নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

এই নিয়তি প্রাপ্তির দূরতম আকাশ

১৬ ই মে, ২০১৩ রাত ৯:৩০





নিরালায় তোমার বিবিধ মুখ, আমি এঁকেছি জলছবির

নাড়াউঠা মাঠে ঘাসঘাস মৌফুলের বিস্তৃর্ণ জুথিকায়

সুখ পাই, চোখ বন্ধ করে সে উষ্ণতা নিই, নারকেল তেলের সাথে

শরীর তোমার কখনও দম বন্ধ করে দেয় আমার,

এসব সুরভী যেন অন্য পৃথিবীর সুঘ্রান।



যখন কাছে ছিলাম, একাঁধে কিছুটা তোমার মত রুপসীর মুখ ঘেষে

চিবুকের নরম পিরামিড থিতিয়ে হয়ত পরবর্তি নোনাজলের অপেক্ষায়

খুব ঘন হওয়া একটি ছায়াময়তা নিবিড় কোলাহলে চোখ বুজে নিত শ্বাস

সব পেয়েছির উচ্ছ্বাসে তখন দূর্বাঘাসের বাড়ান্ত শির চকচক করত

বেয়ানটের মত।



মাঝারি মাপের এক গোলাপের অংশগ্রহণে, কবিতার নোলোক আর

সুরেলা আড়বাশিঁর পদ্যপাতা মোটাদাগের সন্ধ্যাকালীন সংকেত

দিত শুধু যেন আমরা একটু সরে গোধুলীর অস্তগামী সূর্যকে আরও

একটু ফুরসত দেই;

সহজ এ বাঘবন্ধি খেলায় বুদবুদ আর মোহের পঙ্কিল ছোপ কখন যে

দোআঁশলা প্রেমিকের মত

এভাবেই ডুবে যাওয়া আলোয় তোমাকেও সাথে নেবে ভাবিনি কখনও।



সেই যবে থেকে রাতের পরে তারার পরে ঊষার কাকলী

শীতল মায়ায় কোকিল চোখে ব্যাথার আকুলী, ভালোবাসাহীনতায়!



এখনও বিস্তৃর্ণ কোনো মাঠের পরে আমার অবাধ্য চোখের

গৃহকোণ জলদ গাম্ভীর্যে সেই অপুষ্ট কলাবতীরে মনে করে

আমি চাইনি যার বৈষায়িক মুখ আমার ভাবনায় আসুক

তবুও হায় ভালোবাসা অশিষ্ট এ হৃদয়ে তেলজলে, স্হির ছবিটির মত

সায়ান্হে প্রাণ পায়, মধুরতম বিষাদে নিমজ্জিত থাকে, যেন

এই নিয়তি প্রাপ্তির দূরতম আকাশ।।







ফুটনোট: প্রিয় ব্লগার এরিসের 'উইথ সামওয়ান, সামহোয়ার' ছবিটি অবলম্বনে, মূল ছবিটি ব্যবহার করলাম। কৃতজ্ঞতা।

মন্তব্য ৪৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
প্রথম প্লাস।।

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় কবি।
আপনার আর কবি আলাদিনের আড্ডায় খুব হিংসে রাখলাম :-B

২| ১৭ ই মে, ২০১৩ রাত ১:৪৩

একজন আরমান বলেছেন:
আমি শব্দ চয়ন দেখে মুগ্ধ না হয়ে পারলাম না।

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় সম্পাদক!!

শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়...........

৩| ১৭ ই মে, ২০১৩ রাত ২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:
৩য় ভাললাগা।

++++

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ শোভন ভাইয়া।

আপনার জন্য নিরন্তর শুভকামনা।
শুভসকাল........

৪| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিছুটা এলোমেলো ----

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
কমেন্টের ধন্যবাদ মাসুম ভাই।
শুভকামনা রইল।

৫| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

মাঝারি মাপের এক গোলাপের অংশগ্রহণে, কবিতার নোলোক আর
সুরেলা আড়বাশিঁর পদ্যপাতা মোটাদাগের সন্ধ্যাকালীন সংকেত
দিত শুধু যেন আমরা একটু সরে গোধুলীর অস্তগামী সূর্যকে আরও
একটু ফুরসত দেই;


তবে তাই হোক একটু ফুরসত দেই।

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:

আর সেই ফুরসতে আমাদের সব চুরি যাক 8-|

মন্তব্যে কৃতজ্ঞতা কান্ডারী ভাই।
ভালো থাকুন সবসময়, শুভসকাল!!

৬| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:২৬

এরিস বলেছেন: এভাবেই ডুবে যাওয়া আলোয় তোমাকেও সাথে নেবে ভাবিনি কখনও। এতো সুন্দর করে ভাবা যায়, সেটাই ভাবতে পারিনি কখনো। মুগ্ধতা...! আর কিছুই বলার নেই। (সুপ্রিয় সোনালী ডানার , কবিতার সাথে ছবিটি দেয়ার আগ্রহ জানতে পারলে আমি মুল ছবিটি আগেই দিয়ে দিতাম। ক্ষমাপ্রার্থী)

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
ছবিটি ব্যবহার করতে দেবার জন্য কৃতজ্ঞতা আর কমেন্টের জন্য
খুব ধন্যবাদ!!

ভালো থাকুন, নিরাপদে থাকুন; শুভসকাল.............

৭| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৫

বোকামন বলেছেন:



কবিতা তেলজলের পেইটিং হয়ে গেল !!!!
মুগ্ধ পাঠ ....

ভালো থাকুন ভাই আমার ....

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় বোকামন

আপনার এই কমেন্টই আমার ছবির পেইন্ট!!
চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

শুভসকাল।।

৮| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৪

সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা।
বিস্তৃর্ণ বৈষায়িক সায়ান্হে এই টাইপো কয়টা দেখে নিয়েন। :)

১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে সায়েম।
আবারো চেক করবো :-B

শুভসকাল।

৯| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হিংসা ভালো না :)
দেশে আসুন, তখন নিশ্চয় আড্ডা হবে।
বেকার-সকার যাই থাকি, সময় বের হবেই।

২১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:

কবিতার ভালোবাসা সংক্রমিত হোক মননশীল সকল হৃদয়ে!!

শুভকামনা কবি!!!

১০| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:২৭

shfikul বলেছেন: অনেক ভালো লেগেছে।

২১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সবসময়..............

১১| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৫

একজন আরমান বলেছেন:
সম্পাদক !
হা হা হা।
ভাই সম্পাদক বলে লজ্জা দিবেন না। শুধু নিজের ভালো লাগাগুলোই তুলে ধরার চেষ্টা করি, কিন্তু এর মানে এই নয় যে সব সেরা লেখাগুলোই ওখানে ফুটে ওঠে। দুজন মানুষের পক্ষে সব ভালো লেখা খুঁজে পাওয়া দুস্কর।

২১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
তবুও এ উপলক্ষ্য আমাদের উদ্দীপ্ত করছে নিশ্চয়!!

কান্ডারী ভাই আর আপনাকে খুব কৃতজ্ঞতা...............

১২| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৯

নুসরাতসুলতানা বলেছেন: কবিতায় ভাললাগা রইল।

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:০০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নুসরাত।
শুভকামনা রইল...........

১৩| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতাটি।

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:০১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ হাসান ভাই।

শুভসকাল...............

১৪| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪১

ভিয়েনাস বলেছেন: সেই যবে থেকে রাতের পরে তারার পরে ঊষার কাকলী
শীতল মায়ায় কোকিল চোখে ব্যাথার আকুলী, ভালোবাসাহীনতায়! ...

চমৎকার সব শব্দ উপমায় মিশ্রিত অসাধারন কবিতা।

ভালো লাগলো ব্রো

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:০২

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিয়েনাস।
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম।

খুব ভালো থাকুন।

১৫| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:১৭

স্বপনবাজ বলেছেন: চমৎকার কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ!

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
মেনি থ্যাংকস্ স্বপনবাজ ব্রো!!

শুভকামনা আনলিমিটেড..................

১৬| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৪৬

মেহেরুন বলেছেন: Click This Link

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ ফর লিংক, কিন্তু কবিতা কেমন লাগলো জানালেন না B:-)

শুভকামনা রইল।।

১৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১:৪৯

নস্টালজিক বলেছেন: দোআঁশলা প্রেমিকের মত
এভাবেই ডুবে যাওয়া আলোয় তোমাকেও সাথে নেবে ভাবিনি কখনও।



ভালো লাগসে! কবিতার নামটা চমৎকার!

শুভেচ্ছা, সোনালী ডানার চিল!

২৪ শে মে, ২০১৩ রাত ৯:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক দিন পর আপনার কমেন্ট দেখে ভাল লাগলো।

শুভকামনা রইল, ভাল থাকুন!!

১৮| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৫৮

রাইসুল নয়ন বলেছেন: প্রিয়তে নিলাম !

শব্দের এমন মাতাল সম্ভার বোধ করি বহুকাল পরে চোখে পড়লো ।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
খুব কৃতজ্ঞতা নয়ন ভাই।

আপনাকে আমার কবিতায় নিয়মিত আশা করছি।
শুভসকাল.........

১৯| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রইলো লেখায়,,,,,,,,,ভাল থাকবেন

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়.....................

২০| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:১১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: দুর্দান্ত কবি ।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ কবি।
খুব ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন সবসময়।।

২১| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:১৮

আরজু পনি বলেছেন:

কবিতা পড়তে পড়তে ভাবতে বসছিলাম।

+++++++++++++ ।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
পাঠকের যদি এতটুকুও ভাবনার কারণ হয় কবিতা তা হলে শরীর খুঁজে পায়!!
অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়।

২২| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৫০

শ্রাবণ জল বলেছেন: ছবিটা এত সুন্দর একটা কবিতা হয়ে গেল!!

বেশ ভাল লেগেছে।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
এরিসের ছবিটি খুব সুন্দর ছিল।

আপনাকে অনেক ধন্যবাদ আর ফুল সামারের শুভেচ্ছা :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.