নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

খুব ব্যক্তিগত এক প্রত্যাখান

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

সংক্ষিপ্ত ছিল খুব সে নষ্ট হবার সময়

বেদনার ত্রিভূজ মনে জমেছিলো আত্মজ খেদ

পৌষ মাঘে জরায়ুর টানে নেমে আসা অসহায় ফুলনাড়ীও কাঁদে

বড় ক্ষত, জ্বালায়।



এই সে পাপী হাত, সোহাগের মত যা অবিরল ছিল বছরের শেষ মাসের

আলতো সন্ধ্যায়; অলক্ষ্যে মতিভ্রমের দায় বড় বেশী দেনা হয়ে

ফোটে;



এ আমি নষ্ট নই, এ আমি পষ্ট মানুষ যে কোকাকোলার বোতল থেকে

তোমাকেও কিছুটা তরল দিয়ে ভোলাতে চেয়েছিল শ্যামল সে নিতম্বখানি;

আমি শুধু জানি না তুমি বিভ্রম চাহনীতে আসলে কি বোঝাতে চেয়েছিলে



ক্ষয়ে যায় চাঁদের জোছনা

না হয় নই আমি স্বপ্নপূরুষ

তবুও নক্ষত্র হবার প্রেক্ষণে এমন বেভুল দেহরেখায় কেন তুমি এসেছিলে

সে সন্ধ্যায়; ভোলাতে আমায়!



কোন দেয়াল রাখোনি যদিও তবু কেন মধুপান করা হলোনা আমার

শোকে, তাপে!

পরদিন তো আমি ডুকরে কেঁদেছিলাম তোমার অদেখায়



শরীর আর শরীর, কোথায় তোমার মন!

জীবনের পরে জীবন রেখে হাসবো কিছুক্ষণ



নষ্ট হবার মৌসুম যখন পেরিয়েছি, স্পষ্ট কবি হবো তখন

দারুন কাব্যে নিভাবো আগুন, অতুল প্রত্যাখানের।।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাধারণ।
বিশেষ করে--
শরীর আর শরীর, কোথায় তোমার মন!
জীবনের পরে জীবন রেখে হাসবো কিছুক্ষণ


এ দু'লাইন মাথায় ঘুণ পোকার মতো অনেকদিন ঠোকরে খাবে!
শুভেচ্ছা কবি।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

এ দু'লাইন আমিও ভালোবেসে ফেললাম!!

শুভসন্ধ্যা।

২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

শান্তা273 বলেছেন: শরীর আর শরীর, কোথায় তোমার মন!
জীবনের পরে জীবন রেখে হাসবো কিছুক্ষণ

অসাধারন!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কবিতায় স্বাগত।

শুভকামনা একরাশ!!

৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত!
মুগ্ধ না হয়ে উপায় নেই।।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্‌ দূর্জয় ভাইয়া।
আপনার কমেন্ট কবিতার চাইতেও আকর্ষক!!!

শুভসন্ধ্যা।।

৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২

আশিক মাসুম বলেছেন: নষ্ট হবার মৌসুম যখন পেরিয়েছি, স্পষ্ট কবি হবো তখন
দারুন কাব্যে নিভাবো আগুন, অতুল প্রত্যাখানের।।


দুর্দান্ত।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে মাসুম।
আমার কবিতায় স্বাগত।

শুভকামনা অবিরল..........................

৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৪

হাসান মাহবুব বলেছেন: শরীর আর শরীর, কোথায় তোমার মন!
জীবনের পরে জীবন রেখে হাসবো কিছুক্ষণ


অদ্ভুত সুন্দর।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
অশেষ কৃতজ্ঞতা হাসান ভাই।
আপনার কমেন্ট প্রেরণার উৎস!!

ভালো থাকুন সবসময়, শুভসকাল............

৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩

নস্টালজিক বলেছেন: সংক্ষিপ্ত ছিল খুব সে নষ্ট হবার সময়
বেদনার ত্রিভূজ মনে জমেছিলো আত্মজ খেদ




শুরুটা চমৎকার! পুরো লেখার সরল আবেগটাও...


শুভেচ্ছা, চিল!


শুভ রাত!

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ নস্টালজিক।
অনেক দিন পর আমার কবিতায় আপনার কমেন্ট দ্রষ্টব্য হয়ে রইবে।

ভালো থাকুন, নিরাপদে থাকুন।

৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪

একজন আরমান বলেছেন:
নষ্ট হবার মৌসুম যখন পেরিয়েছি, স্পষ্ট কবি হবো তখন
দারুন কাব্যে নিভাবো আগুন, অতুল প্রত্যাখানের।।


দুর্দান্ত।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই।

কবিতার সার্থকতা পাঠকের তৃপ্তপাঠ!!

শুভসকাল................

৮| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

দুর্দান্ত। +++

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্‌ কান্ডারী ভাই।

খুব ভালো থাকুন.................

৯| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৯

শ্রাবণ জল বলেছেন: সুন্দর।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ শ্রাবণ জল।

শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন...................

১০| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

আমিনুর রহমান বলেছেন: অনন্য +++


শরীর আর শরীর, কোথায় তোমার মন!
জীবনের পরে জীবন রেখে হাসবো কিছুক্ষণ

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ জেসন ভাই।

ভাল থাকুন, নিরাপদে থাকুন।
শুভসকাল.................

১১| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ওয়েল, ইট হিটস দা ব্রেইন

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্‌ ব্রো..........
গুড মর্নিং.............
TC

১২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

নীলপথিক বলেছেন: দারুন কাব্যে নিভাবো আগুন, অতুল প্রত্যাখানের।।
(অনল প্রত্যাখানের হবে কি? নাকি ভুল করলাম?)

আগেরগুলো মিস করেছি, পড়ে নিতে চাই, তবে সময় বড্ড কম।
ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
আমি অতুল ই লিখেছিলাম, অনল আর আগুন তো সমার্থক শব্দ নাকি!!
তবে আপনার প্রস্তাবনাটি অবশ্য সুন্দর। দেখি একটু উলোট পালট করা যায় কিনা!!

ভালো থাকুন বন্ধু!!!

১৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল।মন ছুঁয়ে গেল।
তারপর কি হল আর জানি না!!
অসাধারণ:+++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

ভালো থাকুন সবসময়......................

১৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৮

স্বপনবাজ বলেছেন:
নষ্ট হবার মৌসুম যখন পেরিয়েছি, স্পষ্ট কবি হবো তখন
দারুন কাব্যে নিভাবো আগুন, অতুল প্রত্যাখানের।।

অসাধারণ হয়েছে , পরে দেখলাম অনেক !

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল; আপনাকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা স্বপনবাজ।
ভালো থাকুন সবসময়।

১৫| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

এরিস বলেছেন: নষ্ট হবার মৌসুম যখন পেরিয়েছি, স্পষ্ট কবি হবো তখন
দারুন কাব্যে নিভাবো আগুন, অতুল প্রত্যাখানের।।


নাহ.. আপনার কবিতা পড়া ছেড়েই দিতে হবে। একবার পড়লেই চোখের দৃষ্টি হ্যাং করে, সাথে মাথাটাও। চোখ ভাবে, কি লিখল...!!! মগজ ভাবে, এরকম লেখা কিভাবে সম্ভব...!!!
আমি নির্বাক হয়ে যাই...!!!

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ প্রিয় এরিস।
আপনি কমেন্ট করে লজ্জায় ফেলেছেন!!

ভালো থাকুন, নিরাপদে থাকুন.................

১৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৯

সপ্নাতুর আহসান বলেছেন: আসাধারন কবিতা। আমি কবি নই তাই সাদামাটা কমেন্ট।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আহসান ভাই।
আমার কবিতায় স্বাগত.....................

শুভকামনা একরাশ।।

১৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮

বটবৃক্ষ~ বলেছেন: নষ্ট হবার মৌসুম যখন পেরিয়েছি, স্পষ্ট কবি হবো তখন
দারুন কাব্যে নিভাবো আগুন, অতুল প্রত্যাখানের।

+++++

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ বৃক্ষ।
আমার কবিতায় আপনাকে স্বাগত.....................

ভাল থাকুন সবসময়।।

১৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

ভিয়েনাস বলেছেন: পুরোটাই চমৎকার চিল ব্রো :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভিয়েনাস।
ভালো থাকুন সবসময়।

শুভসন্ধ্যা।।

১৯| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

ডানাহীন বলেছেন: কবিতার শব্দচোখেও বিভ্রম চাহনী ..

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

সোনালী ডানার চিল বলেছেন:

শুষে নেয় প্রতিটি স্তবকের মজ্জা, মাধুর্য্য
পড়ে থাকা বেশবাস কুড়িয়ে অতঃপর
কেউ কেউ হয় কবি!

ধন্যবাদ। কবিতার সাথেই থাকুন!!

২০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নষ্ট হবার মৌসুম যখন পেরিয়েছি, স্পষ্ট কবি হবো তখন
দারুন কাব্যে নিভাবো আগুন, অতুল প্রত্যাখানের।। '',,,,,,,,,,,,,,,মন ছুঁয়ে গেল কবিতার প্রতিটি শব্দে,,,,,,,,,,গভীরতা অনেক বেশি,,,,,,,,,এক কথায় অসাধারণ,,,,,,,,,

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়..............

২১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: খুব ব্যক্তিগত এক প্রত্যাখান ভালো লাগলো... ;)

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্যে।
ভালো থাকুন সবসময়...................

২২| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

নেক্সাস বলেছেন: নষ্ট হবার মৌসুম যখন পেরিয়েছি, স্পষ্ট কবি হবো তখন
দারুন কাব্যে নিভাবো আগুন, অতুল প্রত্যাখানের।।



সুন্দর....

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল নেক্সাস।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়।।

২৩| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

বোকামন বলেছেন:







ক্ষয়ে যায় চাঁদের জোছনা
না হয় নই আমি স্বপ্নপূরুষ
তবুও নক্ষত্র হবার প্রেক্ষণে এমন বেভুল দেহরেখায় কেন তুমি এসেছিলে
সে সন্ধ্যায়; ভোলাতে আমায়!

ভালোলাগা .....
ব্লগে আমন্ত্রন রইলো ....

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কবিতায় স্বাগত..............

আপনার চমৎকার কবিতা 'আজও আধার নামে' পড়লাম মাত্র।
শুভকামনা একরাশ.................

২৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর। অসাধারন একটা লেখা।
খুব ভালো লাগলো।
ভালো থাকবেন।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো। ।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা একরাশ, ভালো থাকুন সবসময়..............

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম।।

২৫| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৭

বিষাদ সজল বলেছেন: নষ্ট হবার মৌসুম যখন পেরিয়েছি, স্পষ্ট কবি হবো তখন
দারুন কাব্যে নিভাবো আগুন, অতুল প্রত্যাখানের।
----------------------------
বেশ লিখেছেন ।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কবিতায় স্বাগত..................

শুভদুপুর।।

২৬| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। কেমন আছেন?

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
লন্ডনে এখনও খুব শীত, যদিও অফিসিয়ালি সামার শুরু হয়ে গিয়েছে!!

আপনি ভালো আছেন নিশ্চয়!! শুভকামনা।

২৭| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১২

রুদ্র মানব বলেছেন: চমৎকার লাগলো।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
আমার কবিতায় আপনাকে স্বাগত।

ভালো থাকুন সবসময়্।

২৮| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

শিপন মোল্লা বলেছেন: শরীর আর শরীর, কোথায় তোমার মন!
জীবনের পরে জীবন রেখে হাসবো কিছুক্ষণ
বেশি ভাল লাগলো

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ আবুশিথি; অনেক দিন পর আপনাকে আমার লেখায় কমেন্ট করতে দেখে খুব ভালো লাগছে।

ভালো থাকুন বন্ধু।।

২৯| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ক্ষয়ে যায় চাঁদের জোছনা
না হয় নই আমি স্বপ্নপূরুষ
তবুও নক্ষত্র হবার প্রেক্ষণে এমন বেভুল দেহরেখায় কেন তুমি এসেছিলে
সে সন্ধ্যায়; ভোলাতে আমায়!

দারুণ

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই।

আপনার প্রেমবৃক্ষ খুব ভালো লেগেছে।
শুভকামনা.......................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.