নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

ক্লোদ মনের হলুদ ঊষা

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

সম্ভাবনাময় এক বাদামী মাস্তুলে দুঃখের জটলা আজ

চর জেগেছে নিঝুম রাতের প্রথম আড্ডায়, তারপর

সারারাত তুমি কার-কার সাথে করেছো বিবাদ, জলের ঝাপটা নিয়ে!



থকথকে বিষাদ পুরানো বসতী জুড়ে, ভাঙা ডালে শকুন শুকায় বসে

প্রিয় সব ধূমকেতু হারাবে আকাশে, মহানীল অবাক এক বিদির্ণ শূণ্যতায়

'গগণ-চটি' -র মত হাস্যকলরোলে নিভবে বাতাস ঐ দক্ষিণের।



তোমার ক্ষতে আমি স্যাভলন ঢেলে, তোমার পথের নিম-চারা গাছ ভেঙে

লক্ষীপেঁচার ডিম চুরি করার মোহ এই মাঝরাতে আমাকে ঘুমুতে দেবেনা আর

কাঁধে তীর অস্হির এক মানুষ আমায় ঠিকঠাক ফাঁদে ফেলবে জানি

যেমন আমি মগডালে উঠে তোমার দিকে তাকিয়ে আজ রাতে

হেসেছিলাম অভিমানে, ক্রোধ চেপে!



এভাবেই চলে যাবো আমি, শুধু ক্লোদ মনের হলুদ ঊষা খুঁজবে আমায়

ভাববে কোথায় সে বাড়তি দু'চোখ, অপলক যে দেখতো আধার

কান্নার মত বিযুক্ত পানি, ঠোটে লেগে আছে শুভ্র দামী একফোটা

টুপটাপ, সবুজ কাপে তীব্র বিষের ঝাঁঝ সবটুক শুষে

চোখ বুজে অবশেষে খুব নিঃশব্দে, ভেবে নেবো পরাজয়

শুধুই আমার;

আমি মেনেছি তোমার কাছে অন্তিম হার।।

মন্তব্য ৫২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

টুটুল২০০৮ বলেছেন: মনেটেই পেইন্টিংটা আমার মন ভালো করে দেয় । ধন্যবাদ ছবিটার জন্য।

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ।
কবিতা কেমন লাগলো!!

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সম্ভাবনাময় এক বাদামী মাস্তুলে দুঃখের জটলা আজ
চর জেগেছে নিঝুম রাতের প্রথম আড্ডায়, তারপর
সারারাত তুমি কার-কার সাথে করেছো বিবাদ, জলের ঝাপটা নিয়ে !

সুন্দর !

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
কেমন আছেন!!

শুভদুপুর।।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

বেবিফেস বলেছেন: লেখাটা ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ বেবিফেস ।
আমার কবিতায় স্বাগত। শুভকামনা..............

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

নেক্সাস বলেছেন: এভাবেই চলে যাবো আমি, শুধু প্রথম ঊষা খুঁজবে আমায়
ভাববে কোথায় সে বাড়তি দু'চোখ, অপলক যে দেখতো আধার
কান্নার মত বিযুক্ত পানি, ঠোটে লেগে আছে শুভ্র দামী একফোটা
টুপটাপ, হলদে ক্যাপে তীব্র বিষের ঝাঝ আমি মেনেছি তোমার
কাছে অন্তিম হার




দারুণ ভাবের সমন্বয়ে অসাধারণ কবিতা। (ঝাঝ) বানাটা কি ঠিক আছে? না থাকলে ঠিক করে নিবেন। স্যাভলনে ( স্যাভলন) কাধে ফাদে সবগুলোতে চন্দ্রবিন্দু হবে।

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই। বানানগুলো ঠিক করে নিলাম। (আমার আসলেই একটা অভিধান দরকার!!)

শুভকামনা নিরন্তর।।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

মাক্স বলেছেন: ১ম প্লাস।।।।।

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ মাক্স ।
ভালো থাকুন সবসময়।।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :(

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ। :( :(

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

নেক্সাস বলেছেন: লিখতে গেলে বানান ভূল হবেই। আমারো হয়। পরে প্রিয় ব্লগারেরা ঠিক করে দেয়

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই।
শুভদুপুর।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

এম হুসাইন বলেছেন: ৩য় ভালোলাগা!

আপনার কবিতা গুলো অনেক ভালো লাগে, সময় করে সব গুলো পড়বো!
শুভকামনা!

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়............

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শার্প টাচ কবি!
ক্লদ মনেটের মানে কী?

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
ক্লদ মনেট খুব বিখ্যাত শিল্পী।
সংযুক্ত ছবিটি তার একটি বিখ্যাত চিত্রকর্ম।

এডিট কেমন হলো!!

অনেক ধন্যবাদ কবি!!

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি ক্লদ মনেট নিয়ে একটা ফুট নোট দিবেন না? :-/ আমার মতো উজবুকরা চিত্রশিল্পীদের ব্যাপারে খুব কমই জানে।

এডিট সম্পর্কে আগের কমেন্টেই বলেছি। ছবিটা এর আগে তেমন খেয়াল করি নাই। চমৎকার ছবি।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
Claude Monet was a founder of French impressionist painting, and the most consistent and prolific practitioner of the movement's philosophy of expressing one's perceptions before nature, especially as applied to plein-air landscape painting

ধন্যবাদ কবি।।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

সান্তনু অাহেমদ বলেছেন: অনেক অনেক ভালোলাগা রইল,চিল।+++

শুভ কামনা।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ সান্তনু ভাই।
ভালো থাকুন সবসময়।
শুভদুপুর।।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

ভিয়েনাস বলেছেন: এভাবেই চলে যাবো আমি, শুধু ক্লদ মনেটের হলুদ ঊষা খুঁজবে আমায় ..

একজন চিত্রশিল্পী যে মনের খোরাক মেটাতে পারে ক্লদের পেইন্টিং তার প্রমান।

চমৎকার লিখেছেন । ভালো লাগা জানালাম :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভিয়েনাস।

কোনো চমৎকার ছবি আমাকে উৎকৃষ্ট কবিতার মত সুখ দেয়!!
ভ্যান গগ, পল ক্লি মাতিস, রেনোয়া, ক্লদ মনেট, কানদিনস্কি, এ্যাদুয়ার মানে',কনষ্টবল এসব মহারথিদের চিত্রকর্মই তার প্রকৃষ্ট উদাহরণ!!

শুভকামনা।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

চোখ বুজে অবশেষে খুব নিঃশেষে, ভেবে নিও পরাজয় সবশেষ
আমি মেনেছি তোমার কাছে অন্তিম হার।

দারুন।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাইয়া।
শেষের দু'লাইনে একটু পরিবর্তন এনেছি।

ভালো থাকুন।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
চোখ বুজে অবশেষে খুব নিঃশব্দে, ভেবে নেবো পরাজয়
শুধুই আমার;
আমি মেনেছি তোমার কাছে অন্তিম হার।।


ভাবছি এর পর কি আর কিছু বলার থাকে, আমার মনে হয় না ।+++++++

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই আর কিছু থাকেনা বাকি................
অসংখ্য ধন্যবাদ কান্ডারী ভাই।
শুভসন্ধ্যা।।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

মিঠেল রোদ বলেছেন: মনটা কেমন একটু দোলা খেল।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
কিছুটা দুঃখবোধে মন তো কাঁপবেই.........
ভালো থাকুন মিঠেল রোদ ।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
সুপ্রভাত হাসান ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টের জন্য।
শুভকামনা জানবেন...........

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

তবু গল্প লিখছি আমি বাঁচবার! বলেছেন:
নিঃশব্দে ভেবে নিয়ে লাভ কি
অন্তিম পরাজয়

হারবো না

কেন খেলবো
যদি জানি হার নিশ্চিত

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

সোনালী ডানার চিল বলেছেন: প্রকৃত ভালোবাসা শুধু কাছেও টানেনা দুরেও সরিয়ে দেয় :-B :((

ধন্যবাদ, শুভকামনা।।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: ৯ম ভালোলাগা ভাই :)

অসাআধারন লিখেছেন +++++++

ভালো থাকবেন সবসময় :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ অপূর্ণ।
সব খবর ভালো তো!!


শুভবিকেল.....................

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার লেখা।+

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব।
শুভকামনা আপনার জন্যে।
ভালো থাকুন সবসময়।।

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল তব কবিতা
লিখতে থাকুন প্রিয় মিতা।
++++++++++

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
আর্শীবাদে ধন্য আমি ওগো বন্ধু বাঁধনহারা
সৃষ্টি সুখে, কাব্য কথায় হৃদয় পাগলপারা!!

শুভকামনা.....................................

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

এম.ডি জামান বলেছেন: ভালোলাগা .+++++++++++++ :)

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ জামান ভাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।।

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

শহিদুল ইসলাম বলেছেন: সারারাত তুমি কার-কার সাথে করেছো বিবাদ, জলের ঝাপটা নিয়ে!


চমৎকার কবি !

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
আপনার কবিতা মিস্‌ করছি খুব।

ভালো থাকুন সবসময়।
শুভসকাল।।

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

নক্ষত্রচারী বলেছেন: বেশ একটা টানাপোড়েন ভাব আছে কাব্যটিতে ।
ভালো লাগলো পড়ে ।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে সুখী হলাম।
ধন্যবাদ মন্তব্যের জন্যে।

শুভকামনা সবসময়.......।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

ফারাহ দিবা জামান বলেছেন: সম্ভাবনাময় এক বাদামী মাস্তুলে দুঃখের জটলা আজ
চর জেগেছে নিঝুম রাতের প্রথম আড্ডায়, তারপর
সারারাত তুমি কার-কার সাথে করেছো বিবাদ, জলের ঝাপটা নিয়ে!
=====================

নিজের মনের সাথে বিবাদ করেছি ডানা।
এ যে নিজের সাথেই শত্রুতা,
আর কারো সাথে নয়।

প্রতিটি মানুষের ভেতর একজন শত্রু লুকিয়ে থাকে---
যে মানুষকে সুখী হবার পরও সুখী হতে দেয়না।

কবিতা ভালো লেগেছে ডানা।

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

সোনালী ডানার চিল বলেছেন:

দুঃখে ওপিঠে আমার নাম দেখে চমকে উঠেছিলাম হঠাৎ
আমার ভেতরের অন্য আমি-র জৌলুসে কত পথ না মাড়িয়েছি
বিভেদ ভুলে, আঁচল খুলে বিলিয়েছি সুধা সারা পাড়াময়
সময়ের কোপে সেই ভালবাসা পোড়া খয়েরের মত জন্মদাগ
ফেলেছে শোভনীয় আমার সব বাহুতে, উরুর গোপনে

কার সাথে বিবাদ করবো বলো
কাকে অসুখের দায়ভাগ দিয়ে প্রজাপতির গভীর সবুজ মেখে
অরণ্যে মেঘ জমাবো আর!
আমি তো জেনে গেছি
যা নিয়তি সামনে আমার-
নিজের ভেতরের জন্মশত্রু, নিজেই বেকার
পথ কতটা দুঃখ থেকে পালাবার!

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ফারাহ দিবা জামান বলেছেন: কাউকে অসুখের দায়ভার দেই না ডানা।
এ অ-সুখের অসুখ একান্ত নিজস্ব।
অনর্থক।
দুঃখ থেকে কি পালানো যায় ডানা!
পথের সামনে থমকে দাঁড়ায় দুঃখের পাহাড়।
কার সাধ্য থাকে সেখানে উঠার?
পাহারের গায়ে শুধু ব্লেড আর ব্লেড।
খাড়া খাড়া।
পা শুধু কাটে না,
ফালি ফালি হয়ে যায়,
পড়ে যায় টুকরো টুকরো হয়ে।
চাঁদের কলঙ্কের মতন জন্মদাগ আমৃত্যু থাকে।
ফালি ফালি কাঁটা পায়ে হাঁটতে নেশার মতন লাগে।
যন্ত্রণাময় নেশা।

ভালো থেকো ডানা!

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
..........................................................

সবুজ সুখে
অবুঝ আমি
পেরুবো পাহাড় দেখো
কোনো এক ভোরে
কুয়াশায় মাতাল যখন
ফিঙের লেজে টুপটাপ শিশির
মেখে;
আবারো ফেরাবো তোমায়
ফেরাবো সে দিন, অমলিন আমার স্মৃতিতে;

আসুক প্লাবন কত
রেখে যাক যতই ক্ষত
আমারই এই ছোটার মোহ
রক্ত যতই ঝরুক, শক্ত ততই আমি
থামবো না কভু, তুমি দেখো........

উঠবো ঐ পাহাড়ে ঠিক
জ্বালবো আশার প্রদীপ
তুমি দেখে নিও.................

২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

শ্রাবণ জল বলেছেন: তোমার পথের নিম-চারা গাছ ভেঙে
লক্ষীপেঁচার ডিম চুরি করার মোহ এই মাঝরাতে আমাকে ঘুমুতে দেবেনা আর



সুন্দর। পুরো কবিতা ই।

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতায় আপনাকে স্বাগত।
কবিতা ভালোলেগেছে জেনে সুখী হলাম।

শুভকামনা.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.