নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

একজন বোকা লোক

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:১০



১২ই জানুয়ারি ভদ্রলোকের প্রয়াণ দিবস ছিলো। প্রয়াণ দিবসে তার ছবিটি ফেইসবুকে ভাসছিলো। ছবিটি দেখতে দেখতে ৭ বছর বয়সী পুত্রকে দেখিয়ে বললাম, এই আঙ্কেলকে দেখে তোমার কী মনে হচ্ছে?

পুত্র মনযোগ দিয়ে কিছুক্ষণ দেখে বললো, তাকে দেখে বোকা বোকা মনে হচ্ছে!

বোকা বোকা?

বোকাই তো। নইলে লেখাপড়া শেষ করে শিক্ষকতার চাকরি করতে করতে কেউ ওইসব করে? চালাক মানুষ কেউ ঘরের খেয়ে কেউ বনের মোষ তাড়ায়? আর দশটা সাধারণ মানুষের মতন খেয়ে পড়ে একরকম ভালোই তো কেটে যেত জীবনটা।

বোকা না হলে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারকে কে বলেছে ভারত মাতার মুক্তির স্বপ্ন দেখতে? ঢাল-তলোয়াড়ের জন্য কে বলেছিলো চট্টগ্রামের অস্ত্রাগার আক্রমণ করতে?

এই "বোকা লোকটি" ও তার দল ১৯৩০ সালের ১৮ এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ করেন। অস্ত্রের দখল নিতে পারলেও তারা সেদিন গোলা-বারুদের দখল নিতে ব্যর্থ হন।

রেললাইন উপড়ে ফেলে, টেলিফোন, টেলগ্রাফের লাইন কেটে দিয়ে সমগ্র ভারতবর্ষ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলেন তারা। পরাধীন ভারতে কয়েকদিনের জন্য প্রতিষ্ঠিত করেন স্বাধীন ভূমি।

তারপরও সীমিত সামর্থ্য দিয়ে অস্ত্রাগার লুণ্ঠনের কিছুদিন পরেই চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ বাহিনীর সাথে লড়াইয়ে বোকা লোকগুলো ব্রিটিশ বাহিনীর সুচতুর ৮০ জনের প্রাণ কেড়ে নিতে সক্ষম হন।

ব্রিটিশদের সুগঠিত শক্তির সাথে অবশ্য শেষ পর্যন্ত পেরে ওঠেননি বোকা লোকগুলো। ১২ জন নিহত হন, অনেকে ধরা পড়েন, বাকিরা পালিয়ে যান। এভাবেই একপর্যায়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন বোকা লোকগুলো।

ছবির বোকা লোকটিও পালিয়ে যেতে সক্ষম হন। এক স্থান থেকে আরেক স্থানে, এই গ্রাম থেকএ সেই গ্রামে পালিয়ে বেড়াতে থাকেন তিনি। কখনো মুটে-মজুর, কখনো কৃষক, কখনো ধর্ম প্রচারক, কখনো ধার্মিক মুসলমানের ছদ্মবেশে দীর্ঘদিন বৃটিশদের শকুন চোখকে ফাকি দিতে সক্ষম হন তিনি।

তাকে জীবিত বা মৃত ধরিয়ে দেবার জন্য তৎকালীন সময়ে ১০০০০ টাকা পুরস্কার ঘোষনা করা হয়! ১৯৩২ সালের ১০০০০ টাকা ২০২১ সালের কত টাকার সমান আমার অবশ্য তেমন ধারণা নেই। অনেক টাকা নিশ্চই।

টাকার ঘোষণায় এবার কাজ হলো। ৩ বছর পালিয়ে থাকার পর নেত্র সেন নামের বিশ্বস্ত এক লোকের বিশ্বাসঘাতকতায় আমাদের সেই বোক লোকটি পুলিশের হাতে ধরা পড়ে গেল।

চালাক নেত্র সেন সেই পুরস্কারের টাকা গ্রহণ করার আগেই অবশ্য বিপ্লবীদের হাত প্রাণ হারান।

পুলিশের হাতে ধরা পড়ার পরের বছরই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় সূর্য সেন নামের এই বোকা লোকটিকে।

***

চালাক নেত্র সেন এবং বোকা সূর্য সেন, দুজনের নামেই সেন আছে। দুজনেরই মৃত্যু হয়েছে। দুজনেরই কারোরই স্বাভাবিক মৃত্যু হয়নি।

এটুকুই যা মিল। এটুকু বাদে এই দুই মৃত্যুর মাঝে যোজন যোজন ব্যবধান। একজন ভিলেন, আরেকজন হিরো।

সব হিরো চালাক থাকেনা। সব হিরোর মাথায় টুপি থাকেনা, মাথাভর্তি চুল থাকেনা। সুদর্শন চেহারা থাকেনা। সুপারম্যান, স্পাইডারম্যানের মতন অতিমানবীয় ঐশী ক্ষমতা থাকেনা।

অনেক হিরোর শুধু চোখে স্বপ্ন থাকে। বুকে সাহস থাকে।

অনেক হিরো বোকাই থাকে।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখন আর সূর্য সেনের মতো সংগ্রামী নেতার দরকার নেঁই ।এখন দরকার বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বিজ্ঞান দিয়ে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে,অন্যায়ের বিরুদ্ধে,অপশাসনের বিরুদ্ধে কথা বলা লোকের।

২| ১৬ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



লেখার ষ্টাইল পছন্দ হয়নি।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:২৭

সোহানী বলেছেন: চমৎকারভাবে লিখেছেন এই বোকা লোকের কাহিনী। এই বোকা লোকগুলো ছিল বলেই দু'শ বছর পরে হলেও স্বাধীনতা পেয়েছি।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:১৬

রানার ব্লগ বলেছেন: কিছু বোকা লোক ছিলো বলেই আজ আমি আপনি মন খুলে ব্লগিং করতে পারছি।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: একটু ভিন্ন স্টাইলে লেখা।
সূর্য সেনদের আশে পাশে সব সময় কোন না কোন নেত্র সেন থাকে।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২২

শেরজা তপন বলেছেন: ভাল লিখেছেন- স্টাইলটা আমারও পছন্দ হয়েছে

৭| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০১

ইসমত বলেছেন: লেখাটি ভাল লেগেছে। আসলেই এই বোকা লোকেরাই ইতিহাস বদলায়, আর চালাক লোকের ফল ভোগ করে। সাধারণ মানুষ বোকাদেরই স্মরণ করে; স্মরণে রাখে।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১২

চাঁদগাজী বলেছেন:


সুর্যসেন সম্পর্কে আরো সুন্দর করে লেখার দরকার।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৭

ইসিয়াক বলেছেন: অনেক হিরোর বুকে সাহস থাকে, স্বপ্ন থাকে সমাজকে এগিয়ে নিয়ে যাবার।

যদিও সাধারণ মানুষ তাকে বোকা ভাবে কারণ সেতো নিজের জন্য বা নিজের পরিবারের জন্য ভাবে না, সবার জন্য ভাবে।তাই তথাকথিত এ সমাজ তাকে বোকা ভাবে।
তারা বেঁচে থাকে যুগ যুগ ধরে মানুষের অন্তরে। এখানেই তাদের জীবনের স্বার্থকতা।
ধন্যবাদ।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

মেহেদি_হাসান. বলেছেন: সত্যি বলতে লেখার স্টাইল ভালো লেগেছে। এই বোকা লোকগুলোর জন্যেই আমরা স্বাধীনতা পেয়েছি।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৫

নেওয়াজ আলি বলেছেন: এতগুলি লোকে মন্তব্য করলো একটা উত্তর দিলেন না কোথায় ভাই আপনি। সুন্দর একটা কাহিনী নিয়ে লিখলেন।

১২| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: আমি তাকে বোকা বলবো না। উনি একজন কমরেড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.