নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

দানবের মানব হওয়ার প্রেক্ষণে চাঁদ হঠাৎ দেখাদেখি

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৩







এমন একটা সময় থাকে যখন দানব ঘুমায় বুকে

নষ্ট বয়স অল্প সময় ছিন্ন মনের বন্ধ কপাট

জোরেসোরে টেনে আবার কথামালায় চোখটা ভেজায়

গোপন অন্তঃসারে, কেউ জানে না কবে কখন রাত্রি অভিসারে

প্রেমিকারই অভিমানে আমার হৃদয় মুক্ত করে

পরাজিত বয়স তখন পালায় চুপিসারে



দানব, ওহে দানব শোনো এইটা আমার সুপ্ত শরীর

বাঁধন আগল আশঁটে খোলস

সময় মনের গহীন কোনে অলস ঘুমে ব্যপ্ত মানুষ

যে কখনও শিশুও হয়, রাত্রি জেগে ঠিক পাহারায়

একটু ঘুমায়

আবার জাগে, তীরন্দাজের বাকল ছিড়ে দুরে পালায়

একা একা একটি দানব কি আর পারে

সবুজ মাঠে চোখ বুজে সে ঘুমিয়ে থাকে



তারপর তো সময় আসে মানুষ তখন ঘুমিয়ে থাকে সঙ্গোপনে

ক্লান্ত শরীর আর পারে না বইতে সে ভার

যা কিছু তার স্মৃতিসমেত সুখের দাহ

ঝাপসা চোখে পুড়তে থাকে ভোগের মোহ



দানব মানব আমার দেহ মুক্ত করো

খানিক সময় আমায় শুধু দাও অবসর

কতটা আকাশ কত যে নীলে শেষ ঠিকানা

চিনতে গিয়ে আর কখনও না যেন ঠকি

এ বয়সে কাঁদার মত বিলাসিতা

মেঘের উপর আসলে কি চাঁদ মারছে উঁকি!

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

দানব মানব আমার দেহ মুক্ত করো

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
প্রতিক্ষিত মুক্তি আর কতদুর!!

ধন্যবাদ কান্ডারী ভাই..................

২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১

বোকামন বলেছেন:






অলস ঘুমে ব্যপ্ত মানুষ ক্লান্ত শরীরে দানবীয় ঘুমে চুপিসারে যুদ্ধ করে যাচ্ছে !

পরাজিত বয়সে কবি যেন পরাজিত না হয়....... কামনা করি ......

সবুজ মাঠে সবুজ ভালোলাগা রেখে গেলাম :-)

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল, প্রিয় বোকামন

পরজিত নয় কবিরা, পরাজিত হয় না কখনও!!

চমৎকার কমেন্টের জন্য খুব ধন্যবাদ।

৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়............

৪| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে।।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৬

সোনালী ডানার চিল বলেছেন:

থ্যাংকস্ কবি।
শুভকামনা রইল.............

৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: দানব মুক্তি হোক ! কবিতায় অনেক ভালোলাগা !

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
প্রতিক্ষীত মুক্তির প্রত্যাশায়
হে স্বপ্নবাজ, স্বপ্ন বুনি চলুন.........

ধন্যবাদ।।

৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৫০

মামুন রশিদ বলেছেন: চমৎকার ।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সবসময়.............

৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর - পড়ে ভাল লাগছে

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১১

সোনালী ডানার চিল বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর................

৮| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, দীর্ঘদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগলো।
সব খবর ভালো তো!!

ভালো থাকুন সবসময়................

৯| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! সুন্দর লাগলো

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে অপর্ণা।
শুভকামনা রইল.............

১০| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: ছন্দটা অতি চমৎকার লাগলো।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল হাসান ভাই।
আপনার মন্তব্য সবসময়ই উৎসাহ নিয়ে আসে।
খুব ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়।।

১১| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৩০

নাছির84 বলেছেন: সুন্দর লিখেছেন।........‌‌‌‌‌‌'দানব মানব আমার দেহ মুক্ত করো
খানিক সময় আমায় শুধু দাও অবসর
কতটা আকাশ কত যে নীলে শেষ ঠিকানা
চিনতে গিয়ে আর কখনও না যেন ঠকি
এ বয়সে কাঁদার মত বিলাসিতা'....এই লাইনগুলোর ভেতরের অর্থ জানতে চাই ?
.......পোষ্টে ++++++++++++++++++++++

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
কখনও পাপ খুব সুস্বাদু মনে হয়, কখনও অপরিকল্পিত আবেগ ন্যায়-অন্যায়ের
সিমানা মানে না। আমার কবিতা সেই অদৃশ্য, অপরিকল্পিত আবেগ আর ভেতরকার
ফ্রাঙ্কেনস্টাইন এর কাছাকাছি সংলাপ।

খুব ধন্যবাদ নাছির ভাই, আমার কবিতায় আপনার নিয়মিত চলাচল আশা করছি!
শুভকামনা..............

১২| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:১৮

ভিয়েনাস বলেছেন: যা কিছু তার স্মৃতিসমেত সুখের দাহ
ঝাপসা চোখে পুড়তে থাকে ভোগের মোহ ....... প্রতিক্ষার কোন শেষ নেই ...

অনেক ভালো লাগা রইলো ব্রো :)

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ ভিয়েনাস ব্রো।
আমি খুব ব্যকুল হয়ে আপনার মন্তব্যের আশায় থাকি.............

ভালো থাকুন সবসময়।

১৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:

খুব ধন্যবাদ কবি।
আপনার ভালোলাগা আমার কবিতার প্ররণা।

শুভকামনা রইল।

১৪| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৮

এরিস বলেছেন: তীরন্দাজের বাকল ছিড়ে দুরে পালায়
একা একা একটি দানব কি আর পারে
সবুজ মাঠে চোখ বুজে সে ঘুমিয়ে থাকে।


খুব সুন্দর কবিতা।

প্রিয় সোনালী ডানার চিল, মুক্তি বলতে কি মুক্তি বুঝিয়েছেন?? খাঁটি মানুষ হওয়াটা কি মুক্তি? নাকি দেহ ছেড়ে আত্মার মুক্তি? প্রথমে মানুষ জন্মই মুক্তি মনে হয়েছিল। কিন্তু শেষের এই লাইনগুলোতে কতটা আকাশ কত যে নীলে শেষ ঠিকানা
চিনতে গিয়ে আর কখনও না যেন ঠকি
যেভাবে লিখেছেন, দ্বিধান্বিত হয়ে পড়লাম। দেহমুক্তি না হলে কি নীলের শেষ ঠিকানা চেনা সম্ভব??

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
আমি মুক্তি হিসেবে পরিশুদ্ধতা বলতে চেয়েছি।
আমাদের ব্যক্তিগত ক্ষরণ কখনও কখনও খুব হীনমন্য করে দেয়,
ভোগের সাথে যে অবশ্যক আত্মসমলোচনা আমাদের চুপ করিয়ে
দেয়, সেখান থেকে উদ্গত কিছু কিছু ভাবনা মাঝে মাঝে আমাদের
স্বীকারোক্তি করিয়ে ছাড়ে।

আপনি দয়া করে ১১ কমেন্টের প্রতিউত্তরটা দেখবেন!!


কবিতা আসলে আমার এক ধরনের স্বীকারোক্তি।
দানব মানব চিনেছি বলেই প্রথাগত মুক্তি খুব বিশ্বাস করি!!

খুব ধন্যবাদ প্রিয় এরিস, আপনার চমৎকার ছবিগুলোর মত
আপনিও সবসময় উল্লেখ্য থাকুন। শুভমধ্যাহ্ন।

১৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: কবিতার ভাষা আমি বরাবরই বুঝি কম, তবে এটুকু বুঝতে পেরেছি কথাগুলোতে মানুষের ভেতরের দানব থেকে মুক্তি পাওয়ার আকুতি রয়েছে । ভালোলাগা রেখে গেলাম ++++

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
একদম আমার কবিতার সারকথাটিই বল্লেন।
থ্যাংকস্ ভাইয়া।

ভালো থাকুন সবসময়।।

১৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৬

আমিনুর রহমান বলেছেন:


যতই অনুনয় বিনয় করে দানব থেকে মুক্তি নাই :P

অসাধারণ কবিতা +++

১৯ শে জুন, ২০১৩ রাত ৩:১৫

সোনালী ডানার চিল বলেছেন:

কিন্তু মুক্তি চাই.....
ধন্যবাদ ব্রো.......

১৭| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
খুব সুন্দর কবিতা।

প্রতিক্ষিত মুক্তি আসুক আলোর বেগে।

০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় শোভন।
ভালোলাগা রেখে গেলাম.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.