নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

পরিত্যক্ত কবিতায় বেফাস মধ্যাহ্নসূর্য্য

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৫





পরিত্যক্ত সব শব্দ তুলে নিলাম ওভারকোটের পকেটে

বিবেকটাকে সারাটা দিন ছুটি দিয়েছি আজ

নষ্ট হাওয়া বইছে এসময়

নিমের পাতাও পচাঁগলা শবের ভূতুম, যেন কিছু কাম;

পুরোটা ক্রোধ আর তা'কে রাখা কানুনের মধ্যকার এক অসমাপ্ত বাহাস।



অনেক শব্দ লজ্জায় অদৃশ্য, কেউ কেউ বা বেহুস

লজ্জাবতী পাতা তোমাকে দেখাবো কোনোদিন, দেখো

তৃষা কতটা প্রবল বলে তার পত্রপল্লব এতটা সংবেদনশীল!



মেরুভাল্লুকে কোটের একটা বোতাম চিবুচ্ছে কিছুটা তফাতে

আমার উষ্ণতায় বয়ে গেলো বাতাস জমাট, আলাপে মাতানো

শ্বাপদকলম বটফল খাবে; ক্রোধের দোয়াতে ছলকানো কষ!



কোথায় পাবো সে গ্রীষ্মমন্ডলের ছোটফল!

তোমাকে আঙুর দিই খানিক!!

সবুজ সবুজ অবুঝ হয়ো না, আমি সবঋতু একাকার করার আশায়

এই শীতে শরীর প্রক্ষালণ করেছি দেখো;



নবমীর চাঁদ স্পষ্ট অতুল

বেড়ে উঠা শাকপাতা, যা কষ্ট করে আমার ভগিনী খায়

সেখানেই কাম রেখে আমি দৌড়ুই নিশ্চিত পূবে

প্রথাগত সূর্য্য উঠা পুনরায় দেখবো বলে।।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০২

বোকামন বলেছেন:





মন্তব্য নিষ্প্রয়োজন।
প্রিয় সোনালী ডানার চিল,
বুক পকেটে আমার ভালোলাগা তুলে রাখবেন।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল বোকামন।
আপনার ভালোলাগা ছড়িয়ে রাখলাম সব পকেটে, দেরাজে, চিলিকোঠায়;
কবিতারা যেখানে বসে ঝিমায় কখনও কখনও

ভালো থাকুন সবসময়............

২| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

পরিত্যক্ত সব শব্দ তুলে নিলাম ওভারকোটের পকেটে
বিবেকটাকে সারাটা দিন ছুটি দিয়েছি আজ
নষ্ট হাওয়া বইছে এসময়

যে কবিতার শুরুটাই এমন দুর্দান্ত সে কবিতার বাকিটা যে আরও দুর্দান্ত সেটা আর বলার অপেক্ষা রাখছেনা।

অসম্ভব ভাল লাগা রইল আপনার জন্য।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কান্ডারী ভাই!!

কবিতা যে আপনার ভালো লেগেছে সেই সুখটুকু উপসম বলে নিলাম!!!

অপূর্ণ আর আপনাকে রি-স্বাগতম :-B

৩| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সেলিম আনোয়ার বলেছেন: বরাবরের মতই চমৎকার হয়েছে। ভাল লাগা রেখে গেলাম ।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভকামনা রইল.............

৪| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: শেষ লাইনটা খুব সুন্দর ।
ভগিনী, প্রক্ষালন এর সহজ শব্দ গুলো ব্যবহার করে দেখতে পারেন ।

শুভ সন্ধ্যা

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়...............
শুভসকাল......

৫| ২৮ শে মে, ২০১৩ রাত ৮:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: নবমীর চাঁদ স্পষ্ট অতুল
বেড়ে উঠা শাকপাতা, যা কষ্ট করে আমার ভগিনী খায়
সেখানেই কাম রেখে আমি দৌড়ুই নিশ্চিত পূবে
প্রথাগত সূর্য্য উঠা পুনরায় দেখবো বলে।।
++++++ ! শেষের লাইন কটায় মুগ্ধ কবি !

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ অভি ভাইয়া!

শুভসকাল।।

৬| ২৮ শে মে, ২০১৩ রাত ৮:৪৭

হাসান মাহবুব বলেছেন: কিছু এ্যাবসার্ড উপমায় সৌন্দর্যচিন্তন এবং অভিযান। বেশ ভালো লাগলো।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ হাসান ভাই।
ভালো থাকুন সবসময়।

৭| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:৫৭

মামুন রশিদ বলেছেন: কবিতায় ভালোলাগা+

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।

৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
খুব ভালো লাগলো।

কবি, কয়দিন যাবত নিখোজ কেন?

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ কবি।

ব্যস্ততা এখনও চলছে।

শুভকামনা রইল................

৯| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৪১

এরিস বলেছেন: ফেসবুকে পড়েছিলাম। আবার ভালোলাগা জানিয়ে গেলাম। অনেক শব্দ লজ্জায় অদৃশ্য, কেউ কেউ বা বেহুস
লজ্জাবতী পাতা তোমাকে দেখাবো কোনোদিন, দেখো
তৃষা কতটা প্রবল বলে তার পত্রপল্লব এতটা সংবেদনশীল!
অসাধারণ কিছু কথা। এমন করে কিভাবে ভাবতে পারেন কবি?

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১০

সোনালী ডানার চিল বলেছেন:
খুব থ্যাংকস্ এরিস।
কবিতার ভাবনা প্রায়শঃ এড়াতে পারিনা, তাই মাঝে মাঝে ফিরতে হয়,
তাও কিছু সংবেদনশীল পাঠকের প্রীতিতে...............

শুভকামনা।।

১০| ২৯ শে মে, ২০১৩ রাত ১:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগছে

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১১

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই।

ভালো থাকুন।

১১| ২৯ শে মে, ২০১৩ ভোর ৬:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! ভালো তো। ম্যাটাফরগুলো ভালো লেগেছে। :)

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
মেনি থ্যাংকস্ ভাইয়া।
শুভকামনা রইল, ভালো থাকুন।

১২| ২৯ শে মে, ২০১৩ ভোর ৬:১৯

রোজেল০০৭ বলেছেন: পরিত্যক্ত সব শব্দ তুলে নিলাম ওভারকোটের পকেটে
বিবেকটাকে সারাটা দিন ছুটি দিয়েছি আজ
নষ্ট হাওয়া বইছে এসময়
নিমের পাতাও পচাঁগলা শবের ভূতুম, যেন কিছু কাম;
পুরোটা ক্রোধ আর তা'কে রাখা কানুনের মধ্যকার এক অসমাপ্ত বাহাস।

কবিতায় উষ্ণ ভালো লাগা।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার উষ্ণতা কবিতার প্রেরণা হয়ে থাকলো......

খুব ধন্যবাদ পাঠক।

১৩| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:১৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কোথায় পাবো সে গ্রীষ্মমন্ডলের ছোটফল!
তোমাকে আঙুর দিই খানিক!!
সবুজ সবুজ অবুঝ হয়ো না, আমি সবঋতু একাকার করার আশায়
এই শীতে শরীর প্রক্ষালণ করেছি দেখো !


টুপি বিয়োজন !

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল কবি!!

শুভকামনা জানালাম। থ্যাংকস্।

১৪| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৪

আরজু পনি বলেছেন:

তুমি... তুমি না থাকলে পৃথিবীটা হয়তো কাব্যহীন হয়ে যেত!

সুন্দর প্রকাশ।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

সোনালী ডানার চিল বলেছেন:

চমৎকার মন্তব্যের জন্য খুব ধন্যবাদ।

শুভকামনা একরাশ....................

১৫| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৩৪

আশিক মাসুম বলেছেন: কবি কবিতা , কিছু শব্দের অত্যাচার মস্তিস্কে
নিরন্তন এই আয়োজনের নীল সম্ভাবনা
অদৃশ্য ভালবাসায় অটুট থাকুক


ভাল লাগা জানিয়ে গেলাম কেবল।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় কবি।
কবিতার ভালোবাসা সংক্রমিত হোক সব হৃদয়ে...........

১৬| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:২৭

জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লেগেছে অনেক।
শুভ কামনা।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ জ্যোস্নার ফুল।

শুভকামনা রইল।।

১৭| ৩০ শে মে, ২০১৩ সকাল ৯:১৭

সোহাগ সকাল বলেছেন: কবিতায় ভালোলাগা জানানো ছাড়া বিশেষ কোনো মন্তব্য করতে পারিনা সাধারণত। অনেক ভালো লাগলো।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতায় স্বাগত সোহাগ সকাল।
এই ভালোলাগা জানানোটাই সবচে' বড় প্রতিউত্তর।

১৮| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৪৬

শ্রাবণ জল বলেছেন: লজ্জাবতী পাতা তোমাকে দেখাবো কোনোদিন, দেখো
তৃষা কতটা প্রবল বলে তার পত্রপল্লব এতটা সংবেদনশীল!


আপনার কবিতা পড়লাম অনেক দিন পর।

ভাল লাগল সবসময়ের মত।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

সোনালী ডানার চিল বলেছেন:

খুব ধন্যবাদ শ্রাবণ জল।
আপনার ভালোলেগেছে জেনে প্রীত হলাম।

শুভদুপুর...........

১৯| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৫

ইনকগনিটো বলেছেন: মুগ্ধ পাঠ!

কেমন আছেন?

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০

সোনালী ডানার চিল বলেছেন:
মেনি থ্যাংকস্ ইনকগনিটো।

বেশ ভালো আছি; আপনার খবর কি B-)

শুভকামনা রইল..............

২০| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৪

সায়েম মুন বলেছেন: সুন্দর। অনেক ভাললাগা।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সায়েম মুন।

ভালো থাকুন সবসময়, শুভকামনা.................

২১| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:০৯

ভিয়েনাস বলেছেন: সুন্দর একটা কবিতা দেরি হয়ে গেল পড়তে।

অনেক ভালো লাগলো চিল ব্রো :)

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভিয়েনাস।

আপনি মনে হয় বেশ ব্যস্ত!!

শুভকামনা রইল................

২২| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:২৭

ভিয়েনাস বলেছেন: খুব বেশি ব্যস্ত না ব্রো।

কিন্তু ব্লগে খুব কম আশা হচ্ছে :)

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:১০

সোনালী ডানার চিল বলেছেন:
আমিও সময়ের সাথে খুব যুদ্ধ করে ব্লগিং করি........
ধন্যবাদ ব্রো :-B

২৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭

আমিনুর রহমান বলেছেন:


অসাধারণ ও অনন্য +++

১৯ শে জুন, ২০১৩ রাত ৩:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্‌ জেসন ভাই।
ভালো থাকুন সবসময়.........

২৪| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার কবিতায় ১৪তম ভাললাগা।

+++

০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ শোভন ভাই।
শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.