নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
ক)
বহুদিন আগে কোনো এক মহাকালে শুনেছিলামঃ
পরাজিতরাই নিয়তি মেনে নেয়; সেই এতকাল আমি
জেতার স্বপ্নে শুধুই বিভোর- সুখের প্রতিবেশী হবার
অদম্য সাহসে হেঁটে চলেছি মহাপথে। সাথে প্রথাগত পঞ্জিকা আর
একপকেট বুনো উত্তাপ নিয়ে; বিরান ঝিলের অতলে আমার
কাটাঘুড়ি লটকে যাবে ঠিক জেনেও শীতের এই ক্ষণিক গোধুলিতে
অনেক খুঁজেও পাইনি পয়মন্ত সেই সবপেয়েছি'র চাবি,
যাকে হৃদয়ের উপরিভাগের মসৃণ ডানপাশে কিছুদিন আমি
ঘুমুতে দেখেছিলাম; তারপর আমি এখন নিজেই তো হতভাগ্য-বিশেষ!
খ)
অস্হির কিছুটা আবেগে ঘুমানো এক তরুনী বিকেলের ছায়া
আমাকে ঢেকে দিয়েছিলো একদা; যার চুলের পিঙ্গল আভা
আর আদুরে চতুর্ভূজ চিবুকে গচ্ছিত রাখা রুপালী রুমাল হারিয়ে
বেসামাল, ঘুমের ভিতর হয়তোবা কেউ অচ্ছুক হাতে করবীর ঝাঁকে
প্রতিচ্ছায়াবাদীতার মিছিল নিয়ে হাত বুলাবে সংরক্ষিত সব উপত্যকায়,
নিঝুম মাঝনদীটিতে; এ ক্ষণব্যাপি ভয় আর অদৃশ্য গা শিরশিরানীতে
তার ঘুম ভেঙে যাবে জানি;
তাই প্লাবনের সব কাদামাটি ছেনে, অস্তগামী সুস্বাদু হাওয়ায়
দৃষ্টির সীমানায় খুলে নেবো সব বেশবাশ, হাত বুলাবো চারনভূমির
মেদুল নুয়ে পড়া বিনম্রতায়, যেন কখনও তার কাছে না আসে শোণিত
জিঘাংসার পুরানো ছায়াছবি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
শুভ জন্মদিন কবি।
অনেক ধন্যবাদ;
আপনার ছোটবেলার কবিতা পড়ে তো আমি মুগ্ধ!!
ভালো থাকুন সবসময়।।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
একজন আরমান বলেছেন:
যাকে হৃদয়ের উপরিভাগের মসৃণ ডানপাশে কিছুদিন আমি
ঘুমুতে দেখেছিলাম; তারপর আমি এখন নিজেই তো হতভাগ্য-বিশেষ!
অসাধারণ অনুভূতির উদয় থেকে লেখা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ আরমান ভাই।
আসলেই অনুভূতিই সৃষ্টির মূলতত্ব।
ভালোথাকুন সবসময়........
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপাতত জানান দিয়ে গেলাম। পরে আবার আসবো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
আপনার ফিরে আসার অপেক্ষায়................
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এবার একটু বুঝতে পেরেছি। আপনার অন্য কবিতাগুলো খুবই কঠিন
শুভ কামনা রইল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় একবার ডুব দিলে সব পানিবৎ তরলং হয়ে যায়।
দেখুন না একবার ডুব দিয়ে!!
অনেকদিন পর আমার ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো।
শুভকামনা রইল...........।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
আমি বাঁধনহারা বলেছেন:
খুব সুন্দর।খুব আবেগমাখা কবিতা!!!
চালিয়ে যান...পাশে আছি
কথা দিচ্ছি ..থাকব কাছাকাছি।
+++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় বাঁধনহারা কাব্যসখা,
আপনার কমেন্ট এ খুব বেশি আবেগিত হয়ে উঠি।
এভাবে সম্প্রীতির বন্ধনে কবিতা ছড়িয়ে পড়ুক দিগন্তে.........
শুভকামনা.........
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
ভিয়েনাস বলেছেন: প্রথমটা অনেক ভালো লাগলো চিল ব্রো।
কোট করলে পুরোটুকুই করা লাগবে
যাকে হৃদয়ের উপরিভাগের মসৃণ ডানপাশে কিছুদিন আমি
ঘুমুতে দেখেছিলাম; তারপর আমি এখন নিজেই তো হতভাগ্য-বিশেষ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভিয়েনাস।
আসলেই আমরা কেউ কেউ হতভাগ্য বিশেষ!!
তবে কামনা করি সৌভাগ্য আপনাকে ঘিরে রাখুক।।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
স্বপনবাজ বলেছেন: বরাবরের মতই অসাধারণ !
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ স্বপনবাজ।
ভালো থাকুন সবসময়..........
শুভসকাল......
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
এরিস বলেছেন: মানুষ এতো জীবন্ত করে কথা বলতে পারে কি করে... !!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা।
স্বাগত আমার কবিতায়...............
পাঠক হিসাবে আপনাকে নিয়মিত পাবো আশা করি।
শুভসকাল......
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুম ভাই।
ভালো থাকুন সবসময়..........
শুভকামনা......
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব সুন্দর।খুব আবেগমাখা কবিতা!!! ++++++++++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কান্ডারী ভাই।
ভালো আছেন নিশ্চয়!!
নিরাপদে থাকুন সবসময়..........
শুভকামনা......
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
ফ্রাস্ট্রেটেড বলেছেন: i am what i am and i am what i am supposed to be... বুঝলাম, পরাজয়ও এক প্রকার প্রাপ্তি, নিয়তির কাছ থেকে।
সাথে প্রথাগত পন্জিকা আর
একপকেট বুনো উত্তাপ নিয়ে; বিরান ঝিলের অতলে আমার
কাটাঘুড়ি লটকে যাবে ঠিক জেনেও শীতের এই ক্ষণিক গোধুলিতে
অনেক খুঁজেও পাইনি পয়মন্ত সেই সবপেয়েছি'র চাবি,
ভাল লাগলো কবি, আসলেই ভাল লাগলো।
অটঃ কয়েকদিন আগে চতুর্থবারের মত পড়লাম আনিসুল হকের "ফাঁদ", সেইখানে ৮ তলায় একজায়গায় লেখা ছিল। হায় চিল, সোনালী ডানার চিল !!
আপনার কথা মনে পইড়া গেসিলো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
i am what i am and i am what i am supposed to be... বুঝলাম, পরাজয়ও এক প্রকার প্রাপ্তি, নিয়তির কাছ থেকে।
আসলেই..........
আমি খুব আত্মতৃপ্ত আপনার মননে দাগ কেটে গেছি বলে; তাই আপনি মনে রেখেছেন আমাকে!! ধন্যবাদ ব্রো......
আনিসুল হকের "ফাঁদ" আর 'মা' এ দুটোই অনন্য মনে হয়েছে।
শুভকামনা...।
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
*কুনোব্যাঙ* বলেছেন: বহুদিন আগে কোনো এক মহাকালে শুনেছিলামঃ
পরাজিতরাই নিয়তি মেনে নেয়;
সবাইতো আর বিজয়ী হবেনা। বিজয়ী থাকলে তার পাশাপাশি পরাজিতও থাকবে এটাই হয়তো নিয়তি!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
সোনালী ডানার চিল বলেছেন:
আসলে পরাজিতের কাছেই নিয়তির অস্তিত্ব;
বিজয়ীর নিয়তির কথা ভাবার সময় কোথায়!!!!
অনেক ধন্যবাদ আপনাকে, শুভসকাল।।
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। আলাদাভাবে কোন লাইন কোট করব না। পুরোটাই সুন্দর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল হাসান ভাই।
চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!!
খুব ভালোলাগলো, আরও উৎসাহ পেলাম!!
thanks indeed....
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার। সুখপাঠ কবি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
অবশ্যি আপনার কাছে সবসময় বিস্তৃর্ণ মন্তব্য আশা করে থাকি
শুভদুপুর....................
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
সোমহেপি বলেছেন: অনেক ভালো লাগলো।
মনকাড়া
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ সোমহেপি ।
আমার কবিতায় আপনাকে স্বাগত।
শুভকামনা রইল; শুভদুপুর!!!
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
সায়েম মুন বলেছেন: আপনি চমৎকার লিখেন। অনেক শুভকামনা থাকলো। অনুসারিত করে নিলাম আজ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক পরিতৃপ্ত হলাম আপনার বিদগ্ধ মন্তব্যে।
খুব খুব ধন্যবাদ আর শুভেচ্ছা এই পরিব্যপ্ত সন্ধ্যায়.......
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
নীলপথিক বলেছেন: অনেকদিন পরেই এলাম। আপনি হতাশ করেননি। আমার মতন কাঠখোট্টাকেও আপনি কবিতা পাঠক বানিয়ে ছাড়লেন দেখছি। দ্বিতীয় অংশটা খানিকটা রগরগে ছিলো। বরঞ্চ প্রথম অংশটা বেশী সুন্দর। আপনার কবিতা পড়লেই চোখের সামনে ছবির মতন সব ভেসে ওঠে। আপনি কি বলছেন সব বুঝতে পারি। এটাই তো কবির কাজ, তন্দ্রাচ্ছন্ন কল্পনাকে জাগিয়ে তোলা, কিংবা বলতে পারেন স্বপ্ন দেখতে শেখানো। আপনার কবিতা পড়া মানে স্বপ্ন দেখা। এভাবেই লিখে যাবেন নিরন্তর।
পন্জিকা = পঞ্জিকা
চতুরর্ভূজ = চতুর্ভূজ
উপত্যাকায় = উপত্যকায়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
সোনালী ডানার চিল বলেছেন:
হয়তো, এবং সম্ভাবতঃ আপনার মত দু'একজনের জন্য ব্লগে এই কবিতা লেখা!!
আপনার মন্তব্যের যোগ্য আমি কিনা সে সম্পর্কে অবশ্য প্রশ্ন থেকে যায়; তবুও আমার
আত্মতৃপ্তি আমাকেই ঢেকে রাখে মোহিত কপূর্রের স্বাদে!!
আপনি ঠিকই ধরেছেন, দ্বিতীয় অংশর পুরোটাই রগরগে ছিল। কিন্তু প্রেমও ছিল!!
কৃতজ্ঞতা। (বানানগুলো ঠিক করে দিলাম)
ভালো থাকুন সবসময়...............
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
শ্রাবণ জল বলেছেন: বেশ সুন্দর।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে শ্রাবণ জল।
শুভকামনা জানবেন................
১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
নীলপথিক বলেছেন: লজ্জায় ফেলে দিলেন দেখছি। আমি কবিতা পাঠক নই, কি মন্তব্য করতে হয় জানি না। ভালো লাগে তাই কথাগুলো বলি। ভালো থাকবেন সবসময়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার বিনয়কে আমি দৃষ্টান্ত ভেবে শুভকামনা জানালাম...................
২০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০
নুসরাতসুলতানা বলেছেন: ক) এর কবিতাটা সত্যি অসাধারন।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে;
আমার কবিতায় স্বাগত...............
শুভকামনা একরাশ।।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
নেক্সাস বলেছেন: প্রথম হইলাম
বহুদিন আগে কোনো এক মহাকালে শুনেছিলামঃ
পরাজিতরাই নিয়তি মেনে নেয়;
আর কিছু বলার নাই ভাই।