নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"সমাপ্তিতে অসমাপ্তি"

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩২


যখনি ছোট ছোট আলোর বিন্দু ধরতে যাই,
তখনি ছোপ ছোপ আঁধার গ্রাস করে।

যখনি পূর্ণিমাতিথির ছোঁয়া পেতে চোখ মেলি,
তখনি চাঁদ হারায় মেঘের আড়ালে।

যখনি এক পা দু পা করে সামনে এগোই,
তখনি লক্ষ-কোটি শিকড়ের জঞ্জাল গজায়।

যখনি নতুন সুরে জীবনের গান বাঁধি,
তখনি সুর কেটে জীবনকথা ছন্দ হারায়।

যখনি বিশ্বাসের ভেলায় ভাসতে যাই,
তখনি অবিশ্বাস তীক্ষ্ণ আঁচড় কাটে।

যখনি আশাময় স্বপ্নে সুদূরে তাকাই,
তখনি উৎকট দৃশ্যের অবতারণা হয়।

যখনি প্রশ্নের তান্ডবে সবকিছু লণ্ডভণ্ড,
তখনি খুঁজে মরি নিরবতার আশ্রয়।

যখনি নামহীনার তীরে আনমনা হতে চাই,
তখনি রাগান্বিত মেঘের গর্জন শুনি।

যখনি অপেক্ষিত বৃষ্টিজলে তৃপ্ত হতে নামি,
তখনি ক্লেশযুক্ত কাদাজল ছিটকে ওঠে।

যখনি আঁধারিয়া ছন্দহীন জীবনের সমাপ্তি চাই,
তখনি সমাপ্তির আসরে অসমাপ্তির গল্প রটে।





ছবি: গুগল

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫১

প্রহর ঘণ বলেছেন: নিজেকে আড়াল করে নিরবতা পালন না করে গল্পের ইতি না টেনে লিখতে থাকেন।।
অনেক ভালো লাগলো আপনার লেখা

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক সময় আড়ালেই যে সুখ!!!

লিখা অব্যাহত রাখতেই চাই।
দেখি পারি কতটুকু!!!

ধন্যবাদ :)

২| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯

মিথী_মারজান বলেছেন: প্রতিটা শেষ থেকেই নতুন কিছু শুরু হয়।
এসব কিছুর যে সর্বশেষ কোথায় এটা খুঁজে ফেরার সাধ্য কার!

কবিতার অন্তর্নিহিত অর্থটা খুব সুন্দর।
ভালোলাগা রইলো।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: আসলেই কিছু কিছু ক্ষেত্রে সর্বশেষ খুঁজে পাওয়া যায় না।

ধন্যবাদ,
শুভ অপরাহ্ণ :)

৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

কথার ফুলঝুরি! বলেছেন: যখনই প্রিয় বৃষ্টি বিন্দু আপুর কবিতা পড়তে যাই
তখনই মুগ্ধ হয়ে যাই !:#P

অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা প্রিয় আপুর জন্য।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

বৃষ্টি বিন্দু বলেছেন: কথা আপুর মন্তব্য পড়লে আমার মনে হয় যেন কিসের বর্ষণ শুরু হয়েছে!!!
মনে হয় কথার বৃষ্টি বর্ষণ!!!

আমার পক্ষ থেকেও রইলো অনেক কথার শুভকামনা...
:) :) :)

৪| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল প্রানবন্ত সুন্দর কবিতা।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই,
শুভ অপরাহ্ণ
:) :) :)

৫| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য!

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন: একগুচ্ছ ধন্যবাদ...

আপু বললে সমস্যা নেই নিশ্চয়ই!!!
:) :) :)

৬| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আমি ভেবেছিলাম এই কবিতায় মাইনাস পাবো।

ধন্যবাদ সেলিম ভাই
+ পেয়ে সত্যিই ভালো লাগছে...
:) :) :)

৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই..
:)
:)
:)

৮| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

জাহিদ অনিক বলেছেন:

সুন্দর লিখেছেন কবিতা

৯| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১:৫১

অর্থনীতিবিদ বলেছেন: তার মানে যখনই ইতিবাচক কোনো কিছুর দিকে অগ্রসর হই, তখনই এর বিপরীতটা মানে নেতিবাচক কিছু ঘটে যায়। তবে একটু ব্যতিক্রম আছে মনে হয়। যখনি প্রশ্নের তান্ডবে সবকিছু লন্ডভন্ড, তখনি খুঁজে মরি নিরবতার আশ্রয়। এখানে অবশ্য নেতিবাচক কিছু ঘটেনি। পরিবর্তে ইতিবাচক কিছুর সন্ধান করা হয়েছে। যাই হোক, কবিতা ব্যবচ্ছেদ করার পর মনে হচ্ছে অসাধারণ একটা কবিতা পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.