![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে বেশ ভাল একটা ট্রেন্ড দেখেছিলাম ফেসবুকে; ফেসবুকের রথী-মহারথীরা তাদের ফ্রেন্ডলিস্ট ঘেঁটে ঘেঁটে চটিপেজ লাইকারগুলোকে ঝনাত-খচাত আনফ্রেন্ড করছিলেন। নিঃসন্দেহে খুব ভাল উদ্যোগ। হয়তো বা এই উদ্যোগের জন্যই এখন আর হোমপেজে চটিপেজের কোন সাজেশন আসেনা।
তবে যে পেজটার সাজেশন আসে তা হল "সানি লিওন"; এবং প্রায় মাস দুই-তিনেক ধরেই এই ঘটনা দেখছি। অথচ এই ব্যাপারে সেইসব রথী-মহারথীদের কোন বিকার এখনো চোখে পড়েনি।
হয়তোবা আমাদের আধুনিক প্রজন্মের চোখে প্লেবয়/পেন্টহাউস কোন চটিপত্রিকা না; চটিপত্রিকা হল রসময়গুপ্ত/জলসাঘর। হয়তোবা বাংলায় "চোদা" শব্দটি বললেই তাদের কাছে অশ্লীল শোনায়; "ফাক" বললে শোনায় না। হয়তোবা আমিই এখনো পিছিয়ে আছি; তাদের মত এগিয়ে যেতে পারিনি।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৭
দিশার বলেছেন: যা বলেছেন দাদা মাইরি .