নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

বাবা দিবসে সকল বাবাদের জানাই অন্তরের অন্তস্তল থেকে বিনম্র শ্রদ্ধা 

১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:১৩


"আয় খুকু আয়, আয় খুকু আয়"
★ সকালে উঠেই মনে পড়ে গেল চিরচেনা এবং ভীষণ প্রিয় এ গানটার কথা। কেন মনে পড়লো? হঠাৎ নিউজ পেলাম আজ বাবা দিবস, সেজন্যই কি গানটা মনে পড়লো? কিন্তু একটি নির্দিষ্ট দিনেই শুধু বাবার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে কেন? যিনি জন্মদাতা তার প্রতি ভালোবাসা যদি প্রদর্শন করতেই হয় তাতো প্রতিটা ক্ষন প্রতিটা দিন করতে হবে।

★ এই যে এতো বড় হলাম কার আদর্শে, ভালোবাসায়, সহযোগীতায়, আত্মবলিদানে? অবশ্যই বাবা- মা এর যৌথ উদ্যোগ আর রব্বুল আলামিন এর অপার করুণায়।

এবার লেখার একটু ভিতরে ঢুকি-
★★আদর্শ সন্তান গড়ে তোলার জন্য প্রয়োজন বাবা-মা উভয়ের যৌথ উদ্যোগ।

★★ কিন্তু "আদর্শ কি" এই বিষয় সম্পর্কিত জ্ঞান যদি বাবা- মা এর না থাকে বা জানার আগ্রহ না থাকে বরং নিজের চিন্তাধারা ও কর্মপন্থাকে সঠিক বলে বিবেচনা করে তাহলে সেই সন্তান কখনোই আদর্শবান হবেনা।

★★ খুব কম ক্ষেত্রেই আছে যারা মায়ের ছায়াতলে থাকলেও গড়ে ওঠে বাবার আদর্শ নিয়ে। তবে বেশির ভাগ সন্তানই মাকে অনুসরণ করতে পছন্দ করে। মায়ের আচরন যেমন হবে সন্তান তেমনটাই শিখবে। তেমনি বাবার আচরনেরও প্রতিফলন ঘটবে সন্তানের আচরনে। তাই সন্তানের মন্দ আচরনের জন্য সন্তানকে দায়ী করা যায়না।

যেহেতু বাবা দিবসে লেখতে বসলাম তাই বাবাকেই একটু হাইলাইট করি-
★★ আমাদের এই যান্ত্রিক জীবনের জ্যামঘটিত টানা হেঁচড়ায় বাবা মানুষটা কতটুকু সময়ইবা পায় সন্তানকে সময় দেবার?যেহেতু অধিকাংশ পরিবারই চলে বাবার উপার্জনে। আর এই সময় না দেয়ার কারনে সন্তানের মূল্যবোধ সঠিকভাবে গড়ে উঠে না।

★★ একটা মজার ঘটনা না বলে পারছিনা...
এক ব্যাক্তি তার কলিগকে জিজ্ঞেস করলেন-
- ৩ বছর হয়ে গেলো আপনার বাচ্চাটাকে দেখিনা, এখন কত বড় হয়েছে?
- তিনি দু'হাত দু'দিকে প্রসারিত করে বললেন 'এইটুকু'।
- ৩ বছর আগেওতো এটুকুই দেখালেন।
- কি ভাবে বলব ভাই? আমি যখন বাসায় যাই তখন বাবু
ঘুমায়, আবার যখন অফিসে আসি তখনো বাবু ঘুমায়।

★★ এই হচ্ছে আমাদের বাবাদের দায়িত্ব! (দায়িত্ববান বাবা নেই তা বলছিনা, অবশ্যই আছেন। তবে সংখ্যাটা খুবই নগন্য) হাজার কষ্ট হলেও বাবাদের উচিত বাবা হওয়ার চেষ্টা করা, প্রয়োজনে বাবা হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিৎ কারণ শুধু জন্মদান এ অংশগ্রহনই সমাপ্তি নয়। তেমনি- যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত সেই মায়েরও আদর্শ মা হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিত, যেহেতু মায়ের ভূমিকাই মুখ্য।

(আমার এই পোস্ট এর কথাগুলো পারিপার্শ্বিক সমাজ জীবন থেকে নেয়া কিছু যন্ত্রণাদায়ক অনুভূতির সামান্য বহিঃপ্রকাশ মাত্র।)

★★ আজ প্রিয় বাবা দিবস; আমার নিজ বাবা, সামু ব্লগারদের মধ্যে যারা ইতিমধ্যে বাবা হয়েছেন, যারা এখনো হননি তবে বাবার পদবী পাওয়ার পথে আছেন এবং দেশ, ধর্ম, বর্ন বৈষম্য বিভেদে সব বাবাদের প্রতি রইলো অকৃত্রিম ভালোবাসা।

(★বাবা, তোমায় অনেক ভালোবাসি★)

মন্তব্য ৩৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৮

নতুন নকিব বলেছেন:



ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে।

সকল বাবার জন্য শুভকামনা। ঈদ মোবারক। সুন্দর পোস্টে শুভেচ্ছা।

১৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৩

বৃষ্টি বিন্দু বলেছেন: সুন্দর একটি উপমা দিলেন।
সত্যিইতো!!!
জানিনা আপনি বাবা হয়েছেন কিনা, না হলে ভবিষ্যতে ইনশা আল্লাহ হবেন। আপনার সেই সুন্দর অনুভূতিতে জানাই অনেক অনেক শুভকামনা। ঈদ মোবারক।।।

২| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৩

অক্পটে বলেছেন: ভাল লাগল। সব বাবাদের প্রতি অকুন্ঠ ভালবাসা। মনটা খুব ভালো হয়ে গেল লেখাটি পড়ে। বাবাকে অকারণেও বাবা বলে ডাকতে ইচ্ছে করছে এখন।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

বৃষ্টি বিন্দু বলেছেন: কারো মন ভালো হয়ে গেলো একটি লিখা পড়ে!!!
এতো অনেক বড় প্রাপ্তি এক সন্তানের জন্য লিখকের জন্য নয়।
ধন্যবাদ এবং ঈদ মোবারক...

৩| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! পিতৃ দিবসে যথার্থ উপস্থাপনা। সঙ্গে ঈদ মোবারক।

শুভ কামনা জানবেন।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাইয়া...
কোন প্রিপারেশান ছিলনা, হঠাৎ গানটা মনে পড়ায় লিখতে পারলাম।
ঈদ মোবারক

৪| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১:১৯

সৈয়দ তাজুল বলেছেন:


খুবই সুন্দর; লেখার প্রকাশভঙ্গী।

কিছু বাবারা নিজেদের আসল দায়িত্ব সম্পর্কে জ্ঞানহীন। তারা কিভাবে সংশোধন হতে পারে বা কিভাবে তাদেরকে সংশোধন করা যায় বলে আপনি মনে করেন!

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: বর্তমানে কাউন্সিলিং এর ব্যবস্থা রয়েছে। সেটা ফলো করলে অনেকটাই উপকার পাবেন আর সেই সাথে অবশ্যই নিজেকে বুঝতে হবে যে তিনি দায়িত্ব নিতে কতটা পারদর্শী।

৫| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৯

সনেট কবি বলেছেন: সকল বাবার জন্য শুভকামনা।

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: বাবাদের জানাই শুভকামনা।
ঈদ মোবারক প্রিয় কবি...

৬| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৪

কাওসার চৌধুরী বলেছেন: বাবা দিবসের চমৎকার পোস্ট। ভাল লাগলো।

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:১৯

বৃষ্টি বিন্দু বলেছেন: দোয়া করবেন যেন উপযুক্ত লেখনী উপহার দিতে পারি।
ধন্যবাদ। বাবা দিবস ও ঈদের শুভেচ্ছা...

৭| ১৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৯

দৃষ্টিসীমানা বলেছেন: খুব ভাল লিখেছেন , ধন্যবাদ আপনাকে ।

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: চেষ্টা করেছি কিছু লিখতে। আপনাদের ভালো লাগাই লেখকের স্বার্থকতা। ভালো থাকবেন, শুভেচ্ছা অফুরান।

৮| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:২২

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ঈদ মোবারক...

৯| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:

বাবারা সন্তানের দায়িত্ব যেন নিতে সমর্থ হন, সেই আশা রাখছি

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:২৪

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেকদিন পর আমার পোস্টে গুনিজনের মন্তব্য!!!
আমার সত্যিই অনেক ভালো লাগছে চাঁদগাজি ভাই...
বাবা দিবসের শুভেচ্ছা ও ঈদ মোবারক...

১০| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সিগন্যাস বলেছেন: সুন্দর +

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৪৯

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ +
ঈদ মোবারক...

১১| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: পৃথিবীর সব বাবারা ভাল থাকুক।

++++++++

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: হুম, বাবারা অসুস্থ হলে খারাপ থাকলে সন্তান হিসেবে প্রচন্ড অসহায় লাগে।
পৃথিবীর সব বাবারা ভালো থাকুক।
এত্তগুলা +???
ধন্যবাদ মাইদুল ভাই...

১২| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২২

রাজীব নুর বলেছেন: চমৎকার লিখেছেন।

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫৩

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ... :)

১৩| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: বাবা আমার জীবনের এক আলোকিত আদর্শের নাম। এখনো দিনযাপনের প্রতি পলে তাঁর ছায়া আমাকে এগিয়ে নিয়ে যায়।

১৭ ই জুন, ২০১৮ রাত ১০:০০

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার আদর্শকে তথা আপনার বাবাকে জানাই স্যালুট।
তার ছায়া আপনার চলার পথটাকে করুক আরো প্রশস্ত ও আলোকময়, আমিন...

১৪| ১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মা দিবস হোলে কতোনা হৈ চৈ হোতো,
আজ সকালে উঠে জানলাম জে বাবা দিবস..।
সুন্দর লেখাটার জন্য ধন্যবাদ..।
বাবার জন্য একজন সন্তানের আকুতি .......................
তুমি ছাড়া প্রাণ বাঁচেনা
বাঁচেনা আমার মন,
তোমায় পেয়েছি বলেই, বাবা
আজ স্বপ্ন-রাঙ্গা, আমার এ ভুবন!

বাবা..., আমার বাবা...
তুমি আমার সব,
তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে;
গড়েছি ভবিষ্যৎ !
.............................

১৭ ই জুন, ২০১৮ রাত ১০:০৯

বৃষ্টি বিন্দু বলেছেন: এটা ঠিক যে মা দিবসে হৈ চৈ বেশি হয় কারণ মা কে তুলনা করার কিছু নেই। তার অপরিমেয় কষ্টের বিনিময়ে আমরা পৃথিবীর আলো দেখি।
তাই বলে বাবা কি কোন অংশে কম?
অনশ্যই নয়।

আপনার ছড়াটা ভালো লাগলো।
আমি কেন পারলাম না একটা কবিতা লিখতে?
যাক আপনার কবিতাতেই সেই শান্তিটুকু খুঁজে নিলাম।
ধন্যবাদ...

১৫| ১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: বাবার জন্য ভালোবাসা!:)

১৭ ই জুন, ২০১৮ রাত ১১:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ভালোবাসা আমার আপনার সব বাবাদের জন্য... :)

১৬| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:১৭

নিশাচড় বলেছেন: খুব সুন্দর। ভালো লাগলো, বাবাদের শুভ কামনা।

১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৪

বৃষ্টি বিন্দু বলেছেন: নিশাচর ভাই অনেক অনেক ধন্যবাদ, এবং ঈদ মোবারক...

১৭| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:২৬

সাদা মনের মানুষ বলেছেন: দশ বছর আগে ১১ জুন আমার বাবা মারা গিয়াছেন, আর ১৭ জুন বাবা দিবস, সত্যিইমনটা খুব আনচান করে।

১৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫৭

বৃষ্টি বিন্দু বলেছেন: কে যে কখন হারিয়ে যাবে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন।
আমার সত্যিই খুব খারাপ লাগছে আপনার বাবার কথা জেনে।দুয়া করি তিনি জান্নাতের ছায়াতলে থাকুন,আমিন।

১৮| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:০৩

সুমন কর বলেছেন: আমার কাছে, পোস্টটি এলোমেলো মনে হলো। আরো গুছিয়ে লেখা যেত......

শুভেচ্ছা.......

১৮ ই জুন, ২০১৮ রাত ৯:০০

বৃষ্টি বিন্দু বলেছেন: জি ভাইয়া, আমিতো আসলে কবিতা কিছুটা লিখার চেষ্টা করি।এই ধরনের বিষয়ে একেবারেই অজ্ঞ। তবে আপনাদের সাহায্য পেলে হয়তো আগাতে পারবো।
যদি জানাতেন কিভাবে লিখলে ভালো হতো তাহলে খুব খুশি হতাম।
অপেক্ষায় রইলাম জানার... :)

১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বৃষ্টি বিন্দু বলেছেন: সুমন কর ভাই, আপনি আমাকে কোন সাজেস্ট করলেন না। কারণটা কি জানতে পারি?

১৯| ১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সুমন কর বলেছেন: দুঃখিত, কাল একটু ব্যস্ত ছিলাম।
যেহেতু পোস্টটি বাবা দিবস নিয়ে, তাই বাবা'র বিষয়গুলো লেখায় তুলে ধরার দরকার ছিল। যদিও আপনি তুলেছেন কিন্তু মা-বাবা মিশ্রণে আর আপনার ব্যক্তিগত মতামত মিলে মূল বিষয়টি একটু আড়াল হয়ে গেছে। পয়েন্ট আকারে লেখাটাও ভালো লাগেনি। আলাদা আলাদা প‌্যারায় আপনার ভিন্ন ভিন্ন বিষয়/মতামত লিখতে পারেন। লিখতে এবং পড়তে থাকুন। আনন্দ করে লিখুন। আর আমরা অবশ্যই সাথে আছি।

শুভ সন্ধ্যা।

২০ শে জুন, ২০১৮ রাত ৯:০৮

বৃষ্টি বিন্দু বলেছেন: বাহ!!!
ধন্যবাদ
এভাবেই পাশে থাকবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.