নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

পাছে লোকে কিছু ভাবে

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১০

একজন ব্যাংকারের অনেক কারণেই চাকুরীচ্যুতি ঘটতে পারে।

এরমধ্যে যেমন অর্থ-আত্মসাৎ আছে, তেমন থাকতে পারে আরও অনেক কারণ। যেমন, শৃঙ্খলাজনিত সমস্যা, মস্তিষ্ক বিকৃতি, অসুস্থতাজনিত শারিরীক অক্ষমতা; কর্মদক্ষতার অভাব ইত্যাদি। এমনকি অনৈতিক কর্মকান্ডে সহযোগিতা না করাও কখনও কখনও চাকুরীচ্যুতির কারন হতে পারে।

প্রকৃত কারণ যাই হোক না কেন, এই সমাজের সাধারণ মানুষের কাছে একজন ব্যাংকারের চাকুরী চলে যাওয়ার মাত্র একটাই কারণ থাকতে পারে, তা হলো--অর্থ আত্মসাৎ, আমানতকারীর টাকা চুরি।
***
এদেশে একজন পুরুষের 'বউ চলে যাওয়ার'ও অনেক কারণ থাকতে পারে।

প্রেম-ভালোবাসার অভাব, আর্থিক অনটন, পরনারী আসক্তি, মাদকাসক্তি, শারিরিক-মানসিক নির্যাতন। নাম না জানা এরকম হাজারো কারণ থাকতে পারে।

প্রকৃত কারণ যাই হোক না কেন, এই সমাজে সাধারণ মানুষের কাছে একজন পুরুষের 'বউ চলে যাওয়ারও' কেবল একটাই কারণ থাকতে পারে; তা হলো--একটা 'বিশেষ জিনিসের অভাব'।
*
ঘূর্ণিঝড় বুলবুলের সময় বেইলি রোডে তাহসানের একটা সংগীত পরিবেশনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেলো। গানের এক ফাকে আবেগী কন্ঠে তাহসানকে বলতে শোনা গেল, একসময় দুজনে রিকশায় কত বৃষ্টিতে ভিজেছি। আজ তুমি নেই, বাট আই ডোন্ট কেয়ার…
*
সেলিব্রিটি লাইফ নিয়ে আমি প্রায় নিরপেক্ষ--তেমন দুর্বলতাও নেই, তেমন অরুচিও নেই। তারপরও তাহসানের বেদনায় হঠাৎই সহমর্মিতা বোধ করলাম।

একজন পুরুষ হিসেবে একজন পুরুষের জন্য সহমর্মিতা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: এই দেশ, সমাজ এবং মানুষ বদলে গেছে। এই বদলে যাওয়াটা ভালো অর্থে নয়।

২| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪০

আখ্যাত বলেছেন:
পুরুষরাও মানুষ
পুরুষকে মানুষ হিসেবে দেখতে হবে, পুরুষ হিসেবে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.