নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুদেয়াল

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৯

মৃত্যুদেয়ালের এপাশে

সবুজ ঘাসের মায়ায়, শিশির ভেজা পায়ের পাতায়

আলতো মুড়ে থাকা আমার অবাক চাহনী

যদিও বা চুরি হয়

আমি বাঁধা দেবার আগেই যদি অনিবার্য নিয়তি

বগল খুলে দুঃগন্ধ ছড়িয়ে

আমাকে দুঃখিত করে, প্রাণটাকে ছিনিয়ে

দৌড়ুয় আকাশে

আমি কষ্ট পাবো তখন

তোমার ছোট ছোট অভিমানী পাহাড়ে দাঁড়িয়ে

মৃত্যুদেয়াল ধরে কাঁদবো খুব



এ আকাশ আর দেখবো না জানি

পাখালীর কলকাকলী বধিরের উঙ্কার ভেবে

চাঁদ-সূরুজের পালাক্রমে অবাক মেঘ হয়ে ভাসবো না আকাশে



সব শেষ কি এখানেই, নাকি

দেয়ালের ওপাশে অপার্থিব নগর!



বিশ্বাস অবিশ্বাসের সাঁকো আমার শেষনিঃশ্বাস নিয়ে

মাতামাতি করবে তখন, যখন প্রবল আবেশ দেয়ালে

মাথা ঠুকে পাথর শূণ্যতা ছাড়া কিছুই পাবে না আর



তোমার খুব জানা নেই হয়তো

নিযুত তারার রাতে

শোকের সাথে নামে সাহসী সুবাতাস

সে বাতাসে কখনও বা গুঁড়িয়ে যায় অবিশ্বাস

মুছে যায় আঁশটে গন্ধের মৃত্যুবিভিষিকা



আমি ভাঙতে পারবো না এ দেয়াল

আমার সাধ্যও নেই পেরুনোর

তাই সুদিনের আশায় বসে থাকা

যদি সুবাতাসে উড়ে যায় অবিশ্বাস!

মন্তব্য ৫৮ টি রেটিং +২১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনামের মতই দুর্দান্ত হয়েছে পুরো টা ! শুভকামনা কবি !

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় স্বপ্নবাজ।
আপনার ভালোলাগায় অনুপ্রাণিত হলাম.............

২| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
শিরোনাম দেখেই কবিতাটি সম্পর্কে যে ধারণা এসেছে সেরকম ভাল হয়েছে।



+++++++
ভাললাগা রেখে গেলাম।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ শোভন ভাই।
শুভকামনা রইল............

৩| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন । ভালোলাগা ++

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ মামুন ভাই।

ভালো থাকুন সবসময়

৪| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

হাসান মাহবুব বলেছেন: মৃত্যুদেয়ালের এপাশ ওপাশ, প্রবল অনুভূতিময় এবং ভাবনার উদ্রেক করে।

শুভবিকেল। কবিতা অনেক ভালো লাগলো।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল হাসান ভাই।

চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৫| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার।
যদি সুবাতাসে উড়ে যায় অবিশ্বাস! বাহ !!

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ মুন।
ভালো থাকুন সবসময়............

৬| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সায়েম মুন বলেছেন: আমি ভাঙতে পারবো না এ দেয়াল
আমার সাধ্যও নেই পেরুনোর
তাই সুদিনের আশায় বসে থাকা
যদি সুবাতাসে উড়ে যায় অবিশ্বাস!
---অনেক ভাললাগা!

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ সায়েম।

শুভকামনা রইল

৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর ++++++++++

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ অপূর্ন ব্রো!!

কোথায় এখন?

৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: মৃত্যুদেয়ালের এপাশে
সবুজ ঘাষের মায়ায়, শিশির ভেজা পায়ের পাতায়
আলতো মুড়ে থাকা আমার অবাক চাহনী
যদিও বা চুরি হয়
আমি বাঁধা দেবার আগেই যদি অনিবার্য নিয়তি
বগল খুলে দুঃগন্ধ ছড়িয়ে


ভাল লাগল। ঘাষের>ঘাসের। ঠিক করে দিয়েন।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ প্রোফেসর

ঠিক করে দিলাম.............

৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি ভাঙতে পারবো না এ দেয়াল
আমার সাধ্যও নেই পেরুনোর
তাই সুদিনের আশায় বসে থাকা
যদি সুবাতাসে উড়ে যায় অবিশ্বাস!


ভাল লাগলো কবি।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইল.........

১০| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
দারুন লাগলো কবিতা।

শুভ সন্ধ্যা, কবি।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ কবি।

প্রচন্ড দাবদহের শুভেচ্ছা...............

১১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

দুর্দান্ত, দুর্দান্ত, দুর্দান্ত

অনেক বেশী পছন্দ হইছে কবিতাটি +++++++ এর বন্যা রইল।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
এ কবিতাটি আপনার মন্তব্যের প্রতিউত্তর দিতে
বসে লেখা................

খুব কৃতজ্ঞতা কান্ডারী ভাই।।

১২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: দেয়ালের ওপাশে অপার্থিব নগর
দেয়ালের ওপাশে অপার্থিব নগর!
দেয়ালের ওপাশে অপার্থিব নগর!

ভাল লাগলো

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ মাসুম ভাই।

শুভকামনা রইল

১৩| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কবিতাটা ভালো লাগা দিলো অনেক।
শুভকামনা রইলো।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে অপর্ণা;
ভালো থাকুন সবসময়।

১৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অসাম!!!!

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ ব্রো।

শুভদুপুর।।

১৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:২২

নীল কথন বলেছেন: চমৎকার

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় নীল।

ভালো থাকা হোক।

১৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪

রোমেন রুমি বলেছেন: বিশ্বাস অবিশ্বাসের সাঁকো আমার শেষনিঃশ্বাস নিয়ে
মাতামাতি করবে তখন, যখন প্রবল আবেশ দেয়ালে
মাথা ঠুকে পাথর শূণ্যতা ছাড়া কিছুই পাবে না আ

ভাল লাগল ।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়।

১৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩২

সানড্যান্স বলেছেন: কবিতার থিম টা ভাল লাগছে, বাট কবিতটা ভাল লাগেনি, স্যরি।
(একান্তই আমার দৃষ্টিকোন থেকে)

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়ার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩

সমুদ্র কন্যা বলেছেন: আমি ভাঙতে পারবো না এ দেয়াল
আমার সাধ্যও নেই পেরুনোর
তাই সুদিনের আশায় বসে থাকা
যদি সুবাতাসে উড়ে যায় অবিশ্বাস!

উড়ে যাক অবিশ্বাস, ভেঙ্গে পড়ুক মৃত্যুদেয়াল।

কবিতায় ভাল লাগা অনেক।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ সমুদ্র কন্যা।

আমার কবিতায় আপনাকে স্বাগতম।
শুভকামনা একরাশ।।

১৯| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০

আমি ইহতিব বলেছেন: দারুন সব শব্দগুচ্ছের দারুণ বন্দনা। ভালো লাগলো।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সবসময়।

২০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩

নুসরাতসুলতানা বলেছেন: কবিতায় ভাললাগা রইল।

২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে নুসরাত।
শুভকামনা রইল.................

২১| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

বোকামন বলেছেন:
বিশ্বাস অবিশ্বাসের সাঁকো আমার শেষনিঃশ্বাস নিয়ে
মাতামাতি করবে তখন, যখন প্রবল আবেশ দেয়ালে


বিশ্বাসের দেয়াল জুড়ে আমাদের টিকে থাকা ....।

ভালো থাকুন প্রিয় কবি।
[১৭+]

২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
মাঝে মাঝে আমাদের পূর্বপর যাপন নিয়ে অবাক হৃদয়
কিছু মনন্তাপ রাখে, কিছু বোঝার চেষ্টা, বিশ্বাসের প্রাচীন
মহিরুহ সব জল্পনার ক্ষোভ মিটিয়ে এমনি কাব্যে ফিরে আসে।

শুভকামনা রইল..............

২২| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

শ্রাবণ জল বলেছেন: তোমার খুব জানা নেই হয়তো
নিযুত তারার রাতে
শোকের সাথে নামে সাহসী সুবাতাস
সে বাতাসে কখনও বা গুঁড়িয়ে যায় অবিশ্বাস
মুছে যায় আঁশটে গন্ধের মৃত্যুবিভিষিকা


অনেক সুন্দর।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ শ্রাবণ।
শুভকামনা রইল.......

২৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১০

সোমহেপি বলেছেন: অনেক ভাললাগা

০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৬:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ আপনাকে।
আমার কবিতায় স্বাগতম।

ভালো থাকুন সবসময়।

২৪| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৩

আরজু পনি বলেছেন:

আশায় বসতি।

সুন্দর প্রকাশ ।।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ঈদের আগাম শুভেচ্ছা!!!
ভালো থাকুন সবসময়..............

২৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৮

অনাহূত বলেছেন:

কি দারুণ লিখেন আপনি। মৃত্যুদেয়াল পড়ে কবির আক্ষেপ উপলব্ধি করতে পেরেছি। মৃত্যুদেয়াল আক্ষেপময়, মায়াময়, অনাকাঙ্খিত সত্য। অনেক মিস করে ফেলেছি - অনুসারিত।

_______


তোমার খুব জানা নেই হয়তো
নিযুত তারার রাতে
শোকের সাথে নামে সাহসী সুবাতাস
সে বাতাসে কখনও বা গুঁড়িয়ে যায় অবিশ্বাস
মুছে যায় আঁশটে গন্ধের মৃত্যুবিভিষিকা

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ অনাহূত।
আমার কবিতায় আপনাকে স্বাগতম।

আপনার সপ্রতিভ উপস্হিতি অনুপ্রাণিত করবে খুব।
ভালো থাকুন সবসময়।

২৬| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৩

ভিয়েনাস বলেছেন: মৃত্যুদেয়ালের এপাশে বসে ওপাশের ভাবনায় বিহ্বলিত মন ......

অসাধারণ একটা লেখা ব্রো।

অনেক ভালোলাগা জানালাম।

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ ভিয়েনাস।

শুভদুপুর।

২৭| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ফেবুতে আমার এক প্রিয় ব্লগার আপনার লিঙ্ক না দিলে বুঝতেই পারতাম না সামু ব্লগে এত ভাল একজন কবি আছেন ।

আপনাকে অনুসরন না করা অন্যায় হবে । ঈদ মোবারক ।

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ প্রিয় বিথি।

আপনার এই কমেন্টটা আমার কবিতাব্লগে একটা দৃষ্টব্য হয়ে থাকলো। আমার কবিতায় আপনাকে স্বাগতম।

শুভকামনা জানবেন।

২৮| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

মায়াবী ছায়া বলেছেন: খুব সুন্দর ।

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ মায়াবী ছায়া।
ভালো থাকুন সবসময়.................

২৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মনের গহীনে কত যে মন লুকিয়ে থাকে ইশ্বরই হয়তো জানে না............. কবিতা ভালো লেগেছে.. ধন্যবাদ পোস্টের জন্য...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
প্রতিটি গহীনে, গোপনেই ইশ্বর অদৃশ্য ছায়াময়তা;
ইচ্ছার প্রতিবিম্বই তীর্যক স্বপ্নালোকে খোঁজে কিছুটা আশা,
কখনও মুক্তি আর অবশেষে মৃত্যুময়তা............

কবিতাপাঠে কৃতজ্ঞতা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.