নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"বিষ"

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:২৩


পঁচা বাসি
ফরমালিনে,
দেশ ভরেছে
দিনে দিনে।

আসল নকল
যায়না চেনা,
চড়া দামে
হচ্ছে কেনা।

জুসের নামে
বিষের মজা,
খাচ্ছে সবাই
যায়না বোঝা।

হামা দিয়ে
আসছে মরন,
জানটা নেবে
হঠাৎ কখন!

তাই খাবনা
বিষের পণ্য,
বাঁচতে হবে
নিজের জন্য।



ছবি- গুগল

মন্তব্য ৩৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর। সঠিক।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ,
মাইদুল ভাই

:) :) :)

২| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

সৈয়দ ইসলাম বলেছেন: বাংলাদেশের ফল ব্যবসায়ীরা পবিত্র ব্যবসাকে হারাম ব্যবসায় রূপ দিচ্ছে। অথচ এই ব্যবসা কতই না ফজিলত-পূর্ণ ছিল!

বস্তুত, এসবের সাথে সুশিক্ষার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। ওখান থেকে খুব স্বল্পসংখ্যক শিক্ষার্থী মনুষ্যত্ব নিয়ে বের হয়। যারা এই মনুষ্যত্বের জন্য প্রচেষ্টা চালাতে চায় তারা দেশের সর্বক্ষেত্রের ন্যায় শিক্ষাঙ্গনেও লাঞ্ছিত হয়!


আপনার ছড়া ভাল লেগেছে; যদিও কথাগুলো কষ্টের।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার মন্তব্যের সাথে পুরোপুরি একমত। শিক্ষা ব্যবস্থায় জটিলতা আছে অবশ্যই। শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষাই দেয়ার প্রচেষ্টা করা হয়, সমস্যা হচ্ছে শিক্ষাকে কাজে লাগানোর সেই মানষিকতা গড়ে না ওঠা যার জন্য কিছু ক্ষেত্রে কিছু নৈতিকতাহীন শিক্ষক দায়ী হলেও বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হলো পরিবারের সুষ্ঠ পরিচালনা, ও নেতিবাচক সামাজিক প্রভাব...
ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য... :)

৩| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লিখেছেন। লাস্টের প্যারা অসাধারণ।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: চমৎকার হয়েছে কিনা জানিনা।
ভালো লাগেছে জেনে ভালো লাগলো।
ধন্যবাদ...
একটা বিষয় জানতে চাই, আপনার নামটা সোনাবীজ অথবা ধুলোবালিছাই রাখার কারণ কি জানতে পারি?

৪| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের কোনো সরকার ই ফর্মালিন মুক্ত দেশ কখনোই করবেন না, কারন সরকারকে দেশীয় খাবার খেতে হয়না তাদের খাবার আসে থাইল্যান্ড থেকে, তাই বাঁচতে হলে আমাদের নিজ উদ্যেগে এই সব খাবার পরিত্যাগ করতে হবে বিশেষ করে টমেটো, আম ও বাজারে বিক্রিত ফর্মালিন যুক্ত যেকোনো ফল ও স্ববজী - তা না হলে লিভার কিডিনি অকালে পঁচাতে হবে নির্ঘাত ।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

বৃষ্টি বিন্দু বলেছেন: সঠিক বলেছেন..
কিন্তু জেনেও অনেকে ফরমালিনযুক্ত খাবারই কেনে,খায়।তাদের ক্ষেত্রে কি করা যায় বলুন?

৫| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছড়া আর ছড়ার বক্তব্য দুটোই ভালো লেগেছে! লিখতে থাকুন।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১২

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ,
চেষ্টা অব্যহত রাখতে চাই।

:) :) :)

৬| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:২৫

ফেনা বলেছেন: বাস্তবতার চমতকার উপস্থাপন।
ভাললাগা রখে গেলাম।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: স্বল্প কথায় উপস্থাপন কেমন হলো জানিনা।
তবে আপনার ভালোলাগা আমাকে যে ভালোলাগা দিলো তা আমিও রেখে গেলাম...
:) :) :)

৭| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৪০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার লিখেছেন!

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...

:) :) :)

৮| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১৫

সিগন্যাস বলেছেন: তাই খাবনা
বিষের পণ্য,
বাঁচতে হবে
নিজের জন্য।

আহা তাহলে খাব কি?এখন তো স্বয়ং আমবাবাও ফরমালিনবিহীন আমের সন্ধ্যান দিতে পারেনা :(

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:০৭

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রথমে ধন্যবাদটা দিয়ে নিই... :)

আসলেই এখন খাবোটা কি?
নিজেরাই ফলের চাষ শুরু করতে হবে যেটা নিজেদের ভাগ্যে না জুটলেও পরবর্তী জেনারেশান পাবে। এছাড়া আর কোন উপায় থাকলে বলুন... :)

৯| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:


এখন আমাদের ফরমালিন না খেলে হজম ক্রিয়া ভালো হবে না। ;)




ভালো লিখেছেন ।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:০৯

বৃষ্টি বিন্দু বলেছেন: হা হা হা...

ভালোই বলেছেন...

:) :) :)

১০| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: আমার ধারনা এবছর আমে ফরমালিন দেওয়া হয়নি।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: রাজীব ভাই, আপনার ধারনাটা পুরোপুরি সঠিক নয়। আমার নিজের ঘরেই ফরমালিন দেয়া আম এসেছে কয়েকবার যে আম অনেকদিন রেখে দেয়ার পরেও পচেনা। কারণ অদ্ভুত গন্ধযুক্ত ছিল সেই আম, মুখে দিলে মুখ বিস্বাদে ভরে যেতো...

আপনি আসলেই ভাগ্যবান তাই ফরমালিন বিহীন আম পেয়েছেন... :) :) :)

১১| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:৪৬

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই..

:) :) :)

১২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:০৮

কাওসার চৌধুরী বলেছেন:


আতঙ্কের নাম
ফরমালিন
হইছে দেশে
ফরমাল ইন।

এ থেকে সহসা মুক্তি নাই।

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:৪৮

বৃষ্টি বিন্দু বলেছেন: বাহ!
সুন্দর এবং সত্য ছন্দ মিলিয়েছেনতো!!!
:) :) :)
আসলেই মুক্তি নাই... :(

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:০২

মোঃ খুরশীদ আলম বলেছেন: তাই খাবনা বিষের পণ্য
বাঁচতে হবে নিজের জন্য- দারূণ ছন্দ, ভাল লাগল।

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:০০

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার ভালোলাগা আমাকেও অপার আনন্দ দিলো।।
ধন্যবাদ, :)

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার ছন্দ।

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

বৃষ্টি বিন্দু বলেছেন: অনন্য দায়িত্বশীল এর প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ...

:) :) :)

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই, আপনার ধারনাটা পুরোপুরি সঠিক নয়। আমার নিজের ঘরেই ফরমালিন দেয়া আম এসেছে কয়েকবার যে আম অনেকদিন রেখে দেয়ার পরেও পচেনা। কারণ অদ্ভুত গন্ধযুক্ত ছিল সেই আম, মুখে দিলে মুখ বিস্বাদে ভরে যেতো...

আপনি আসলেই ভাগ্যবান তাই ফরমালিন বিহীন আম পেয়েছেন...

আমি এবছর প্রচুর আম কিনেছি। এবং আম গুলো খুব স্বাদ হয়েছে। খেয়ে আরাম পেয়েছি।

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:১২

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনি আসলেই ভাগ্যবান রাজীব ভাই।
দোয়া করি প্রতি বছর ভাগ্য এভাবেই আপনাকে প্রসন্ন করুক।
:) :) :)

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বিষে বিষে বিষময়
বিশ্বাস চেতনা
দু'পেয়ে জীবরা সব
ওরা মানুষনা!

ব্যবসারে বানিয়েছে
প্রতারণা হাতিয়ার
কে আছ জোরছে মার
ওরা সব জানোয়ার!

আল্লাহর নিয়ামতে করে জোচ্চুরি
তাদের ধ্বংস হোক এই দোয়া করি।

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:১৮

বৃষ্টি বিন্দু বলেছেন: মা শা আল্লাহ!!!
অনেক সুন্দরভাবে ব্যক্ত করলেন ছড়াকারে।।।
ধন্যবাদ..
:) :) :)
আপনার সাথে একই দোয়া করি...

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

তারেক ফাহিম বলেছেন: সুন্দর ছড়া।
ভালোলাগা।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালোলাগায় ভালোলাগা রেখে গেলাম...

:) :) :)

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

নাহিদ০৯ বলেছেন: আমি আমের এলাকার মানুষ। ছোটকালে দেখেছি আমের সময় নীল রঙের বড় মাছি ভন ভন শব্দ করতো গোটা বাড়ি জুড়ে। কাঁঠাল এর সিজন পর্যন্ত থাকতো এই মাছি। ভনভনে মাছি নামেই জানতাম তখন।

সবাই এত বেশি কীটনাশক স্প্রে করার প্রচলন শুরু করেছে যে এবার বাসায় এসে একটা ও মাছি দেখিনি আমে। আম না ঢেকে রাখলেও কোন মাছি বা পোকা বসছে না মাছে। আম খেয়ে আমের চোকা (উপরের স্তর) গরুর খাবার হিসেবে রাখা হয়। সে গরুতেও আম খায় না।

অতিরিক্ত আম যা কেউ খায় না বা খাওয়া যায় না বা পচে গেছে বা খুব বেশি বিস্বাদ সে আম কে আমাদের দিকে পেপসি আম বলে। পেপসি আমের দাম কম। ট্রাকে করে জুস কোম্পানি ৫-৬ টাকা কেজি দরে নিয়ে যায়। তাও আবার ৫০-৬০ কেজিতে এক মন ধরে।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:১৯

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাই,
নতুন একটি নাম জানলাম "পেপসি আম"..

আসলেই এখন আর ফলমুলে মাছি বসে না।যেই নীল ভনভনে মাছির কথা বললেন তারা মনে হয় বিলুপ্তির পথে।

৫০-৬০ টাকা প্রতি মণ!!!
কি ভয়ংকর!
এতো মজা করে যে জুস খাচ্ছি তা আসলে বিষেরই পণ্য।
যাদের ভাগ্য ভালো তারা ফরমালিন বিহীন ফল পাচ্ছেন। তবে বেশিরভাগের ভাগ্যই আমার মতো।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য :)


১৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

পদাতিক চৌধুরি বলেছেন: আপু সুন্দর ছন্দের মধ্যে ভয়ঙ্কর সত্য লুকিয়ে। যতটা সম্ভব সাবধানতাই আমাদের লক্ষ্য।

শুভেচ্ছা নিয়েন।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫

বৃষ্টি বিন্দু বলেছেন: সাবধানতা অবলম্বন করা ছাড়া উপায়ও নেই...

ধন্যবাদ ভাই :) :) :)

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: আপনি কোথায়?
ব্লগে ফিরে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.