নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

আত্মহননের অস্পষ্ট কারণ

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬



অভিমানী আকাশে

বাতাসের নীলে, আমার সবুজ পাঠালাম

বিউগলে করুন, অপরুপ সাজে, হৃদয়ের ভাজে

কিছু সবুজ পাঠালাম



আমি জানি

এসব উড়ে উড়ে যাবে বহুদুরে, দিগন্তের সীমানায়

ভেজা ভেজা চোখ, ঝাপসা দৃষ্টিতে হারাবে ঠিক অজানায়

অন্য ঠিকানায়

উড়বে সবুজ অবুঝ কষ্টে পেরুয়ে শেষ মোহনা



কিছুটা সবুজ, বাঁশপাতা খামে পাঠালাম



আমি জানি তো

তুমি আছো বসে, প্রগাঢ় ছায়ায়

নিশ্চুপ, চুপ

টুপটাপ, টুপ

অস্পষ্ট ধোঁয়ায়



আহা, বিষাদে

আহা ক্লান্তি

কতটা সঠিক

কতটা ভ্রান্তি



জীবনের বাইরে যে জীবন

সেখানে অবসর চিরকাল

আনমনা মন দুঃখ প্লাবন

খুজে নেবে সহসা সেই মহাকাল



সবুজ সবুজ হৃদয় সবুজ আজ দেখো

রঙের ভেলায় প্রেম ভাসিয়ে দুঃখ মাপো

দেখো কতটা গভীর কতটা উত্তাপ এ বিচ্ছেদে

হয়ত এ সবুজহীন আমি

চাইবো না আর খোলস

অলস কোন ভোরে,

যখন তুমি সবুজ নিয়ে ঘুমাও

তোমার নিজস্ব ঘরে।।

মন্তব্য ৭২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগল:+++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় কবি!!
শুভকামনা সবসময়ের.................

২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ লাবনী।
আমার কবিতায় স্বাগত.............

ভালো থাকুন, নিরাপদে থাকুন।

৩| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জীবনের বাইরে যে জীবন
সেখানে অবসর চিরকাল
আনমনা মন দুঃখ প্লাবন
খুজে নেবে সহসা সেই মহাকাল


সুখপাঠ কবি।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
জীবনবোধের বিতৃষ্ণায় এ শব্দমালার বিচ্ছূরণ;
আপনার ভালোলেগেছে জেনে সুখী হলাম..........

শুভকামনা কবি!!

৪| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

ডানাহীন বলেছেন: সবুজ একটা অদ্ভুত রঙ .. স্নিগ্ধ, মায়াময় যেমন; তেমনি কিলবিলে স্যাতস্যাতে .. সবুজের সেই সব রহস্যই .. চোখ দেখছিল, মন ভাবছিল ..

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:
মায়াময় সবুজ যখন প্রেম হারায় তখন সেই স্যাতস্যাতে সবুজকে আর কেউ ভালোবাসে না, আহা! কতটা কষ্ট সেই অবুঝ সবুজের............

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডানাহীন।

শুভকামনা রইল...........

৫| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কবি সুন্দর কবিতা....ভলো লাগলো....

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ সেলিম ভাই;
শুভকামনা একরাশ

৬| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০

সাহিদা আশরাফি বলেছেন: জীবনের বাইরে যে জীবন
সেখানে অবসর চিরকাল
আনমনা মন দুঃখ প্লাবন
খুজে নেবে সহসা সেই মহাকাল।

চমৎকার!

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সাহিদা।
খুব ভালো থাকুন সবসময়......................

৭| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার।
আমি জানি তো
তুমি আছো বসে, প্রগাঢ় ছায়ায়
নিশ্চুপ, চুপ
টুপটাপ, টুপ
অস্পষ্ট ধোঁয়ায়

বাহ ||

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে মুন।
আমার কবিতায় স্বাগত।

শুভকামনা রইল..............।

৮| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: ভাল লাগল...

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্যে;
ভালো থাকুন সবসময়........

শুভসকাল.......

৯| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

শায়মা বলেছেন: +++

:(

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে;
আমার কবিতায় স্বাগত

ভালো থাকুন সবসময়........

১০| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: +++++++

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আশা করি আমার কবিতায় আপনাকে নিয়মিত পাবো।

শুভকামনা............

১১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৯

বোকামন বলেছেন: হয়ত এ সবুজহীন আমি
চাইবো না আর খোলস
+++

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
পরাজিতরাই নিয়তি মেনে নেয় অতঃপর........

ভালো থাকুন বোকামন।
শুভসকাল।।

১২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২২

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর কবিতা.......

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতায় আপনাকে স্বাগত।

ভালো থাকুন সবসময়..............

১৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৫

কালোপরী বলেছেন: :)

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ আর শুভকামনা.............

১৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো।
তবে গতি মাঝে মাঝে থেমে গেছে।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে।
অফট্রাকের কাব্যে একটু বাধো বাধো তো লাগবেই!!!

ভালো থাকুন, নিরাপদে থাকুন।

১৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো। :)

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা।
ভালো থাকুন আরমান।

শুভসকাল।

১৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২২

মামুন রশিদ বলেছেন: সবুজ সবুজ হৃদয় সবুজ আজ দেখো
রঙের ভেলায় প্রেম ভাসিয়ে দুঃখ মাপো


চমৎকার :)

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ মামুন ভাই।
শুভকামনা নিরন্তর.................

১৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

টুনটুনি সুখি বলেছেন: সুন্দর কবিতা +++ :) :)

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ প্রিয় টুনটুনি কবিতা পড়ার জন্যে...............
শুভকামনা অফুরান।।

১৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯

রাইসুল নয়ন বলেছেন: ভালো লাগলো ।
কবিতায় +++

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
আমারও খুব ভালো লাগলো আপনার মন্তব্যে।

ভালো থাকুন সবসময়।

১৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
++++

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে;
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম!!

শুভকামনা..............

২০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

হাসান মাহবুব বলেছেন: স্নিগ্ধপাঠ!

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ হাসান ভাই, একটু বিশদ কমেন্ট আশা করেছিলাম!!

শুভসকাল..............

২১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

আশিক মাসুম বলেছেন: বুকের বিতর আচ লেগে যায়।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

সোনালী ডানার চিল বলেছেন:



মাঝে মাঝে বুকের ভেতর অভিমানী আকাশ শূণ্যতা এনে দেয় ভীষন,
তখন বাতাসের নীলে, আমার সবুজ পাঠাই দুরে বহুদুরে..............

ধন্যবাদ বন্ধু।।

২২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় কবি।

শুভসকাল................

২৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

রোমেন রুমি বলেছেন: ভাল লাগা জানিয়ে যাই ।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাদের ভালো লাগা আমার প্রতিটি কবিতার প্রেরণা..........

শুভকামনা আপনার জন্যে।।

২৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


++++++

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ কান্ডারী ভাই।

ভালো থাকুন সবসময়...............

২৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

বৃতি বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতায় আপনাকে স্বাগত বৃতি।

শুভকামনা অফুরান..............

২৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

মেহেরুন বলেছেন: Click This Link

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ।
সময় করে অবশ্যই দেখে আসবো।

২৭| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

নেক্সাস বলেছেন: জীবনের বাইরে যে জীবন
সেখানে অবসর চিরকাল
আনমনা মন দুঃখ প্লাবন
খুজে নেবে সহসা সেই মহাকা

++++

দারুন অনুভূতি

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ নেক্সাস।
কেমন আছেন আপনি!!

শুভকামনা নিরন্তর..................

২৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

নুসরাতসুলতানা বলেছেন: এতো সুন্দর--পড়ে মনটা ভাল হয়ে গেলো।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার কমেন্ট পেয়ে অনেক ভালো লাগলো.............

শুভকামনা।।

২৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমি জানি তো
তুমি আছো বসে, প্রগাঢ় ছায়ায়
নিশ্চুপ, চুপ
টুপটাপ, টুপ
অস্পষ্ট ধোঁয়ায়

ভালো লাগলো বেশ.........তৃপ্তি পেলাম.........শুভকামনা........

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ বন্ধু তুহিন।
আপনার জন্যেও অফুরান শুভেচ্ছা;

ভালো থাকুন সবসময়।

৩০| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০১

এরিস বলেছেন: ""Sobujhin ami chaibona r kholos...""

Mone hoyna mene nebo.. Kholos na.. Rong e amar chai e chai..
Kobita sundor.. Sundor onvuti...

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
বিষাদের কোনো রঙ নেই!!
ভালোবাসা খোলস পড়ে রঙিন হয় কখনও................


অনেক ধন্যবাদ এরিস; ভালো থাকুন সবসময়।।

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩

মিঠেল রোদ বলেছেন: দারুন ভাল লাগা।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
শুভেচ্ছা আপনাকে মিঠেল রোদ আর খুব ধন্যবাদ!

ভালো থাকুন, নিরাপদে থাকুন।

৩২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

ভিয়েনাস বলেছেন: ভেজা ভেজা চোখ, ঝাপসা দৃষ্টিতে হারাবে ঠিক অজানায়
অন্য ঠিকানায়
উড়বে সবুজ অবুঝ কষ্টে পেরুয়ে শেষ মোহনা
চমৎকার ....

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ ব্রো!!

শুভদুপুর............

৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

শ্রাবণ জল বলেছেন: কবিতা সুন্দর।
ছবিটাও।

ভাল লাগা।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা।

ভালো থাকুন, নিরাপদে থাকুন।

৩৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

সম্ভব সুন্দর!!!!

++++++

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ স্নিগ্ধ শোভন।

ভালো থাকুন সবসময়.............

৩৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

আমিনুর রহমান বলেছেন:

অসাধারণ ও অনন্য ছন্দময় কবিতা +++

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
ভালো থাকুন জেসন ভাই।
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ..............

৩৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

শ্রাবণ জল বলেছেন: ছবির আকাশটা অপার্থিব সুন্দর।

আবার পড়লাম।
আবারো ভাল লাগল।

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

সোনালী ডানার চিল বলেছেন:
এমন আকাশই পারে আত্মহনন রুখতে; মানুষকে বিষাদ থেকে আলাদা করে
সুখী করতে, ভালোবাসাবাসির দিনগুলোকে দ্রষ্টব্য করতে মার্জিনে..............

আবারও ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.