| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
১।
দুঃখে ওপিঠে আমার নাম দেখে চমকে উঠেছিলাম হঠাৎ
 আমার ভেতরের অন্য আমি-র জৌলুসে কত পথই না মাড়িয়েছি
 বিভেদ ভুলে, আঁচল খুলে বিলিয়েছি সুধা সারা পাড়াময়
 সময়ের কোপে সেই ভালবাসা পোড়া খয়েরের মত জন্মদাগ 
 ফেলেছে শোভনীয় আমার সব বাহুতে, উরুর গোপনে
 কার সাথে বিবাদ করবো বলো
 কাকে অসুখের দায়ভাগ দিয়ে প্রজাপতির গভীর সবুজ মেখে
 অরণ্যে মেঘ জমাবো আর!
 আমি তো জেনে গেছি
 যা নিয়তি সামনে আমার-
 নিজের শত্রু আমি, নিজেই বেকার
 পথ কতটা বলো দুঃখ থেকে পালাবার!
২।
সবুজ সুখে
 অবুঝ আমি
 পেরুবো পাহাড়, দেখো
 কোনো এক ভোরে
 কুয়াশায় মাতাল যখন
 ফিঙের লেজে টুপটাপ শিশির
 মেখে;
 আবারো ফেরাবো তোমায়
 ফেরাবো সে দিন, অমলিন আমার স্মৃতিতে;
 আসুক প্লাবন শত
 রেখে যাক যতই ক্ষত
 আমার এই ছোটার মোহ
 রক্ত যতই ঝরুক, শক্ত ততই আমি 
 থামবো না কভু, তুমি দেখো........
 উঠবো ঐ পাহাড়ে ঠিক
 জ্বালবো আশার প্রদীপ
 তুমি দেখে নিও-
 
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৮
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সবসময়।। শুভদুপুর।
২| 
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:২০
সীমান্ত উন্মাদ বলেছেন: কবিতায় বেপক ভালো লাগা। কবতে ভালা পাই।+
শুভকামনা রইল রাশি রাশি।
 
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
সোনালী ডানার চিল বলেছেন: উন্মাদ কে সুস্বাগত!!!
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, নিরাপদে থাকুন!
৩| 
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:২১
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
চমৎকার।
সুখপাঠ।
 
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪১
সোনালী ডানার চিল বলেছেন: 
ধন্যবাদ কবি।
প্রথম তূষারপাতের শুভ্র শুভেচ্ছা। 
শুভ-ভরদুপুর...........
৪| 
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫২
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
টিকেট পাঠান! তুষারপাত দেখে আসি  
  ![]()
একবারের জন্য হলেও আমি তুষারপাত দেখতে যাবো!
 
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০২
সোনালী ডানার চিল বলেছেন: এবার খুব ভালো তূষারপাত হচ্ছেনা।
মনে আগামী বছর তূষারপাত দেখতে আসাটা ঠিক হবে!!
আগাম স্বাগতম!!!
৫| 
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১১
হাসান মাহবুব বলেছেন: দুটোই খুব ভালো লাগলো।
 
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৪
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে হাসান ভাই।
আপনার কমেন্ট সবসময় আমাকে সাহসী করে।
ভালো থাকুন, নিরাপদে থাকুন। 
শুভদুপুর।।
৬| 
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৯
ভিয়েনাস বলেছেন: সময়ের কোপে সেই ভালবাসা পোড়া খয়েরের মত জন্মদাগ 
ফেলেছে শোভনীয় আমার সব বাহুতে, উরুর গোপনে ....
অনেক ভালো লাগলো 
 
 
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:১৪
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ ভিয়েনাস।
খুব ভালোলাগলো আপনার মন্তব্যে...............
শুভকামনা অফুরান।।
৭| 
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন: 
পেরুবো পাহাড়, দেখো
কোনো এক ভোরে
কুয়াশায় মাতাল যখন
ফিঙের লেজে টুপটাপ শিশির
মেখে; 
গুনে গুনে +++++ 
 
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪১
সোনালী ডানার চিল বলেছেন: 
পেরুবো পাহাড়, দেখো
কান্ডারী আসে সাথে
রাত হোক যত গভীর
ভয় করি না কোনো...............
ধন্যবাদ
৮| 
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:১২
মিঠেল রোদ বলেছেন: উঠবো ঐ পাহাড়ে ঠিক
জ্বালবো আশার প্রদীপ
তুমি দেখে নিও-
সেদিনের প্রত্যাশায় রইলাম 
 
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪২
সোনালী ডানার চিল বলেছেন: 
প্রত্যাশারা ডানা মেলুক............
ধন্যবাদ অফুরান।।
৯| 
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:২৯
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
শুভ জন্মদিন কবি  
  
 
অনেক অনেক শুভেচ্ছা  
  
 
 
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪৩
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ কবি।
অনেক অনেক ধন্যবাদ.................
১০| 
১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৮:৫৮
সমানুপাতিক বলেছেন: চমৎকার!
 
১৫ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩৩
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ সমানুপাতিক ।
ভালো থাকুন সবসময়.............
১১| 
১৫ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪৫
মেহেরুন বলেছেন:  অনেক সুন্দর কবিতা 
 ভালো লাগা রেখে গেলাম 
 
 
১৫ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩৪
সোনালী ডানার চিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মেহেরুন ।
শুভকামনা অফুরান.................
১২| 
১৫ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:১৬
ফারাহ দিবা জামান বলেছেন: অনুভুতির শেকড়ে সব কবি সহজাত
একি পথে আনাগোনা
জাগা
উঠা
ভাসা
ডোবা।
কালো হতাশার চিরন্তন রুপ ডেকে গেছে
নক্ষত্র আঁধারে--
তবু
এই সব ছুঁয়ে ছুনে পাখি ঠোঁটে
ওমসুখ খুঁজেছে সব ব্যথিত হৃদয়।
তারপর চলে গেছে।
শুভ জন্মদিন।
 
১৫ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩৯
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনার মন্তব্যের জবাবে কবিতা দু'টি লিখেছিলাম।
সে হিসাবে একটা বড়সড় ধন্যবাদ আপনার জন্যেই..............
ভালো থাকুন সবসময়।।
১৩| 
১৫ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:২৪
নীলফরিং বলেছেন: 
ভাগ্যলিগিতে যা আছে চল - মেনে নেই তা
মধুর করি জীবন খেলা মৌন ভাবনায়
সাধনে লভি পরমসুখের চাবি; 
নিয়ে চলো একই পথে হাঁটি।
যেমন মীন থাকেনা খালে বিলে জল শুকালে
কী হবে আর সাধন করে শুকনা মোহনায়!
অসময়ের সাধক হয়ে কী আর হবে
মিছেমিছি খেটে খুঁড়ে রতন মিলবে না
যতই যতন পাক না হৃদয়
ফল আসবে না, তাতে মন ডুববে না।
 
১৫ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৪০
সোনালী ডানার চিল বলেছেন: 
বহুদিন আগে কোনো এক মহাকালে শুনেছিলামঃ
পরাজিতরাই নিয়তি মেনে নেয়; সেই এতকাল আমি
জেতার স্বপ্নে শুধুই বিভোর- সুখের প্রতিবেশী হবার
অদম্য সাহসে হেঁটে চলেছি মহাপথে। সাথে প্রথাগত পন্জিকা আর
একপকেট বুনো উত্তাপ নিয়ে; বিরান ঝিলের অতলে আমার 
কাটাঘুড়ি লটকে যাবে ঠিক জেনেও শীতের এই ক্ষণিক গোধুলিতে
অনেক খুঁজেও পাইনি পয়মন্ত সেই সবপেয়েছি'র চাবি,
যাকে হৃদয়ের উপরিভাগের মসৃণ ডানপাশে কিছুদিন আমি
ঘুমুতে দেখেছিলাম; তারপর আমি এখন নিজেই তো হতভাগ্য-বিশেষ!
ধন্যবাদ নীলফরিং। 
১৪| 
১৫ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০৮
নীলঞ্জন বলেছেন: দুঃখ উত্তোরণের গল্প। কাব্যের হাত ধরে ভূমিষ্ঠ। 
++++++++++
অনেক ভালোলাগা কবি। শুভ কামনা।
 
১৫ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:১৬
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকেও অনেক ধন্যবাদ নীলঞ্জন ।
ভালো থাকুন সবসময়।।
১৫| 
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৫
ভিয়েনাস বলেছেন: শুভ জন্মদিন প্রিয় কবি 
 
 
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫৩
সোনালী ডানার চিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা আপনার জন্যে................
১৬| 
১৬ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪১
ফ্রাস্ট্রেটেড বলেছেন: মুগ্ধপাঠ। ব্যক্তিগতভাবে অপ্টিমিস্টিক না বলেই হয়তো, ২ নাম্বারটা তেমন ভাল্লাগেনাই। 
শুভকামনা রইলো।
 
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৫
সোনালী ডানার চিল বলেছেন: 
খুব ভালোলাগলো আপনার কমেন্ট।
কবিতা দু'টি আসলে আমার লেখায় অন্যের কমেন্টের জবাব,
তাই কিছুটা খুব বিদগ্ধ উচ্চরণ না হলেও তা প্রাসঙ্গিক ছিল!!
ভালো থাকুন সবসময়।।
১৭| 
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫১
আমিনুর রহমান বলেছেন: অসাধারণ +++
 
১৭ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১২
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ জেসন ভাই। 
থ্যাংকস ফর কল।
ভালো থাকবেন সবসময়................
১৮| 
১৮ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০৭
সপ্নাতুর আহসান বলেছেন:  বেশ ভাল লাগল।
 Click This Link
 
২০ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৪৭
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আহসান।
আপনার লিংক ঘুরে আসছি।।
১৯| 
২২ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৫
নেক্সাস বলেছেন: আসুক প্লাবন শত
রেখে যাক যতই ক্ষত
আমার এই ছোটার মোহ
রক্ত যতই ঝরুক, শক্ত ততই আমি
থামবো না কভু, তুমি দেখো  
খুব সুন্দর অভিব্যাক্তি...
 
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৭
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ নেক্সাস । ভালো থাকুন সবসময়...........
২০| 
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:২০
অপর্ণা মম্ময় বলেছেন: দুটো কবিতাই সুন্দর।
১ নাম্বার কবিতার এই লাইনে 
আমার ভেতরের অন্য আমি-র জৌলুসে কত পথই  না মাড়িয়েছি
বিভেদ ভুলে
-- এভাবে দিলে আরও ভালো লাগত আমার কাছে।
শুভেচ্ছা আপনাকে 
 
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩১
সোনালী ডানার চিল বলেছেন: সুস্বাগত আপনাকে আমার কবিতায়। 
 আমি এডিট করে দিলাম; এখন নিশ্চয় আরো সুখপাঠ্য হলো লাইনটি, 
 ধন্যবাদ অফুরান।
২১| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১:০৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবিতা আর কবি দুজনকেই শুভেচ্ছা...........তুষার এখন গলছে না........
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১:১৩
সোনালী ডানার চিল বলেছেন: 
তুষার গলা শীতের তীব্রতায় আছি।
অনেক ধন্যবাদ বন্ধু; ভালো থাকুন সবসময়.............
২২| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৬
এরিস বলেছেন: নিজের শত্রু আমি, নিজেই বেকার
পথ কতটা বলো দুঃখ থেকে পালাবার!...
সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন ভাই। 
আপনার সৃষ্টির প্রতি মুহূর্তের জন্যে অনেক অনেক শুভকামনা ... 
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:২৫
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ এরিস।
ভালো থাকুন সবসময়...............
২৩| 
২৩ শে জুলাই, ২০১৩  রাত ৮:০৩
বোকামন বলেছেন: 
১০ম ভালোলাগা জানালাম :-) 
খুব সুন্দর দুটি কবিতা .......।
ভালো থাকুন প্রিয় কবি।।
 
০৩ রা আগস্ট, ২০১৩  সকাল ৭:১০
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ প্রিয় বোকামন.....
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:১৫
ইনকগনিটো বলেছেন: আশার প্রদীপ জ্বালাবার শুভকামনা রইলো।