন্যবাদ আপু।
ঈদ মোবারক...

৬| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৪

মনিরা সুলতানা বলেছেন: দারুন !!!
ঈদ শুভেচ্ছা বৃষ্টি বিন্দু।

১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২৫

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ মনিরা আপা।
ঈদুল ফিতর এর অনেক অনেক শুভেচ্ছা...

৭| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩১

ওমেরা বলেছেন: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ।

১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন: সাহাবীগন এভাবেই শুভেচ্ছা জানাতেন।
জাজাক আল্লাহ...

৮| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:০৫

সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা ...... !:#P

১৬ ই জুন, ২০১৮ রাত ১২:২৬

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাই... :)

৯| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

অল্পতে দারুন করে সব বলে গেলেন :)

ঈদ মোবারক :)

১৬ ই জুন, ২০১৮ রাত ১২:২৮

বৃষ্টি বিন্দু বলেছেন: চেষ্টা করেছি, আর তাতে সফল হয়েছি কিনা জানিনা। তবে আপনার মন্তব্যে ভালো লাগলো অনেক।
"অল্পতে অনেক কিছু" ভালো লাগলো +++

১০| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: “আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।”

১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৩

বৃষ্টি বিন্দু বলেছেন: রমজানের পর খুশির ঈদ এলো আর সেই দিনটাও ফাঁকি দিয়ে বিদায় নিচ্ছে।
ঈদ মোবারক রাজিব ভাই...

১১| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা সুন্দর আপু। ঈদ মোবারক।

১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৩

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাই, সেই সাথে ঈদের শুভেচ্ছা...

১২| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০১

কাওসার চৌধুরী বলেছেন:
ঈদ মোবারক

১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনাকেও জানাই ঈদুল ফিতর এর অনেক অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক।

১৩| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১০

তারেক_মাহমুদ বলেছেন: ঈদ মোবারক বৃষ্টি আপু

১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৯

বৃষ্টি বিন্দু বলেছেন: বৃষ্টি আপু বললে আসলেই খুব ভালো লাগে। :)
ধন্যবাদ এবং ঈদের আন্তরিক শুভেচ্ছা জানবেন।।।

১৪| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:০০

সামু পাগলা০০৭ বলেছেন: কার্ডগুলো সুন্দর বানিয়েছেন বৃষ্টি আপু!

ঈদের আন্তরিক শুভেচ্ছা রইল।

১৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: শুধু কার্ড সুন্দর ছড়া সুন্দর হয়নি পাগলি আপু???
:(

১৫| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:১২

মোঃ খুরশীদ আলম বলেছেন: ঈদ মোবারক। সুস্থতা হোক আপনার ও আপনার প্রিয়জনদের চিরসঙ্গী। ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: নিরন্তর শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের জন্য।
ঈদ মোবারক।

১৬| ১৭ ই জুন, ২০১৮ সকাল ৮:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! আপনি কত সুইট আপু! আমি সেটা মিন করিনি। ছড়াটা খারাপ না, তবে আমার বেশি ভালো লেগেছে হাতে বানানো কার্ডগুলো। ছড়াতো অনেকেই লেখে, কিন্তু আজকাল হাতে কার্ড বানায় এমন মানুষের সংখ্যা কম। মানুষজন দোকান থেকে কেনে। কিন্তু এসব হাতে বানানো জিনিসে অনেক বেশি ভালোবাসা থাকে! সেই ভালোবাসার সৌন্দর্যের প্রশংসা করেছি। :)

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

বৃষ্টি বিন্দু বলেছেন: আমি বুঝেছি আপু। মেয়েতো তাই একটু অভিমান দেখলাম। পাগলি আপুর সাথেতো একটু অভিমান দেখাতেই পারি তাইনা???!!! 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.