নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"স্বপ্ন বয়ন"

১৯ শে জুন, ২০১৮ রাত ৮:২০



কবিতা তুমি কোথায়?
কোথায় তোমার গন্তব্য?
এত পথ চলো,
এতো কবির নিউরনে ঝড় তুলো!
অথচ তুমি ক্লান্ত নও।
নাকি প্রচণ্ড ক্লান্ত,
তাও শুধু আমার জন্য?
মাঝে মাঝে পথ ভুলে চৌরাস্তায় দাঁড়িও।
সেখান থেকে তোমাকে নাহয় পিক করব,
দূরের কোন পথে,
দুজন হাঁটব দীর্ঘক্ষণ।
কোন এক বটবৃক্ষ এর তলে,
কুড়ানো পাতায় তোমাকে দেখব।
কলমহীন কালিতে পাতায় পাতায়,
শুধু তুমি আর তুমি।
অজস্র শব্দরাজিতে-
চন্দ্রালোক হবে বংশীবাদক।
বাতাসের শনশন কাঁপুনি-
হবে গানওয়ালা।
আর প্রকৃতির সুভাসরঞ্জনে
চারিদিকে থাকবে সৃষ্টিসুখ।
এরই মাঝে আমি আর তুমি,
এরই মাঝে আমাদের জোড় চয়ন,
পঙক্তির পর পঙক্তির স্বপ্ন পূরণ।
কেমন হবে বলতো সেদিন?
আমি আর তুমি,
আমাদের কবিতা বয়ন!!!


ছবি: গুগল

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৯

সৈয়দ তাজুল বলেছেন: পুরো কবিতা একাধিক-বার পড়লাম। সত্যি একাধিক-বার পড়লাম।
শেষের সতেরো লাইন একটু বেশিই ভাল লাগলো।
ভালো লাগা প্লাসগুলো পুরো কবিতায় লেপ্টে দিলাম।
+++++++++++++++++++++++++++++++

১৯ শে জুন, ২০১৮ রাত ৯:৪৪

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রথম মন্তব্যকারী এবং অসংখ্য প্লাস উপহার দেয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।।।
কবিতা কি খুব কঠিন এতোবার পড়তে হলো যে!!!

২| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৪০

যবড়জং বলেছেন: কবিতা ক্লান্ত ,
চৌরাস্তায় দাড়িয়ে আছে
দয়া করে তাড়াতাড়ি পিক করুন ।

১৯ শে জুন, ২০১৮ রাত ৯:৪৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনি কি কবিতার ভাবার্থ বুঝেছেন?
নাকি বুঝেও দুষ্টুমি করলেন?
যদি বুঝে না থাকেন তাহলে অনুরোধ করব আরো কয়েকবার পড়ুন।আর যদি বুঝে থাকেন তাহলেতো বলতেই হয় যে আপনি ভালোই মজা করতে পারেন!!!

৩| ১৯ শে জুন, ২০১৮ রাত ১০:২২

জাহিদ অনিক বলেছেন: কবিতার সাথে কবির মিথষ্ক্রিয়া ভালো লাগলো।

১৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪১

বৃষ্টি বিন্দু বলেছেন: মিথষ্ক্রিয়া!!সুন্দর বলেছেন।
ধন্যবাদ...

৪| ১৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪৮

বৃষ্টি বিন্দু বলেছেন: আমি আন্তরিকভাবে দু:খিত যে আমার পোস্টে মন্তব্যকারী এক আপুর মন্তব্য ভুলে ডিলিট হয়ে গেছে। আপনার প্রতি অনুরোধ প্লিজ ভুল বুঝবেন না। বিষয়টা ইচ্ছাকৃত ছিলো না।

৫| ১৯ শে জুন, ২০১৮ রাত ১১:০০

স্রাঞ্জি সে বলেছেন: আমার মন্তব্য টা এক নং মন্তব্যের ধরিয়েন।

২০ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৫

বৃষ্টি বিন্দু বলেছেন: এই মন্তব্যটাইতো মজার!!!
ঠিক আছে ধরে নিলাম...
কোন সমস্যা নাই।
খুশিতো?

৬| ১৯ শে জুন, ২০১৮ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো । দারুন কবিতা ।

২০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই... :)

৭| ২০ শে জুন, ২০১৮ সকাল ৭:৩১

সিগন্যাস বলেছেন: চমৎকার কবিতা।প্লাস দিলাম।

২০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৩

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনাকেও অনেকগুলা প্লাসযুক্ত ধন্যবাদ দিলাম...

৮| ২০ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৯

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: অনেক সুন্দর কবিতা!++

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:০৬

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক সুন্দর!!
কিছু ভুল ধরে দিতেন।
সমালোচনা ভালোই লাগে.. :)

যাইহোক অনেক অনেক ধন্যবাদ...

৯| ২০ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:১০

বৃষ্টি বিন্দু বলেছেন: আমার জন্য কি আপনার আর কোন মন্তব্য নেই?
আর কবিতাটা কি আসলেই খুব সহজ আর সরল ছিলো?
সুন্দর ছিলো কিনা সেটা আমি জানিনা,আপনারাই ভালো জানবেন।
যাইহোক থ্যাংকস

১০| ২০ শে জুন, ২০১৮ সকাল ১০:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: আপু টা এত সুন্দর সুন্দর কবিতা কিভাবে লিখে !:#P প্রতি টি কবিতা চমৎকার। বিশেষ করে শব্দ গুলো।
সকাল সকাল আপুর লেখা কবিতা পড়ে দিনের শুরু করলাম। B-)

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: কিভাবে লিখি জানিনা। রব্বুল আলামিন জানেন।
আমার কবিতা দিয়ে সকাল শুরু ভাবতেইতো ভালো লাগছে। সুন্দর মন্তব্যের জন্য ১০ এ ১১ দিলাম B-)

১১| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়েছেন ব্লগে।

চলকু এভাবে এগিয়ে চলা-কবিতা বলা।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বৃষ্টি বিন্দু বলেছেন: জনপ্রিয়!!!
বলেন কি ভাই?? কিভাবে বুঝলেন?
সেই যোগ্যতা আছে নাকি?
যদি কিছু করে থাকি সেইটা আল্লাহর দান...

ধন্যবাদ ভাই...

১২| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:৩৩

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: ঠাস বুননে স্বপ্ন বয়ন ভালো হয়েছে ! কবিতা পড়ার ভালোলাগা বন্দি হয়েছে কবিতার ঠাস বুননের কথায় কথায় ,প্রত্যেকটা লাইনে লাইনে।

২০ শে জুন, ২০১৮ রাত ৯:০২

বৃষ্টি বিন্দু বলেছেন: ঠাস বুনন!!!
মাথায় রাখলাম শব্দ দুটো।
সেই সাথে ধন্যবাদ এই দুটা শব্দের সাথে পরিচয় করানোয়।
এক গুচ্ছ না না অসংখ্য সামু টাইপ ধন্যবাদ... :)

১৩| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:৫৯

সুমন কর বলেছেন: ভালো লাগল কিন্তু হঠাৎ পিক শব্দটি বেমানান লাগল।


* আগের পোস্টের মন্তব্যটি দেখে নিয়েন।

২০ শে জুন, ২০১৮ রাত ৯:০৬

বৃষ্টি বিন্দু বলেছেন: অসংখ্য ধন্যবাদ সমালোচনা করার জন্য।
শুধু প্রশংসই কাম্য নয়।
তবে এতটুকু বলি আমি এই শব্দটি ইচ্ছে করেই ব্যবহার করেছি। অন্য আরো কিছু মাথায় এসেছিল তবুও এটাই ব্যবহার করতে ইচ্ছে করলো। মন মানলোনা কি করব বলুন?
তবে মাথায় রাখলাম।
পাঠকের ভালোলাগাও একটা বিষয়।।।।
অনেকগুলা ধন্যবাদ..... :)

১৪| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:০৪

সনেট কবি বলেছেন: দারুন কবিতা ।

২০ শে জুন, ২০১৮ রাত ১১:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি :)

১৫| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমন একটা কবিতা লিখব বলে
জনম জনম সখির পথ চেয়ে রইলাম
কোন জনমে সখি চিনলোইনা
কোন জনমে চিনেও বিরহের নিত্য পথে
কোন জনমে ভুল বোঝাবুঝির আড়ালে হারাল
কোন জনমে শুধু চোখে চোখেই রচিত হলো কাব্য

পঙতির পর পঙতির পূর্ণ মহাকাব্য লিখব বলে
আরেক জনম কি জনম আসব সখি? পথ চেয়ে?

আপনার কাব্যাবেগের ছোঁয়াচে প্রভাবে আসা পঙতিমালা ;)

এবার বুঝুন কেমন দারুন কাব্য লিখেছেন :)

+++++

২০ শে জুন, ২০১৮ রাত ১১:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন: কি বলে ধন্যবাদ দিবো বুঝতে পারছিনা।
তবে কবি কখনোই তৃপ্ত হয়না তার রচনায়।
এটাই কবিত্ব। :)
ভালোলাগা প্রভাবে যা লিখলেন তা যে একটি শ্রেষ্ঠ কবিতার প্রচন্ড আকুতি থেকে বের হওয়া তা বুঝলাম।।।
অনেক অনেক ভালো লাগলো কবিতা ও মন্তব্য... :)

১৬| ২০ শে জুন, ২০১৮ রাত ১০:৩৩

তারেক ফাহিম বলেছেন: কবিতা পাঠে ভালো লাগা।

২১ শে জুন, ২০১৮ রাত ১:৩৭

বৃষ্টি বিন্দু বলেছেন: কবিতা পাঠের ভালো লাগায় আমার ভালোলাগাটুকু দ্বিগুণ হল।।! :):

১৭| ২১ শে জুন, ২০১৮ রাত ৮:২৩

বৃষ্টি বিন্দু বলেছেন: আমার এই কবিতাটিতে গুনিজনদের এতো সুন্দর মন্তব্য ও উপকারী সমালোচনা পেয়েছি যা আগে পাইনি। ভালোলাগাটা সীমাহীন। সবাইকে এক আকাশ ধন্যবাদ... :)

১৮| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৮

যবড়জং বলেছেন: আপনি কি কবিতার ভাবার্থ বুঝেছেন?
নাকি বুঝেও দুষ্টুমি করলেন?
যদি বুঝে না থাকেন তাহলে অনুরোধ করব আরো কয়েকবার পড়ুন।আর যদি বুঝে থাকেন তাহলেতো বলতেই হয় যে আপনি ভালোই মজা করতে পারেন!!


একটু না হয় দুষ্টুমি করেছি , কবিতার ভাবার্থ বোঝার দায় আমার বহুদিনের।।

পিক শব্দটা একটু বেমানান ছিলো এই যা ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.