| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
মেঘে আসা কিছুক্ষণ মেঘেরই মতন
আমার যাতনা নিয়ে অশ্রু-বপন
কল্পসুখে যত 
নষ্ট মানুষ রত
ঘুম যায় প্রিয় হায়
গোলাপী ফানুস
রঙের আবডালে হায়ানা মুখোশ
বিভেদ আগুনে জ্বলে
বাড়ে শুধু খেদ
পরানের বাইরে কাঁদে বিপুলা মেদ
শুরুতেই পুরু এক সানগ্লাস চোখে
হেটে যায় তরুনী মানুষের খোজে
পাবেনা মেঘের দল পাবেনা হৃদয়
মানুষ এখন আর মানুষই নয়
হৃদরোগ চাপা দিয়ে শরীরী আগুন
আমার রক্তে ঘোরে প্রবীণ ফাগুন
সুখ যেন বেয়ে চলা পাহাড়ী প্রপাত
ডানা ভাঙা শালিকের অস্ফূট রব
নষ্ট রঙের ফুল 
অশ্রুমেঘের মত
বিবাগী অবসাদ মেনে নেয় শেষে
শরীর থেকে শ্বেদ নেমে এসে
খোলস মুখোশ সব মিশে অবশেষে
ঝিরঝির বিরহে চাপানো আইন
সুখ সুখ কাব্যের পুরানো লাইন
বেকে চুরে ভেঙে যায় পলাতক রোদ
সময়ের গহনে পোড়ে ভালোবাসাবোধ।।
 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৩
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ নেক্সাস।
ভালো থাকুন সবসময়। শুভকামনা অফুরান।
২| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ২য় ভালো লাগা +++++সুন্দর হইছেরে
 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস্ সেলিম ভাই।
আপনার ভালো লেগেছে জেনে তৃপ্ত হলাম!!
শুভকামনা।।
৩| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:০৯
কান্ডারি অথর্ব বলেছেন: 
সুখ যেন বেয়ে চলা পাহাড়ী প্রপাত
ডানা ভাঙা শালিকের অস্ফূট রব 
++++++++++ 
 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৬
সোনালী ডানার চিল বলেছেন: 
কান্ডারী ভাই এতগুলো ভালোলাগা দেখে আমি আপ্লুত!!
শুভেচ্ছা আপনাকে...........
৪| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:১২
আমি বাঁধনহারা বলেছেন: 
ভালো লাগল আপনার কবিতা
সর্বদা কবিতা লিখুন প্রিয় মিতা।
++++++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৮
সোনালী ডানার চিল বলেছেন: 
প্রিয় মিতা,
খুব ভালো লাগে আপনার কবিতার প্রতি ভালোবাসা দেখে।
আপনার সবরকম ভালো হোক।।
৫| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:১৮
ইনকগনিটো বলেছেন: বেকে চুরে ভেঙে যায় পলাতক রোদ , না হয়ে -বেকে ভেঙে চুরে যায় পলাতক রোদ হলে সুন্দর লাগতো বেশি।
যদিও শেষ স্তবকটাই সবচেয়ে সুন্দর। 
ভালো থাকবেন, বন্ধু।
 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:০০
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু।
খুব ভালো লাগলো কমেন্ট পেয়ে.............শুভকামনা
৬| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৬
একজন আরমান বলেছেন: 
রঙের আবডালে হায়ানা মুখোশ
বিভেদ আগুনে জ্বলে
বাড়ে শুধু খেদ
পরানের বাইরে কাঁদে বিপুলা মেদ
দারুন। 
 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৯:৫৭
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই।
ভালো থাকুন সবসময়.............
৭| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:০৫
মাক্স বলেছেন: লেখাটি ভালো লাগলো!
 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ১০:১৪
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনার কমেন্ট পেয়ে খুব ভালো লাগছে, ভালো থাকুন সবসময়।।
৮| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:০৮
বোকামন বলেছেন: ঝিরঝির বিরহে চাপানো আইন
বাহ্
 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ১১:২৯
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক অনেক ধন্যবাদ আপনাকে বোকামন।
শুভবিকাল..........
৯| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:১৩
হাসান মাহবুব বলেছেন: ছন্দময়। সুন্দর।
 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩১
সোনালী ডানার চিল বলেছেন: 
অসংখ্য ধন্যবাদ হাসান ভাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন............
শুভঅপরাহ্ন.....................
১০| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৪
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
খোলস মুখোশ সব মিশে অবশেষে
ঝিরঝির বিরহে চাপানো আইন
সুখ সুখ কাব্যের পুরানো লাইন
বেকে চুরে ভেঙে যায় পলাতক রোদ
সময়ের গহনে পোড়ে ভালোবাসাবোধ।
দুর্দান্ত কবি।
 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৩
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস্ কবি।
-------------------------------------------------------
'বেকে চুরে ভেঙে যায় পলাতক রোদ
 সময়ের গহনে পোড়ে ভালোবাসাবোধ।'
শুভঅপরাহ্ন।।
১১| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৯:০৫
সায়েম মুন বলেছেন: সুন্দর, প্রানবন্ত্য।
 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৪
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা অফুরান................
১২| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৯:২৮
এরিস বলেছেন:  বেকে চুরে ভেঙে যায় পলাতক রোদ
সময়ের গহনে পোড়ে ভালোবাসাবোধ।।
আপনার কবিতা পড়লে মন্তব্য করার জন্যে কিছুক্ষণ ভাবতে হয়.। আজকে ভেবেও কিছু পেলাম না। 
কবিতাগুলো আমাকে এখান থেকে অনেক দূরে অন্য কোথাও নিয়ে যায় । 
 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৮
সোনালী ডানার চিল বলেছেন: 
এরকম একটা মন্তব্যেই কবিতা লেখার পুরো প্রাপ্তি নিয়ে আসে!!
খুব ধন্যবাদ আর শুভেচ্ছা আপনার জন্যে........................
ভালোথাকুন সবসময়।।
১৩| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ১০:৫৯
রেজোওয়ানা বলেছেন: ভাল লাগছিল পড়তে....
 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ১১:৪০
সোনালী ডানার চিল বলেছেন: 
স্বাগত আপনাকে আমার কবিতায়!!
খুব ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা; শুভবিকাল.................
১৪| 
২৮ শে মার্চ, ২০১৩  রাত ১২:৩৫
শান্তা273 বলেছেন: খুব ভালো লাগলো।
++++
 
২৮ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:২৬
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে কবিতা পাঠের জন্যে।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
১৫| 
২৮ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪৫
পেন্সিল চোর বলেছেন: কিছুটা মাথার উপড়ে দিয়া গেল কিছুটা মাথায় গেল।সব মিলাইয়া প্লাস নিয়া জান পেন্সিল চোরের থেকে।
 
২৮ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:২৭
সোনালী ডানার চিল বলেছেন: 
খুব কৃতজ্ঞতা ভাই আপনার কমেন্টের জন্য।
শুভসকাল.............
১৬| 
২৮ শে মার্চ, ২০১৩  রাত ১:৩২
নিশীপাখি বলেছেন: ভালো লাগলো কবিতা।
 
২৮ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:২৮
সোনালী ডানার চিল বলেছেন: 
অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশীপাখি!!
শুভকামনা নিরন্তর।
১৭| 
২৮ শে মার্চ, ২০১৩  রাত ২:২৯
আশিক মাসুম বলেছেন: বেকে চুরে ভেঙে যায় পলাতক রোদ
সময়ের গহনে পোড়ে ভালোবাসাবোধ।। 
দারুন। 
 
২৮ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:২৯
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস্ মাসুম ভাই।
ভালো থাকুন সবসময়..................
১৮| 
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১০:৩০
আফসিন তৃষা বলেছেন: বাহ! ভালো লাগা 
 
 
২৮ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৩১
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকে অনেক ধন্যবাদ তৃষা!
আমার কবিতায় স্বাগত...............
শুভসকাল।
১৯| 
২৮ শে মার্চ, ২০১৩  দুপুর ১:৩১
মামুন রশিদ বলেছেন: পাবেনা মেঘের দল পাবেনা হৃদয়
মানুষ এখন আর মানুষই নয়
হৃদরোগ চাপা দিয়ে শরীরী আগুন
আমার রক্তে ঘোরে প্রবীণ ফাগুন
 
সুন্দর+++++
 
২৮ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৩৩
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ ভাই।
আশা করি আমার কবিতায় আপনাকে সবসময় পাবো;
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
সুপ্রভাত............
২০| 
২৮ শে মার্চ, ২০১৩  রাত ৮:৫১
নুসরাতসুলতানা বলেছেন: কবিতায় ভাললাগা রইল।আর একটি কথা---বিবেকহীন মানুষের সত্যি কি কোন আবেগ থাকে ? আবেগ নেই বলেইত ওরা বিবেকহীন।
 
২৮ শে মার্চ, ২০১৩  রাত ১০:০১
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক অনেক ধন্যবাদ। আমার কবিতার খাতায় আপনাকে স্বাগত!!
আবেগের মুখোসে বিবেকহীনেরা বেপরোয়া কখনও, তাই তো মানুষ চিনতে
ভুল হয়ে যায় ----
'বিবেকহীন মানুষের কাছে চাইনি আবেগ কোন
 ডুবসাঁতারে পেরুই স্বপ্নের ময়দান
 লাল ঘন্টা বাজে দুরের গির্জায়
 তোমার পরনে সেই সাদা আচকান।'
২১| 
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১২:২৯
ফ্রাস্ট্রেটেড বলেছেন: ডানা ভাঙা শালিকের অস্ফূট রব
কুল, ভাল লাগলো সোনালী ডানার চিল ![]()
 
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৪৮
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড।
আপনার কবিতা ভালোলেগেছে জেনে সুখী হলাম।
গুড ফ্রাইডে!!
২২| 
২৯ শে মার্চ, ২০১৩  রাত ২:০৪
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার ! 
+++++++++ 
 
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৫০
সোনালী ডানার চিল বলেছেন: 
আমার কবিতায় আপনাকে স্বাগত মাননীয় মন্ত্রী মহোদয়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।
২৩| 
২৯ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
দূর্দান্ত।। 
 
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৫১
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস্ প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়, শুভকামনা।।
২৪| 
৩০ শে মার্চ, ২০১৩  রাত ১০:৩৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো
 
৩১ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:০০
সোনালী ডানার চিল বলেছেন: 
অসংখ্য ধন্যবাদ...................
আমার কবিতায় আপনাকে স্বাগত।
ভালো থাকুন সবসময়।
২৫| 
০৩ রা এপ্রিল, ২০১৩  সকাল ৭:০৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ছন্দ ভালো লাগে..........
 
০৩ রা এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১৮
সোনালী ডানার চিল বলেছেন: 
ছন্দ আসলেই চিরায়িত কাব্যের উপকরন;
আমারও ছন্দ ঢেড় ভালোলাগে।
ধন্যবাদ আপনাকে।।
২৬| 
০৩ রা এপ্রিল, ২০১৩  সকাল ৯:০৫
এরিস বলেছেন: + deyar option kothay??
+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+'+
 
০৩ রা এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১৯
সোনালী ডানার চিল বলেছেন: 
কবিতা ভালোলাগলে + এ কি যায় আসে!!
ধন্যবাদ এরিস; শুভমধ্যাহ্ন...............
২৭| 
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:০৪
শ্রাবণ জল বলেছেন: ভাল লেগেছে।
 
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১২
সোনালী ডানার চিল বলেছেন: 
খুব শুভেচ্ছা, শুভদুপুর!!
২৮| 
০৮ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:১৯
ফারজানা শিরিন বলেছেন: সময়ের গহনে পোড়ে ভালোবাসাবোধ ।। হু ।
 
০৮ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:৫৫
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ ফারজানা,
সময় করে কবিতা পড়ার জন্যে।
শুভকামনা রইল।
২৯| 
১৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন: 
ঝিরঝির বিরহে চাপানো আইন
সুখ সুখ কাব্যের পুরানো লাইন
বেকে চুরে ভেঙে যায় পলাতক রোদ
সময়ের গহনে পোড়ে ভালোবাসাবোধ।।
অনেক ছন্দময়। 
+++++++ 
 
১৫ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:৩১
সোনালী ডানার চিল বলেছেন: 
অসংখ্য ধন্যবাদ প্রিয় স্নিগ্ধ শোভন!!
শুভকামনা।।
৩০| 
১৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৭
 আমিনুর রহমান বলেছেন: 
সবসময় যেমন হয় !!!
অনন্য ও অসাধারণ ...
 
১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:২৬
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ জেসন ভাই;
এই কমেন্ট, এই উৎসাহ সবসময় নতুন লেখার প্রেরণা দেয়!!!
শুভদুপুর.....
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:০৪
নেক্সাস বলেছেন: সুখ যেন বেয়ে চলা পাহাড়ী প্রপাত
ডানা ভাঙা শালিকের অস্ফূট রব
নষ্ট রঙের ফুল
অশ্রুমেঘের মত
বিবাগী অবসাদ মেনে নেয় শেষে
+++++++