নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"ম্যানিয়া"

০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫২



গোলগাল ছোটখাটো
পায়ে পায়ে ঘুরে,
সাইজটা আঁটোসাঁটো
বায়ু মুখে পুরে।

এই পায়ে সেই পায়ে
কিক মারামারি,
হার নয় জিত চাই
নেই ছাড়াছাড়ি।

ক্ষণে ক্ষণে চিৎকার
গোল গোল রব,
জয়ী হওয়া দলটার
হাসিখুশি সব।

গোল খায় প্রিয় দল
কেঁদে হয় সারা,
পানি ঢালো মাথাতে
জ্বরে ভুগে যারা।

পরাজিত হয় যদি
বিগড়ায় মাথা,
মারামারি হরদম
শরীরটা ব্যথা।

ম্যানিয়ায় কাঁপছে
আজ সারা দেশ,
টুটে ফুটে গেছে ঘুম
নেই তার লেশ।

কাপ নেবে ভীনদেশি
লাফ দাও তুমি,
ভাইয়েভাইয়ে দুশমন
লাভ কার শুনি?


ছবি: গুগল

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৬

সৈয়দ তাজুল বলেছেন: বাঙালি আজ কিছুটা শান্ত হবে!
কী বলেন?

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: শান্ত হয়া দিয়েই কথা!!
বাঙালি শান্ত হোক, তবে ক্লান্ত না হোক...

২| ০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৭

সৈয়দ তাজুল বলেছেন: ও হ্যা, ছড়া ভাল হয়েছে।
ভাল লাগা প্লাসগুলো লেপ্টে দিলাম।
+++++++

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাই :) :) :)

৩| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:




ভাল লাগল

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ স্রাঞ্জি সে
:)
:)
:)

৪| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: "বিশ্ব কাপের অঘোষিত ফাইনাল দেখলাম,বিশ্ব কাপের মজাটাই শেষ,কথার খুনশুটি না থাকলে কি ভাললাগে,আবার বোবা।"

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

বৃষ্টি বিন্দু বলেছেন: হুম,

কিন্তু কথার খুনশুটিটা বুঝলাম না রাজীব ভাই।

৫| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: বাংলাদেশ এবার বোধয় শান্ত....

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

বৃষ্টি বিন্দু বলেছেন: শান্ত না হয়ে উপায় কি?
তবে কতোটা শান্ত কে যানে!!!

৬| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৬

সুমন কর বলেছেন: সময় উপযোগি.....

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৬

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ সুমন ভাই...

:) :) :)

৭| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপু বেশ সুন্দর হয়েছে মজার ছড়াটা।

শুভকামনা জানবেন।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৭

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ পদাতিক ভাই,

আপনার প্রতিও রইলো অসংখ্য শুভকামনা

:)

৮| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

সংগ্রামী_জীবন বলেছেন: ছড়া কি আজই রচনা করলেন?

অনেক সুন্দর ছড়া।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৯

বৃষ্টি বিন্দু বলেছেন: কিছুটা আগে,
কিছুটা পরে,
তারমানে মিলিয়ে ঝিলিয়ে...

ধন্যবাদ জানবেন ভাই :)

৯| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সিগন্যাস বলেছেন: এখন বাঙালি করে সেটাই দেখার

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১:০৭

বৃষ্টি বিন্দু বলেছেন: হুম,

অপেক্ষার প্রহর।

১০| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর ছড়া! অনেক ভালো হয়েছে!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১:০৯

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট!!!

:) :) :)

১১| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: বৃষ্টি আপু! একদম উচিৎ কথা বলেছেন। লাস্ট চার লাইনের জন্যে ++++!

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১১

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ পাগলা বোনটা
:)
:)
:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.