নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
এক
প্রথাহীন সরোদ বাজায় মুনিয়া আবডালে
ছোট মাছ, কলমিশাঁকের ডাটা, কালো শ্লেটও
কখনও তখন কবিতার বিষয় হয়
ভাবনা, আহা ভাবনা
কবি 'ভাবনা কাহারে কয়' (!)
আমি শ্লোক ভুলে টুকটাক এ পদ্যশায়েরে ঝিমুই
অবিকল মাছরাঙাটির মত
ইথার উথার তোমাদের থাক
গোশতে চর্বি আর লাস্যময়ীর চাকু বুকে নিয়ে
আলাদিন কর্পোরেট চাকরী খুঁজুক
কবিতা তো তাকে ছাড়েনি এ অব্দি
মুনিয়ার সরোদ রোদে পুড়ে কালো হোক
রাতে ঢাকা হাউজিংএর সব আলো হবে চুরি
বিনম্র ভালোবাসা তখন চুইয়ে নামবে
হারানো প্রেমে, পুরানো ফ্রেমে; আহা!!
দুই
কখনও ভাবনামন
কখনও যাতনাময়
কখনও মেঘলাকাশ
নীলাভ সবুজ মনে হয়
সবুজের দেশে জন্ম আমার
পতাকায় শুধু লাল দেখে দেখে
উপশম দিয়েছি নিজেকে আবার
ভেঙে দুয়ার, ভেঙেছি বাঁধ আকাশময়
তবু জেনো কখনও ভাঙিনি হৃদয়
সেই সাধারণ এই মানবিক আমার
হৃদয় ভাঙলো শেষে
অজানা প্লাবন এসে
ঝড় হলো তারপর
ধুয়ে যাবার বৃষ্টি, মুছে যাবার ঝড়
বড় বেশী প্রবল ছিলো বাতাসের বেগ
এখনও আমি দেখো নীলিমায় পেরেক পুঁতে
আকাশটার কান ধরবো আবার
অহেতুক সন্দেহে
অকারণ বিষ্ময়ে
জন্মভূমি আরও লাল হোক
কাঁপুক শব্দদানব
বেশুমার মরুক লোকে
আমি ঠিক ঠিক আচানক সুখী
দূয়ারে ঝুলছে ফ্লাগ
ঝুলতে দাও মাসকাবারে
ঝুলে ঝুলে ঝুলে সেও
আমার মত হবে হয়তো
অথবা
সত্যদানব বোধের পাঁচিলে
ফোটাবে না দেশপ্রেমের গান
লালে নীলে সবুজ ভূমি
কলকলে ধরবে তান
মৃত্যুরা আজ আকাশগামী
নক্ষত্র বিরূপপ্রাণ।।
তিন
কখনও সজীবতা মধ্যাহ্নবালকের মত সবুজ কেড়ে নেয়
যখন ঘরদোর খুলে আমি দৌড়ুই উধাও মেঘের সম্ভূক নীলে
ফেরে না সে তস্কর যদিও
ভারী জলদ জিঘাংসা পাতালতা বেঁধে পায়ে তার মান ভাঙায়
আমার কোন অংশগ্রহন নেই এ উচ্ছাসে
সবুজনীলের পূর্ণযৌবনেও ক্ষুধা চাপেনা পান্ডুর পাতলুনে
শস্যদানা ঘেষে পথ আছে এক, দূরত্ব আজ কলাহীন বিশদবর্ণন
এ দূরত্বে পা ফেলে আবারও গতি ফিরে পাবো জানি
মেঘলা মনস্তাপ পিঠে বেঁধে কমলা শাড়ীর যৌবন রুখি চলো
আশায় থাকি দেশবিদেশের মেঘ রঙকানা হবেনা কখনও............
১১ ই মে, ২০১৩ ভোর ৫:৩৪
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
আজ কি সারারাত জেগে কাটিয়েছেন!!
ভাল থাকুন সবসময়..........
২| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:৫৯
বৃতি বলেছেন: অনেক ভাল লাগা থাকল কবিতায় ।
১২ ই মে, ২০১৩ বিকাল ৪:১৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকেও............... শুভকামনা রইল।।
৩| ১১ ই মে, ২০১৩ সকাল ৯:৩৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগছে
১২ ই মে, ২০১৩ বিকাল ৪:২০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ ব্রো।
ভালো থাকুন সবসময়............
৪| ১১ ই মে, ২০১৩ সকাল ১০:০২
এরিস বলেছেন: এত্তদিন পর...!!!!! তিনটে কবিতা একসাথে দেয়ার মানে কি??? এমনিতেই বিশদ চিন্তা ভাবনা লাগে আপনার কবিতা বুঝতে। নাহ, আপনি আর ভালো থাকতে দেবেন না। ইয়ে, ভাই, সরোদ মানে বুঝতে পারিনি। ৩য় কবিতাটা বেশি বেশি সুন্দর। নিজে নিজে এই কবিতাটার একটা নাম দেয়ার চেষ্টা করেছিলাম, বৃথা।
১২ ই মে, ২০১৩ বিকাল ৪:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
সরোদ মানে বাদ্যযন্ত্র বুঝাতে চেয়েছি (বানান ভুল হলো নাকি )
বেশ কিছুদিন ব্লগপাতায় লগইন করা হয়ে উঠেনি, তাই জমানো কবিতামালায়
গুচ্ছ গেথে ফেল্লাম। খুব ধন্যবাদ আপনাকে এ অপ্রত্যাশিত মন্তব্যের জন্য। এসব
কমেন্টে কবিতা লেখার উৎসাহ (দুঃসাহস) পাই মাঝে মাঝে!!
শুভসকাল।।
৫| ১১ ই মে, ২০১৩ সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।ভাল লাগলো ৫ম +টাআমার ।
১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৬
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ সেলিম ভাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
৬| ১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৩০
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে কবি
১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নির্লিপ্ত স্বপ্নবাজ।
শুভসকাল..............
৭| ১১ ই মে, ২০১৩ দুপুর ১:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো লাগল।
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:১২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ভালোবাসা;
ভালো থাকুন সবসময়..................
৮| ১১ ই মে, ২০১৩ দুপুর ১:৩৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনবদ্য।
প্রতিটিই মুগ্ধ করা।
প্রথমটাই পড়লাম বার তিন।
শুভকামনা, কবি।
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:১৪
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার উৎসাহব্যজ্ঞক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রিয় কবি.........
ভালো থাকুন সবসময়।।
৯| ১১ ই মে, ২০১৩ দুপুর ১:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন:
মুনিয়ার সরোদ রোদে পুড়ে কালো হোক
রাতে ঢাকা হাউজিংএর সব আলো হবে চুরি
বিনম্র ভালোবাসা তখন চুইয়ে নামবে
হারানো প্রেমে, পুরানো ফ্রেমে; আহা!!
মৃত্যুরা আজ আকাশগামী
নক্ষত্র বিরূপপ্রাণ।।
সুন্দর! সুন্দর!
শুভকামনা সোনালী ডানার নিশাচর চিল!
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:১৭
সোনালী ডানার চিল বলেছেন:
আমার এখানে যখন সবেসন্ধ্যে আপনার ওখানে তখন রাতভোর!!
তাই আমাকে নিশাচর ভাবার কারণ নেই
ভালো থাকুন কবি।
মন্তব্যের জন্য খুব ধন্যবাদ.......
১০| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:২২
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো তিনটাই।
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:২৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ হাসান ভাই।
মেঘলা সকালের শুভেচ্ছা।
ভালো থাকুন সবসময়!!
১১| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩
সায়েম মুন বলেছেন:
তিনটাই সুন্দর। তিন নম্বরটা একদম মন ছুঁয়ে গেছে।
উপসম> উপশম।
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:২৬
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ সায়েম ভাই।
বানানটা ঠিক করে নিলাম।
শুভকামনা রইল...............
১২| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৪
বোকামন বলেছেন:
প্রিয় কবি,
তিনটাই খুব সুন্দর !
দ্বিতীয়টির লাল-সবুজে রাঙা হল সময়টা ....
ভালো থাকবেন।
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:২৯
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ প্রিয় বোকামন,
আমার কবিতায় এসব ভালোবাসাবাসি খুব প্রেরণার উৎস!!
শুভকামনা।।
১৩| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর তিনটি কবিতায় ৮ম ভাললাগা রইলো কবি।
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৩১
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানালাম।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
১৪| ১১ ই মে, ২০১৩ রাত ৮:১৯
স্বপনবাজ বলেছেন:
এ দূরত্বে পা ফেলে আবারও গতি ফিরে পাবো জানি
মেঘলা মনস্তাপ পিঠে বেঁধে কমলা শাড়ীর যৌবন রুখি চলো
+++
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৩২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ স্বপনবাজ।
শুভকামনা একরাশ............
১৫| ১১ ই মে, ২০১৩ রাত ১০:০৭
একজন আরমান বলেছেন:
তিন নম্বরটা বেশি ভালো লেগেছে।
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৩
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ আরমান ভাই।
ভালো থাকুন সবসময়।
১৬| ১২ ই মে, ২০১৩ রাত ১২:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক গুলো লাইক দিতে পারলে ভাল হত।
১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেকগুলো ধন্যবাদ দিলাম কান্ডারী ভাই!!!!
কেমন আছেন?
শুভকামনা রইল....................
১৭| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৩
আমিনুর রহমান বলেছেন:
সবগুলোই সুন্দর হয়েছে।
মৃত্যুরা আজ আকাশগামী
নক্ষত্র বিরূপপ্রাণ।।
১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ জেসন ভাই।
আসলেই মৃত্যুরা আজ আকাশগামী
নক্ষত্র বিরূপপ্রাণ।।
ভালো থাকুন সবসময়।
১৮| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৫৮
অপর্ণা মম্ময় বলেছেন: গুচ্ছ কবিতা ১ বেশী ভালো লাগলো।
কয়েকটা বানান ভুল আছে - কর্পোরেট, দুয়ার। আর কয়েকটা নিয়ে আমি কনফিউজড।
তবে
সবুজনীলের পূর্ণযৌবনেও ক্ষুধা চাপেনা পান্ডুর পাতলুনে > চাপে না
আশায় থাকি দেশবিদেশের মেঘ রঙকানা হবেনা কখনও > হবে না
হলে ভালো হয় ক্রিয়ার ব্যবহার। যেরকম করে উপরে অন্য লাইনে ব্যবহার করেছেন -
ফোটাবে না দেশপ্রেমের গান।
অনেকদিন পর পোস্ট দিলেন। শুভ কামনা রইল
১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৮
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে অপর্ণা।
বানান ঠিক করে দিলাম।
কিছু বানানের ব্যাপারে আমি কনফিউজড থাকিই।
আপনার কবিতা পড়ে খুব মুগ্ধ হলাম!!
আসলে ব্যস্ততা বেশ ভোগাচ্ছে তাই সময় অসময় ব্লগিং করা হয়ে উঠেনা তেমন।
ভালো থাকুন সবসময়............
১৯| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:০২
এরিস বলেছেন: উইথ সামওয়ান, সামহোয়্যার নিয়ে কেউ একটা কবিতা লিখবেন বলেছিলেন। তার ব্লগে চোখ রাখতে রাখতে চশমার পাওয়ার চেঞ্জ হয়ে গেলো। তবু কবিতার দেখা নাই।
১৬ ই মে, ২০১৩ রাত ৯:৩৩
সোনালী ডানার চিল বলেছেন:
Click This Link
কৃতজ্ঞতা।।
২০| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৪
ভিয়েনাস বলেছেন: মুনিয়ার সরোদ রোদে পুড়ে কালো হোক
রাতে ঢাকা হাউজিংএর সব আলো হবে চুরি
বিনম্র ভালোবাসা তখন চুইয়ে নামবে
হারানো প্রেমে, পুরানো ফ্রেমে; আহা!
চমৎকার ২টা কবিতা পড়লাম ব্রো।
ভালো লাগলো অনেক
২১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ ব্রো।
আপনার আন্তরিক কমেন্ট মিস্ করেছিলাম
শুভসকাল........
২১| ২০ শে মে, ২০২০ সকাল ১১:২৫
ইসিয়াক বলেছেন: কি বলবো?
ছোট করে বলি, অনবদ্য
শুভকামনা প্রিয় কবি।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৩ ভোর ৫:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো+