নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

প্রতিউত্তর যখন কবিতা হয়ে উঠে (২)

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৬





১।

মনোবিকারের চুপচাপ ঢেউ

জানে না হয়ত কেউ, হঠাৎ

হৃদয়ে যে ভালবাসাময় টান

ছিঁড়ুক, অসময়ে হতাশার বান

কেউ মানুক বা দেখেও ফিরে যাক

বিষাদের ঘরে; খিল লাগিয়ে আনমনে

আমার স্বপ্নাভ সুখ এখন অন্যের

দরোজার, জানালার পর্দা হয়ে কাঁপে

কষ্টে!

হয়ত; অথবা মৃত্যুকে দেখার অভিজ্ঞানে!



২।

কবিতা কি আসলে ভাবায়, নাকি

কবিতার ভাবনা কখনও একতাল কাঁদামাটি নিয়ে

ছুঁড়ে মারে বাস্তবের বিভৎস মুখোসে;

সময়ের আদলে যার নিজস্ব প্রতিরুপ

সারারাত কথা বলা পাখিদের সাথে মৃদ্যুআলাপ

ঘুম ছুটানো টানাগাড়ী ফেরি করে পাতালের শাসন

বিবশ মুখে যা ইচ্ছে বলবার স্বাধীনতা

আসলেই ভাবনায় ফেলে

আমাকে, কবিতাকে

কবি, তোমাকেও!



৩।

অতঃপর নিভে যাওয়া জীবনের স্বাদ

শেষ হওয়া লেনদেন কুড়ায় অন্য জীবনের রুহ্

ফিরে ফিরে পাওয়া জীবনচক্রের মাথায়

জোছনা ঢেলে মিছিমিছি স্বপ্ন বানায়

লাল নীল মাছ

কৃত্রিম সরোবরে



তাদের কোনো আত্মা নেই।



৪।

শোকের বিশদ সন্তারণ

শীতের লেপের মত তুলে রাখি মাচায়

স্বপনবাজের দাওয়ায় স্বপনবুড়ো হয় নিয়োগী মশাই

যখন বেভুল মানুষজন চাষাবাদ করে শব্দঢালে

আমার হতাশা পুঁতে রাখবো আজ তুলোর বালিশে

ব্যবহৃত কাঁথায়!!

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: ৪ টি'ই সুন্দর হয়েছে ভ্রাতা ++++++++++

১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:

খুব ধন্যবাদ অপূর্ণ।

শুভকামনা রইল............

২| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

বোকামন বলেছেন:
১....২....৩...৪... তৃপ্তপাঠ !!

মন্তব্যেও লিখতে হয়-

“আসলেই ভাবনায় ফেলে
আমাকে, কবিতাকে
কবি, তোমাকেও!”


(১) পড়তে ইচ্ছে হল। দয়া করে লিংক যদি দিতেন........।
ভালো থাকুন যুগ-যুগান্তরে।।

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ আপনাকে বোকামন।

View this link




৩| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: ভাল লাগল!

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ জয়তি।
ভালো থাকুন সবসময়.............

৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

সায়েম মুন বলেছেন: সুন্দর লিখেছেন। অনেক ভাললাগা রইলো।

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ মুন ।
ভালো থাকুন সবসময়,
শুভকামনা রইল............

৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।


+++

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্‌ মামুন ভাই।
শুভকামনা রইল............

৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা কি আসলে ভাবায়, নাকি
কবিতার ভাবনা কখনও একতাল কাঁদামাটি নিয়ে
ছুঁড়ে মারে ভাবনার বিভৎস মুখোসে +++

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

সোনালী ডানার চিল বলেছেন:

আপনার মন্তব্যের প্রতিউত্তর ছিল এটি:

'শোকের বিশদ সন্তারণ
শীতের লেপের মত তুলে রাখি মাচায়
স্বপনবাজের দাওয়ায় স্বপনবুড়ো হয় নিয়োগী মশাই
যখন বেভুল মানুষজন চাষাবাদ করে শব্দঢালে
আমার হতাশা পুঁতে রাখবো আজ তুলোর বালিশে
ব্যবহৃত কাঁথায়!!'

থ্যাংকস্‌.........................।

৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তাদের কোনো আত্মা নেই।


পড়ে ভালো লাগলো। একটা আমার কমেন্টের রিপ্লাইয়ে লিখা! :)

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭

সোনালী ডানার চিল বলেছেন:

থ্যাংকস্‌ কবি।
স্মরণ করার জন্যে কৃতজ্ঞতা।

শুভসকাল.............

৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:


অনেক ভাললাগা প্রিয় চিল।


++++

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

সোনালী ডানার চিল বলেছেন:

থ্যাংকস্‌ স্নিগ্ধ!!
ভালো থাকুন সবসময়।

৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
জীবনবোধ চমৎকার কবিতা।

মৃত্যুকে মানুষ কখন বেশি ভাবে কখনও চিন্তা করে দেখেনি। তবে মনে হয় জীবনে যদি বেঁচে থাকতেই মৃত্যুর মুখোমুখি হওয়া যেতো জীবনটাকে সুধ্রে নেয়া যেতো।

জীবনের প্রতিটি স্তবকে এমন ভাবে দুঃখগুলো ক্রমেই জমা হয়ে গড়ে তুলেছে এক বিশাল পাহাড় যেটাকে ভাঙ্গা আজ আর সম্ভব নয়। তবে এই পাহাড়েই দাড়িয়ে থেকেই নতুন বসতি গড়ার সপ্ন দেখা যেতে পারে।

পাহাড়ে দাড়িয়ে দূরে ওই আকাশটাকে একটু ছুঁয়ে দেখার বাসনা কিংবা কখনও সমুদ্রের ঢেউর গর্জন কানে এসে বলে যাবে এইতো তোমার সোনালী দিনের শুভ সূচনা।

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার মন্তব্যের প্রতিউত্তর আস্ত একটা কবিতা হয়ে উঠেছে।
Click This Link


ধন্যবাদ কান্ডারী ভাই।

১০| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

একজন আরমান বলেছেন:
শোকের বিশদ সন্তারণ
শীতের লেপের মত তুলে রাখি মাচায়
স্বপনবাজের দাওয়ায় স্বপনবুড়ো হয় নিয়োগী মশাই
যখন বেভুল মানুষজন চাষাবাদ করে শব্দঢালে
আমার হতাশা পুঁতে রাখবো আজ তুলোর বালিশে
ব্যবহৃত কাঁথায়!!


সেইরকম প্রতিউত্তর।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:০০

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ আরমান।

ভালো থাকুন সবসময়..........

১১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রতিউত্তরে তো একেকটা দূর্দান্ত কবিতা হয়ে এলো।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:০২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ কবি।
শুভকামনা রইল...............

১২| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা পড়ে ভাল লাগলো

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে...............
ভালো থাকুন সবসময়

১৩| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন! প্রতিউত্তরে কবিতা বেশ মজার জিনিস! আমারও কয়েকটা হয়েছে!

অনেক ভালো লাগা রেখে যাচ্ছি!

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ কবি।

শুভদুপুর।

১৪| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১

গোর্কি বলেছেন:
পাঠে মুগ্ধতা।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ গোর্কি ।
আমার কবিতায় স্বাগত.............

১৫| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫

হাসান মাহবুব বলেছেন: অতঃপর নিভে যাওয়া জীবনের স্বাদ
শেষ হওয়া লেনদেন কুড়ায় অন্য জীবনের রুহ্


অদ্ভুত একটা লাইন। সবগুলোই সুন্দর। শুভেচ্ছা।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ প্রিয় হাসান ভাই............

শুভকামনা রইল

১৬| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

রোমেন রুমি বলেছেন: সুন্দর!

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:২০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্।
শুভকামনা অফুরান।

১৭| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি অসাধারন!! কি অসাধারন!!!

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাঙ্কু ব্রো...........

১৮| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

শব্দের কথামালায় হারিয়ে যা্ওয়া !

অনেক সুন্দর ।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়.............

১৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:১১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়.........

২০| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৭

ভিয়েনাস বলেছেন: অতঃপর নিভে যাওয়া জীবনের স্বাদ
শেষ হওয়া লেনদেন কুড়ায় অন্য জীবনের রুহ্
...... চমৎকার লাইন দুটো।

প্রতি উত্তরে এতো সুন্দর সুন্দর কবিতা কবিতা লিখে ফেলেছেন ?

দারুন

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভিয়েনাস।

আপনাকে মিস্ করি খুব আমার কবিতায়...............

শুভকামনা রইলো.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.