নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

চাবুকময় রক্তই হবে প্রতিবাদের সবচেয়ে প্রতিফলিত গণছবি

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১





কখনও বিযুক্ত অশ্রুপাত, কখনও সদাসত্য ভালোবাসা

এর থেকে মানবিক কিছু তো নেই আমার, তোমাদের দেবার

হে অনামিকাসকল, হে ছায়াবোনেরা!!



অথবা দিতে পারি আমার শরীর থেকে পৌরুষ নামের উৎকট এক

বিগ্রহের নতজানু বিলাপ! শুদ্ধতার শুভ্রতা আমি তুষারপাতে খুঁজেছি

অনেক, তোমাদের আয়ূরেখার বিয়োগফল আমার যৌবনে শুকর চরায়।

ভাবছি এভাবেই নষ্টপ্রলাপে ঢেকে ফেলবো শ্বাপদনখরের প্রতিটি ট্রেইল;

চাবুকময় রক্তই হবে প্রতিবাদের সবচেয়ে প্রতিফলিত গণছবি!



তোমরা যদি জাতিস্বর হও কখনও, দেখো বিষ্ময় নিয়ে কতটা আবেগে আমরা

মৃত্যুচিঠি লিখেছি, মগজে বেয়ানট খুঁচিয়ে তোমাদের থেকেও ঢেড় যন্ত্রনায়

চিরয়িত হাবিয়ার বাসিন্দা করেছি তাদের।



তারপর সেই বিবেকময় আলোকিত উদ্যানে তোমাদের মর্মর সৌধে শুধুই

নীলকন্ঠপাখি এক গাইবে সমুদয় মানুষের গান; জীবনের থেকে মহত্তম যে

অন্তঃআত্মা সেখানেই শুধু পৌরুষ নেই অতপরঃ



আমি দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে, প্রতাশায়, বিম্বিত শব্দমালা বপন করে চলেছি।









ফুটনোটঃ

উৎসর্গ প্রিয় ব্লগার ফারাহ দিবা জামান;

যার 'আমি কিভাবে টুকরো টুকরো তোমাকে জোড়া দিয়েছি, আমি নিজেও জানি না।খুব কি কষ্ট হয়েছিল ছায়া...গাঢ় অন্ধকারে তুমি কাকে ডাকছিলে... সেখানে কোন মানুষ ছিলো না ছায়া!' লেখাটির অনুপ্রেরণায় এই কবিতার মত পাতানো অক্ষরবিন্যাস।।

মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

স্বপনবাজ বলেছেন: আমি দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে, প্রতাশায়, বিম্বিত শব্দমালা বপন করে চলেছি।
শুভকামনা থাকলো !

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ স্বপনবাজ ।
শুভকামনা আর সুদিনের আশায় চেয়ে থাকা...........

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তোমাদের আয়ূরেখার বিয়োগফল আমার যৌবনে শুকর চরায়।
ভাবছি এভাবেই নষ্টপ্রলাপে ঢেকে ফেলবো শ্বাপদনখরের প্রতিটি ট্রেইল;
চাবুকময় রক্তই হবে প্রতিবাদের সবচেয়ে প্রতিফলিত গণছবি!


চমৎকার।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ কবি।
কাব্যপরম্পরায় আশাবাদী কন্ঠস্বর!!

শুভসকাল।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
তোমরা যদি জাতিস্বর হও কখনও, দেখো বিষ্ময় নিয়ে কতটা আবেগে আমরা
মৃত্যুচিঠি লিখেছি, মগজে বেয়ানট খুঁচিয়ে তোমাদের থেকেও ঢেড় যন্ত্রনায়
চিরয়িত হাবিয়ার বাসিন্দা করেছি তাদের।

++++++++++++++++++++++++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কান্ডারী।
এভাবেই সময়ের প্রয়োজনে জাতির কান্ডারীরা এগিয়ে আসবে
সুদিনের সমর্থনে..............

শুভসকাল।।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুন।
কবিরা একে অপরকে কবিতা লেখায় অনুপ্রাণিত করছে কবিতায়, দারুন ব্যাপার।
কবিতা ও অনেক সুন্দর।।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ দূর্জয় ভাইয়া।
পরস্পরের ভাবনার সংমিশ্রণে শুভবাদ উদয় হোক!
কবিতা হয়ে উঠুক বোধের হাতিয়ার!!

শুভকামনা।।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

ভিয়েনাস বলেছেন: আমি দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে, প্রতাশায়, বিম্বিত শব্দমালা বপন করে চলেছি .... সুন্দর

পোস্টে প্লাস

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভিয়েনাস ।

কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!

শুভকামনা অফুরান।।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

সান্তনু অাহেমদ বলেছেন: তোমরা যদি জাতিস্বর হও কখনও, দেখো বিষ্ময় নিয়ে কতটা আবেগে আমরা
মৃত্যুচিঠি লিখেছি, মগজে বেয়ানট খুঁচিয়ে তোমাদের থেকেও ঢেড় যন্ত্রনায়
চিরয়িত হাবিয়ার বাসিন্দা করেছি তাদের।
- ভালোলাগা রইল চিল।++

শুভ কামনা।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।

কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!
ভালো থাকুন সবসময়।।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: তোমরা যদি জাতিস্বর হও কখনও, দেখো বিষ্ময় নিয়ে কতটা আবেগে আমরা
মৃত্যুচিঠি লিখেছি, মগজে বেয়ানট খুঁচিয়ে তোমাদের থেকেও ঢেড় যন্ত্রনায়
চিরয়িত হাবিয়ার বাসিন্দা করেছি তাদের


সুন্দর ---

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ ভাইয়া। স্বাগত আমার পাতায়..........

কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!
শুভকামনা অফুরান।।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

একজন আরমান বলেছেন:
শুদ্ধতার শুভ্রতা আমি তুষারপাতে খুঁজেছি
অনেক, তোমাদের আয়ূরেখার বিয়োগফল আমার যৌবনে শুকর চরায়।
ভাবছি এভাবেই নষ্টপ্রলাপে ঢেকে ফেলবো শ্বাপদনখরের প্রতিটি ট্রেইল;
চাবুকময় রক্তই হবে প্রতিবাদের সবচেয়ে প্রতিফলিত গণছবি!


বিমুগ্ধ আমি।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
সুস্বাগত!!

অনেক অনেক ধন্যবাদ কমেন্টের জন্যে।
কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!
শুভকামনা অফুরান।।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

শ্রাবণ জল বলেছেন: তোমরা যদি জাতিস্বর হও কখনও, দেখো বিষ্ময় নিয়ে কতটা আবেগে আমরা
মৃত্যুচিঠি লিখেছি, মগজে বেয়ানট খুঁচিয়ে তোমাদের থেকেও ঢেড় যন্ত্রনায়
চিরয়িত হাবিয়ার বাসিন্দা করেছি তাদের।

.....

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ শ্রাবণ।
ভালো থাকুন সবসময়।।
শুভকামনা..........

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০১

মেট্রো মেঘ বলেছেন: তোমরা যদি জাতিস্বর হও কখনও, দেখো বিষ্ময় নিয়ে কতটা আবেগে আমরা
মৃত্যুচিঠি লিখেছি, মগজে বেয়ানট খুঁচিয়ে তোমাদের থেকেও ঢেড় যন্ত্রনায়
চিরয়িত হাবিয়ার বাসিন্দা করেছি তাদের.।

চরম তৃপ্ত হলাম

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ মেঘ।

কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!
শুভকামনা সবসময়।।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

ফারাহ দিবা জামান বলেছেন:

আমাদের দেশ থেকে এইধরনের জঘন্য ঘটনাগুলো বিযুক্ত হোক।
অতি দ্রুত।
মানবতাবোধের উদয় হোক প্রতিটি প্রাণে!
রক্তাক্ত সকল অধ্যায় হতে মুক্ত হোক অনামিকা সকল ও ছায়াবোনেরা।
এই আশায়
অপেক্ষায় থাকলাম।

উৎসর্গে অশেষ কৃতজ্ঞতা!

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
আমি দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে, প্রতাশায়, বিম্বিত শব্দমালা বপন করে চলেছি!!

ভালো থাকুন সবসময়।।
শুভকামনা নিরন্তর..................

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

নেক্সাস বলেছেন: অথবা দিতে পারি আমার শরীর থেকে পৌরুষ নামের উৎকট এক
বিগ্রহের নতজানু বিলা..।


দারুন উচ্ছারণ কবি।

প্রতিবাদ চলছে.চলুক

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় নেক্সাস ।

কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!

শুভসকাল...............

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

হাসান মাহবুব বলেছেন: শক্তিশালী শব্দচয়ন। খুব ভালো লাগলো।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।

কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!

শুভদুপুর.........

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

মেহেরুন বলেছেন: +++++++

onek valo laglo

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মেহেরুন ।
শুভসকাল.............

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

সিংহমামা বলেছেন:

তাই আপনাদের জন্য একটু-------

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ মামা।
আপনার খাওয়ানো ধরন দেখে মনে হচ্ছে আপনি অহিংস, অমাংসাসী সিংহমামা!!

আপনাকে অভিনন্দন।

শুভকামনা নিরন্তর.........

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সিংহমামা বলেছেন: অহিংস, অমাংসাসী সিংহমামা!!---------নিজের সম্পর্কে এমন কথা শুনলে কার না ভাল লাগে মামা,,,,,,,,,,,,,শুভেচ্ছা নিরন্তর,,,,,,,,,,,,,,

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কিছু পোষ্ট আশা করছি আপনার কাছে।।
শুভদুপুর..............

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার ভালোলাগায় আমার কবিতায় পূর্ণতা এনে দেয়।

শুভকামনা প্রিয় বাঁধনহারা !!

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

আমিনুর রহমান বলেছেন: প্রতীটি শব্দ হৃদয়ে আলোড়িত করে গেলো +++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জেসন ভাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন সবসময়................।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

নীলফরিং বলেছেন: ১১. ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
ফারাহ দিবা জামান বলেছেন:

আমাদের দেশ থেকে এইধরনের জঘন্য ঘটনাগুলো বিযুক্ত হোক।
অতি দ্রুত।
মানবতাবোধের উদয় হোক প্রতিটি প্রাণে!
রক্তাক্ত সকল অধ্যায় হতে মুক্ত হোক অনামিকা সকল ও ছায়াবোনেরা।
এই আশায়
অপেক্ষায় থাকলাম


সহমত।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।

কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!
শুভকামনা অফুরান।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.