![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ ব্রুনো। সখঃ পোকা পর্যবেক্ষণ,আকাশ পর্যবেক্ষণ,বাগান করা,মাছপালা ,বেড়ানো
এই প্রাণীটির নাম হলো ব্লু রিংড অক্টোপাস । ব্লু রিংড অক্টোপাস প্রশান্ত মহাসাগর ও ভারত সাগরের প্রবাল দ্বীপের আশেপাশে সচরাচর দেখা যায় । এমনিতে এ অক্টোপাস দেখতে অনেক সুন্দর । বিরক্ত না হলে এরা কামড়ও দেয় না । সাধারণত এরা কাঁকড়া,চিঙড়ি ইত্যাদি ধরে খায় । ব্লু রিংড অক্টোপাস তার বর্ণের মাধ্যমে শিকারি এবং অন্যদেরকে সতর্ক করে দেয় যে সে বিসাক্ত । এমনিতে এর শরীরে বিষ নেই । তবে এর কামড়ে বিষ আছে । এই বিষ সে দু’টি কাজে ব্যবহার করে ।একটি নিজের শিকারের ক্ষেত্রে আর অন্যটি নিজের আত্নরক্ষার ক্ষেত্রে । সে শিকার করার সময় কামড় দিয়ে কোন প্রাণীকে পঙ্গু করে । তারপর সেই প্রাণীকে সে নিরাপদে খায় । আর আত্নরক্ষার ক্ষেত্রে সে আক্রমনকারীকে কামড় দিয়ে পালিয়ে যায় । মানুষ যদি ব্লু রিংড অক্টোপাসকে বিরক্ত করে তাহলে সে তখন মানুষকে তার শিকারি ভেবে কামড় দেয় এবং পালিয়ে যায় । শুরুতেই হয়তো বা ঠিক পাওয়া যায় না যে কামড় দিয়েছে । তবে এর কামড়ের বিষ খুবই মারাত্নক । কারণ এই বিষ হৃদপিন্ড ও ফুসফুস সহ সারা দেহ পঙ্গু করে । ফলে শরীরের রক্ত চলাচল ও শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় । মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় । চিকিৎসা না করলে কামড় খাওয়া মানুষ পনেরো মিনিটে মারা যেতে পারে । এই অক্টোপাসে এত বিষ থাকে যা দ্বারা প্রাপ্তবয়ষ্ক ২৬ জন মানুষকে মেরে ফেলা সম্ভব । তবে বিরক্ত না করলে এই অক্টোপাস কামড় দেয় না । আমরা কখনো নাম না জানা প্রাণীকে ধরতে যাব না বিশেষ করে যারা রঙিন ও ছোট । কারণ বেশিরভাগ রঙিন প্রাণী আক্রমণকারীকে একটি সংকেত দেয় যে তারা বিষাক্ত । এভাবে তারা নিজের জীবনকে রক্ষা করে ।
২| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কত কি জানার আছে !!!
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২০
ঢাকাবাসী বলেছেন: সংক্ষেপে খুব সুন্দর লিখেছেন।
৪| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
জানতাম না।
৫| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: সংক্ষেপে খুব সুন্দর লিখেছেন।
৬| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আমরা কখনো নাম না জানা প্রাণীকে ধরতে যাব না বিশেষ করে যারা রঙিন ও ছোট । কারণ বেশিরভাগ রঙিন প্রাণী আক্রমণকারীকে একটি সংকেত দেয় যে তারা বিষাক্ত । এভাবে তারা নিজের জীবনকে রক্ষা করে। দারুণ টিপস। ভীতি জাগানিয়া পোস্ট। তথ্য বহুল পোস্টে +++
৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
মগজ ভরা মাথা বলেছেন: নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link
নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link
নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link
৮| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪
টুম্পা মনি বলেছেন:
ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩
নীল-দর্পণ বলেছেন: হুমম সব প্রাণিই দেখতে যত সুন্দর ততই ভয়ংকর। অনেক সময় মানুষের(!) ক্ষেত্রেও