| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
শ্রদ্ধাঞ্জলি বানান শুদ্ধ বলেই জানি। একটা সময় এই বানান নিয়ে পত্রিকায় লেখাও দেখেছি।
আশা করি সামহোয়ারের মাননীয় মডারেটর মরহুম রাষ্ট্রপতিকে নিয়ে শোক ব্যানারে "শ্রদ্ধাঞ্জলী" বানানটির প্রতি নজর দিবেন।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
এবং ব্রুটাস বলেছেন: আমার আস্থা আছে ভাই। তাই দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিলাম। মডারেটরদের চোখে পড়লে ঠিক করবে নিশ্চিত।
২|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: হ্য়তো ভুল হয়েছে
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
এবং ব্রুটাস বলেছেন: এটা অনিচ্ছাকৃত ভুল অবশ্যই। আশা করছি শিগ্রীই ঠিক করে দিবে।
৩|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮
আশীষ কুমার বলেছেন: আর আপনি 'রাষ্ট্রপতি' বানান ঠিক করেন।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩
এবং ব্রুটাস বলেছেন: ধন্যবাদ ভাই। পোস্ট দেওয়ার সময় ভাবছিলাম, বানান শুদ্ধ করতে পোস্ট দিতে যেয়ে না আমি নিজেই বানান ভুলের ফাদেঁ পড়ি/তাই হলো।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
এবং ব্রুটাস বলেছেন: শিরোনামে ভুল করলেও মুল পোস্টে ঠিকই লিখেছিলাম। তবে ভুলটা ধরিয়ে দেওয়াতে অবশ্যই আবারো ধন্যবাদ।
৪|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
নায়করাজ বলেছেন: রাষ্ট্রপতি এবং শ্রদ্ধাঞ্জলি
শ্রদ্ধা + অঞ্জলি = শ্রদ্ধাঞ্জলি
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
এবং ব্রুটাস বলেছেন: ধন্যবাদ।
৫|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
ধৈঞ্চা বলেছেন: বাংলা বানান বাংলা ভাষা ব্যবহারকারীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজ ষ্টিকি পোষ্টের ১০৩ নং মন্তব্যে "জানা" ম্যাডাম "ভুল"বানানটা "ভূল"-এরকম লিখেছেন।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
এবং ব্রুটাস বলেছেন: সেটা হয়তো উনি খেয়াল করেন নি। ধন্যবাদ।
৬|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩
জানা বলেছেন:
অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।
সংশোধন করে নিচ্ছি। ভুল ধরিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ।
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
এবং ব্রুটাস বলেছেন: আমার আস্থা আছে আপনাদের উপর। তার প্রমাণ পেলাম হাতে হাতে।
আপনাকেও অনেক ধন্যবাদ।
৭|
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
জানা বলেছেন:
এবার দেখুন
।
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
এবং ব্রুটাস বলেছেন: হ্যাঁ, দেখলাম। আপনার উপস্থিতিতে কৃতজ্ঞ বোধ করছি।
এই পোস্টটিকে আস্থার রেফারেন্স হিসাবে রেখে দিলাম।
৮|
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
নাইট রিডার বলেছেন: আসলে স্টিকি পোষ্টে ভুল বানান খুব দৃষ্টিকটু লাগে। আর এবারের স্টিকি পোষ্টে ভুল বানানের সাথে তথ্যগত ভুল ও ছিল (১৯তম রাষ্ট্রপতির বদলে ১৮ তম)।
যাক এখন সব ই ঠিক আছে।
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
এবং ব্রুটাস বলেছেন: এই ধরনের ভুলগুলো সাধারণত ইচ্ছাকৃত হয় না। স্টিকি পোস্টে কোবিদ সেটা ব্যাখ্যাও করেছে।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭
আশীষ কুমার বলেছেন: মডারেটরদের উপর আমার কখনোই আস্থা ছিল না। শ্রদ্ধাঞ্জলি হবে। কোন সন্দেহ নেই।