নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

সংযত সমলিঙ্গের অবরোধে অবরুদ্ধ ফোকড়ে শুধু জোছনা গলবে অবিরল

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২







সময় আর আকাশ শেষে

জীবনের পুরানো কার্ণিশে বেহুলার ছাতা যেন উড়ে যায়

শব্দাবধী পেরুবো দুরন্ত তোরান তাই, মেঘেদের সাথে

এ দরকষাকষি, চলছে যেখানে স্বপ্নবিয়োগ; অন্নসমতা

ঝলসে উঠার আগের বিনম্র ঠেলে উঠা, এমন গলার মতন

বুকের সমান পলাতক অসুখে, সারারাতের সামনে আর

কোনো পর্দা নেই; শুধু কান খোলা শাঁ শাঁ!!



চরের সাদা কাশফুল, কালো মেয়ের ছলছল দল

বর্ষা আর বাদল নিয়েই তো কারবার তাদের; তারা

বুনো মোষ পোষে, তাদের হাসি গভীর ডিঙিনৌকায়

খুবঘন ছই, যাতে হেলান দিয়ে উল্কা্পাত দেখা যায়।



বেকুব আকাশে বৃদ্ধা চাঁদ, শবের পঁচা লোমে আবার সময়

বিভ্রমে ভৈরবীনিতম্ব ভিজিয়ে কলতলা উকি দেয় বটের ছাটের

একপেশে দেয়ালে, যেন পাড়ার সব শিশ্ন প্রবল উথ্থিত

এই বালাখানার ঠোটে।

এরপর যা যা ঘটে।



তুমি লিখে রেখ পুনরায় আমিও কাঁশফুল নেব একতোড়া

বাদলের বোনের তরুনী নাভী আরও গভীর হবে দ্বিপাক্ষিক

বিন্যাসে;



সংযত সমলিঙ্গের অবরোধে অবরুদ্ধ ফোকড়ে শুধু জোছনা গলবে অবিরল।









উৎসর্গ -- প্রিয় কবি আলাউদ্দিন আহমেদ সরকার কে, যার প্ররোচনায় এ শব্দমালার বেভুল সমন্বয়!!

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালও লাগল। +

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

সোনালী ডানার চিল বলেছেন:

শুভ সকাল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কাল্পনিক ভালোবাসা।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

লিটল হামা বলেছেন: চমৎকার কবিতা। এর অন্তর্নিহিত চেতনা, সার্কাজম এবং তারপরেও ভালোবাসা গভীরভাবে ছুঁয়ে যায়।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
সুপ্রভাত হাসান ভাই।
অশেষ ধন্যবাদ; আপনার বিদগ্ধ মন্তব্যে খুব সাহসী হই!

শুভকামনা অফুরান।।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



তুমি লিখে রেখ পুনরায় আমিও কাঁশফুল নেব একতোড়া
বাদলের বোনের তরুনী নাভী আরও গভীর হবে দ্বিপাক্ষিক
বিন্যাসে;

+++++++++++++++++++++++++++++++++++




কি যাতনা সেই বিষে
সেই অহমিকা তোমার বাদলের শীতার্ত অনুরণনে
তোমার গহীনে অতলে খুঁজে ফিরে অস্থিরতা
তরুনী নাভী তুমি কি টের পাও কিছু
আরও গভীর থেকে গভীরে তোমার দ্বিপাক্ষিক
বিন্যাসে

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কাব্যোত্তরকে স্বাগত জানাই।
আমার লেখা যে আপনাকে কবিতায় বর্ধিত করেছে, তাতেই আমি সুখী।

ভালো থাকুন সবসময়।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা পড়েই এতোটাই মুগ্ধ ছিলাম যে ভাবণায় পড়ে গেলাম কী কমেন্ট করবো।
তখনো আপনার সারপ্রাইজ জানা ছিলো না। যখন উৎসর্গে নিজের নাম দেখলাম আতকে উঠলাম, এই যে ভালোবাসার যোগ সূত্রে আমাকে জড়িয়ে নিলেন, আমি নির্বাক, আপ্লুত।

একরাশ মুগ্ধতা আর কৃতজ্ঞতা রেখে গেলাম কবি।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়ে যদি মুগ্ধ হন, তাতেই আমার সুখ!
ভালোবাসার কোনো মাত্রাযোগ নেই; তা অবিরল ঝরে রুপকথার মত............

শুভকামনা কবি!

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

ভিয়েনাস বলেছেন: মেঘেদের সাথে
এ দরকষাকষি, চলছে যেখানে স্বপ্নবিয়োগ; অন্নসমতা
ঝলসে উঠার আগের বিনম্র ঠেলে উঠা,
...

অসাধারন শব্দ সমাহারে পরিপুর্ন একটা কবিতা ।
ভালো লাগা ছুঁয়ে গেল।



যথার্থ উৎসর্গ :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার কমেন্টও মন ছুঁয়ে গেল, প্রিয় ভিয়েনাস।
অসাধারণ/পরিপুর্ণ এসব শব্দ শুনতে খুব ভালোলাগে ;)

শুভকামনা আপনার জন্যে................


উৎসর্গিত কবিবর আসলেই কবিতা নিয়ে ভাবে :)

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

নীলফরিং বলেছেন:

স্যরি। আমার কাছে দুর্বোধ্য মনে হলো, দাদা। সুখপাঠ অবশ্যই নয়। এ কবিতা বুঝতে হলে আমার অনন্তকাল পড়ে যেতে হবে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় সংযুক্ত ছবিটি একটি বিখ্যাত Abstract Artist Gerard Stricher এর তৈলচিত্র; ছবিটি আমি বুঝিনি; কিন্ত অনন্তকাল এ ছবিটি আমি দেখে যেতে পারবো!

ধন্যবাদ নীলফরিং। শুভকামনা................

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ফারাহ দিবা জামান বলেছেন: তুমি লিখে রেখ পুনরায় আমিও কাঁশফুল নেব একতোড়া
বাদলের বোনের তরুনী নাভী আরও গভীর হবে দ্বিপাক্ষিক
বিন্যাসে;

সংযত সমলিঙ্গের অবরোধে অবরুদ্ধ ফোকড়ে শুধু জোছনা গলবে অবিরল।

-----------------------------------------------

উপরের ছবিটাও এমন কিছু এঁকে দেয় মনে।
কাশফুল,
জীবনের পুরাতন কার্নিশ,
বেহুলার ছাতা,
সবকিছু ছাপিয়ে দুচোখ ভরে যায় শুধু জোছনার অবিরল ধারায়।
গলগল আলোয় ভরে যায় মন নীলাভ সাদা জোছনায়।

ভালো লাগলো সোনালী ডানা।
ভালো থাকবেন!

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফারাহ ।
কবিতা ভালোলেগেছে জেনে সুখী হলাম।
কল্পমালার প্রেক্ষিতে যে শব্দবুনন, সেখানে আমাদের কোনো দায় নেই; শুধুই আত্মতৃপ্তি!!

শুভকামনা দিবা-রাত্রির................

(কবিতায় সংযুক্ত ছবিটি আমি বুঝিনি; কিন্ত অনন্তকাল এ ছবিটি আমি দেখে যেতে পারবো!)

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

ভিয়েনাস বলেছেন: আমারো ঠিক একি ধারনা,,, উনার পাঠ প্রক্রিয়া সেটায় বলে। ব্লগে খুব সচেতনভাবে সকল কবিতা পাঠ করেন এবং মন্তব্য করেন :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

সোনালী ডানার চিল বলেছেন: কবিতার মানুষ বলা যায়!!
ধন্যবাদ আপনাকে.................

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
এরকম কবিতা পাঠে তৃপ্তি মেলে ব্লগ ঘুরার।।

শুভকামনা কবি।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল দূর্জয় ভাইয়া।
আমি জানি, এবং জেনেই পরিতৃপ্ত এসব কবিতা আপনার মতই কিছু
বিদগ্ধজনের জন্যে.............

শুভকামনা.........

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

মাছিমারা কেরাণী বলেছেন: আহা! কি চমৎকার কবিতা। তবে সমস্যা হলো - এত কঠিন কঠিন শব্দ দিয়ে লিখছেন কবি যে মর্ম উদ্ধার করিতে পারলাম না। তবে ভালো ভাল লেগেছে কিন্তু।

আরো লিকে যান। ভালই হবে বুঝা যাচ্ছে। দূদান্ত হচ্ছে সব। তবে -

(কবিতায় সংযুক্ত ছবিটি আমি বুঝিনি; কিন্ত অনন্তকাল এ ছবিটি আমি দেখে যেতে পারবো!) - যেটা নিজেই বুঝেননি, সেটা আপনার কবিতার সাথে মেলাতে গেলেন কেন ভাই? একটু কন্ট্রাডিকটোরী হয়ে গেল না!! ফুলেল শুভেচ্ছা।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
শুভকামনা আপনার জন্যে।
ভালো থাকুন সবসময়...................

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

শহিদুল ইসলাম বলেছেন: অনেক সুন্দর কবি !

খুব ভালো লাগা

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল কবি।
ধন্যবাদ মন্তব্যের জন্যে


ভালো থাকুন সবসময়.................

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

আমিনুর রহমান বলেছেন: কঠিন কবিতায় +++

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

সোনালী ডানার চিল বলেছেন:

শুভসকাল জেসন ভাই।
অনেক অনেক ধন্যবাদ কবিতা পাঠে।

ভালো থাকুন, নিরাপদে থাকুন।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার।

বিশেষ করে এইজায়গাটা কবিতার গল্পকে টার্ন করসে অনেকটা -

তুমি লিখে রেখ পুনরায় আমিও কাঁশফুল নেব একতোড়া
বাদলের বোনের তরুনী নাভী আরও গভীর হবে দ্বিপাক্ষিক
বিন্যাসে;


ভাললাগা।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড; চমৎকার মন্তব্যের জন্য।
পাঠকের এই মার্জিনমন্তব্য কবিতা লেখার প্রেরণা এনে দেয়!!

শুভকামনা বন্ধু।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

স্বপনবাজ বলেছেন: শব্দখেলা ভালো লাগলো

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার নিকটাতে একটা অদ্ভূত স্বপ্ন খেলা করে, যা মাঝে মাঝে চুরি করে এই আমি
স্বপ্ন বিলাই, শব্দকথায়!!

শুভকামনা বন্ধু..........।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

ডানাহীন বলেছেন: কবিতাটি প্রথমদিকে মনে হয়েছে বিভ্রান্ত তুলির আঁচড় , ধীরে পরবর্তী পর্যায়ে ফুটে উঠেছে নরম রঙের চিত্রকল্প ..

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার অনুমন্তব্যের জন্য কৃতজ্ঞতা ডানাহীন।
ভালো থাকুন সবসময়.................

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

নীলফরিং বলেছেন: @চিল ভাইঃ আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই ৬ নং কমেন্ট করার জন্য। সত্যিই দুঃখিত। ক্ষমাসুন্দর দৃষ্টি আকর্ষণ করছি, ভ্রাতা। ভুল হয়ে গেছে আমার। আমার সত্যিই খারাপ লাগছে।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল কবি।
'সুখের রথে চড়ে কে কবে পেরেছে কমাতে যন্ত্রণাভার' এর মত এমন
একটা চমৎকার কবিতার স্রষ্টার কমেন্ট তো সবসময় গুরুত্ব নিয়েই দেখতে
হয়!!

অনেক সময় ভাব আর ভাষার সমন্বয় একান্ত নিজস্বতা নিয়ে প্রায়বিরুদ্ধ
দূর্বোধ্যতা এনে দেয়; আসলে আমারই মনে হয় এরকম দূর্বোধ্যতার জন্য
পাঠকের কাছে ক্ষমা চাওয়া দায়িত্ব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।
ভালো থাকুন সবসময়.....................

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

আমিতপু বলেছেন: মনে হইতাসে মাথার দুই বিঘত উপর দিয়া গেলো B:-) B:-)

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা।

শুভকামনা আপনার জন্যে..........

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

নেক্সাস বলেছেন:

কবিতায় ভাল লাগা অসীম


চরের সাদা কাশফুল, কালো মেয়ের ছলছল দল
বর্ষা আর বাদল নিয়েই তো কারবার তাদের;

এি জায়গায় উপমার নান্দনিক ব্যাবহার দেখে মুগ্ধ হয়েছি।


ভাল লাগা জানালাম

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
অসীম ধন্যবাদ আপনাকেও প্রিয় নেক্সাস।
খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে।

ভালো থাকুন সবসময়।।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

নক্ষত্রচারী বলেছেন: অনেক সুন্দর !

ভালো লাগা কবি ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ আপনাকে নক্ষত্রচারী ।
শুভদুপুর!!

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

মিঠেল রোদ বলেছেন: দারুন ভাল লাগা।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা একরাশ; ভালো থাকুন.............

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১১

খেয়া ঘাট বলেছেন: হুমম।

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ খেয়া ঘাট!!

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর কবিতা

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:

শুভসকাল মাসুম ভাই।
আপনাকে অনেক ধন্যবাদ কবিতা পাঠের জন্যে।

ভালো থাকুন সবসময়।।

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

রাইসুল নয়ন বলেছেন: কঠিন সুন্দর ।
ভালো লাগলো ভীষণ ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ রাইসুল নয়ন।
স্বাগত আমার কবিতায়..................

শুভসকাল।।

২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

সায়েম মুন বলেছেন: আপনার লেখা আগে পড়েছি কিনা জানিনা। আজ কয়েকটা কবিতা পড়লাম। বেশ লিখেন আপনি। চালিয়ে যান।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ সায়েম ।
পুরানো লেখা পড়ে কেউ মন্তব্য করলে অনুপ্রাণিত হই দারুন।

শুভকামনা একরাশ...........

২৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার কবিতা।

প্লাসায়িত++++++++++++++++++++++++++++





সময় করে আপনার সকল কবিতা পড়তে হবে। আফসোস এত দিন আপনার কবিতা মিস করে গেছি।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
আমিও একজন বিদগ্ধ পাঠক পেলাম!!

কৃতজ্ঞতা শোভন ভাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.