নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

দ্যা সিইও

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮



একটা সময় ছিল যখন বিশ্বের প্রতি ১০০ টি মোবাইল ফোনের প্রায় ৫১-টিই ছিল নকিয়ার তৈরি! কোন একক কোম্পানির ৫০.৯০% মার্কেট শেয়ার! ভাবা যায়?

সেই মুঠোফোন কোম্পানি পরবর্তী অর্ধযুগেই টেক জায়ান্ট মাইক্রোসফট এর কাছে নিজেদেরকে বিকিয়ে দিতে বাধ্য হলো!

মাইক্রোসফট-এর কাছে বিক্রির ঘোষণা দেবার সংবাদ সম্মেলনে এসে নকিয়ার CEO অশ্রুসিক্ত নয়নে তার বক্তব্য শেষ করেন এই বলে যে--We didn’t do anything wrong, but somehow, we lost. আমরা ভুল কিছু করিনি, তারপরও, আমরা হেরে গেলাম!

বিজনেজ কেইস স্টাডি বা লিডারশীপ স্কিল নিয়ে কিছু বলা আমার অভিপ্রায় নয়। শুধু বলতে চেয়েছিলাম, হঠাৎ হঠাৎ নিজেকে নকিয়ার সেই CEO মনে হয়।

আমার ধারণা, প্রত্যেকটা মানুষের মনেই একজন করে "নকিয়ার CEO" বাস করে। যেই NOKIA-CEO মাঝে মাঝে সংবাদ সম্মেলন করে অশ্রুসিক্ত নয়নে বলতে চায়--I didn’t do anything wrong, but somehow, I lost. আমি কোন ভুল করিনি। কিন্তু আমি হেরে গেছি!

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: আসলেই, অনেক সময় কোন ভূল না করেও হেরে যেতে হয়।ঐ সময় কান্না ব্যতিত আর কোন অপশন থাকেনা ।।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৫

অনিরুদ্ধ রহমান বলেছেন: এটা আসলে একটা নৈরাশ্যবাদী পোস্ট ছিলো। এধরনের পোস্ট লিখতে না চাইলেও মাঝে মাঝে লেখা হয়ে যায়।

২| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৬

নীল আকাশ বলেছেন: সম-সাময়িক টেকনোলজির সাথে মিল রেখে চলতে না পেরে নোকিয়ার এই অবস্থা হয়েছিল। মুল কারণ ছিল এ্যান্ড্রয়েদ থেকে মুখ ফিরিয়ে সিম্বিয়ান নিয়ে একলা চলার রীতি-
তবে উপলব্ধির কথা যেটা বলেছেন সেটা সত্যি। বর্তমান সমাজের ইয়ং জেনারেশনের জঘন্য উশৃংখল চলেফেরা দেখলে
ঠিক এই কথাই মনে হয়। আর মনে হয় ভুল সময়ে জন্ম গ্রহন করেছি।
ভালোই লিখেছেন। পোস্ট লাইকড।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৬

অনিরুদ্ধ রহমান বলেছেন: ধন্যবাদ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

হাবিব বলেছেন: নিজেদের বদলাতে হয় সময়ের সাথে, চাহিদার সাথে। অন্যথায় টিকে থাকাটা প্রায় অসম্ভব হয়।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৮

অনিরুদ্ধ রহমান বলেছেন: বদলাতে হয় সত্য। সবাই বদলাতে পারে না, এটাও সত্য।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, সত্য!

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৭

অনিরুদ্ধ রহমান বলেছেন: ধন্যনাদ।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



চার্লি চ্যাপলিন বলেছেন-

Nothing is Permanent

in this World,

not even our

Troubles.



(2) I like Walking in

the Rain, because

No Body can see

my Tears.



(3) The Most Wasted

Day in Life is the

Day in which we

have not Laughed.



LIFE is to Enjoy with

Whatever you have with

You, Keep Smiling....



If you feel STRESSED,

Give yourself A Break.

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪২

অনিরুদ্ধ রহমান বলেছেন: Thanks for these motivational quotes.

৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

টারজান০০০০৭ বলেছেন: ইহাকে আমরা সূত্রের সাহায্যে Survival of the fittest!!! বলিলেও তকদিরের ভূমিকাকে অস্বিকারতো করা যায় না ! যথাযথ চেষ্টার পরেও হেরে যাওয়াটা তাই তকদির ! ইহা মানিতে না পারিয়া বহু লোকে আত্মহত্যা করে। এইজন্যই তকদিরে বিশ্বাস থাকাটা জরুরি !নইলে কোন ব্যাখ্যায় তাহা মেলানো যায় না !

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫০

অনিরুদ্ধ রহমান বলেছেন: তা ঠিক। আমাদের চেষ্টার বাইরেও অনেক কিছু আছে।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ভুল অবশ্যই করেছে। ভুল করার কারনেই হেরে গেছে। যুগের সাথে সবাই তাল মিলিয়ে চলতে পারে না।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫২

অনিরুদ্ধ রহমান বলেছেন: কেউ কেউ যুগের সাথে তাল মেলাতে না পারার অযোগ্যতা নিয়েই জন্ম নেয়। তার টা কী বলবো--ভুল করা নাকি জন্মগত ত্রুটি?

৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

নুরহোসেন নুর বলেছেন: প্রতিটি মানুষ জীবনে একবার হলেও নকিয়ার CEO এর মত বিনা অপরাধে কেঁদেছে,
মানুষের জীবন নির্ভুল কারনেই ক্ষতিগ্রস্হ বেশী হয়।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৩

অনিরুদ্ধ রহমান বলেছেন: আমার তো প্রায়ই নিজেকে নকিয়ার সিইও মনে হয়!

৯| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

ঘুটুরি বলেছেন: প্রতিযোগিতার বাজারে সময়ের সাথে তাল মিলিয়ে এবং যুগের চাহিদা মিটিয়ে চলতে পারার মনোভাব টিকে থাকবার জন্য সহায়ক।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৬

অনিরুদ্ধ রহমান বলেছেন: সবার সুর, তাল, লয়
জ্ঞান কী এর এক হয়?

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫০

এস সুলতানা বলেছেন: প্রতিটা মূহুর্তে সময় বদলায় আর নিজেদের বদলাতে হয় সময়ের সাথে, চাহিদার সাথে। অন্যথায় টিকে থাকাটা প্রায় অসম্ভব হয়।


















১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৫

অনিরুদ্ধ রহমান বলেছেন: প্রতিবার টিকে থাকতে ব্যার্থ হবার পর উপলব্ধিটা হয়। প্রতিবার ব্যার্থ হবার আগে আবার ভুলে যাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.