নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

বেসুর

০৩ রা জুন, ২০১৯ সকাল ১০:০৭



দু'হাতে বৃষ্টির ফোঁটা
কতদিন পর!!!
আনমনা ভালোলাগা
ঝরে ঝরঝর...

চুপচাপ শুনে কারা
বৃষ্টির গান???
বহুদিন পর হবে
নিভৃত স্নান...

হিমহিম পরশটা
ভালোবাসা ঢালে,
ইচ্ছেরা উঁকি দেয়
বৃষ্টির কালে...

গুনগুন করে মন
খুঁজে প্রিয় সুর,
চেনা সুরও অচেনা
আজ বহুদূর...

তীরতীর কাঁপে বুক
আজ কোন ছন্দে???
নি:শাসে বিশ্বাস
বৃষ্টির গন্ধে...!!!

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৯ সকাল ১০:৪৭

সংগ্রামী_জীবন বলেছেন: কবিতা ভাল হয়েছে আপু,

প্লাস+++

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৩০

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আপনার ভালো লাগা আমাকেও দিলো বিন্দু বিন্দু ভালোলাগা

২| ০৩ রা জুন, ২০১৯ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৩২

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনি আসলেই ছবি?
ছবি যখন কবির কবিতার প্রশংসা করে তখন ভালোতো লাগবেই।
ধন্যবাদ আপু :)

৩| ০৩ রা জুন, ২০১৯ সকাল ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা :)

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৫:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: আর্কিওপটেরিক্স এর জন্য রইলো ভালোলাগা ধন্যবাদ। :)

৪| ০৩ রা জুন, ২০১৯ দুপুর ২:১৬

মেঘ প্রিয় বালক বলেছেন: সুরে ভরা কবিতার নাম কিভাবে বেসুর হয় কবি??? এতো সুন্দর করে কয়জন পারে কবিতা ফুটাতে। কবিতাটা পড়ে মনটা আলো আলো হয়ে গেছে।

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৫:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: ভাই মেঘ বালক,
সুরের মাঝেইতো বেসুরের বসবাস।
তাইতো চেনা ছন্দ কখন যে ছন্দপাত ঘটায় তা বোঝে কয়জনা?
বেসুরে কণ্ঠ না থাকলে সুরেলা কন্ঠের কদর করা যায় না, অনেকটা এমনই।

"কবিতা পড়ে মন আলো আলো হয়ে গেলো"- এ যেন কবিতার লাইন।
ধন্যবাদ একগুচ্ছ :)

৫| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৫:২২

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)
ভালো থাকুন।

৬| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৫:১৩

মুক্তা নীল বলেছেন:
বৃষ্টির মত ঝার ঝরিয়ে আপনার কবিতা প্রবেশ করলো আমার মনের ভেতরে। ভালো থাকুন আপু ।

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৫:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন: বৃষ্টিময় ভালোলাগা পেলো আমার মন, আপনার এতো সুন্দর অভিব্যাক্তিতে।
ধন্যবাদ আপু।
আপনিও অনেক অনেক ভালো থাকুন :)

৭| ০৩ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন:
অনেক সুন্দর +++

০৩ রা জুন, ২০১৯ রাত ৮:৩৩

বৃষ্টি বিন্দু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
পথচারীদের পাশে থাকুন সব সময়, এই দুয়া করছি। :)

৮| ০৩ রা জুন, ২০১৯ রাত ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছবি, চমৎকার কবিতা! + +
কবিতার ছন্দে যেন বৃষ্টির এবং সেই সাথে অনুভূতির ছন্দের শব্দ শুনতে পেলাম।
শেষের স্তবকে দুটো টাইপো আছে, আশাকরি সংশোধন করে নেবেনঃ
তিরতির, আর নিঃশ্বাসে হবে শব্দদুটো।

০৪ ঠা জুন, ২০১৯ রাত ৩:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভুলগুলো ধরিয়ে দেবার জন্য। তবে টাইপিং মিস্টেক ছিলো।
দোয়া করবেন এরকম টাইপিং মিসটেক যেন এড়াতে পারি। :)

৯| ০৩ রা জুন, ২০১৯ রাত ১০:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতা পাঠে যেন বৃষ্টির আমেজ ঠুকু শীতল করে দিল মন
উন্মনও করে দিল বটে খানিকটা ;)
কত স্মৃতিকে তাজা করে দিল :)
হা হা হা

ভাল লাগা রইল
+++

০৪ ঠা জুন, ২০১৯ রাত ৩:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: স্মৃতিকে তাজা করতে পেরেছি জেনে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ অফুরান :)

১০| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ৩:৪৩

বলেছেন: ছন্দের তালে তালে এসো বৃষ্টি ঝেঁপে।।।

০৪ ঠা জুন, ২০১৯ রাত ৩:৫৫

বৃষ্টি বিন্দু বলেছেন: ছন্দের তালে তালে
বিন্দুরা ঝরে চলে,
বৃষ্টির ভেজা কালে
অমৃত সুখ ঢালে।

ধন্যবাদ অনেকগুলো :)

১১| ০৪ ঠা জুন, ২০১৯ ভোর ৫:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: আজ ও গতকাল খুব সুন্দর বৃষ্টি হলো তবে মন ভরে দেখা হলো না :( কিন্তু ব্লগে এসে ঠিকই বৃষ্টির দেখা পেয়ে গেলাম 8-|

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৮:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: আমার কথাপুটার ওয়েট করছিলাম।
পেয়েও গেলাম সুন্দর কিছু কথা ঝুরি :)
ভালোলাগা ঝুরি ঝুরি.

১২| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কোথায় হারালেন আপু ? ব্যস্ত ?

০৪ ঠা মে, ২০২১ রাত ৮:০২

বৃষ্টি বিন্দু বলেছেন: আসলেই হারিয়ে গিয়েছি মাইদুল ভাই। নিজেকে খুঁজে ফিরছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.