নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
১।
তখনও ফুরোইনি ঠমক গোধূলীর
চকমকে পাথরের বিলুপ্ত শ্বাসে, প্রতিদিন
অন্যআকাশের ওজনস্তরের ফুটু দিয়ে যে বাতাস
গড়ায়, সেখানে শুনশান নিরাবতা ছিল তখন
যখন তামার মুদ্রা সহ তোমার গচ্ছিত সব উপহার
হয়ে গেলো স্বর্ণবর্তূল, বোটা সমেত।
২।
আমি বৃত্তে নেই
আঁচল উড়ানো সন্ধ্যায়
লালভ ধূলোয় বাঁধা
ভালোবাসায়
আমি সুখেও নেই
অবুঝ তোমার খোঁপায়
রুপোর কাঁটায় বিঁধা
পথ জুড়ে শুধু মহুয়ার মধু মাখা
আমার মনের পরে মন নেই যেন
ধূপছায়া কোনো মায়াবীনি ফাঁস
সর্বনাশের কঠিন শ্রান্তি
তোমারই পূর্বাভাস
জল কাঁদা মাটি
ছলছল চোখ
পুরানো আগুন
জ্বলবে জ্বলুক এই দারুন বর্ষায়
এই মায়াবিলে
কাঁপানো ভালোবাসায়
তোমার কপোলে সূর্য ফোটে
অবাধ্য অহমিকায়।
৩।
বিপরীত প্রেমে মানবী ঘুমায়
সব দুঃখ রেখে সবুজ কৌটায়
ভ্রমরের মত, তারও উত্তাপ কখনও
পৌছেনা আমার বুকে, লোমশ বেড়া পেরিয়ে
তবুও দেখো প্রথাগত ভালোবাসা, ঠিকঠিকই
পৌছে যায় যত দূরে থাকুক হৃদয়, লৌহপেটিকায়।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।
২| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৩
মামুন রশিদ বলেছেন: দারুন ! তিনটি কবিতাই ।
+++
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।
৩| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার তিনটাই
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।
৪| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
সপ্নাতুর আহসান বলেছেন: খুব খুব খুব ভাল লেগেছে।
বিপরীত প্রেমে মানবী ঘুমায়
সব দুঃখ রেখে সবুজ কৌটায়
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।
৫| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত কবি ! ২ নম্বর টা বেশী ভালো লেগেছে !
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:০০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ ব্রো!
শুভকামনা রইল...................
৬| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:৪৪
সায়েম মুন বলেছেন: বেশ লাগলো। একদম মনছোঁয়া।
কিছু টাইপো আছে। দেখে নিয়েন। আমার চোখে লাগছে যে কয়টা....
ফুরোইনি> ফুরোয়নি বা ফুরায়নি
অন্যআকাশের> অন্য আকাশের
নিরাবতা>নীরবতা
মায়াবীনি> মায়াবিনী
দারুন> দারুণ
ঠিকঠিকই শব্দটা অপ্রচলিত লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:০২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ মুন ব্রো!
শুভকামনা একরাশ।
৭| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:০৫
রাইসুল নয়ন বলেছেন: কবি!!
দারুণ হয়েছে তিনটিই কিন্তু আমার শেষটা বেশী ভাললাগছে।
শুভকামনা রইলো।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে নয়ন।
শুভকামনা রইল...................
৮| ২৭ শে জুন, ২০১৩ রাত ১:২০
একজন আরমান বলেছেন:
শেষটা ছোট কিন্তু দারুন।
কতিপয় শব্দেরা কবির কলমের ছোঁয়ায় হয়ে ওঠে দুর্দান্ত।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ আরমান ব্রো!
ভালো থাকুন সবসময়।
৯| ২৭ শে জুন, ২০১৩ রাত ১:৪৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: বেশ লাগলো
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই।
ভালো থাকুন সবসময়।
১০| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: ৭ম ভালোলাগা ভ্রাতা ++++++++ অনেক সুন্দর
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ অপূর্ন!
আপনি দেশে নাকি? সবকিছু ঠিক আছে তো!!
১১| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধূপছায়া কোনো মায়াবীনি ফাঁস
সর্বনাশের কঠিন শ্রান্তি
তোমারই পূর্বাভাস
জল কাঁদা মাটি
ছলছল চোখ
পুরানো আগুন
জ্বলবে জ্বলুক এই দারুন বর্ষায়
এই মায়াবিলে
কাঁপানো ভালোবাসায়
তোমার কপোলে সূর্য ফোটে
অবাধ্য অহমিকায়।
চমৎকার +++++++++
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ কান্ডারী ভাই।
শুভদুপুর............
১২| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: কবিতাত্রয়ী ভালো লেগেছে।
তখনও ফুরোইনি নাকি ফুরোয়নি হবে?
ওজনস্তরের ফুটু -ফুঁটো
আরো কিছু টুকটাক ভুল আছে।
শুভদুপুর।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১১
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় ভুলেরা থেকেই যাচ্ছে!!
থ্যাংকস্ হাসান ভাই।
আমি চেক করে নিচ্ছি।
শুভকামনা..............
১৩| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি বৃত্তে নেই
আঁচল উড়ানো সন্ধ্যায়
লালভ ধূলোয় বাঁধা
ভালোবাসায়
আমি সুখেও নেই
অবুঝ তোমার খোঁপায়
রুপোর কাঁটায় বিঁধা
পথ জুড়ে শুধু মহুয়ার মধু মাখা
আমার মনের পরে মন নেই যেন
ধূপছায়া কোনো মায়াবীনি ফাঁস
সর্বনাশের কঠিন শ্রান্তি
তোমারই পূর্বাভাস
জল কাঁদা মাটি
ছলছল চোখ
পুরানো আগুন
জ্বলবে জ্বলুক এই দারুন বর্ষায়
এই মায়াবিলে
কাঁপানো ভালোবাসায়
তোমার কপোলে সূর্য ফোটে
অবাধ্য অহমিকায়।
অসাধারণ!!!
১০ম ভাললাগা প্রিয় চিল।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ প্রিয় শোভন (লালা)
ভালো থাকুন সবসময়।।
১৪| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাললাগা রেখে গেলাম!!
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।
১৫| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪১
শ্রাবণ জল বলেছেন: চমৎকার।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ শ্রাবণ।
শুভকামনা রইল...................
১৬| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩
মাক্স বলেছেন: চমৎকার।
ভালোলাগা জানিয়ে গেলাম!
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ মাক্স;
ভালো থাকুন সবসময়।
১৭| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৫:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ স্বর্ণা।
কেমন আছেন আপনি!!
১৮| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯
অপর্ণা মম্ময় বলেছেন: ৩ নাম্বারটা ভালো লেগেছে বেশী। এই লাইন দুইটা -
তবুও দেখো প্রথাগত ভালোবাসা, ঠিকঠিকই
পৌছে যায় যত দূরে থাকুক হৃদয়, লৌহপেটিকায়।
==== চমৎকার !!!
পৌছেনা > পৌঁছে না, পৌঁছে
লালভ ধূলোয় > লালাভ
নিরাবতা > নীরবতা
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:২১
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ আপনাকে অপর্ণা;
শুভকামনা রইল...............
(এডিট করে দিচ্ছি)
১৯| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: চমৎকার কবিতারা। তৃতীয়টা বেশি ভাল লাগল।
শুভেচ্ছা।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:২২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ সমুদ্র কন্যা।
আমার কবিতায় আপনাকে স্বাগত!!
শুভদুপুর..........
২০| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
আপনি ও দেখি আমার মত বানান ভুল করা পাবলিক
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ কবি।
আমরা সবাই না ঘুমোনোর দল!!
২১| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার কথামালায় সাজানো কাব্যে +++
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় পর্যাটক!!
ভালো থাকুন সবসময়..........
২২| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
৩নং বেশি ভালো লাগছে।
তবে কিছু টাইপো আছে। সাথে সাথে কিছু কিছু শব্দ একটু অন্যভাবে লেখা যেত মনে হচ্ছে।
১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভকামনা রইল..............
২৩| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২১
রোমেন রুমি বলেছেন: ভাল লাগল ।
১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইল..............
২৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩১
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগলো কবি:+++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!!
১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ প্রিয় কবি।
শুভদুপুর...........
২৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো!!!!!
১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ বর্ষণ, আমার কবিতায় স্বাগত!!
শুভকামনা রইল........
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'কতিপয় শব্দের ' চমৎকার কাব্য মাল্য । +++++++++++++++