নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

গলাগলি ও সখ্যতা

০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৮

মিনা-রাজু সাবান পানি দিয়ে হাত ধোয়ানো শিখিয়েছিলো আমাদের সেই পুচ্চি বেলায়, এখনো শিখায়। তবু অধিকাংশ মানুষই শিখতে পারেনি। অথচ করোনা নামক এক অনুজীব এসে পৃথিবীর মানুষকে হাত ধোয়ানোর টাইট দিয়ে দিলো, তবু বাংলাদেশীরাই শিখতে পারছেনা।
কেন পারছেনা?
অশিক্ষা অসচেতনতার কারণে?
সেটাতো আছেই, তবে শিক্ষিত অসচেতনরাও শিখতে পারছেনা, কারণ শিখার মতো বুদ্ধিবৃত্তির বড়ই অভাব।

তবে প্রশ্ন কিন্তু রয়ে যায়-
যাদের বাসায় পানিই থাকেনা তারা কতোবার স্যানিটাইজার ইউজ করবে?
আর যাদের বাসার পানি কালো রঙ এর, দূর্গন্ধযুক্ত, তারা হাত ধুয়ে কি করবে? কতো আর পানি কিনবে?
দিনের পর দিন, বছরের পর বছর ঐ নোংরা পানিতে খাওয়া, গোসল আর নিয়মিত অসুস্থ থাকা এইতো জীবন!

সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে করোনার কারণে, অথচ কোথাও কোথাও যে পানিই নাই, এবং ওয়াসা ও স্যুয়ারেজ এর গলাগলি আন্তরিকতায় নোংরা পানিতে আমাদের সখ্যতা কতোটা চরম তা কি সরকার জানে বা সরকারকে জানতে দেয়া হয়? নাকি এসব সমস্যার সমাধান করা আম জনতার মানে mango people (sorry for d fun) এর কাজ? উপর থেকে নির্দেশনা আসে ঠিকঠাক কিন্তু পরের ধাপগুলোতে, মাঠ পর্যায়ে সেই নির্দেশনার কি পরিণতি তা আমরা ভুক্তভোগীরাই শুধু জানি।

"জানা আর ভোগা
এই আমাদের ভাগ্য,
আমরা আবার মানুষ নাকি!
এসবেরই যোগ্য"

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আমরা সারা বছর পানি কিনে খাই। করোনার কারণে এখন দূষিত পানি ফুটিয়ে পান করছি। জরুরী বিষয়ে লিখেছেন। ধন্যবাদ

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: বহুদিন পর ব্লগে আসলাম, তাও করোনা নামক এক অতি আণুবীক্ষণিক অনুজীব এর কারণে, ভাবতে অবাকই লাগছে।
যাইহোক প্রথম মন্তব্যকারী হিসেবে অসংখ্য ধন্যবাদ ।
আপনার মন্তব্য অসংখ্য মানুষের মন্তব্যের স্লোগান।
কতোটা নিদারুণ অবস্থা আমাদের!!!
আর কিছু বলার ভাষা নেই।

২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আমরা সারা বছর পানি কিনে খাই। করোনার কারণে এখন দূষিত পানি ফুটিয়ে পান করছি। জরুরী বিষয়ে লিখেছেন। ধন্যবাদ

৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: পানি বিদ্যুৎ এবং গ্যাস এখন সব বাসাতেই আছে।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৪

বৃষ্টি বিন্দু বলেছেন: রাজীব ভাই না জেনে আমি এই লিখাটা লিখিনি। আমি নিজেই ভুক্তভোগী। আপনি যেখানে থাকেন সেখানকার পরিস্থিতি ভিন্ন এবং ভালো হতেই পারে। সব জায়গায় সবাই একই খারাপ অবস্থায় আছে তা কিন্তু বলিনি। আর গ্যাসের কথা বললেন?
আমার বাবার বাসায় গ্যাস বিল ঠিকই দিচ্ছেন কিন্তু সারা বছর সিলিন্ডারেই রান্না হয়। এক্ষেত্রে কি বলবেন?

ধন্যবাদ

৪| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৪

নেওয়াজ আলি বলেছেন: এখনো মানুষ দলবেঁধে আড্ডা দিচ্ছে

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৬

বৃষ্টি বিন্দু বলেছেন: জি ভাই, রান্নাঘর, বারান্দা যেদিক দিয়েই তাকাইনা কেনো, দেখি শুধু আড্ডা, চা, সিগারেট খাওয়া।
কেন মানুষগুলো বুঝেনা? মনে হয় আমিই বুঝিনা তাই ওদের বুঝিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.