নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসা

আজ আমার মন ভাল নেই

আরিফুর রহমান বাবুল

আমি খুব সাধারন

আরিফুর রহমান বাবুল › বিস্তারিত পোস্টঃ

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩১

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল,রক্ত লাল,রক্ত লাল,......।

আজ ২শরা ফেব্রুয়ারি, মানে মাসের দুই তারিখ। প্রতিদিন সূর্য উঠে, প্রতিদিন সূর্য অস্হযায়, এটাই প্রকৃতির নিয়ম। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, প্রতিনিয়ত ঋতুর পরির্বতন। জোয়ার আশে ভাটা যায়, আশে মানুষের শারিরীক পরির্বতন। এঠাই নিয়ম। এভাবে চলতে থাকবে কাল থেকে অনন্তকাল। আজকের পরিবর্তনটা একটু ভিন্নতর। আজ পূর্বাকাশে রক্তমাকা লাল সূর্যের পদার্পন শুরু হলো, আস্হে,আস্হে তার বিকিরণ আলো আরো তৃব্য হয়ে ৩/৪ দিনের মাঝে ফিরে যাবে। মাঝকারে কয়টা দিন শুন্যতায় রেখেগেল। আজকের লাল সূর্যের কেউ ব্যপারে কেউ জানেনা। জানি শুধু আমি। কারন আমি গভীর ভাবে উপলব্দি করেছিলাম। হয়তো আরো জানে "চাদ"। চাদ কি জানে আমার মতন করে সূর্যের মহত্ব, জানেনা। কি করে জানবে? চাদেরতো নিজের কোনো আলো নেই। সূর্যের আলোকে আলোকিত। আর সূর্যের যত আলো, সব আমি দিয়েছি। তাইতো আবিস্কার করতে পারলাম আজকের দিনের সত্যটি। এই তো কত সুন্দর লাগছে রক্তিম আলোতে ভেসে আছে সারা অন্চল। কালের বিবর্তনে তাও এই ৩/৪ দিন পরে দূয়ে মোছে যাবে সমুদ্রর নুনা জল দিয়ে।







বিঃ দ্রঃ - কোন মন্তব্য নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.