নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

সেই একফোঁটা বৃষ্টি, যা দীর্ঘঃশ্বাসের খুব কাছাকাছি

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬



কিছুটা তারার সংবেদন, কিছুটা শীর্ণ মুখ

প্রগাঢ় এক ঝড়ে তুমি কেঁদেছিলে খুব; আমার

দু'হাত ধরে। শেষ অবধি আমি পারিনি তোমার

ব্যক্তিগত অসুখ সারাতে, ক্ষত যা রয়েছে গভীরে।



একাকী চলে গিয়েছো; অগ্রন্হিত নিমজ্জনে।

উড়ে উড়ে বহুদুরে নিঃশব্দ তে'তালায়-



সম্প্রতি মনে হয়, ক্ষমাই কি প্রাপ্য নয় আমার!

সেই সে ক্রমবিকশিত প্রেম, আকাঙ্খার ঊনিশ বছর-

আত্মনিবেদন। অথচ অন্যচোখে অবিবেচনা।

আমার ভেতরে নদী দেখোনি তুমি!

আমার ঘুমহীন বাগানের সবুজ লতায় কি তুমি

দু'পা জড়িয়ে, একটু দাড়িয়ে ব্যথিত হওনি কিছুক্ষণ!



জ্বালা ছিল অভাবের, নারী

আপেক্ষ ছিল অপূর্ণতার; তোমাকে না কালো হতাশায় টেনে আনি!



উপেক্ষা করেছি তো শরীরসর্বস্বতা, বিস্ময় তোতাপাখি

সিমেন্টের বিশাল কারুকাজ, নক্ষত্রময় নীলাভ খাড়ি।



ক্ষমাই কি প্রাপ্য নয় আমার!

যখন তোমার বিমর্ষ চুম্বনকে পাশ কাটিয়ে

মাখন-ঊরুর বিভ্রম পেরিয়ে, বলেছিলাম-

তোমার একফোঁটা বৃষ্টি নিয়ে আমি কাটাবো পুরোটা জীবন

তুমি শুধু আমার নদীটি নিয়ে চলে যাও দূর উপত্যকায়;

যদিও আমি ভ্রুক্ষেপ করিনি কি পেলাম, শুধু

পূর্ণিমার উথালপাথাল জোছনায় খুঁজে ফিরি

সেই একফোঁটা বৃষ্টি, যা দীর্ঘঃশ্বাসের খুব কাছাকাছি।।

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ফারজানা শিরিন বলেছেন: তোমার একফোঁটা বৃষ্টি নিয়ে আমি কাটাবো পুরোটা জীবন
তুমি শুধু আমার নদীটি নিয়ে চলে যাও দূর উপত্যকায়;

এত সহজে যেতে দেয়া যায় ???


ভালো লাগলো । প্রথম ভালো লাগা দিলাম । :)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কবিতায় স্বাগত..............

শুভকামনা অফুরান।।

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

নেক্সাস বলেছেন: ওরে বাবা জটিল কবিতা...


তোমার একফোঁটা বৃষ্টি নিয়ে আমি কাটাবো পুরোটা জীবন
তুমি শুধু আমার নদীটি নিয়ে চলে যাও দূর উপত্যকায়;

ক্যারিশমেটিক ভাবাবেগ।


কবিতায় চরম ভাল লাগা প্রিয় চিল কবি

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

সোনালী ডানার চিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও হ্যাপি নিউ ইয়্যার প্রিয় নেক্সাস।
খুব ভালো লাগছে এই ছুটির দিনে আপনার চায়ের কাপ দেখে।

শুভকামনা।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা রইল। দ্বিতীয় ভালো লাগা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

সোনালী ডানার চিল বলেছেন: হ্যাপি নিউ ইয়্যার জেসন ভাই।
কেমন আছেন!

শুভকামনা নিরন্তর......................

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

বড় ভাইয়া বলেছেন: একাকী চলে গিয়েছো; অগ্রন্হিত নিমজ্জনে।
উড়ে উড়ে বহুদুরে নিঃশব্দ তে'তালায়-


অনেক ভাল লাগল
ধন্যবাদ

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আর হ্যাপি নিউ ইয়্যার ২০১৩
আমার কবিতায় স্বাগত..............

শুভকামনা নিরন্তর......................

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: একফোঁটা বৃষ্টি মানে কি এখানে ভালোবাসা?!

কম বুঝি তো। :( কেন কম বুঝি!

পড়তে ভালো লেগেছে খুব। মায়া টা ফিল করতে পারছি। :)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

সোনালী ডানার চিল বলেছেন:
ভালবাসা বৃষ্টি হয়ে ঝরেছিল, সেখান থেকে আমি দু'এক ফোটা রেখেছিলাম...........

অনেক অনেক ধন্যবাদ আর হ্যাপি নিউ ইয়্যার ২০১৩

শুভকামনা নিরন্তর......................

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

ভিয়েনাস বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো :)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আর হ্যাপি নিউ ইয়্যার ২০১৩, ভিয়েনাস।

ভালো থাকুন সবসময়।
শুভকামনা নিরন্তর......................

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

আমিনুর রহমান বলেছেন: ভালো আছি ।
আপনি কেমন আছেন?

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ।
আমিও বেশ আছি।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: কোমল সৌন্দর্যময় পঙক্তিগুলো। ভালো লাগলো অনেক।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ হাসান ভাই।
আপনার ভালো লেগেছে জেনে সুখী হলাম।

হ্যাপি নিউ ইয়ার ।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা ভ্রাতা :)

++++++++++++++++++


হ্যাপি নিউ ইয়ার । !:#P

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
হ্যাপি নিউ ইয়ার অপূর্ন।
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম।

শুভকামনা.............

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

শব্দ নিয়ে নিপুন হাতে শৈল্পিকতা।
কবিতায় মুগ্ধ।
শুভকামনা কবি।

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাইয়া।
হ্যাপি নিউ ইয়ার ...................

ভালো থাকুন সবসময়।।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লেগেছে।

হ্যাপি নিউ ইয়ার।

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
হ্যাপি নিউ ইয়ার.............

ভালো থাকুন সবসময়।।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতায় ভালো লাগা রইল!
নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
হ্যাপি নিউ ইয়ার.............

ভালো থাকুন, নিরাপদে থাকুন।।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটু ফ্রী হয়ে নেই! আপনার এই কবিতা পড়তে আবার আসছি।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১

সোনালী ডানার চিল বলেছেন: আমি সেই আশাই করছি।
আপনার বিদগ্ধ নিরিক্ষণ আমার কবিতাকে সজিব করবে নিশ্চয়!!

ধন্যবাদ কবি।।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

শহিদুল ইসলাম বলেছেন: খুব ভাল লাগল কবি

সুন্দর

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ।
কেমন আছেন কবি! অনেকদিন নতুন কোনো লেখা দেখছি না আপনার।


হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকুন সবসময়............

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
উফ! চমৎকার লিখেছেন। শব্দ প্রয়োগে বিমোহিত হলাম।

উপেক্ষা করেছি তো শরীরসর্বস্বতা, বিস্ময় তোতাপাখি
সিমেন্টের বিশাল কারুকাজ, নক্ষত্রময় নীলাভ খাড়ি।


অদ্ভুত সুন্দর।


অটঃ শেষ অবধি আমি পারিনি তোমার
ব্যক্তিগত অসুখ সারাতে, শরীরে যা রয়েছে গভীরে।

ক্ষত যা রয়েছে গভীরে এভাবে পড়তে কেমন লাগছে?

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি।

ক্ষত যা রয়েছে গভীরে এভাবে পড়তে খুব ভালো লাগছে।
তাই এভাবেই পড়ছি এখন!!

শুভসকাল........

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

স্বপনবাজ বলেছেন: পূর্ণিমার উথালপাথাল জোছনায় খুঁজে ফিরি
সেই একফোঁটা বৃষ্টি, যা দীর্ঘঃশ্বাসের খুব কাছাকাছি।।
লাইন দুটা বাধিয়ে রেখে দিতে ইচ্ছে করছে !
ভালো লাগলো খুব !

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

সোনালী ডানার চিল বলেছেন: খুব লজ্জায় ফেলে দিলেন!!

অসংখ্য ধন্যবাদ স্বপনবাজ।
ভালো থাকুন সবসময়। নতুন বছরের শুভেচ্ছা।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

ফারাহ দিবা জামান বলেছেন: তুমি শুধু আমার নদীটি নিয়ে চলে যাও দূর উপত্যকায়;
যদিও আমি ভ্রুক্ষেপ করিনি কি পেলাম


আমিও ভ্রুক্ষেপ করিনি কি পেলাম, শুধু আমার নদীটি নিয়ে কেউ চলে গেছে দূর উপত্যকায়--
মন ছুঁয়ে গেলো ডানা!

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
যে নদী নিয়ে গেছে সে তা নিয়ে থাকুক, আমার আছে একফোঁটা বৃষ্টি.........
একটা জীবন কি সেই একফোঁটা বৃষ্টি নিয়ে পার করা যায় না!!

শুভকামনা।।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

লাবনী আক্তার বলেছেন: পূর্ণিমার উথালপাথাল জোছনায় খুঁজে ফিরি
সেই একফোঁটা বৃষ্টি, যা দীর্ঘঃশ্বাসের খুব কাছাকাছি।।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ লাবনী ।
আমার কবিতায় স্বাগত।

সুপ্রভাত.......................

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

ফারাহ দিবা জামান বলেছেন: পার করা যায় ডানা।
নিশ্চয় পার করা যায়।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

সোনালী ডানার চিল বলেছেন:

'একাকী চলে গিয়েছো; অগ্রন্হিত নিমজ্জনে।
উড়ে উড়ে বহুদুরে নিঃশব্দ তে'তালায়-'

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক দিন পর একটা ভালো কবিতা পড়লাম । মনটা ভালো হয়ে গেল ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
কেমন আছেন ভাই!!
আরতো কোনো খবর নাই........।

ধন্যবাদ কবিতা পড়ার জন্যে, শুভকামনা।।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সান্তনু অাহেমদ বলেছেন: অনেক অনেক ভালোলাগা রইল কবি। +++

শুভ কামনা রাশি রাশি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
হ্যাপি নিউ ইয়ার.............

ভালো থাকুন সবসময়।।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
কি খবর চান ?

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

সোনালী ডানার চিল বলেছেন: আপনার ভালো থাকার খবর!

২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়...............

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬

মেট্রো মেঘ বলেছেন: অনেকদিন পরে কবিতা পড়ে দুদন্ড শান্তি পেলুম । জয়তু চিল ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:

আপনাকে দেখে খুবই প্রীত হলুম!!

ঢেড়দিন আপনার মন্তব্যের প্রতিক্ষায় ছিলুম..............
শুভকামনা মেঘ......

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

শ্রাবণ জল বলেছেন: সেই একফোঁটা বৃষ্টি, যা দীর্ঘঃশ্বাসের খুব কাছাকাছি।।

শিরোনাম টাই তো একটা কবিতা।

আর বাকি যা লিখলেন, অনেক সুন্দর।

মুগ্ধতা রেখে গেলাম,চিল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
এভাবে পুরানো লেখা পড়ে কমেন্ট রেখে যাওয়ার জন্যে আমার খুব খুব কৃতজ্ঞতা।
শুভকামনা একরাশ; ভালো থাকুন সবসময়.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.