নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্রুটাস!

এবং ব্রুটাস

..........এবং ব্রুটাস!

এবং ব্রুটাস › বিস্তারিত পোস্টঃ

হিটাকাঙ্খীরাই তো আসল হিতাকাঙ্খী

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৮

ছিঃ ছিঃ কি যে বলেন না দাদা!

আমি আর ওপাড়ায় যাই না!

কেন যাব বলুন তো?!

ওরা সব ফকিরন্নী, মেধাহীন লোকজন দিয়ে ওদের পাড়ার পঞ্চায়েত বসায়!

ওদের পাড়া পরিচালিত হয় মেধাহীন আনকালচারড লোকজন দ্বারা !

আমার মতো মেধাবীবের ওরা চিনতে পারলো না। তাই ওদের মুখে ঝ্যাটা মেরে আমি চলে এলুম।

আমি কথায় কথায় যে সব খিস্তি আউরাতে পারি তা আওরাতে ওদের কয়েকবার জন্মাতে হবে, বুঝলেন দাদা!



আমি হিট সিকার?! একথা বলতে পারলেন দাদা?!!

নাহ, মনে বড্ড ব্যাথা পেলুম।

আমার পরিচয়েই তো ওপাড়া পরিচিত হতো!

আজ দেখুন না ওদের কি লেজে গোবরে অবস্থা!

আমি ওদের জঞ্জাল সাফ করতে যাব কোন দুঃখে, এ্যাঁ!!!

আমার নিজের জঞ্জাল ওদের পাড়ায় ফেলতেই তো আমার সময় চলে যায়!





এটা একটা মেজাজ খারাপমুলক স্যাটায়ার, কারো সাথে মিলে গেলে পোস্ট দাতা দায়ী নহে।

----------------------------

হিট হতে পারার সহজ কিছু রাস্তাঃ

● ধর্মকে গালি দিবেন, আপনাকে গালি দিতে হলেও এরা আপনার পোস্টে এসে গালি দিতে এসে আপনাকে হিট দিয়ে যাবে।সাথে আপনার নিক/নামটা সহজেই সবাই জেনে যাবে।

● নিজের অথবা বাপের ধন সম্পদের ফুটানী করবেন, আপনার/আপনার বাপের টাকা/পয়সার খবর জেনে অনেকেই আপনাকে তেল/হিট দিবে, যদিও সেই পয়সার কানাকড়ি কোনদিন আপনি পাবেন না।

● নিজেকে যতো ভাবে এক্সপোজ করা যায়, করবেন, লুলদের অভাব নেই, হিট দিবেই (এটা আপুদের জন্য)।

● যে কোন একটা পাশে চলে যান, হয় ঢংগীবালা অথবা গালিবাজ...মাঝে থাকাদের দাম দেয় না কেউই। গালিবাজ আপুরা স্মার্ট হিসাবে বিবেচিত হয়, এটা মনে রাখবেন।

-----------------------------

শেষে একটা কথা বলি, লেখার মধ্যে মেধা দেখতে যাই। ব্লগাররা মেধাবী একথা বিশ্বাস করতে চাই।

দোহাই লাগে, আমি সামহোয়ারে মেধাবীদের দেখতে চাই। যারা ভালো লিখতে পারেন না, তারা চর্চা চালিয়ে যান। আমি নিজে ভালো লিখতে পারি না, তাই নিয়মিত পোস্ট দেই না। কিন্তু অফলাইনে পোস্ট পড়ি নিয়মিতই।

সামহোয়ার দীর্ঘজীবি হোক।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭

আহসান২২ বলেছেন: same here.

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

এবং ব্রুটাস বলেছেন: assa.

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

মামুন রশিদ বলেছেন: ;)

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

এবং ব্রুটাস বলেছেন: ;)

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: ;)

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫

এবং ব্রুটাস বলেছেন: ;)

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭

ভুং ভাং বলেছেন: সত্যিই ,পুরাই ক্যাচাল আর ক্যাচাল ।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

এবং ব্রুটাস বলেছেন: হুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.