নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

যতটা পারে প্রেমিক, ততটা পারেনা মানুষ

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮

সব অরণ্যে, ঘন ছায়ায়, বিপুল কান্ডের কালো গহ্বরে

হলুদ অথবা সোনালী জরির পাড়, রাজকন্যের পোষাক

তুমি পাবে না; সব জোৎস্নায় পূর্ণিমার পূর্ণ গোলক আসে

না যেমন; ক্ষয়ে পড়া মধ্যাহ্নসূর্য্য, যাযাবর কালপূরুষ

আর দিকভ্রান্ত এই আমাকে তুলে নাও হৃদয়ে তোমার।

আমরা খুঁজবো, আমরা বুঝবো কোথায় উপসম চুপচাপ

তোমার থেকে লুকিয়ে পশ্চাদ, ঢুলছে ঘুমে



তুমি খুব বড় বড় ডালে কাঠবিড়ালী আর মৌটুসির উন্মাতালে

কিছুটা অবাক বিস্ময়ে ভালোবাসা খুঁজতে গিয়েছিলে;

অথচ নতজানু এ আমার লালকনিকার সুদীর্ঘ ধারাপাতে

কখনও টলমলে দু'চোখের কিছুটা আড়-চাহনি প্রেমের

সবরকম ছলাকলাসমেত উদগ্রীব ছিল, দেখোনি তুমি!



আমাকে মনোনীত করার জন্যে কতটা ছায়াঘন কান্ডের

গুঁড়িতে করাত চালাবো বলো, কোন হাটের সওদায় খুশী

তোমার ঢেউময় কুন্তলপাশ, আমাকে বলো সুখী প্রেমিকার

সবচে' কাংখিত স্বপ্নের খুঁটিনাটি



আকাশের দরোজায় দাড়িয়ে ঘুমায় যে মহাসেন

সাগরের অতলের পিরামিডে যে মহানাগ

সেবা'র রাণী বিলকিসের মহামূল্য যে মুক্তখড়ম

কিছুটা মায়াহরিণীর মৃগনাভীর সুবাস

এইসব এক করে, এইসব জড়ো করে

আমিও ফিরবো একদিন

তোমার আনমনা ভোরের মাখামাখি আলোয়

সেদিন নিশ্চিত পূর্ণিমা ভেবে সব নক্ষত্র, সব তারারা

লুকোবে আমার ঝোলায়

জানবে তুমিও সেদিন

যতটা পারে প্রেমিক, ততটা পারেনা মানুষ কোনো।।







ফুটনোট:

কবিতা লেখালেখিতে এখন খুব একটা আবেগ আসে না আর,

হয়তো সময়, বয়সী শীতলতা অথবা পৃথিবীর সবচে' আবেগীদের

থেকে দুরে বসবাস; তবু এক রকম তাড়না থেকে এই লেখালিখি,

হয়তো নিজের জন্যেই!!

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

অসাধারণ, চমৎকার ও অনন্য ++++

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
ঈদ মোবারক কান্ডারী ভাই।

আপনার চমৎকার এবং উদ্দীপক কমেন্ট আমাকে সবসময় নতুন কবিতা লেখায় অনুপ্রাণিত করে।

শুভকামনা রইল একরাশ।।

২| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

রাইসুল সাগর বলেছেন: চমৎকার কাব্য প্রকাশে শব্দগুলোর আর্তনাদে অনেক অনেক ভালো লাগা। শুভকামনা জানিবেন নিরন্তর।

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
শুভদুপুর প্রিয় রাইসুল;
ঈদ কেমন কাটলো!!

কবিতার চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।

৩| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১

মামুন রশিদ বলেছেন: আমরা খুঁজবো, আমরা বুঝবো কোথায় উপসম চুপচাপ
তোমার থেকে লুকিয়ে পশ্চাদ, ঢুলছে ঘুমে


চমৎকার ++


কবিতা লেখার আবেগ আবার ফিরে আসুক, অপূর্ণতাগুলোও যাক ঘুচে । শুভকামনা ।

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ মামুন ভাই।

ভালো থাকুন, নিরাপদে থাকুন।।

৪| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: তবু আনন্দ জাগে লিখে লিখ কিছু স্মৃতি
সৃষ্টির মোহনায় ভেসে
অনেক স্বপ্ন হেথা জাল বুনে এসে ।।
সুন্দর কবিতা , অনেক ভাললাগা +

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
স্বাগতম আপনাকে, সুপ্রিয় ব্লগার!!

আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে সুখী হলাম।
খুব ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়.............

৫| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: সেদিন নিশ্চিত পূর্ণিমা ভেবে সব নক্ষত্র, সব তারারা
লুকোবে আমার ঝোলায়
জানবে তুমিও সেদিন
যতটা পারে প্রেমিক, ততটা পারেনা মানুষ কোনো।।

---- এই অংশটুকু খুব সুন্দর !!

প্রবাস জীবন যতটা পারুন আনন্দময় করে তুলেন। শুভকামনা রইলো।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে অপর্ণা।
প্রবাস কখনও কখনও আনন্দময়, আর বাকিটা হাহাকারের........

আপনার জন্যেও শুভকামনা পাঠালাম।

৬| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: থিম টা অসাধারণ হয়েছে। সুন্দর ।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ প্রিয় ব্লগার।

ভালো থাকুন সবসময়............

৭| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আরজু পনি বলেছেন:

ঢেউময় কুন্তলপাশ
.... কী দারুণ !

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সোনালী ডানার চিল বলেছেন:
ঢেউময় কুন্তলপাশ
সঘণ প্রবল আরধ্যে
নুয়ে পড়া খোপায়, জুঁই ফোটে চামেলী ফোঁটে

ধাতব কাঁটায় সেই নাম মুছে যাওয়া প্রিয় বান্ধবীর
পটপট করে ফুটতে থাকা লেলিহান স্মৃতিতে
নারকেল তেল চুইয়ে নামে

আমাদের মাঝের দূরত্ব আজ নিতম্ববেষ্টিত কেশ
রকের বাহারি শার্দূল আর নক্ষত্রের বিয়োজন
রাজকন্যার ঘুমের মাঝপথে জানালা গলিয়ে নামা
সে প্রপাতে আমিও ক্লিবমন ভেঙেচুরে রাখলাম।।

৮| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমত্কার! আজ সব প্রিয় ব্লগারদের পোষ্ট আসা শুরু হয়েছে দেখি! এমন জানলে আজ পোষ্ট দিতাম না।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

সোনালী ডানার চিল বলেছেন:
সম্পাদকের টেবিলে অযত্নে, অবহেলায় পড়ে আছে
'সোনালী ডানার চিল'

শুভকামনা রইল।

৯| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

শুকনোপাতা০০৭ বলেছেন: কবিতার নামটা খুব পছন্দ হয়েছে.. সেই সাথে কবিতাটাও :)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ আপনাকে শুকনোপাতা।

ভালো থাকুন, নিরাপদে থাকুন।

১০| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায় আবেগ এবং উষ্মা (নিচে ফুটনোট দেখেছি)।


তুমি খুব বড় বড় ডালে কাঠবিড়ালী আর মৌটুসির উন্মাতালে
কিছুটা অবাক বিস্ময়ে ভালোবাসা খুঁজতে গিয়েছিলে;
অথচ নতজানু এ আমার লালকনিকার সুদীর্ঘ ধারাপাতে
কখনও টলমলে দু'চোখের কিছুটা আড়-চাহনি প্রেমের
সবরকম ছলাকলাসমেত উদগ্রীব ছিল, দেখোনি তুমি!


এখানেই অভিমান, রাগ বা উষ্মা।

কবিতা খুব ভালো লাগলো বুলবুল কবি ভাই। হাত অনেক পরিণত, সেটাই বলছি।

শুভ কামনা।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ ভাইয়া।

খুব অনিয়মিত হলেও আপনার মন্তব্যের তৃষ্ণা আমাকে পরাস্ত করে না কখনও।
গত বইমেলায় আপনার 'সবুজ অঙ্গন' এ আমার
'কানদিনস্কির ম্যানিব্যাগ চুরি করেছিলাম সে রাতে' এ কবিতাটি ছাপা হয়েছিল, খুব ধন্যবাদ সেজন্যে।

ভালো থাকুন সবসময়।

১১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

এরিস বলেছেন: আমাকে মনোনীত করার জন্যে কতটা ছায়াঘন কান্ডের
গুঁড়িতে করাত চালাবো বলো, কোন হাটের সওদায় খুশী
তোমার ঢেউময় কুন্তলপাশ, আমাকে বলো সুখী প্রেমিকার
সবচে' কাংখিত স্বপ্নের খুঁটিনাটি।


এতটা উদগ্রীব!! বেশি বেশিই মনে হল। যতটা পারে প্রেমিক, ততটা পারেনা মানুষ। প্রেমিক কতটা পারে??


সুন্দর কবিতা। আপনার শব্দের ব্যবহার মুগ্ধ করে দেয় সোনালী ডানার চিল।


ফুটনোটঃ লিখুন, নিজের জন্যে হোক, আমাদের জন্যে হোক, লেখা চাই।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
সাধ্যের সিমানায় হুমড়ি খাওয়া মানুষ, মাছচোখে হলুদ
দ্যাখে, কখনও বুকপকেটে লুকোনো বিড়িতে একটান দিয়ে
বলে উঠে 'কপালে নেই এই রাজভোগ্য চর্বির থাকের কোমলতা,
আমাদের ঠোটের মৃদ্যুচুম্বন শুধু বাতাসের কপোলে!'

অথচ, প্রেমিককে দেখোনি তুমি ভবিতব্য ভেবে মাস্তুলে বসে
আকাশ দেখতে; তার সব দরোজায় যখন একে একে তালা পড়ে
যায়, পাথর খুঁড়ে পাতালে নেমে সে খুঁজতে পরিনয়ের বালতি,
দড়িসমেত যা ঝুলতে থাকে অজগরের ঠোটে

থামিয়ে জীবন প্রেমিকের সমতায় কোন মানুষ বলো
বিবেকের তমসা কাটিয়ে পথে নামে, সব ছেড়েছুড়ে!!

১২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

আফসিন তৃষা বলেছেন: কখনও টলমলে দু'চোখের কিছুটা আড়-চাহনি প্রেমের
সবরকম ছলাকলাসমেত উদগ্রীব ছিল, দেখোনি তুমি!

হাহাহাহাহা
দারুণ লাগলো চিল। মোহ জড়ানো, মন্ত্রমুগ্ধ কবিতা :)

অ।ট। - কি কি ছলাকলা জানতেন? :P

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
ছলাকলার কিছুই শিখিনি, কবিতা ছাড়া!!

ভালো থাকুন তৃষা, সবসময়..................

১৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তুমি খুব বড় বড় ডালে কাঠবিড়ালী আর মৌটুসির উন্মাতালে
কিছুটা অবাক বিস্ময়ে ভালোবাসা খুঁজতে গিয়েছিলে;
অথচ নতজানু এ আমার লালকনিকার সুদীর্ঘ ধারাপাতে
কখনও টলমলে দু'চোখের কিছুটা আড়-চাহনি প্রেমের
সবরকম ছলাকলাসমেত উদগ্রীব ছিল, দেখোনি তুমি!

চমৎকার কবিতার জন্য ধন্যবাদ প্রিয় সোনালী ডানার চিল কে :)

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ আপনাকে বিথি।
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম।

শুভকামনা নিরন্তর..............

১৪| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার.......


++++++++++++

:) :)

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ বর্ষণ।

আপনার জন্য শুভকামনা।

১৫| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২০

ভিয়েনাস বলেছেন: যতটা পারে প্রেমিক, ততটা পারেনা মানুষ .... কবিতার মতো শিরোনামটাও অসাধারন ব্রো :)

কবিতা লেখার স্বতস্ফুর্ততা সারা জীবন বজায় থাকুক এই শুভকামনা সব সময়ের জন্য।
৬ষ্ঠ ভালো লাগা :)

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভিয়েনাস।
আপনার শুভকামনা আমার পাথেয় হয়ে থাকলো।

ভালো থাকুন সবসময়।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: বাহ !! কি চমৎকার কবিতা । কবিতা ভাল লাগলো ।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ দুঃস্বপ্০০৭।
আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম।
আশা করি সবসময় আপনাকে পাঠক হিসাবে পাবো।

শুভকামনা রইল...................

১৭| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১১

সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর।


কবিতা লেখার আবেগেরা ফিরে আসুক।

শুভেচ্ছা।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ আপনাকে সমুদ্র কন্যা।

আমি তো তাদের ফেরার প্রত্যাশায় আগল খুলে বসে আছি।
আবেগের সাথে উষ্ণতা পাক বিবেকের সমিকরণ!!

শুভকামনা রইল..............

১৮| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

সোমহেপি বলেছেন: প্রেমিকা এত লোভী হলে তার সাথে প্রেম করা যায়?

আবেগী লেখা ।অনেক সুন্দর।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
কিছু পাওয়া কিংবা হারানোর লোভ মানুষকে প্রেমিক করে!!

থ্যাংকস্ সোমহেপি।
শুভকামনা রইল............

১৯| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮

হাসান মাহবুব বলেছেন: আমার কাছে তো অনেক আবেগী মনে হল লেখাটা। কবির মন থেকে অত সহজে আবেগ মুছে যেতে পারে না। শুভকামনা।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
শুভদুপুর হাসান ভাই।
আবেগী লেখার একটা প্রচেষ্টা ছিল এখানে।
আসলেই যে কোনো ধরনের আবেগ থেকেই কিন্তু কবিতা উৎসরিত হয়!

চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।

২০| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এমন একটা কবিতা লিখতে পারতাম যদি।
এমন কয়েকটা।

প্রবাস সুখের হোক।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
শুভদুপুর প্রিয় কবি,

আপনার এই মন্তব্যই কি আমার পুরো কবিতার সর্বোচ্চ মূল্যায়ন নয়!!

খুব ভালো থাকা হোক.....................

২১| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

বোকামন বলেছেন:






কবিতার প্রতিটি পর্বে বিমোহিত হলাম !

প্রিয় কবি,
ফুটনোটে যে আবেগ দেখতে পেলাম তা ধরে রাখবেন আশাকরি। আবেগীদের আগে “সবচে” শব্দটি মানায় না। কারণ আবেগ তো আর পরিমাপ করার বিষয় নয়। কবিতাও তেমনি। খুব ভালো লাগতো যদি এক কলস আবেগ পোস্টে রেখে যেতে পারতাম।
সম্ভব নয় ..
কারণ যতটা পারে কবিতা, ততটা পারেনা কবি...।
আর আমিতো কেবল অতি সাধারণ একজন পাঠকমাত্র।।

ভালো থাকবেন প্রিয় কবি।।

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় বোকামন,
আপনার সাথে এই কথপোকথনের তৃপ্ততা, কবিতার আলোচনায় আবেগী বিয়োজন আর অসম্ভব সুন্দর-সহজিয়া কাব্যপ্রেম যা আপনি হৃদয়ে ধারণ করেছেন তার পরিসমাপ্তিতে শুধু বলতেই পারা যায় আমরা যে এই ফিরে ফিরে আসি, লাইনে মন্তব্য টেনে কবিতা ভালোবাসি, সেখানটাতেই আমরা পরস্পরের সুহৃদ!!

নয় কি!

শুভদুপুর।।

২২| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

সায়েম মুন বলেছেন: ফুটনোটটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। কবিতা লিখতে চাই। কিন্তু আবেগ অনুভূতির বালাইটুকু নেই।

আপনার এই কবিতায় যথেষ্ঠ আবেগ আছে। অনেক ভাল লেগেছে। লিখতে থাকুন সবেগে গভীর আবেগে। :)

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
আমাদের আবেগ দীর্ঘজীবি হোক।

শুভকামনা প্রিয় মুন।

২৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

রাইসুল সাগর বলেছেন: ঈদ কেটেছে নিরজনতায়। শুভকামনা জানিবেন নিরন্তর।

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
নির্জনতা হীরন্ময়! তাই নয় কি!

থ্যাকস্ ব্রো!!

২৪| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পরিমিত আবেগ ফিরে আসুক!


কবিতা ভালো লেগেছে।

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
আবেগ ছাড়া কবিরা বিধবা, কবিতা এতিম!!

শুভকামনা কবি, ভালো থাকুন সবসময়..............

২৫| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫০

রোমেন রুমি বলেছেন: যতটা পারে প্রেমিক, ততটা পারেনা মানুষ কোনো।।

সুন্দর !

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ আপনাকে কবিতা পাঠের জন্য।
ভালো থাকুন, নিরাপদে থাকুন.....................

২৬| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

জুন বলেছেন: যতটা পারে প্রেমিক, ততটা পারেনা মানুষ কোনো।।
আমার যখন আবেগ আসে তখন একটা যাচ্ছেতাই কবিতা লিখে বসি :(
আর আপনি কি সুন্দর লিখেছেন সোনালী ডানার চিল :)
ইর্ষা আসেনা কখনো, তাই প্রশংসা করে গেলাম ।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় ব্লগার;
আপনার চমৎকার ভ্রমণকাহিনীর আমি একজন গুনমুগ্ধ........

খুব আপ্লুত হলাম আপনার কমেন্টে, আশা করছি আমার কবিতায়
আপনাকে নিয়মিত পাবো।

শুভকামনা রইল।

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

রিমঝিম বর্ষা বলেছেন:

আপনার কবিতার পেজের ইনবক্সে একটা ম্যাসেজ দিয়েছিলাম। রিপ্লাই পাইনি। আপনার একটা লেখা আছেনা ... "আমার ভেতর আমি"। ওই লেখাটা দিয়ে একজন গান বানাতে চাইছে। শিল্পী রাহুল আনন্দ। আপনার অনুমতির অপেক্ষায় তিনি। জানাবেন?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার।
আমার মনে হয় আপনার কোন ভুল হচ্ছে।

আমার কবিতার কোন পেজ নেই; আর তাই কোন টেক্সটও পাইনি।
শুভকামনা রইল..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.