নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"আত্মার গন্ধ"

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২


সৃষ্টিসুখের বিনাশী ঝংকার
কাঁপন উঠেছে মানব প্রেমে,
লু হাওয়ায় বিদগ্ধ উন্মাদনা
বন্দী হয়েছে পুরনো ফ্রেমে।

পত্রমুকূলে ধূসর আস্তরণ
মানবীর চোখে উদ্দেশ্যহীন আবেগ,
জটিল জীবন বেহিসেবি আলাপন
পদে পদে কাটে শ্লেষের ত্যাগ।

তীক্ষ্ণ নখর আঁচড় কাটে
কষ্টার্জিত স্বল্প স্বপ্নে,
কীর্তনের গান ভেসে ভেসে আসে
অবহেলা আর অযত্নে।

সাজানো নিবাসে বসবাস তবু
কুণ্ঠিত পদচারণা,
বোঝাবুঝির তীব্র আন্দোলন
হবে কি যুগ্ম রচণা?

দু কাঁধে আজ ভীষণ বোঝা
আত্মার গন্ধ মৃতপ্রায়,
বর্গাকৃতির ঘরে সময় কাটে
অসংখ্য কথার বেদনায়।।


ছবি: গুগল

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সৈয়দ ইসলাম বলেছেন:

"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়"___বৃষ্টি বিন্দু

কষ্ট ও দুঃখগুলোকে সেভাবেই প্রকাশ করেছেন, যেভাবে কষ্টগুলোও আশা করেনি। খুবই সুন্দর প্রকাশ।
কবিতায় বিপুল প্লাস++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসেবে আমার অসংখ্য ভালোলাগা জানবেন।
আর মন্তব্য অনুপ্রাণিত করার এক সুন্দর মাধ্যম।তাই বিপুল ধন্যবাদ :)

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মেহেদী হাসান হাসিব বলেছেন: অমায়িক হয়েছে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বৃষ্টি বিন্দু বলেছেন: এক গুচ্ছ ধন্যবাদ :)

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: আপনাকেও স্বাগতম বৃষ্টি বিন্দু ঘুরে আসবেন আমার ব্লগে। আপনার মূল্যবাদ মন্তব্য আমার জন্য অনুপ্রেরণাহিসেবে কাজ করবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

বৃষ্টি বিন্দু বলেছেন: সময়তো পাইনা ভাই।
তবু চেষ্টা করবো বেড়িয়ে আসার... :)

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা। দুটো জায়গায় কবিতার কথাগুলো আমার বেশী ভাল লেগেছেঃ
কীর্তনের গান ভেসে ভেসে আসে
অবহেলা আর অযত্নে
- ছোটবেলায়, বিশেষ করে শীতের রাতগুলোতে আমাদের গ্রামের বাড়ীর অদূরে কীর্তনের আসর বসতো। কবিতা পড়ে "ভেসে ভেসে আসা" সেসব গানের সুর এবং ঢাক ঢোলের আওয়াজ যেন আরেকবার শুনতে পেলাম।
বর্গাকৃতির ঘরে সময় কাটে
অসংখ্য কথার বেদনায়
- হৃদয়স্পর্শী অভিব্যক্তি!
কবিতায় ভাল লাগা + +

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনি যে অত্যন্ত মনোযোগী, এবং পাঠোদ্ধার করা এক পাঠক ব্লগার তা মন্তব্যেই বোঝা যায়।

কীর্তনের গান ভেসে ভেসেও আর আসবে কিনা সন্দেহ যদিও আসে তা লিখকের লিখনিতেই সম্ভব।

ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ।
অনুপ্রেরণাই কাম্য।।।
:)

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

অভিশপ্ত জাহাজী বলেছেন: আপনার শব্দগুচ্ছের প্রশংসা না করে পারলাম না। লিখতে থাকুন।বহু সম্ভাবনা উঁকি দিচ্ছে লাইনগুলোতে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাই,
সম্ভাবনাকে যেন বাস্তব এ রূপ দিতে পারি দোয়া করবেন।।
:) :) :)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বৃষ্টি বিন্দু বলেছেন: রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
+।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.