নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

সুখ আর বিষাদের কষ্টিপাথর তো বিবেক!!

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

কালঃ

বিষন্নতার অবসাদ; চতুষ্পদ রাত্রির মত ধেয়ে আসছে যেন চারদিকে, কোলঘেষে!



আমিঃ

সম্ভোগ সুখ চাই, শোনো হে বিষাদ

যুবতী চাই পরিপূর্ণ ভরা ভরা; কমদামী নয় একটুও

বিষাদ তুই ফিরে যা

ওগো তরুনমেদ নিমজ্জনের অতলে নাও আমায়

শুড়িখানার নর্তকী যেন আর ঘাঘরা পরে নাচে না কখনও!



বিধাতাঃ

রাত ও দিনের মত বিষাদ তোমায় করবেই ভর

পুনরায় মোক্ষলাভ, তারপর তুমিই আনন্দ!



আমিঃ

অপেক্ষা তো খুব প্রগাঢ় দয়াময়

আমার কন্ঠভরা সৌভিক জ্বরা, প্লাবনেও আমি টলবো না!



বিষাদঃ

মানুষ! তোমার ডুবে যাবার গভীরতায় আমার পূনরুথ্থান

সুখের কতটাই বলো সজ্ঞানে!

আমার চুম্বন যতই তিক্ত হোক, এ বড় সুনিপুন, খুব আপনার

আর কালের মত দীর্ঘস্থায়ী; এসো আলিঙ্গন করো আমায়!!



আমিঃ

কখনও ফুরাবে এ সুখময়তা, কখনও সুরা ঠেকবে তলনীতে

সম্ভোগসুখ পালাবে সিঁদকেটে, ভাবিনি এসব ভাবিনি

জীবন আশাহীন, তপন বারিধি শুকনো ব্যাকুল হবে, ভাবিনি!

তবে তাই হোক, আসুক বিষাদ, আসুক মৃত্যুময়তা

আমি অপেক্ষায় এ জীবন, এ যাপনের সাময়িক ব্যবচ্ছেদ কে

স্বাগত জানালাম।



সুখঃ

হায়, মানুষ! আমাকে হৃদপিন্ডর গোপনে পুঁতে, তোমার কলহ

মিছে মরিচিকায়; একটু হাতালে বিবেক সে-ই দিতো সন্ধান আমার!

আফসোসের বেশাতী আর তোমায় করতো না উতলা।

সুখ আর বিষাদের কষ্টিপাথর তো বিবেক!!

মন্তব্য ৬০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

বোকামন বলেছেন:





তোমার ডুবে যাবার গভীরতায় আমার পূনরুথ্থান
সুখের কতটাই বলো সজ্ঞানে!


কঠিন ভাবাবেগ .....

দারুন ভালোলাগার সন্ধান .....১+

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ বোকামন।
একটু অন্যরকম লেখার চেষ্টায় আপনার উৎসাহে সুখীত হলাম।

শুভদুপুর!!

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি কী মন্তব্য করবো বুঝে উঠতে পারছি না! আপাতত মুগ্ধতা রেখে গেলাম। পরে, আবার আসছি।

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
কবি;
আপনার মন্তব্যের প্রতিক্ষা আমাকে ক্লান্ত করে না কখনও............

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

কালোপরী বলেছেন: ছবিটা সুন্দর


++++++++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
কোনটা সুন্দর
ছবি নাকি কবিতা!!!

থ্যাংকস্ পরী, ভালো থাকুন সবসময়।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

কালোপরী বলেছেন: ছবি সুন্দর

কবিতায় তো প্লাসই দিলাম

:) :)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, আবারও!!
শুভকামনা।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

স্বপনবাজ বলেছেন: [sb ]তবে তাই হোক, আসুক বিষাদ, আসুক মৃত্যুময়তা
আমি অপেক্ষায় এ জীবন, এ যাপনের সাময়িক ব্যবচ্ছেদ কে
স্বাগত জানালাম।

++

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ স্বপনবাজ।

ভালো থাকুন সবসময়.......

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: প্লাসায়িত করা হলো।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
প্লাসায়িত করার জন্যে কৃতজ্ঞতা!!

শুভবিকেল................

৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

নুসরাতসুলতানা বলেছেন: সুন্দর কমেন্ট করতে জানলে আপনার মত কবিতাইতো লিখতে পারতাম - -তাই নো কমেন্ট ,শুধু প্লাসটাই দিয়ে গেলাম।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
এর থেকে সুন্দর কমেন্ট কি আর হতে পারে!!!
কবিতার সফল পাঠে কবি আপ্লুত............

খুব ধন্যবাদ আপনাকে।।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

মামুন রশিদ বলেছেন: আমিঃ
সম্ভোগ সুখ চাই, শোনো হে বিষাদ
যুবতী চাই পরিপূর্ণ ভরা ভরা; কমদামী নয় একটুও


ধুর, এখানে দামের ব্যাপারটা আসছে কেন ? :| :P


(সুন্দর কাব্যে ইহা একটি অকাব্যিক বস্তুবাদি কমেন্ট)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
ভোগের পরিমাপক তো দাম-অদামেরই!!

সুখের ঘোরে ঘুরতে থাকা ভোগীর ভোগবিন্যাসের মাত্রা তো
কবিতার শৈল্পিকতাকে ছাড়িয়ে যাবেই...........

ধন্যবাদ মামুন বিদগ্ধ কমেন্টের জন্যে.....................

৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

আশিক মাসুম বলেছেন: অসাধারন।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ মাসুম ভাই।
শুভকামনা অফুরান.............

১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

শ্রাবণ জল বলেছেন: অনেক সুন্দর।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ শ্রাবণ।
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম!!

শুভবিকেল.............

১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

অসম্ভব সুন্দর।
মুগ্ধ হচ্ছি বারংবার!!

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
আপনার মন্তব্যে আমি আবার নতুন একটি কবিতা লেখার প্রেরণা পাই।

ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

আমি বাঁধনহারা বলেছেন:




ভালো লাগল:++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় কবি,

অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়...............

১৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


কিছু বলার নেই । +++

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ কান্ডারী ভাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন.............

১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: কবিতার দার্শনিক বোধ ভাবাবে। চমৎকার লিখেছেন।

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ হাসান ভাই।
কবিতাটি আমার এক রকম নিরীক্ষণ বলতে পারেন।
ভেতরকার গাঢ় যুক্তিবোধ এ কবিতা লেখার প্রেরণা।

আপনার ভালো লেগেছে জেনে তৃপ্ত হলাম।
শুভ সকাল..........

১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

এরিস বলেছেন: Vinno matrar chinta.. Kobitar dorshon ebong bohirsojja puropuri vinno.. Osadharon Sonali Danar Chil..
Kichu somossar karone apnar lekhagulo somoymoto nojore aschena.. I ll b bck nd waiting restlessly to enjoy all ur writings again..

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ এরিস।
আসলেই এটি সাধারণ কবিতাগুলো থেকে একটু ভিন্ন।
কবিতার প্যাটার্ণ আর অন্তঃগভীর দর্শনে আমি কিছু বোঝানোর চেষ্টা করেছি।
কিন্তু জানিনা পেরেছি কি না!!!

আপনার ফেরার প্রতিক্ষায়, শুভ সকাল।।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতার পরতে পরতে ছড়িয়ে আছে প্রগাঢ় অর্থময়তা, আমি আপাতত কাব্যরসেই মন ভেজালাম!

সুন্দর! সুন্দর!!


১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ কবি ৎঁৎঁৎঁ ।
খুব ভালো থাকুন সবসময়..........

১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

সায়েম মুন বলেছেন: অনেক ভারী একটা পোস্ট! ভাল লাগলো।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মুন।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
শুভ বিকেল...................

১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুখ আর বিষাদের কষ্টিপাথর তো বিবেক!!

কথোপকথন ........ মিশেল কবিতা মিসাইল হয়েছে... সুখ নিদ্রা...

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ বন্ধু তুহিন।

নিরাপদে থাকুন সবসময়..............

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
শুভ নববর্ষ!!!!
ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন.............

২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা প্রিয় কবি।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
শুভ নববর্ষ কবি।
এ বছরটা সফল হোক, খুব সফল...............

২১| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি সফল হতে চাই না কবি।

আর আমাকে কবি বলে লজ্জা দিয়েন না।

আমি কবি না। আমি আসলে গুড ফর নাথিং।

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
বহুদুর যেতে হবে, এখনও পথের অনেক রয়েছে বাকী;
একজন কবি কখনও ভেঙে পড়ে না, কবির চোখেই তো স্বপ্ন দেখে মানুষ!
এই যে সাময়িক দুঃখবোধ, এ ও একদা স্মৃতি হবে; সুখের সম্মিলনে উড়াবে ফানুষ!

পর্যায়ক্রমে সফলতা কূর্ণিশ করবে পায়ে, আর - হে কবি, আপনার কবিতারা
গাইবে আনন্দের গান!

তবে হ্যাঁ!! একটু তো ধৈর্য্য ধরতে হবে, না কী!!!!

খুব আনন্দ আসুক, খুব সুখীত বাতাস হাসুক.......................

২২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:

মানুষ! তোমার ডুবে যাবার গভীরতায় আমার পূনরুথ্থান
সুখের কতটাই বলো সজ্ঞানে!
আমার চুম্বন যতই তিক্ত হোক, এ বড় সুনিপুন, খুব আপনার
আর কালের মত দীর্ঘস্থায়ী; এসো আলিঙ্গন করো আমায়!!


সুন্দর! সুন্দর!!!

পাঠে মুগ্ধ!!!

+++++++

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ শোভন ভাই।
আশা করি আমার কবিতায় আপনাকে নিয়মিত পাবো!!

শুভকামনা...........

২৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮

আমিনুর রহমান বলেছেন:

সুখ আর বিষাদের কষ্টিপাথর তো বিবেক!!

মুগ্ধ হই প্রতিবারই তোমার কবিতা পড়ে।


শুভ নববর্ষ ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ জেসন ভাই।
আপনার এই মুগ্ধতাই আমার অন্তিম প্রাপ্তি...........

শুভ নববর্ষ।

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: খণ্ড খণ্ড ভাবে আমি, বিধাতা, বিষাদ, সুখ - এই দর্শন গুলো ভালো লাগলো।

চতুর্ষ্পদ এই শব্দটার মানে কি ? চতুর্ষ্পদ রাত্রির মতো

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মম্ময়।
আশা করি আমার কবিতায় আপনাকে সবসময় পাবো।

শুভকামনা আপনার জন্যে........


শব্দটা এডিট করে দিলাম।

২৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৩

মিষ্টি মেয়ে বলেছেন: অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। :)

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:

আপনাকে আমার কবিতায় স্বাগত।
কবিতা ভালোলেগেছে জেনে সুখী হলাম...........

ভালো থাকুন, নিরাপদে থাকুন।

২৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

শ্রাবণ জল বলেছেন: চতুষ্পদ হবে। রেফ হবেনা, ভাইয়া।

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় শ্রাবণ।
আমি কবিতায় এডিট করে দিলাম!!

খুব শুভকামনা.............

২৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: চতুষ্পদ মানে চার পেয়ে সেটা আমিও জানি । কিন্তু আপনার বানান চতুর্ষ্পদ ছিল। একটা রেফ সাথে যুক্ত করা। তাই জানতে চেয়েছি। জানায় ভুল কি আমার হল নাকি ?
ধন্যবাদ আপনাকে ।

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে মম্ময়। আমারই বানান ভুল হয়ে গিয়েছিল!!

আসলেই আমার একটা বাংলা অভিধান দরকার।

ভালো থাকুন সবসময়।

২৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: সুন্দর তবে সবটা বুঝতে পারিনি

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
সুখ আর বিষাদের সাথে আমার কথপকথন;
কিছুটা ধোঁয়াশা কিছু বিষন্নতার আবছায়ায় কবিতার প্রেক্ষণ!!

তবে এখানে আমি লিখতে চেয়েছি:
মানুষতো সময়ের খাদ্য, তবুও ফুরানো সময়কে, সুখকে আমরা প্রাণপণ চাই
ফেরাতে, আমাদের জীবনে; বিষাদ আপন নয় কখনও...............


ধন্যবাদ আপনাকে জয়তি; ভালো থাকুন সবসময়।।

২৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার। মুগ্ধপাঠ এবং দার্শনিকতায় আবিষ্ট হলাম। :) :)

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতায় আপনাকে স্বাগত কাল্পনিক_ভালোবাসা।
আপনার সুন্দর মন্তব্যে উৎসাহ পেলাম খুব!!

শুভকামনা রইল...............

৩০| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯

নেক্সাস বলেছেন: মুগ্ধপাঠ কবি

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ নেক্সাস।
খুব ভালো থাকুন.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.