| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
 
পরীলক্ষিত হয় বিলম্বিত আবেগ সহসা; মানভাঙা রোদ চাঁদনী কুড়ায়
আকাশের বারান্দায় যারা চুপচাপ বসে চা খেতো, তাদের ঘুম ভাঙে
এরোপ্লেনের মাস্তুলের গুতোয় আর ঝাপসা মেঘকে বস্তায় ভরে ডাষ্টবিনে
ফেলে রবাহুত ঈগল ঠুকরে ঠুকরে, যেন পোয়াতি মেঘের প্রতিটি কণায়
লুকিয়েছে অদম্য সাহস
সেই সাহস নিয়ে আলাদিন, এক রুপকথার নায়ক যে কবি হয়েছিল অতঃপর
তার চোখের ফেনায় কত ঘাসপাতা উড়ে যায়, প্রবল তৃঞ্চা আর আঠালো কাম
একাকার করে সে স্বপ্ন দেখে; বিজন এক মরুদ্যানে ফুল ফুটবে আবার
ভালোবাসা চুম্বন্ হয়ে ঘুরপাক খাবে আমিষের আঁশে যেমন ক্ষুধার কাছাকাছি
মানুষ তীব্র আক্ষেপে চাঁদ রুটি একাকার করে রোদ্দুর ভাঙে আনমনে চিলেকোঠায়
মাঝে মাঝে রাত নামে এ মেঘসাগরে
কখনও মন কেড়ে নেয় মোমের পুতুল
সারারাত সব তারা চেয়ে থাকে, আর খুব বড় পাঁচটি তারা নিঃশব্দে
নেমে এসে সঙ্গ দেয় যুবকের; তাদের অস্ফুট ডাকে শব্দ হয়ে যায় বিস্তৃর্ণকথন
ভোর ভোর মৌচাকে, ঘুম ঘুম বিছানায়
সদ্য পাঠানো মা'য়ের কাঁথায় রোদ নেমে আসে
নকশিফুলেরা কতটা আদর মাখায়, সে জানে সব
আর জেনেই আগল খুলে রাখে, আসমানের বিপুল সুনীলে দু'ফোটা হলুদ
পিচকিরি মেরে শালিকের ডিমের ঠোঙায় কাঠবাদামের বীজ পুতে
শুধু শুধু অপেক্ষায় হয় নীল
তবুও আলাদিন, একজন কবি 
মুখ লুকোয় পরিচিত গলি ছেড়ে বহুদুরে
পাপোশে ঝরে পড়ে জোছনা;
জীবনের জোছনা খোঁজায় ব্যস্ত মানুষেরা এরকমই হয়
জীবন্ত এবং সজীব
কবি আর প্রেমিক।।
ফুটনোটঃ আমি গল্প লিখতে পারি না; আলাদিনকে নিয়ে গল্প লেখার কথা ছিল আমার!
 
 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৪:২১
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভসকাল.............
২| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৪:২১
সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ভাইয়া 
তোমার লেখা পড়েছি আমি লেগেছে অনেক ভালো
পড়ার পরে মুখটা কেমন হয়ে গেল আলো
 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৪:২৪
সোনালী ডানার চিল বলেছেন: 
স্বাগত আমার কবিতায় সুমাইয়া!
খুব চমৎকার আপনার কমেন্টে অফুরান শুভেচ্ছা।
আপনার আলোকিত মুখের হাসি অম্লান হোক, শুভকামনা।।
৩| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৪:২৬
বোকামন বলেছেন: 
ভোর ভোর মৌচাকে, ঘুম ঘুম বিছানায় 
খুব সুন্দর ...প্রথম ভালোলাগা ...
শ্রদ্ধেয় কবি,
আমার শুভেচ্ছা নিবেন। 
ছোট মুখে বড় কথা বলছি ....
আপনি গল্প লিখতে পারেন না, ঠিক আছে  তবুও বলবো সবসময় পারতে হয় না ........ লিখা শুরু করেন হয়ে যাবে ........ হয়তো অনেক বেশী ভালো গল্পলেখক হয়ে যেতেও পারেন .......
নগন্য এই পাঠকের অনুরোধ থাকলো কেবল....
ভালো থাকুন সবসময় .......
 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৫:০০
সোনালী ডানার চিল বলেছেন: 
প্রিয় বোকামন,
ভালোবাসারা ফুল হয়ে ঝরে, বৃষ্টি হয়ে ঝরে, তুষার হয়- এসব
সম্ভ্রান্ত কথপকথনে, মন্তব্যে, প্রেরণায়!!
খুব ইচ্ছে নিয়ে একজন হাসান মাহবুবের মত গল্প লেখার প্রেষণায় 
এই শীতপ্রধান দেশের সন্ধ্যাকে গোধুলী বানিয়ে শুধু শুধু শব্দচ্ছটা 
গুলিয়ে অতঃপর নিছক কবিতায় আমাকে রাখে বিবশ!!
আহা!
এ আমার একান্ত ব্যক্তগত ক্ষোভ, যা হৃদয়ে পুষে কবি হবার দুঃসাহসে
এগুই...........
আপনার চমৎকার মন্তব্য হৃদয়ে তুলে রাখলাম।
খুব ধন্যবাদ।।
৪| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৪:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন: 
ভোর ভোর মৌচাকে, ঘুম ঘুম বিছানায়
সদ্য পাঠানো মা'য়ের কাঁথায় রোদ নেমে আসে
নকশিফুলেরা কতটা আদর মাখায়, আমি জানি তা
আর জেনেই আগল খুলে রাখি, আসমানের বিপুল সুনীলে দু'ফোটা হলুদ
পিচকিরি মেরে শালিকের ডিমের ঠোঙায় কাঠবাদামের বীজ পুতে
শুধু শুধু অপেক্ষায় হই নীল 
চমৎকার শব্দ চয়ন এবং উপমা দিয়ে বিশ্লেষণ আমি অভিভূত অভিভূত অভিভূত +++++++++++++++ 
 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৫:০২
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকে অভিভূত  করতে পেরেছি, এটাই কি আমার কবিতার চুড়ান্ত প্রাপ্তি নয়!!
শুভকামনা কান্ডারী ভাই............।
৫| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৫:০১
স্নিগ্ধ শোভন বলেছেন: 
ভোর ভোর মৌচাকে, ঘুম ঘুম বিছানায়
সদ্য পাঠানো মা'য়ের কাঁথায় রোদ নেমে আসে
নকশিফুলেরা কতটা আদর মাখায়, আমি জানি তা
আর জেনেই আগল খুলে রাখি, আসমানের বিপুল সুনীলে দু'ফোটা হলুদ
পিচকিরি মেরে শালিকের ডিমের ঠোঙায় কাঠবাদামের বীজ পুতে
শুধু শুধু অপেক্ষায় হই নীল
অসম্ভব সুন্দর লাগলো কবি। 
ভাললাগা রেখে গেলাম। 
++++++++++++++
গল্প লাগবেনা আর কবিতা চাই। 
অনুসারিত করলাম দেখা হবে।  
 
 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১১
সোনালী ডানার চিল বলেছেন: 
তুমুল তুষারপাতের সাথে আপনার চমৎকার কবিতাটি দিয়ে আজকের সকাল শুরু করেছিলাম। আর সত্যিই আপনার কবিতাটি পড়ে আমার ড্রাফটের এই কবিতাটি পোষ্ট করলাম হঠাৎ!
এর মধ্যে কোনো আপতযোগ নেই, শুধু কবিতার পরস্পরসম্পর্কের একটা অদৃশ্য
বুদ্বুদ আছে যেন!!
স্বাগত আমার কবিতায়। ভালো থাকুন সবসময়।
৬| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:১৮
আমি বাঁধনহারা বলেছেন: 
ভালো লাগল:+++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৩২
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ কবি।
শুভকামনা রইল.............
৭| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৮
মামুন রশিদ বলেছেন: জীবনের জোছনা খোঁজায় ব্যস্ত মানুষেরা এরকমই হয়
জীবন্ত এবং সজীব
কবি আর প্রেমিক।। 
চমৎকার । খুব ভালো লাগলো ।
আর এও জানলুম, কাম আঠালো  
 
 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  রাত ৯:২০
সোনালী ডানার চিল বলেছেন: 
আঠালো কামের সাথে থকথকে কাব্যের সহবাস
ক্রোধ নামে অস্থির হৃদয়াকাশে
জীবনবোধ ছুটি নেয় প্রেম থেকে, মিছিল থেকে
আর তখনই আবর্তিত হয় বিপরীত মরুকরনের সংযত ধারা..........
ধন্যবাদ একরাশ।।
৮| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  রাত ৮:১৪
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
নাইস ওয়ান ব্রো।
এই কবিতা আরো কয়েকবার পড়তে হবে।
শুভ সন্ধ্যা।
 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  রাত ৯:২৪
সোনালী ডানার চিল বলেছেন: 
একাব্য কোন এক কবির প্রতি
একাব্য কোন এক প্রেমিকের জন্য
একাব্য আলাদিনের
একাব্য কবি আলাউদ্দিন আহমেদ সরকারের!!!
(মিল দেখে সহসা চমকে উঠার অনেক কারন থেকে গেছে; ইচ্ছায়োমান গল্পে না হয় বলব সে সব!!)
৯| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  রাত ১০:০৮
আরজু পনি  বলেছেন: 
মেঘ যে নারী রুপে প্রকাশিত, প্রথম জানলাম মনে হয়।
ভালো লাগা রইল সুন্দর প্রকাশে।।
 
০৫ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৪৮
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেকদিন পর আমার কবিতায় আপনার মন্তব্যে খুব ভালো লাগলো!
নারীরা কখনও মেঘ
কখনও বৃষ্টি, 
কখনও শুধুই অধরা
ছায়াকবির দৃষ্টি....
শুভকামনা রইল।
১০| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  রাত ১০:১৩
কালোপরী বলেছেন: 
 
 
০৫ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৪৮
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস্ কালোপরী............
শুভসকাল
১১| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  রাত ১১:২২
রাহি বলেছেন: +++++++
 
০৫ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৪৯
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে রাহি।
ভালো থাকুন সবসময়...........
১২| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  রাত ১১:৩৬
সায়েম মুন বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক ভাললাগা রইলো।
 
০৫ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৫০
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকেও খুব ধন্যবাদ।
শুভকামনা জানবেন...........
১৩| 
০৪ ঠা এপ্রিল, ২০১৩  রাত ১১:৪০
মেট্রো মেঘ বলেছেন: দাদা, বেশ লাগলো। +++++
 
০৫ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৫১
সোনালী ডানার চিল বলেছেন: 
সে যা বলতে দাদা!!
ধন্যবাদ আর গুচ্ছ শুভকামনা........
১৪| 
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৩:৩৮
ফ্রাস্ট্রেটেড বলেছেন:  ঝাপসা মেঘকে বস্তায় ভরে ডাষ্টবিনে
ফেলে  দেবার আগেই ঝটপট ভালোলাগা। 
কবিতা হিসেবেই বেশি ভালো লাগছে চিল, সোনালী ডানার চিল।  
 
০৫ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৫৩
সোনালী ডানার চিল বলেছেন: 
আসলেই কবিতা ছাড়া আর তো কিছু লিখতে শিখিনি!!
অসংখ্য ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড।
ভালো আছেন নিশ্চয়!
১৫| 
০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৮:৪৮
রোজেল০০৭ বলেছেন: ভালো লাগা দিয়ে গেলাম।
 
০৫ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৫৪
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনার ভালোলাগা হৃদয়ে তুলে নিলাম।
শুভকামনা বন্ধু.............
১৬| 
০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:২৭
বিষাদ সজল বলেছেন: ভাল লাগল সোনালী ডানার চিল ।
 
০৫ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৫৫
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ সজল।
ভালো থাকুন, নিরাপদে থাকুন......
১৭| 
০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
খুবই সুন্দর।
 
০৫ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৫৬
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস্ কবি।
ভালো থাকুন সবসময়..........
১৮| 
০৫ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: তবুও আলাদিন, একজন কবি
মুখ লুকোয় পরিচিত গলি ছেড়ে বহুদুরে
পাপোশে ঝরে পড়ে জোছনা;
জীবনের জোছনা খোঁজায় ব্যস্ত মানুষেরা এরকমই হয়
জীবন্ত এবং সজীব
কবি আর প্রেমিক।।
সুন্দর! ভালো লাগা রইলো অনেক। 
 
০৫ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১৩
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু।
আমার কবিতায় স্বাগতম.............
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
১৯| 
০৫ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:০৩
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
কবিতাটা ভালো লাগছে। খুব ভালো লাগছে। যেন নিজেকেই খুঁজে পেলাম!
এবার একটু কবিতা নিয়ে বলি!!
প্রথমত কবিতাটা যেহেতু থার্ড পার্সনকে নিয়ে তাই, কিছু শব্দের প্রয়োগ চোখে পড়েছে। যেমন--
কখনও মন কেড়ে নেই মোমের পুতুল।
আমি জানি তা
আর জেনেই আগল খুলে রাখি, 
আন্ডার লাইন করা লাইন গুলোও থার্ড পার্সনে হবে মনে হচ্ছে। 
শুভেচ্ছা কবি।
 
০৫ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৫
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস্ কবি।
নেই টা ঠিক করে দিলাম।
আর আলাদিন কথনের মধ্যে আমি অবচেতনায় ঢুকে গিয়ে
আলাদিন কে অনুভব করার চেষ্টা থেকে এই প্যারাটির উদ্ভব করেছি!!
কবিতার মধ্যে একটু থমকানো, দ্বিতীয় মাত্রা তৈরী আর কি!!
বিদগ্ধপাঠে খুব কৃতজ্ঞতা!!
২০| 
০৬ ই এপ্রিল, ২০১৩  রাত ১২:৫১
শিপন মোল্লা বলেছেন: সবার মনেই যে কবিতা বাস করে বাহ বাহ। কবিতা ভাল হয়েছে।
 
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:০৭
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আবুশিথি ভাই।
ভালো থাকুন সবসময়।
২১| 
০৬ ই এপ্রিল, ২০১৩  রাত ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ভাল হয়েছে।++++++
 
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:০৮
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ সেলিম ভাই।
 ভালো থাকুন, নিরাপদে থাকুন।
২২| 
০৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:৫৯
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ। এই কবিতাটি গল্পের মতই লাগলো অনেকটা। ভবিষ্যতে কখনও ঘষামাজা করে গল্পতে রূপান্তরিত করে ফেলুন।
 
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:১১
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস্ হাসান ভাই।
যতই গল্প লিখতে যায়, তা কেমন যেন কবিতা হয়ে যায়! আর হয়ত
গল্প লেখা হয়ে উঠবে না..........
চমৎকার সোনালী সকালের শুভেচ্ছা, দূর্লভ রোদ উঠেছে আজ!!
২৩| 
০৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:১১
মিঠেল রোদ বলেছেন: onek sundor kobita.valo laglo.
 
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:১২
সোনালী ডানার চিল বলেছেন: 
খুব ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়।
২৪| 
০৭ ই এপ্রিল, ২০১৩  সকাল ৭:১০
একজন আরমান বলেছেন: 
শেষের লাইনগুলো সুন্দর ছিল খুব। 
 
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:১৩
সোনালী ডানার চিল বলেছেন: 
অসংখ্য ধন্যবাদ আরমান ভাই।
শুভসকাল..................
২৫| 
০৭ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৩
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
আবার পড়তে এসেছি, এবং আবারও মগ্ধ হলাম।
 
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:১৭
সোনালী ডানার চিল বলেছেন: 
কবি, 
যেহেতু এ কবিতাটা আলাদিনকে নিয়ে লেখা, আর আলাদিন অনেকটা
আপনার মত কবি, বিপ্লবী, তরুন, প্রেমিক, তাই কবি আলাদিনের সম্মানে
কিছুটা এডিট!
দয়া করে আর একবার পড়ে দেখুন।
২৬| 
০৭ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৪৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
আমি ও কিন্তু আসলাম আবার ![]()
 
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:২২
সোনালী ডানার চিল বলেছেন: 
প্রিয় কবি,
আপনার এই ফিরে ফিরে আসা, আরও একবার চোখ বুলানো
এই সম্মাননা খুব আবেগিত করে তুলেছে..........
থ্যাংকস্ এ লট!!
২৭| 
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:৫৫
ভিয়েনাস বলেছেন: জীবনের জোছনা খোঁজায় ব্যস্ত মানুষেরা এরকমই হয়
জীবন্ত এবং সজীব
কবি আর প্রেমিক।। সুন্দর
জাত কবিদের এমনি গুন হয় গদ্য হয়ে যায় পদ্য 
 
ভালো লাগা রইলো চিল ব্রো
 
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:০৬
সোনালী ডানার চিল বলেছেন: 
চমৎকার মন্ত্ব্ব্যবের উত্তর জানা নেই 
 
থ্যাংকস্ ব্রো!!!
২৮| 
০৮ ই এপ্রিল, ২০১৩  রাত ১১:৫২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমার কি দূর্ভাগ্য .. সময় কম অথচ একটার পর একটা ভালো কবিতা পড়ছি... কাজে ঢুকতে হবে এখনিই.... ধন্যবাদ ... ধন্য হলাম ... মন ভরে গেল..
 
০৯ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:১৪
সোনালী ডানার চিল বলেছেন: 
খুব ধন্যবাদ বন্ধু তুহিন।
আমার কবিতায় আপনায় নিয়মিত আশা করছি!!
শুভসকাল............
২৯| 
১৫ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:১০
নক্ষত্রচারী বলেছেন: গল্পের কাব্যসংস্করণ হিসেবেই পড়লাম এটা এবং 
ভালোও লাগলো ।
শুভকামনা  
 ।
 
১৫ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৭
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস্ নক্ষত্রচারী।
ভালো থাকুন সবসময়।।
৩০| 
১৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৫৫
 আমিনুর রহমান বলেছেন: 
গদ্য কবিতায় +++
 
১৫ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:২৭
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক অনেক ধন্যবাদ ভাই.........
শুভকামনা রইল।।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৪:১৯
স্বপনবাজ বলেছেন: বেশ লাগলো !