নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

প্রিয় শহর ভালো থেকো তুমি

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯





এই সব সময়েরা আমার সাথে ছিল

এই সব স্বপ্নরা আমার সাথে ছিল, একদা

এই শহরের গলীপথের ধুলো; আহা

আমারও বাটা সান্ডেল ছিল কখনও



বৃষ্টি ছিল আকাশ সমান

কষ্ট ছিল তোমার ঐশ্বর্ষের পাশে কেমন মলিন বলে যেন

তবুও সেই বৃষ্টিতে ভেজা নিয়তির মত অবশ্যম্ভাবী ছিল তখন

যখন ভালোবাসা দু'জনের মাঝে এসে দাঁড়ালো



সে সময় বয়স ছিল আমার সাথে

ক্ষুধার সমান ক্ষোভ নিয়ে দু'হাতের তালুতে বাদাম ভাঙতাম

ফটাস করে

তখন শহরটায় একরকমই ক্লান্ত মনে হতো, যেন

এই নাগরিক প্রেমের ছোঁয়াছে বাতুলতা তাকে খুব কাহিল করেছিল

পার্কে কিংবা বাসষ্টপিজের আড়ালে



বৃষ্টি আর স্বপ্নের খেলা আমি দেখেছিলাম পানি জমে থাকা

২৭ নং এর মোড়ে, সারাদিন স্বাদ তেহারীর আটোসাটো টেবিলে

অথবা চারুকলার পাতার বিরিয়ানীর শনশন খশমশায়

দুঃখ ছিল সবুজ খুব

চাপচাপ সে ব্যথা আর দেখেনি কেউ

এই শহরেই হেটেছিলাম, ক্ষোভ আর কাব্য রেখে

৫৫৫ র আগুন অন্ততঃ দু'বার পুড়িয়ে পাড়ি দিতাম

মধুবাজার থেকে পলাশী



আপেক্ষ ছিল খুব, হে প্রিয় নগরী

চকচকে অভিজ্ঞান আর সুরম্য খাদ্যবিতানের ঘোর মগে

কফি আর লাল চা'র পার্থক্য বুঝে নেবার

ভালোবাসার জন্যে কত কি ই না করেছি

মলচত্বরের রেলিংটার নিশ্চয় মনে আছে সে কথা

শত্রু আর বন্ধুর সহজাত পরিধী যখন ডাংগুলি খেলতো

মেরুন টি-শার্টে





শহর তুমি শুনে রাখো ভূলিনি আমি কিছুই

শরীর এখন ক্ষুধার চেয়ে স্মৃতিকাতর খুবই

সেই প্রেমিকা এখনও তো সঙ্গে আমার

সুখের সময় হঠাৎ করে আলোয় যাবার

আর তো নেই তাড়াহুড়ো আর করি না ক্লেশ

হাঁটতে থাকা আগুন এখন অন্ধকারেই শেষ

তবুও কেন রাতদুপুরে মনটা কাঁদে চুপিসারে

ঐ শহরে তবে কি হায় আমার অবশেষে

আত্মাখানি বন্ধী আছে এত সময় ধরে!

চাইছি ওগো প্রিয় শহর চাইছে এ অক্ষম

হৃদয় দিয়ে করছি যে এই সহজ পরীক্ষণ

সময়গুলো প্যাকেট ভরে

রেখো যেন তাজা থাকে

কখনও আর না ফুরায়

এ অবাক সন্ধিক্ষণ

প্রিয় শহর ভালো থেকো তুমি সর্বক্ষণ।





ফুটনোটঃ প্রিয় ব্লগার কান্ডারী অথর্ব-র The Dirty Dhaka – 01 পোষ্টটি দেখে

হঠাৎ আমারও কিছু মনে এসে গেলো, তবে তা Dirty নয় কখনও :-B

কবিতাটা তাকেই উৎসর্গ করা, কৃতজ্ঞতা কান্ডারী ভাই!

প্রথমে ভেবেছিলাম গদ্য লিখবো কিন্তু দুঃখিত কবিতা হয়ে গেলো :(

মন্তব্য ৪৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

বোকামন বলেছেন:





দুঃখিত কবিতায় সুখ খুঁজে পেলাম যে !!
প্যাকেট ভরে তাজা ভালোলাগা, প্রথম দিলুম :-)

প্রিয় সোনালী ডানার চিল
ভালো থাকুন ভাই .........

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনুমান করছি আপনার অনুভূতিটাও অনেকটা কবিতা ছুঁয়ে গিয়েছে!!

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
দেখা হবে নিশ্চয় কখনও..............

২| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

পরের পর্বে এই কবিতাটি ব্যবহার করব।

শহর তুমি শুনে রাখো ভূলিনি আমি কিছুই
শরীর এখন ক্ষুধার চেয়ে স্মৃতিকাতর খুবই
সেই প্রেমিকা এখনও তো সঙ্গে আমার
সুখের সময় হঠাৎ করে আলোয় যাবার



প্রিয় শহর ভালো থেকো তুমি সর্বক্ষণ।

পোস্টের শেষ লাইন হিসিবে দারুন হবে আমার পোস্টের জন্য।

ভাই কৃতজ্ঞতা প্রকাশ করতে কি করতে হয় জানা নেই তবে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকলাম।


কবিতায় ++++++++ না দিয়ে উপায় কি বলুন।

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার পোষ্টে আমার মন্তব্যের প্রতিউত্তর দেখেই ঝাপসা
চোখে এ কবিতা লেখা। প্রিয় শহর মাঝে মাঝে ভোগায়
খুব!!

শুভকামনা কান্ডারী ভাই।

৩| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হে শহর তুমি ভালো থেকো সারাক্ষন।


দারুন, কবি।

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, এই মন্তব্যই কাব্যের খাদ্য!!

প্রিয় শহরের জন্য মন কাঁদে খুব :(

শুভকামনা রইল।

৪| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সপ্নাতুর আহসান বলেছেন: খুবই ভাল লিখেছেন। কিছু টাইপিং মিস্টেক আছে, ঠিক করে দিয়েন। সুন্দর কবিতায় এসব থাকতে নেই।

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ ভাইয়া।
অনেক বানান ভুলে গিয়েছি, তবুও দেখবো ভালো করে।

চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৫| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি জীবনানন্দের কবিতা পছন্দ করি, আপনার নিকটা তাই ভালো লাগে। এবারে পোস্টটাও ভালো লাগল।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
ওয়েলকাম প্রোফেসর!

অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্যে।
শুভকামনা রইল..........

৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! এই শহরের পথঘাট আপনার মত আমাকেও জ্বালাবে ! প্রিয় ঢাকা ! কবিতায় +++ কবি !

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয়তায় সবচেয়ে বেশী পোড়ায়।
শহর ছেড়ে অন্য কোথাও কি উধাও হচ্ছেন!!!

শুভকামনা রইল।

৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

কোন এক অজানা টানে এত সমস্যা থাকার পরেও শহরটাকে বড় আপন লাগে।


কবিতাই ভাললাগা বরাবরের মত।


++++

শুভ কামনা রইলো কবি।

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ শোভন।

ভালো থাকুন সবসময়।।

৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো +

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ কবি।
শুভকামনা রইল।।

৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতাটা খুব সুন্দর লেগেছে ভাইয়া ! খুব সুন্দর !

ফটাস করে হাতের তালুতে বাদাম ভাঙা , বাটা স্যান্ডেল , স্বাদ এর বিরিয়ানি , চারুকলার পাতার বিরিয়ানী, মধুবাজার থেকে পলাশী ইত্যাদি সব কিছুতেই প্রিয় নগরীর অলি গলি থেকে শুরু করে প্রতিটা ব্যাপারের জন্যও যেন ভালোবাসায় মাখা এই কবিতাটা !

শুভকামনা রইলো আপনার জন্য।

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই মনটা মাঝে মাঝে হু হু করে উঠে!!
স্মৃতির শহর খুব কাঁদায়..............

ধন্যবাদ আপনাকে। খুব ভালো থাকুন।।

১০| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৩

এরিস বলেছেন: সেই প্রেমিকা এখনও তো সঙ্গে আমার
সুখের সময় হঠাৎ করে আলোয় যাবার
আর তো নেই তাড়াহুড়ো আর করি না ক্লেশ
হাঁটতে থাকা আগুন এখন অন্ধকারেই শেষ
তবুও কেন রাতদুপুরে মনটা কাঁদে চুপিসারে
ঐ শহরে তবে কি হায় আমার অবশেষে
আত্মাখানি বন্ধী আছে এত সময় ধরে!


খুব সুন্দর একটা কবিতা। প্রতিটি একক পঙক্তিতে শহরের জন্যে ভালোবাসা খুঁজে পেয়েছি। আপনাদের ব্যস্ত শহর দেখার সুযোগ আমার হয়নি। আপনার কবিতা আমার মনেও ভালোলাগা তৈরি করে দিয়েছে। :) আপনার অন্য কবিতাগুলোর চেয়ে সহজভাবে লেখা এটা, তবু অনেক বেশী ছুঁয়ে গেলো।

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০০

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ প্রিয় এরিস।

ঢাকা শহরের স্মৃতিময় ব্যঞ্জনা কবিতায়, গল্পে
হৃদয়ের আকুতিতে যেভাবে এসে যায়, তা একান্ত নিজস্ব;

আপনাকে আমাদের শহরে আমন্ত্রণ;
আর প্রত্যাশা ঢাকা কে নিয়ে চমৎকার একটি গল্পের.............

শুভকামনা।।

১১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয় শহর ভালো থেকো তুমি সর্বক্ষণ


++++

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আপনাকে মাসুম।
ভালো থাকুন সবসময়..........

১২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৩

মামুন রশিদ বলেছেন: ভিন্ন স্বাদের কবিতায় অনেক অনেক ভালোলাগা ++++

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়।

১৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৮

মনিরা সুলতানা বলেছেন: মনে পরে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর ...
তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর ...

কবিতার প্রতিটি কোনায় আমার নিজেকে দেখতে পাচ্ছি ।।
প্রিয় শহর তোমাকে ভালবাসি , ভাল থেক সর্বক্ষণ ।। :)

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ ।

শুভকামনা রইল।

১৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৫

খেয়া ঘাট বলেছেন: শহর তুমি শুনে রাখো ভূলিনি আমি কিছুই
শরীর এখন ক্ষুধার চেয়ে স্মৃতিকাতর খুবই
সেই প্রেমিকা এখনও তো সঙ্গে আমার
সুখের সময় হঠাৎ করে আলোয় যাবার
আর তো নেই তাড়াহুড়ো আর করি না ক্লেশ
হাঁটতে থাকা আগুন এখন অন্ধকারেই শেষ
তবুও কেন রাতদুপুরে মনটা কাঁদে চুপিসারে
ঐ শহরে তবে কি হায় আমার অবশেষে
আত্মাখানি বন্ধী আছে এত সময় ধরে!
চাইছি ওগো প্রিয় শহর চাইছে এ সক্ষম
হৃদয় দিয়ে করছি যে এই সহজ পরীক্ষণ
সময়গুলো প্যাকেট ভরে
রেখো যেন তাজা থাকে
কখনও আর না ফুরায়
এ অবাক সন্ধিক্ষণ
প্রিয় শহর ভালো থেকো তুমি সর্বক্ষণ। - এই লাইনগুলো খুব খুব খুব ভালো লেগেছে। +++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস দিলাম।

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়।

১৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো।

++++++++++++++

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে বর্ষণ ।

শুভকামনা রইল।

১৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৬

সমানুপাতিক বলেছেন: ভাল লাগা থাকলো কবিতায় ।

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়।

১৭| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৩২

একজন আরমান বলেছেন:
প্রিয় শহরের স্মৃতিচারণ কাব্য ভালো লাগলো কবি।

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে আরমান ।
শুভকামনা রইল।

১৮| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই.

শুভ সকাল

১৯| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:২৮

সায়েম মুন বলেছেন: বেশ লাগলো।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মুন

শুভ কামনা রইল

২০| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:০২

শ্রাবণ জল বলেছেন: অনেকদিন পর একটু নিয়মিত হয়ে পছন্দের ব্লগারদের ঘরে উঁকি দিয়ে দেখি, অনেকেই তাদের নিজস্ব স্টাইলে একটু পরিবর্তন এনেছেন।

ভাল লেগেছে কবিতা।

প্রিয় শহর ভালো থেকো তুমি..।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ শ্রাবণ
দেরিতে উত্তর এর জন্য দুঃখিত

ভালো থাকুন সবসময়

২১| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪০

রাইসুল নয়ন বলেছেন: এই পোড়া শহরের ইট কাঠের ভাজে কতো যুবকের স্মৃতি কজন তার খবর রাখে!!
হায়রে শহর!!

আমিও বেশ কিছুদিন আগে শহর নিয়ে অকবিতার মতো লিখেছিলাম একটা,কেনই যেন পোস্ট করিনি আপনার কবিতা পড়ে লোভ লাগছে বেঁচে থাকলে পরের পোস্টে অকবিতাটা প্রকাশ করবো।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার কবিতাটি কি অলরেডি পোষ্ট করেছেন!

ধন্যবাদ রাইসুল

২২| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৬

মায়াবী ছায়া বলেছেন: বাহ্ .... সুন্দর লিখেছেন ।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ ছায়া

ভালো থাকুন সবসময়

২৩| ২০ শে জুন, ২০১৩ ভোর ৪:২৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শহর তুমি জেগে থাক...... শুভ কামনা...

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

সোনালী ডানার চিল বলেছেন:
শহর জেগে থাকে
শহর ঘুমায় না
আমরা ঘুমিয়ে পড়ি

থ্যাংকস্ বন্ধু!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.