নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"বায়না"

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭


ইচ্ছে করে ঘড়ির কাঁটা পিছিয়ে দিই
সময়টাকে মুঠোয় নিই,
ইচ্ছে করে রঙিন ঘুড়ির প্যাঁচ খেলি
ঐ দিগন্তে আমায় মেলি।

ইচ্ছে করে দুপুরটাকে সন্ধ্যা করি
ঝাঁকে ঝাঁকে জোনাক ধরি,
ইচ্ছে করে মেঠো পথে ছুটতে থাকি
বুনোফুলের গন্ধ শুঁকি।

ইচ্ছে করে বাঁশের পাতায় বাঁশি বাজাই
সুরেলা গানে বেসুরো হই,
ইচ্ছে করে অতৃপ্তির তৃপ্তি মেটাই
আঁকড়ে ধরি সুখের নাটাই।

ইচ্ছে করে জলের রং এ তুলি মাখি
আঁধার দিয়ে ছবি আঁকি,
ইচ্ছে করে স্বপ্ন দেখার বায়না ধরি
বাধার পাহাড় আগলে মরি।

ইচ্ছে করে ইচ্ছেগুলি পাখা মেলুক
ভালোবাসার স্বপ্ন দেখুক,
ইচ্ছে করে ইচ্ছেগুলি বেঁচে থাকুক
জীবন মায়ায় জেগে উঠুক।


ছবি:গুগল

মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

শাহিন-৯৯ বলেছেন:



ইচ্ছে করে বৃষ্টি ভিজা
খেলার মাঠে
ফুটবলটা নিয়ে সাথে
ঝাঁপিয়ে পড়ি মনের সুখে।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

বৃষ্টি বিন্দু বলেছেন: উদ্দাম ইচ্ছে!!!
ভালো লাগলো ইচ্ছেটা।
দুয়া করি আপনার ইচ্ছে সফল হোক।
:) :) :)

২| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার কবিতা।


আপনার কবিতা পড়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'ইচ্ছে' কবিতাটির কথা মনে পড়ে গেল।

কাচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে
দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি
পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট
যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি
কাঁচের চুড়ি ভাঙার মতই ইচ্ছে করে অবহেলায়
ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি।
ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম দেবার
ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে জনসেবার
ইচ্ছে করে ভাঁওতাবাজ নেতার মুখে চুনকালি দিই।
ইচ্ছে করে অফিস যাবার নাম করে যাই বেলুড় মঠে
ইচ্ছে করে ধর্মাধর্ম নিলাম করি মুর্গীহাটায়
বেলুন কিনি বেলুন ফাটাই, কাঁচের চুড়ি দেখলে ভাঙি
ইচ্ছে করে লণ্ডভণ্ড করি এবার পৃথিবীটাকে
মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি
আমরা কিছু ভাল্লাগে না।।

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০২

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবি সুনীল এর এই দুঃসাহসী কবিতাটি পড়ার সৌভাগ্য করে দেয়ায়।

কবিতা চমৎকার হয়েছে জেনে ভালো লাগলো। আবারো অসংখ্য ধন্যবাদ :)

৩| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সৈয়দ তাজুল বলেছেন:
ইচ্ছে করে এমন পদ্য সর্বক্ষণ পড়ে যেতে
ইচ্ছে করে কবিদের সহচর্যে আজীবন কাটিয়ে দিতে।


অসংখ্য ভালো লাগলো আপনার কবিতা।
সম্ভব ইচ্ছে লাগাগুলো বাস্তবে এসে আপনার হারিয়ে নিক।

আপনার জন্য চিরন্তন শুভকামনা।

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১১

বৃষ্টি বিন্দু বলেছেন: কবিতার প্রতি আপনার অদম্য ভালোবাসাই এতো সুন্দর মন্তব্যের বহিঃপ্রকাশ।

দুয়া করি সব সময় পাশেই থাকবেন... :)

৪| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: বাহ!!! মুগ্ধ

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৪

বৃষ্টি বিন্দু বলেছেন: মুগ্ধতাই প্রেরণা..
ধন্যবাদ...
:)

৫| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: জি রাজিব ভাই, আমি সহজভাবেই লিখতে পছন্দ করি।
কঠিন কাব্য পড়তে পছন্দ করি কিন্তু লিখতে পারিনা।সেটা আমার দ্বারা সম্ভবও না।
ধন্যবাদ ভাই...

৬| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা!

৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: কদমের সৌন্দর্যভরা ধন্যবাদ...
:) :) :)

৭| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:২১

রাকু হাসান বলেছেন: খালি ইচ্ছে করলেই হবে ! B-) ইচ্ছেগুলো পূরণ হোক । বৃষ্টি একটি ভাললাগার .. শব্দ . :-B আপনিও ভাল থাকুন

৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৭

বৃষ্টি বিন্দু বলেছেন: উহু, খালি ইচ্ছে করলেই হবেনা। ইচ্ছেগুলো পূরন করতে হবে এবং ইন শা আল্লাহ ইচ্ছেগুলো পূরণও করবো। বৃষ্টি আমার সবচেয়ে প্রিয় শব্দ। ধন্যবাদ, আপনিও ভালো থাকুন... :)

৮| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৫

চঞ্চল হরিণী বলেছেন: ভালো লাগলো আপনার ইচ্ছেগুলো। মোটামুটি সবগুলো ইচ্ছেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের লেখায় পড়েছি তবে, " ইচ্ছে করে দুপুরটাকে সন্ধ্যা করি" এই লাইনটা একদম ইউনিক লাগলো।
আর আমার মনে পড়লো কবির সুমন এর গান-

' ইচ্ছে হল এক ধরণের গঙ্গা ফড়িং,
অনিচ্ছেতেও লাফায় খালি তিড়িং বিড়িং' আমার খুব প্রিয় গান।

৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৬

বৃষ্টি বিন্দু বলেছেন: আমাদের সবার মনের ইচ্ছেগুলোরই কিছু না কিছু মিল থাকে। সে কারনেই কবিতায়ও মিল পাওয়া যায়। কবি দুপুরকে সন্ধ্যা করতে পারে, আবার অমাবস্যাতেও পূর্ণিমা দেখতে পারে। কবিকে আসলেই স্রষ্টা বেশ কিছু শক্তি দিয়েছেন।
ধন্যবাদ, চেষ্টা করবো কবিতায় অভিনবত্ব আনার। :)

৯| ৩০ শে জুন, ২০১৮ রাত ১:৪৯

পবন সরকার বলেছেন: কবিতা ভালো লাগল।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:০০

বৃষ্টি বিন্দু বলেছেন: পবন ভাইকে অনেক ধন্যবাদ।
এই নামে আমি পরিচিত কাউকে পাইনি।
ব্লগার পবন ভাইকে পেলাম, পরিচিত হলাম।
ধন্যবাদ জানবেন, শুভ সকাল :)

১০| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৬:২৪

সিগন্যাস বলেছেন: মানুষের ইচ্ছার শেষ নেই।যায়হোক কবিতাটা বেশ সুন্দর হয়েছে।তাছাড়া উপরের ছবিটাও আমার ভাল লেগেছে।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:০৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ঠিক বলেছেন, মানুষের ইচ্ছের শেষ নেই।
সব ইচ্ছে পূরণ হবে তাও না। কিছু ইচ্ছে অপূর্ণ থাকাও ভালো। কবিতা সুন্দর হয়েছে জেনে খুশি হলাম/হলুম (খানিকটা মজা) ধন্যবাদ... :)

১১| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৭:৪০

তারেক_মাহমুদ বলেছেন: ইচ্ছেগুলো সত্যি অনেক সুন্দর।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালো ইচ্ছেরা অবশ্যই সুন্দর। মাটির স্পর্শ যেমন শিহরিত করে তেমনি ইচ্ছের ইচ্ছে পূরণও এক ধরনের ভালোলাগা শিহরণ এনে দেয়।

ধন্যবাদ তারেক ভাই...
এভাবেই যেন পাশে পাই...

১২| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
সবসময় ইচ্ছে করে বৃষ্টি বিন্দুর কবিতা পড়তে। ;)


পড়ে ভালো লেগেছে।

৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

বৃষ্টি বিন্দু বলেছেন: তাই নাকি!!
জেনে খুবই আনন্দ লাগছে!!!
চেষ্টা করবো লিখতে, যদিও সময় হয়না।
ধন্যবাদ শাহরিয়ার ভাই...

১৩| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: আমি টোটালি কনফিউজড। এত্তগুলি ইচ্ছা কোনটা ছেড়ে কোনটা ধরি। কবিতায় মুগ্ধতা রেখেগেলাম আপু / বোন।

অনেক অনেক শুভ কামনা রইল।

৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

বৃষ্টি বিন্দু বলেছেন: কনফিউজড হবার কিছুই নেই ভাই।
আপনার ইচ্ছেগুলো চোখ বন্ধ করলেই দেখতে পাবেন। তবে ইচ্ছে পূরণই সব নয় আমি মনে করি। কিছু ইচ্ছে ভাবনাতেই ভালো লাগে আবার কিছু ইচ্ছে অবশ্যই পুরণ করতে হয়।

আপনার মুগ্ধতায় আমিও মুগ্ধ।
ধন্যবাদ...

১৪| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জি রাজিব ভাই, আমি সহজভাবেই লিখতে পছন্দ করি।
কঠিন কাব্য পড়তে পছন্দ করি কিন্তু লিখতে পারিনা।সেটা আমার দ্বারা সম্ভবও না।
ধন্যবাদ ভাই...

ভালোবাসা নিরন্তর।

৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৫

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাই,,,
আপনি সব সময়ই আমার পাশে আছেন,
এভাবেই থাকবেন আশা করি :) :) :)

১৫| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৮

নতুন নকিব বলেছেন:



গুড! লাইক দিলাম।

৩০ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ নকিব ভাই :) :) :)

১৬| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ইচ্ছেময় কবিতা দারুণ লিখেছেন! আমার কাছে খুব ভালো লাগল! আমারও অনেক কিছু ইচ্ছে করে কিন্তু আপনার মত কাব্যিকভাবে হয়ত বলতে পারব না। কবিতায় প্লাস!

৩০ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৩

বৃষ্টি বিন্দু বলেছেন: ইচ্ছেরা ইচ্ছেদের মতোই থাকুক।
সব ইচ্ছে যে কাব্যিক হতে হবে তার কোন মানে নেই।
আপনার ইচ্ছেগুলোকে আপনার মতো করেই প্রকাশ করুন...

ধন্যবাদ সম্রাট ভাই... :)

১৭| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ইচ্ছে করে ইচ্ছে গুলো বেচে থাকুক বাস্তব রুপ লাভ করুক ।

৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: ওয়াও!!! সেলিম ভাই,
আমিতো প্রথমে আপনার এই লাইনটাই লিখেছিলাম, পরে জীবন মায়া দিয়ে দিলাম...

"ইচ্ছে করে ইচ্ছেগুলি বেঁচে থাকুক,
বাস্তবতায় জেগে উঠুক"

দোয়া করি আপনার ইচ্ছেরা বাস্তবতায় পূর্ণতা পাক... :)

১৮| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৪০

অর্থনীতিবিদ বলেছেন: প্রকৃতির সাথে সম্পর্কিত সব ইচ্ছে। প্রকৃতির রুদ্ধশ্বাস সৌন্দর্যের সাথে একাত্ম হওয়ার বায়না। এমন সব ইচ্ছেকেই সম্ভবত স্বর্গীয় ইচ্ছে বলা হয়।

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনি অর্থনীতিবিদ হলেও কবিতা আর প্রকৃতিকে এতো সুন্দরভাবে অনুভব করেছেন যে আমি মুগ্ধ...
ধন্যবাদ :)

১৯| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪

রাকু হাসান বলেছেন:


আপনি আমার ব্লগে কমেন্ট না করলে হয়ত এত সুন্দর কবিতাটি মিস করে ফেলতাম । খুব সুন্দর ভাবনার কবিতা ।+

২০| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১০

রাকু হাসান বলেছেন:

হাহাহা এই কবিতা আগে পড়লাম । ভুলে গেলাম । :( সরি আবার মন্তব্য করায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.