নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক দিন আগের ঘটনা।
একজন 'সমাজ বিজ্ঞানী' ভাইকে বলতে শোনা গেল--মানুষের বিয়েটা মোটেও কোন "চিরস্থায়ী বন্দোবস্ত" হওয়া উচিৎ নয়।
তার পাশের 'পরিবার সংরক্ষণ সমিতি'র নেত্রী বলে উঠলেন--ওমা, তাহলে কেমন বন্দোবস্ত হওয়া উচিৎ?
সমাজ বিজ্ঞানী ভাইটি বলতে লাগলেন--এই যেমন, "মেয়াদী বন্দোবস্ত" হতে পারে।
নেত্রী--কী বলছেন এসব!
ভাইটি--হ্যা, ঠিকই বলছি। যেমন ধরুন, ৩ বছর, ৫ বছর মেয়াদের জন্য হতে পারে। মেয়াদ শেষে স্বামী-স্ত্রী দু'জন দু'জনের প্রগ্রেস রিপোর্ট দেবেন। রিপোর্ট ভালো হলে দুজনের সম্মতিক্রমে আবার ৩ বা ৫ বছরের জন্য রিনিউ হবে। রিপোর্ট ভালো না হলে রিনিউ হবে না। ব্যাস...
আমি যে কান পেতে আছি উনারা বোধহয় খেয়াল করলেন। হঠাৎ দেখলাম কথার মোড় ঘুরে গেল--
ভাইটি--১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন। এ চুক্তির আওতায় জমিদারেরা ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ-সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন।
নেত্রী--হ্যা, আপনি ঠিকই বলেছেন।... আর ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলোপের মাধ্যমে বাংলায় "চিরস্থায়ী বন্দোবস্তের" বিলোপ ঘটে।
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: যুগের সাথে আমাদের তাল মিলিয়েই চলা উচিত। তা না হলে পিছিয়ে পড়ার ভয় থাকে।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে কি আমরা এখন আন্দোলনে নামব ?
......................................................................
গ্যারান্টি দিতে পারি , মিছিলে নারী কর্মী
বেশী থাকবে !!!