নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"সুখঋণ"

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭



আমি ঋণী,
আমি ঋণী বৃষ্টির কাছে।
ঋণী হয়েও প্রচণ্ড প্রশান্তিতে,
নিজেকে নিংড়ে ফেলি অজান্তে।
সারাবেলার ধূসরিত পাতাগুলো,
বৃষ্টিজলে ভিজে ভিজে
সতেজ সবুজ রঙ এ,
নিজেকে ফিরে পায় আর-
অস্থির আনন্দে কেঁপে ওঠে।
আমিও তেমনি-
জল ঝরার শাণিত ধারায়,
তৃপ্ত হই বারে বারে।
বিন্দু বিন্দু হয়ে ঝরে যায়,
অনাকাঙ্ক্ষিত আতংকগুলো।
মন ভার করা মেঘ,
ভেসে ওঠে ঝরার আশায়।
আমিও ভেসে উঠি মেঘের সাথে,
অদম্য ভালোবাসায়।
ঋণী তাই মেঘের কাছে,
ঋণী তাই বৃষ্টির কাছে।
শুধু ঝরার আনন্দে নয়,
অপেক্ষার যবনিকা শেষে
বৃষ্টিঝরা প্রহর এলো,
অজস্র শব্দপুঞ্জ নিয়ে।
সাদা পাতায় রাশি রাশি শব্দের
আঁচড় টানার আনন্দে,
আমি কম্পিত, অশ্রুসিক্ত।
এ কম্পন বৃষ্টির টান,
এ কম্পন স্রষ্টার দান।
তাই ঋণী হয়েও আমি তৃপ্ত,
ঋণী হয়েও আমি শান্ত,
তৃপ্ত সুখে আমি দীপ্ত।


ছবি:গুগল

বি:দ্র: প্রায় দেড় মাস পর সুযোগ পেলাম ব্লগে ঢুকার। অদ্ভুতভাবে শব্দপুঞ্জরাও আমাকে এতোটাদিন ফাঁকি দিয়ে উড়াল দিয়েছিলো অজানা গন্তব্যে। জ্ঞানীগুনি ব্লগাররা সবাই হয়তো আমাকে ভুলেই গেছেন, তবে শব্দরা এখনো আমাকে ভালোবাসে, আর তাইতো মাঝেসাঝে আমার দরিদ্র কাব্য কুটিরে কড়া নাড়ে!!! এটুকু ভেবেই আমি রোমাঞ্চিত!!!

সবাইকে অনেক অনেক বৃষ্টিভেজা শুভেচ্ছা..

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

স্রাঞ্জি সে বলেছেন:

এহন কি বৃষ্টি পড়ে। শরৎ এ আইছেন কাশের শুভেচ্ছা নেবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

বৃষ্টি বিন্দু বলেছেন: হা হা হা,
আমাদের এখানে আজ দুপুর থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যখনই হোক তা আমার জন্য সুখের গান। আর শরত নিয়েতো লিখবই তখন শুভেচ্ছাও দিবো কারণ শরতের শুভ্র মেঘপুঞ্জ আমার আরেক ভালোবাসা। যাইহোক শুভ্র শুভেচ্ছা আপনাকে...
ধন্যবাদ প্রথম মন্তব্যের জন্য।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

স্রাঞ্জি সে বলেছেন:

আপনার জন্য একখণ্ড শরৎ এর শুভ্র মেঘ আররর কাশ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক শুভ্র ধন্যবাদ!!
:) :) :)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কথামালা, দারুণ কবিতা উপহার দিয়েছেন ভাই,
মুগ্ধ কাব্যরসে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

বৃষ্টি বিন্দু বলেছেন: অনিন্দ্য সুন্দর মন্তব্যে আমি মুগ্ধ,
ধন্যবাদ ভাই :)

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

সৈয়দ ইসলাম বলেছেন: অসম্ভব ভালো লাগলো বৃষ্টিমাখা কবিতা।
প্লাস++++


তা এখন কেমন আছেন আপু?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি।

ধন্যবাদ :)

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮

বৃষ্টি বিন্দু বলেছেন: সহজ, সরল মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই :)

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

কথার ফুলঝুরি! বলেছেন: আমি কিন্তু আপনাকে ভুলিনি আপু B-) আপনি ব্লগে নিয়মিত ছিলেন না দেখে আমি কিন্তু আপনার জন্য লেখা বৃষ্টির কবিতা টি এখনও শেষ করিনি মন খারাপ করে :(

বরাবরের মত কবিতায় ভালোবাসা রইলো আপু । আমার বৃষ্টি, বৃষ্টি বিন্দু আপু এবং আপুর কবিতা সব ভালো লাগে !:#P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০

বৃষ্টি বিন্দু বলেছেন: আমার ফুলঝুরি আপুটার ভালোবাসায় আমি সিক্ত।

কবিতাটা কবে শেষ হবে?

অপেক্ষায় রইলাম কথামনি...

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: বৃষ্টির ঋণ খেলাপি থেকে মুক্তি পেয়ে আবার বৃষ্টির কাছে বীমা করা নিয়ে কবিতা লেখুন। ;)

কবিতা অনেক সুন্দর হয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

বৃষ্টি বিন্দু বলেছেন: হা হা হা
দারুন বলেছেন ভাই...
মনে থাকবে...

ধন্যবাদ :)

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০

ওমেরা বলেছেন: বৃষ্টি যদিও আমার তেমন ভাল লাগে না তবে বৃষ্টিতে গাছের পাতার সতেজতা খুব ভাল লাগে । কবিতা ভাল লেগেছে।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৮

সৈয়দ ইসলাম বলেছেন: একদিন পর প্রতিমন্তব্য দিলেন যে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.