নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"অন্তর্নিহিত কথাগুলো"

১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৬


★ব্লগ-এর বয়স ১ বছর সাত মাস, আর নিয়মিত ব্লগিং-এর বয়স প্রায় দু'মাস। এই দু'মাস ব্লগটাকে শিশুচোখে দেখছিলাম। যেন এইমাত্র ভূমিষ্ঠ হলাম, আর অভিভূত হচ্ছিলাম আমার আবিষ্কারে। গুণী ব্লগারদের সান্নিধ্যে ভালই কাটছিলো। শিখার আগ্রহ ছিলো অনেক যদিও সময়ের অভাবে তা হয়ে উঠছিল না। তবু একটু ঢুঁ মারতে ভুলতাম না।

★কিন্তু আজ বেশ কিছুদিন যাবত আর ঢুঁ মারতে ইচ্ছে করেনা।
কেন???
যেহেতু ব্লগ সম্পর্কে অনেক অপরিপক্ক তাই প্রথম থেকে ব্লগকে অনেক পজিটিভলি নিয়েছি। বিশ্বাস ছিলো ব্লগ নোংরামোর জায়গা না। কিন্তু বিশ্বাসে চিড় ধরতে সময় লাগেনি।

★এ কি দেখলাম! গুরুজনদের সন্মান দেখাতে এতো অনীহা! বরং সিনয়র ব্লগারদের নিয়ে নোংরা কমিক ছবি পোস্ট দিতে অনেকেই পুলক অনুভব করেন। যতভাবে পারা যায় হেনস্থা করতে পিছায় না। সচেতনতামূলক উপকারী  বিষয়গুলোকে ব্যঙ্গ করতে জুনিয়র, সিনিয়র অনেকেরই হাত নিশপিশ করে। গুনের কদর করতেও যেন কেউ কেউ কার্পণ্য করেন। আবার অনেকেই ইন্ডাইরেক্টলি অপমান করেন। এগুলো দেখার জন্যই কি ব্লগে এসেছিলাম?

★আমারই যদি এমন মানষিক অবস্থা হয় তাহলে যারা ভিজিটর বা নব্য ব্লগার তাদের কি হবে? শুধু কলম ঘুরালেই তাকে লিখনি বলা যায় না। লিখনিকে হতে হয় উচ্চ মানষিকতা সম্পন্ন। যে লিখনি পড়লেই মন প্রশস্ত আর উদার হবে, জ্ঞ্যান এর তৃষ্ণা বাড়বে তাকে লিখনি বলা যায়। তাই সবকিছুর আগে প্রয়োজন মানষিক উন্নয়ন ঘটানো। সবার প্রতি আকুল আবেদন থাকবে ব্লগকে সুন্দর, নির্ভেজাল, নিষ্কলুষ হিসেবে উপস্থাপন করার।

বি: দ্র: ব্লগে সুন্দরের চর্চাধারীর সংখ্যাই বেশি। তবে এক বাটি দুধে এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট। সুতরাং আমাকে ভুল বুঝবেন না। দোয়া করি সামুতে সুন্দর, সুরুচির চর্চা হোক...

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫০

স্রাঞ্জি সে বলেছেন: আপনার মত আমিও একই আশা করি।
ব্লগে শ্রদ্ধা, স্নেহ, ভালবাসা একে অপরের প্রতি যেন থাকে সবসময়।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৮

বৃষ্টি বিন্দু বলেছেন: আশা যেন সত্যি হয়, সেই অপেক্ষায় আছি...
:)
:)
:)

২| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৭

সৈয়দ তাজুল বলেছেন: প্রিয় ব্লগার,
আপনার কথাগুলো শুধু আপনার না; প্রত্যেক ব্লগারের মনের কথা আপনি বলে দিয়েছেন। ধন্যবাদ কথাগুলো এতো সুন্দর করে প্রকাশ করার জন্য।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩১

বৃষ্টি বিন্দু বলেছেন: সবার মনের কথা এক কিনা তাতো জানিনা।তবে আশা করি সবার মনের কথা এক হোক এবং সুন্দরের চর্চায় সবাই অগ্রগামী হোক।
ধন্যবাদ :)

৩| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৮

কল্পদ্রুম বলেছেন: খারাপটার দিকে চোখ বন্ধ করে রাখবো না।ভালোটাকে ভালোবাসবো।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: কল্পদ্রুম অনেক সুন্দর বলেছেনতো!!!
আশা রাখি সবাই চোখ খোলা রেখে সেই অনুযায়ী কর্তব্যচিন্তায় উদ্যোগী হব...
:) :) :)

৪| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১৪

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। আমরা সবাই সুস্থ পরিবেশে ব্লগিং করতে চাই।

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

বৃষ্টি বিন্দু বলেছেন: আমরা সবাই চাই সুস্থ পরিবেশে ব্লগিং যদিও তা মাঝে মাঝেই সম্ভব হচ্ছে না...
তবে আশা রাখছি সেই পরিবেশ দ্রুতই ফিরে পাব...

৫| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৪

সিগন্যাস বলেছেন: আসলে আমাদের ভালো খারাপ দুটোর সাথেই থাকতে হবে । এই সামু ব্লগ অসাধারণ একটা প্লাটফর্ম । এটি যদি গততেরো বছর টিকে থাকতে পারে তাহলে আগামী তেরো বছর ও টিকে থাকবে

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০০

বৃষ্টি বিন্দু বলেছেন: খারাপ ভালো দুটার সাথেই থাকতে হবে এটা ঠিক তা না হলে ভালোর গুরুত্ব বুঝা যাবেনা এবং খারাপটা ভালোকে গ্রহণ করতে পারবেনা।
তবে সবাই আশা করে খারাপের বিমোচন, যা স্বাভাবিক আশা।
সেই আশা রেখেই সামুর পাশে আছি...

৬| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: স হ ম ত ।

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০২

বৃষ্টি বিন্দু বলেছেন: হুম...

৭| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩১

খায়রুল আহসান বলেছেন: সুলিখিত পোস্ট। পোস্টে প্লাস + +
ব্লগিং সমপর্কে আপনার শ্বেতশুভ্র মনোভাবকে শ্রদ্ধা জানাই।
আমিও ব্লগিং ভালবাসি, ব্লগারদেরকে ভালবাসি, তাদেরকে স্নেহ করি, শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু মাঝে মাঝে আমারও মনে হয়, আমি পঙ্কে প্রোথিত হয়ে গেছি!
আপনার পোস্ট - "নিবেদিত প্রান!" পড়ে একটা মন্তব্য করেছিলাম, যা হয়তো আপনি এখনো দেখেননি। আশাকরি, একবার সময় করে দেখে নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.