নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

কুড়ানো টাকা

১৩ ই মে, ২০২১ দুপুর ১:২০

ছোটবেলা থেকে বয়োজ্যেষ্ঠদের বলতে শুনতাম, চোখ সবসময় মাটির দিকে রাখতে।

অপার্থিব সুবিধার পাশাপাশি দৃষ্টি নত রাখার কিছু পার্থিব সুবিধাও আছে। এই যেমন, গত রাতে পথ চলতে চলতে রাস্তায় ১০০০ আর ১০০ টাকার দুটি নোট পড়ে থাকতে দেখলাম।

ব্যাস্ত রাস্তা, লোকজন, রিকশা, মোটর সাইকেল, সিএনজি, আসছে, যাচ্ছে। চকিতে দুই মুঠোতে নোট দুটি পুরে নিয়ে একটু দাড়ালাম। কার টাকা, একটু এদিক ওদিক খুঁজতে লাগলাম।

সিগারেট ফুঁকতে ফুঁকতে আমার পেছন পেছন হেটে আসা জনৈক ব্যক্তি সিগারেটের ছাই ফেলতে ফেলতে পাশে দাঁড়িয়ে বললেন, ভাই, আমার টাকা।

আমি মুঠি শক্ত করে বললাম, কত টাকা, বলেন।
জনাব বললেন, পনেরো শো টাকা।
আমি বললাম, হয় নাই।
তাইলে বারো শো?
হয় নাই।
ও, তেরো শো।

আমি বিরক্তি লুকালাম না, ধূর মিয়া।
জনাবও আমার বিরক্তির তেমন ধার না ধেরে "আর কইতে পারুম না" বলে সিগারেটে কষে আরেকটা টান দিয়ে নিজের পথ মাপতে লাগলেন।

***

ঘটনাস্থলের পাশেই টুপি পরিহিত শ্মশ্রুমন্ডিত এক দোকানী সবকিছু দেখে আমাকে পরামর্শ দিলেন, টাকাটা মসজিদে দিয়ে দিতে।

তা দেওয়া যায়।
কিন্তু চকিতে আমার মাথায় আসলো, যার টাকা তিনি যদি তার ফেলে আসা পথে টাকাটা খুঁজতে খুঁজতে এইখানে আবার আসেন?

দোকানীকে এই সম্ভবনার কথা বলে, জোর করেই নোট দুটো তার জিম্মায় দিয়ে আমি আমার পথ ধরলাম।

***

পথে যেতে যেতে প্রার্থনা করলাম, এই ১১০০ টাকা যেন কোন ধনবান লোকের হয়ে থাকে, কোন স্বচ্ছল লোকের হয়ে থাকে।

কোনভাবেই যেন কষ্টেসৃষ্টে ঊনত্রিশ রোযায় কিছু টাকা যোগাড় করে সন্তানের নতুন পোশাক কিনতে চাওয়া পিতার না হয়ে থাকে; কোনভাবেই যেন ঈদের দিনের জন্য পোলাও চাল বা সেমাই কিনতে চাওয়া কোন পরিবারের শেষ সম্বলটি না হয়ে থাকে।

কোনভাবেই না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২১ দুপুর ১:৩২

জটিল ভাই বলেছেন: কোনভাবেই যেন কষ্টেসৃষ্টে ঊনত্রিশ রোযায় কিছু টাকা যোগাড় করে সন্তানের নতুন পোশাক কিনতে চাওয়া পিতার না হয়ে থাকে; কোনভাবেই যেন ঈদের দিনের জন্য পোলাও চাল বা সেমাই কিনতে চাওয়া কোন পরিবারের শেষ সম্বলটি না হয়ে থাকে।

কোনভাবেই না।


যারা টাকা তার এই চিন্তা থাকলে আরো সবধানতা অবলম্বন করা উচিৎ।

২| ১৩ ই মে, ২০২১ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: আমি পথে একবার মোবাইল পেয়েছিলাম,
একবার একটা সোনার চেন পেয়েছিলাম
এবং একবার টাকা পেয়ছিলাম। কিন্তু আমি লোভ করি নি। হাত দিয়ে ছুঁয়েও দেখি নি।

৩| ১৩ ই মে, ২০২১ দুপুর ২:১৮

মাসউদুর রহমান রাজন বলেছেন: খুব সুন্দর করে লেখা। ভালো লাগছে, ভাই।

৪| ১৩ ই মে, ২০২১ বিকাল ৩:০১

শেরজা তপন বলেছেন: যদি নিজের অবহেলায় পকেট থেকে টাকা-পয়সা পড়ে যায় অবে তার খানিকটা শাস্তি পাওনা হয়( ধনী গরিব নির্বিশেষে)

৫| ১৩ ই মে, ২০২১ বিকাল ৩:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খুব মহৎ ও সাধুবাদ পাওয়ার যোগ্য
চিন্তা ভাবনা। আপনার ধারণা সঠিক
হোক। আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.