| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি'র জল
সহজ সরল, সত্য স্বীকারোক্তিতে বিশ্বাসী। বর্তমানে আনন্দ খুঁজে নিয়ে সামনের দিনে এগিয়ে যাই।
আদি পুরান ঢাকার মানুষগুলোকে আমার সব সময়ই পছন্দ , সবসময়ই তাদের ভাল লাগে আমার । খুব আনন্দ ফুর্তিতে থাকে তারা , মানুষকে আপন করে নেয় । আবার যারা খারাপ,তারা খারাপ ই , ঢাকার বাইরের মানুষদের তারা দেখতে পারেনা , বাঙ্গাল বলে গাল দেয়
পুরান ঢাকা ছেড়েছি জীবনের তাগিদে , প্রয়োজনে । কিন্তু মন প্রাণ দিয়ে এখনও ভালবাসি পুরান ঢাকাকেই , পুরান ঢাকায় কেউ থাকে শুনলেই অন্যরকম ভাল লাগে , নিজের আপন মনে হয় । যতই মডার্ন আর ভাল ফেসিলেটিস ন্তুন ঢাকায় পাইনা কেন পুরান ঢাকার সেই মজা, শান্তি যেন কোথাও নেই ।
আজ প্রায় দেড় বছর পর গেলাম পুরান ঢাকায় ।
যেখানে আজীবন কাটালাম , বেড়ে উঠলাম সেখানে নয় , একদম আদি পুরান ঢাকায় , কলতাবাজার ,লক্ষ্মীবাজার এর দিকে , আমার জন্মস্থানে । ![]()
মূলত গিয়েছিলাম একজন অসুস্থ রোগীকে দেখতে । যে বাসায় গিয়েছিলাম ঠিক তার আগের গলিতেই নাকি আম্মুরা ভাড়া থাকতো , আম্মুদের বিয়েরও আগে
তখন আপু(কাজিন) পিচ্ছি ছিল
তাই আম্মা (আন্টি) , আম্মু , আপু চাচ্ছিল অনেক বছর পর যখন আসা হল , নিজেদের চেনা সেই বাড়ি ঘর দেখে যাক , হয়তো পুরনো সেই বাড়ির মালিকরা নেই , চেনা মানুষরা নেই , তাও ঘুরে যাবে।
আমিও খুব আগ্রহ নিয়ে তাদের সাথে ঢুকচ্ছিলাম দেখার জন্যে , আগে আমরা কোথায় থাকতাম?
শুধু আম্মুদের মুখে গল্পই শুনি , সব কিছু , সবার। চিকন , অন্ধকার , শ্যাতশেতে গলি দিয়ে ঢুকতেই চেনা একজনের সাথে দেখা হল আপুর, সেখান থেকে সেই পুরনো বাড়ির মালিকদের সাথে। আম্মা,আম্মুকে জড়িয়ে ধরলেন সেই আন্টি , আপুকে , আমাকে কি আদর ![]()
মনেই হলনা যে এরা বাড়িয়াওলা ছিল আর আমরা ভাড়াটিয়া । বাড়িয়ালি আন্টি জোর করে নিয়ে গেলেন তাদের বাসায় , এখন আর সেই আগের ২তলা বাসা নেই,সেই জায়গায় এখন ৬তলা বিল্ডিং , উঠলাম ৬তলায় , সেই কি মায়া , কি গল্প , হাসি খুশি , এর কথা , ওর কথা জিজ্ঞেস করছে , খবর দিচ্ছে , নিচ্ছে , কে কোথায় আছে । কার কয়জন ছেলে মেয়ে । সেই বাসার বাড়িয়ালারা মানে আংকেলরা তো খুবই ভাল , তারাই আগলে নিল বেশি । তাদের মাঝে আমি যেন আমার পাপাকে(আংকেল) দেখতে পেলাম ।একদম কথা বার্তার ধরণ , মানসিকতা , চলা ফেরা,সব পাপার মতন।
পরে আম্মু আম্মা বলছিল , তোর পাপা এদের সাথে থেকে থেকেই এমন হয়েছিল,যা ইচ্ছে হত তা ই করতো ,বাজার সদাই বেশি বেশি করে করতো,আর সারাক্ষণ হইচই পছন্দ করত।
তাদের সাথে কিছুক্ষণ থেকে মনে হল , কোন কিছুরই কোন চিন্তা নেই যেন , তারাও বলে , কিসের চিন্তা , খাও দাও , মজা কর , চিন্তা করে কি হবে? বাঁচব কদিন ?
আরও বেশি ভাল লাগছিল অনেক বছর পর ঢাকাইয়া ভাষা শুনলাম
যে এলাকায় ছোট থেকে এত বছর কাটিয়ে এসেছি, সেটাও পুরান ঢাকাতেই কিন্তু তারাও এমন ভাষা বলতো না । এটা একেবারে আদি ঢাকাইয়া ভাষা
মজাই লাগছিল শুনতে ,কিছুক্ষণের জন্য আমিও কয়েকটা শব্দ শিখে গিয়েছিলাম
আমার মনে হচ্ছিল কোন রূপকথার দেশে চলে গিয়েছি আমি , যেখানে শুধু খাও দাও , আনন্দ কর , বিপদ আপদ যা ই আসুক একসাথে মোকাবেলা কর। কোন চিন্তা নেই , ধান্দা নেই ।
আম্মুও বারবার বলছিল,এসব মানুষের সাথে থাকলে মন এমনিই ভাল থাকে , হার্ট ভাল থাকে । এত হাশি খুশি । মানে সে এক অন্যরকম জগত মনে হল আমার , সবগুলা মানুষ এত ভাল।
তারা খুব শিক্ষিত নয় , হাই সোসাইটির নয় ,মডার্ন নয় কিন্তু তাদের মন টা খুব ভাল , খুব সরল সহজ , মিশুক , কিছুক্ষণের মধ্যেই কেমন আপন করে নিল আমাদের যারা প্রথম দেখেছে আমাদের কে , তাদের ছেলে মেয়েরা , তারাও যে কি ভাল ।
এত বছর পরেও সেই আগের মতই তুই তুকারি করে কথা বললেন তারা , বুকে জড়াল। যেন কয়েকদিন পর দেখা হল , অথচ মাঝে কেটে গেছে কয়েক বছর।
সেই সময়কার আদি ঢাকার মানুষ গুলোই ছিল অন্যরকম ।
খুব ভাল লাগলো , অনেক মন খারাপ ছিল সেই অসুস্থ রোগীর জন্য কিন্তু একটা গোলি পরেই যেন অন্য কোন জগত থেকে ঘুরে আসলাম ![]()
আশা রাখি তারা সবাই যেন খুব ভাল থাকেন , এমন ই থাকেন ![]()
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪১
বৃষ্টি'র জল বলেছেন: আমার জন্মস্থান ঢাকাতেই ভাই , পুরান ঢাকার লক্ষ্মীবাজার ।
বেড়ে উঠা দক্ষিণ মুসুন্দি , নারিন্দা এলাকায় । নারিন্দা ছেড়ে আসলাম যে দেড় বছর।
আজীবন ভাড়া বাসাতেই কাটিয়েছি , ২০বছর জীবনে শুধু ২টা বাসার বাড়িয়াওলা খারাপ ছিল , মানে উনারাও ঢাকাইয়াই ।
এছাড়া সবার স্তাহেই ছিল অন্যরকম একটা সম্পর্ক ।
আর পুরান ঢাকা আম্র প্রাণ , আমার সব , আমার ভাললাগবেই সেখানে যেতে থাকতে এটাই স্বাভাবিক ।
আর আপনাদের নিয়ে যেমন নেগেটিভ ঘটনা ঘটে আপনারাও কিন্তু আমরা যারা ঢাকার স্থানীয়না তাদের সাথেও নেগেটিভ আচরন করেন।
আসলে খারাপ ভাল সব কিছুতেই তো আছে , সে না হয় বাদ এ দিচ্ছি। ![]()
২|
২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৬
আমি মুক্তবাতাস বলেছেন: আলাদা একটা অনুভূতি তৈরি হল...
৩|
২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৪
মুদ্দাকির বলেছেন: হুম আমরা আসলেই ভালো
প্রশংসা শুনতে কার না ভালো লাগে তাও ভাইব্রাদার আত্নিয় স্বজন বা পুরা এলাকার
আমরা আসলেই ভালো, অনেক মানুষ বুঝে না কিন্তু উল্টা টা যে নাই তা না !!
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪১
বৃষ্টি'র জল বলেছেন: ![]()
ঠিক বলেছেন ভাই
৪|
২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০১
ঢাকাবাসী বলেছেন: এখন আর আমরা বাঙাল বলে কাউকে গাল দিইনা।
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪২
বৃষ্টি'র জল বলেছেন: ![]()
তাহলে তো খুবই ভাল ![]()
৫|
২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার আম্মার ছোটকাল কেটেছে লক্ষীবাজার আর নারিন্দার দিকে। যদিও আমরা ঢাকাইয়া না, তারপরও আমার কাছে এই দিকের মানুষজনকে অনেক দিলখোলা বলেই মনে হয়েছে। জটিলতা কম!
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৩
বৃষ্টি'র জল বলেছেন:
নারিন্দার কোথায় ছিলেন???
নারিন্দার কথা শুনলেই বেশি বেহুস হয়ে যাই আমি ![]()
সব কিছু তো সেখানেই ছিল আমার
৬|
২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৩
ইয়ার শরীফ বলেছেন: আশা রাখি তারা সবাই যেন খুব ভাল থাকেন ,
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৪
বৃষ্টি'র জল বলেছেন: ধন্যবাদ ![]()
৭|
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩১
হু-কেয়ারস বলেছেন: @ইয়েন : এখন এমন হয়েছে পুরা দেশের মানুষ নিজের জেলার ভাষা বলতে পারবে শুধু ঢাকাইয়া রা বাদে!!
কথা সত্য, কিন্তু আমি অন্তত কাউকে কেয়ার করি না এই বেপারে। হু-কেয়ারস!!!!!!!
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৬
বৃষ্টি'র জল বলেছেন: ![]()
৮|
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৫
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ঢাকাইয়াদের আসল গুণই কইলেন না ক্যালা ?
তাগো মতো রসবোধ তামাম দুনিয়ায় মাত্তর ২/১ দ্যাশে আছে।
বিশ্ব পর্যটক সৈয়দ মুজতবা আলী স্বয়ং সাক্ষী।
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৯
বৃষ্টি'র জল বলেছেন: হাহাহা
কথা কইলাম সত্য
কেমতে জানি ভুইলা গেলাম , আসল গুণ কইবার মনে নাইক্কা ![]()
নাহ , এদিন যেখানে গেলাম , এরাও এত মজার , যতক্ষণ ছিলাম , হাসতে হাসতেই শেষ হচ্ছিলাম ।
কথা ছিল নরমালই কিন্তু এত ভাল লাগছিল , মজা লাগছিল ![]()
৯|
২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪০
ইণ কোযেসট অব ট্রুথ বলেছেন: আমার ও তাদের কে ভালো লাগে। অনেক helpful তারা।
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৯
বৃষ্টি'র জল বলেছেন: হুম্ম
১০|
২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯
আমিনুর রহমান বলেছেন:
পুরাতন ঢাকার মানুষ ভীষন আন্তরিক। তারা গল্প ও খাওয়াতে বেশ পছন্দ করে। আমিও একটা সময় অনেকদিনের পুরাতন ঢাকায় ছিলাম।
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫১
বৃষ্টি'র জল বলেছেন: হুম্ম
সেদিন তারা না খাইয়ে আসতে দিবেনা ,
তকারির পাতিল নিয়ে আসতে আন্টিকে পাঠাচ্ছিল আংকেল।
"কি রানছোস লইয়া আয়" বলে...
১১|
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: পুরান ঢাকার লোকজনকে আমার বেশ ভালো লাগে !
জায়গাটাও !
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫২
বৃষ্টি'র জল বলেছেন: ভালো লাগতেই হবে ![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৫
ইয়েন বলেছেন: ভাল লাগল আপনার লেখা!! আপনি আমার বাসার খুব কাছে এসেছিলেন (আমি ও কলতাবাজার থাকি!! ) ... মুদ্রার অপর পিঠ ও কিন্তু আছে যখন আপনারা অশুদ্ধ!! ভাবে ঢাকাইয়া ভাষাকে পচান! শুধু শুধু হাসেন !!(এখন এমন হয়েছে পুরা দেশের মানুষ নিজের জেলার ভাষা বলতে পারবে শুধু ঢাকাইয়া রা বাদে!! ) তখন কিন্তু আমাদের ও খারাপ লাগে!! তবে সেসব আমরা বাদ দেই ... আপনার এখানে এসে ভাল লেগেছে এটা জেনে আমার সত্যিই খুব ভাল লেগেছে ... আশা করি আবার ও আসবেন এবং ঢাকাইয়াদের অকৃএিম আতিথেয়তা উপভোগ করবেন