নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
সব গরলে, হলাহলে
সব মথিত বেদনায়, সূরুযবালার যবনিকাপাতে
অস্থির ঘোরে প্রেমময়তায়, অগভীর কাত হওয়া নিতম্বের দোলায়
বাড়ি খায় যে পুষ্ট হনুমান; থোপে ঘোপে এলিয়ে পড়েছে কাল্পনিক
মেঘেরা যেন বহু আগে, প্রতিমার দেশে ডম্বুরু-পূরুত, কালো
মাদুলী ঝুলিয়েছিল মায়াবী বাহুর খড়িমাটি গ্রীবায়; যবে থেকে
স্বউল্লাস, যার পদচিহ্নে র্তুকিতামাশা সেই গরলে না হয় নিঃশেষ
করবো সঘণ কুয়াশা
সেই হনুমান, সেই বিষ, সেই কুয়াশা নিয়ে যেতে যেতে আমি
একটু বিশ্রামের ঘোরে ঘুম ভালোবেসেছিলাম, জানো!
তারপর থেকে মরণউপটান, শয্যাভূমি আর ছাড়েনি আমায়
দরপাতা রোদে বিষন্ন পুটলী থেকে আসা কামগন্ধ শুধু
রুধেছে মৃত্যু, আমার
লাল চাঁদের সহবাসপ্রীতি ঠেকাতে পুরানো যে নক্ষত্র জ্বলেছিল
মহুয়াবনাঞ্চল গাঢ় হয়ে ফুটে উঠেছিল যে ব্যাধিময় ধূণ
সেসব এসেছিলো আমারও ঘুমে
বিষবাটি, বিশ্রামের গান আর সব সঞ্চিত ঘুম পুরোটা নাও
তুমি, আমি এগাছে ওগাছে বাসা বেঁধে নাহয় রইবো কিছুকাল
শুধু সুখ বলো না এ তামাশার মত মৈথুনকে
আবাশে বিবাশে ক্ষয়ে জ্বলে আমিও পৌছুবো সহসা
সুখমন্ত্রে, ঘুমকবিতায়।।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ স্বপনবাজ।
ভালো থাকুন সবসময়............
২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
একজন আরমান বলেছেন:
তুমি, আমি এগাছে ওগাছে বাসা বেঁধে নাহয় রইবো কিছুকাল
শুধু সুখ বলো না এ তামাশার মত মৈথুনকে
আবাশে বিবাশে ক্ষয়ে জ্বলে আমিও পৌছুবো সহসা
দারুন।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন...........
৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০
ফ্রাস্ট্রেটেড বলেছেন: কবিতায় অজস্র ভাললাগা... তারচেয়েও বেশি শিরোনামে - অপ্রচলিত মৃত্যু আর বিষন্ন ঘুম বিষয়ক কবিতা
সেইরকম হইসে।
অনেকদিন পর পোস্ট দিলেন ... ব্যস্ত নাকি খুব ???
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: অসংখ্য ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড।
ব্যক্তিগত ব্যস্ততা ছিল গত পুরো মাস জুড়ে।
শুভসকাল..........................
৪| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++++++
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কান্ডারীভাই।
ভাল থাকুন, নিরাপদে থাকুন।
৫| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০
সায়েম মুন বলেছেন: অনেক ভাল লাগলো।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ সায়েম ভাই; কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম।
খুব ভালো থাকা হোক।
৬| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭
ইনকগনিটো বলেছেন: কবিতাটার শিরোনামটা এতো টানলো!
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ বন্ধু; ভালো থাকুন সবসময়।
শুভসকাল........।
৭| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২
গ্রাম্যবালিকা বলেছেন: কঠিন লেগেছে বলে অলরেডি দুই বার পড়ে ফেলেছি।
কত সুন্দর সব শব্দ নিয়ে অর্থপুর্ণ লাইন!
আমি এতো গাধা ক্যান!! ডম্বুরু-পূরুত মানে বুঝিনাই
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
সোনালী ডানার চিল বলেছেন:
আমি খুবই দুঃখিত এত কঠিন শব্দের জন্যে; তবে খুশী হয়েছি দু'বার পড়ার জন্যে!!
ডম্বুরু-পূরুত মানে বুঝতে ডম্বুরুপূরাণ পড়তে হবে
ধন্যবাদ অফুরান।।
৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
আপনার কবিতায় শব্দ খেল বরাবরই হিংসে করার মতো।
শুভকামনা।।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ দূর্জয় ভাইয়া।
আপনার কবিতার প্রতি ভালোবাসা সবসময় উল্লেখ্য যা আমাদের প্রশ্রয়!!
ভালো থাকুন সবসময়। শুভসন্ধ্যা।।
৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩০
এরিস বলেছেন: মর্মার্থ বুঝতে সময় লাগবে। ৩বার পড়েছি। শুধু বুঝেছি অসাধারণ হয়েছে.। আর কিছুই বুঝিনি।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ এরিস।
কষ্ট করে পড়েছেন জেনে ভালো লাগছে।
আর আমার মনে হয় কবিতা আপনার মত করে বুঝলেই হয়!!
শুভকামনা।
১০| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুগ্ধপাঠ কবি।
শুভ কামনা রইল।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভসকাল।
১১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮
হাসান মাহবুব বলেছেন: বিষবাটি, বিশ্রামের গান আর সব সঞ্চিত ঘুম পুরোটা নাও
তুমি, আমি এগাছে ওগাছে বাসা বেঁধে নাহয় রইবো কিছুকাল
চমৎকার।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল............
অসংখ্য ধন্যবাদ হাসান ভাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন!
১২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১
কয়েস সামী বলেছেন: সেইরকম হইসে।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সামী।
আমার কবিতায় আপনাকে স্বাগত!!
শুভকামনা।
১৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২
মেট্রো মেঘ বলেছেন: +++++++++++++++++++
শুভকামনা
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ মেঘ।
ভালো থাকা হোক!!
১৪| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১
আমিনুর রহমান বলেছেন: আবারো অসাধারণ +++
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ জেসন ভাই।
শুভকামনা...........
১৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩
নীলপথিক বলেছেন: ডম্বুরু-পূরুত = ডম্বরু-পুরুত
র্তুকিতামাশা = তুর্কিতামাশা, ভুল বললাম না তো আবার?
খুব উচ্চমার্গের কবিতা। আমার বোধগম্য হয়নি বটে, তবে অপ্রাপ্তি আর বিষন্নতার রেশটুকু রেখে যেতে পেরেছেন আমার মনে। এমন করে লেখেন কেন? বড় ঈর্ষা হয় যে!
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
সোনালী ডানার চিল বলেছেন:
ঋণ তো বেড়েই চলেছে বন্ধু!!
আমার একটা বাংলা অভিধান দরকার...........
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬
শ্রাবণ জল বলেছেন: সুন্দর...
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ জল।
ভালো থাকুন সবসময়........
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
স্বপনবাজ বলেছেন: অসাধারণ কবি !