নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

একটি টেস্টের আত্মকাহিনী

১৯ শে জুন, ২০২০ সকাল ৯:২৩

এমনিতে আমাদের কারোরই করোনার তেমন কোন উপসর্গ ছিলো না। কিন্তু সারাদিন একসাথে ওঠাবসা করা দুই-তিন জন ব্যাক্তির করোনা সনাক্ত হওয়ায় থেকে থেকে একটা আশঙ্কা উকি দিত সবার মনে।

সেই আশঙ্কা থেকেই টেস্ট করানো।

অফিসের ১৫ জন আমরা একসাথে টেস্ট করালাম সপ্তাহ খানেক আগে। সেই ১৫ জনের মধ্যে তরুণ ছিলো, যুবক ছিলো; নারী ছিলো, পুরুষ ছিলো।

ইতিমধ্যে টেস্টের রেজাল্টও পেয়ে গেছি। আপনাদের দোয়ায় সবাই 'নেগেটিভ'।

১৫ জন একসাথে টেস্ট করিয়ে ১৫ জনই নেগেটিভ। হতেই পারে। তারপরও মনে মনে একটা 'কিন্তু' রয়েই যায়।

উপরন্তু সেই টেস্ট রিপোর্টে ১৫ জনের মধ্যে প্রায় অর্ধেকেরই নামের বানান ভুল। সেটাও নাহয় হলো।
কয়েকজনের বয়স ভুল, মোবাইল নাম্বার ভুল। তাও নাহয় মেনে নিলাম।

তাই বলে এক আপার 'লিঙ্গ' ভুল!

এই নির্মম পরিহাসের কথা ভার্সিটির এক বন্ধুকে বলছিলাম। বন্ধুটি আমাকে উল্টো শুনিয়ে দিলো এক কঠিন বাস্তবতার কথা। বললো, এটাও মেনে নাও।

থাইল্যান্ড ফেরত সেই বন্ধু তার শ্যামদেশের অভিজ্ঞতা থেকে আমাকে বললো, দেখতে সুদর্শন সেই দেশের পুরুষটি নাকি, 'পুরুষ' না-ও হতে পারে; আবার দেখতে অবিকল নারীটি নাকি, সে দেশে 'নারী' না-ও হতে পারে! সে দেশ নাকি এক আজব দেশ।

আমি কখনো শ্যামদেশ দেখিনি। আমি কেবল বঙ্গদেশ দেখেছি।

ইহাও একটি আজব দেশ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২০ সকাল ৯:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন কখনো হয়?

২| ১৯ শে জুন, ২০২০ সকাল ৯:৫৫

জগতারন বলেছেন:
শ্যাম দেশ বা থাইল্যান্ড-এ ১৯৯০ সালের আগে বহুবার গিয়াছি। একটা বাজে যাইচ্ছেতাই দেশ।
তখনকার সময়ে আজ থেকে প্রায় ৩০ বছর আগে সন্ধার পরে ব্যাংককের রাস্তার ফুট প্যাত দিয়া সালীনতা বজায় রেখে হাটা যাইতো না। দালালরা রাস্তায় যৌনতার ফেঁরী করিতো। ইহাতে আমি একবার এক ভিষন বিরম্বনায় পড়িয়াছিলাম। তার পর থেকে আমি আর ঐ পথে যুক্তরাষ্ট্র দেশে যাওয়া আসা বাদ দিয়াছি।

৩| ১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: আজব নয়। আজব মনে হয়। আসলে এরকমই।

৪| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন টেস্টের দরকার নাই। উপসর্গ দেখে ব্যবস্থা নিতে। কারণ রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.