নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
যখন সূর্য্যরেণু গলে পড়তো তোমার চুলের অবাঁধ বাবরীতে
আমি তন্ময় হয়ে তখন 'বল বীর' পড়তাম আর
ভাবতাম, কতটা শব্দসম্ভারে মানুষ এতটা পারে, স্বপ্নরোদ
কতটা পাহারায় মন কাড়লে ঘুরে ফিরে যোজন দূর
কবিতার হলাহল এতটা মায়াবী প্রতিশব্দে বিরূপ হয়, সহসা
দ্রোহ পুষে হৃদয়ে কবিতা এগুয়ে যায়, সীমানায় বেধেঁ সাম্যের
পুরোহিত স্বাধীনতা আনে ভাঙা শেকলের গানে
আমি তখনও অতিঅবাক, আমার অক্ষমতায় গেঁথে ফেলি
কান্ডারী-মানুষ, যে প্রতিটি সায়াহ্নসন্ধ্যা ব্যয় করেছে
অপরূপ এ কাব্যসম্ভারে
ঋণের কতটা দায়ভাগ, কবি!
তোমাকে যদি ছেড়ে'দি সাহিত্যের এপাশ-ওপাশ
শুধুই বর্ষা নামবে, জানো! অভিমানে 'মতিহার' পোড়াবে চিঠি
তপ্ত কামনায়-
এই কামনারা কবি সেদিন তোমাকে ছাড়েনি
ক্ষমা বিউগলে শনিবারের জমিদার ছড়ি ভেঙে কালো দুনিয়ায়
তোমার বিরূদ্ধে মাতম তুলে স্তব্ধ করেছিলো মসির ধার
শুধু বিশুদ্ধ সঙ্গীত আমাকে দাও
কবিতায় যে বর্ণিল ফোটা, সেখান থেকে টুপটাপ কিছু নিঃস্বর্গ
নিয়ে, আমি তস্কর অপবাদে লাফাতে পারি, এফোঁড় ওফোঁড়
নিভন্ত মরিচিকায়
তোমার চুলের সাথে পিরাণ রেখে
বীণার বুলবুলি, আমি জানি এ অকবিতায় ক্ষুদ্র হবে খুব
রাতাচারী পাতার বাঁশীতে, ভোরের আযানে থমকে যাবে
বুনোগঞ্জ, ভোরের আলোয় আমি খুকু হবো, আমি কবিতার
অক্ষর হবো, কবি;
ঝুলপকেটে আড়বাঁশী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লালচে
মাজারে নুয়ে পড়া ফুল হবো, শাওনসন্ধ্যায়।।
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয়বন্ধু।
ভালো থাকুন সবসময়................
২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮
সায়েম মুন বলেছেন: কবিকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা। অনেক ভাললাগা রইলো।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১০
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ আপনাকে প্রিয় মুন।
শুভকামনা আপনার জন্য..............
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রিয় কবিকে নিয়ে দূর্দান্ত লিখা।
এতো চমৎকার সব শব্দমালায় দীর্ঘ কবিতা, মুগ্ধ।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি।
কবিতার প্রতি ভালোবাসা আমাদের বন্ধন দৃঢ়তর করুক।
৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: জাতীয় কবিকে নিয়ে এত চমৎকার কবিতা আগে কখনো পড়িনি ! বেশ ভালো লাগলো প্রিয় কবি !
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ স্বপ্নবাজ।
আপনার মন্তব্যে তৃপ্তি পেলাম বেশ; শ্রদ্ধা জানানোর
এরচে' আর কোনো প্রগাঢ় উপায় জানা ছিলো না!!
৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: চমতকার কবিতা। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা।আল্লাহ তার বেহেশত নসিব করুক।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ ভাই।
আল্লাহ্ কবিকে জান্নাত দান করুন!!
৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস ওয়ান কবি।
কবিকে শ্রদ্ধাঞ্জলী।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ কবি।
নজরুলের প্রাপ্য সম্মাননা কখনও দেয়া হয়নি, হয়ত হবেও না!!
শুভকামনা আপনাকে।
৭| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১০
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগলো প্রিয় ভাই
মন্তব্য করার ভাষা জানা নাই!!!!
++++++++++++++++++++++++
কবির প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
ভালো থাকুন সর্বদা...দিবস ও যশদা...।।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় ভাই,
আপনার আন্তরিকতামাখা মন্তব্য ছাড়া কবিতা অসম্পূর্ণ সবসময়।
ব্লগ আপনার নিয়মিত পদচারনায় মুখর হোক; শুভকামনা।।
৮| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩২
একজন আরমান বলেছেন:
কবির প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
সুন্দর লিখেছেন।
২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ আরমান।
ভালো থাকুন সবসময়...............
৯| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
কবির প্রতি রইলো শ্রদ্ধা।
কবিতা অনেক ভাললাগল প্রিয় চিল।
২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪
সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় শোভন,
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম।
নজরুল আমাদের চেতনা, ভালোবাসা আর প্রেরণার উৎস.......
১০| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯
আমিনুর রহমান বলেছেন:
প্রিয় কবিকে প্রিয় কবির কবিতায় +++
২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ জেসন ভাই।
কবিতায় আপনার উপস্থিতি সবসময় পূর্ণতা এনে দেয়।
ভালো থাকুন সবসময়...................
১১| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৭
রোমেন রুমি বলেছেন:
কবিতায় ভাল লাগা রইল ।
খুব মনে পড়ছে -
কবির লেখা সেই চিঠি - প্রিয় মতিহার ......
এবং যদি বাঁশি আর না বাজে ।
কবির জন্য শ্রদ্ধা; ভালবাসা ।
২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮
সোনালী ডানার চিল বলেছেন:
নজরুল দ্রোহ আর প্রেমের অনিবার্য সমন্বয়ক।
আমাদের বেশী বেশী নজরুলপাঠ জাতীয় কবিকে জানতে খুব সহায়ক হবে।
শুভকামনা আপনার জন্যে.................
১২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬
এরিস বলেছেন: কবিতা পড়ার আগেই ধারণা করেছিলাম!!
তোমাকে যদি ছেড়ে'দি সাহিত্যের এপাশ-ওপাশ
শুধুই বর্ষা নামবে, জানো! অভিমানে 'মতিহার' পোড়াবে চিঠি
তপ্ত কামনায়-
চমৎকার লিখেছেন প্রিয় কবি। আপনার শব্দের ব্যাঞ্জনা সবসময়েই মুগ্ধ করে।
শুভকামনা।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রিয় এরিস।
এই শুভকামনায় হয়তো আবারো শব্দতোড়ে কবিতার
মত কিছুমিছু অক্ষম আঙুলের ফাক গলে নামবে; অদৃশ্য
শব্দসম্ভার মাঝেমাঝে হাতছানিতে ডাকে..............
শুভসকাল।।
১৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬
বোকামন বলেছেন:
আমি জানি এ অকবিতায় ক্ষুদ্র হবে খুব
রাতাচারী পাতার বাঁশীতে, ভোরের আযানে থমকে যাবে
বুনোগঞ্জ, ভোরের আলোয় আমি খুকু হবো, আমি কবিতার
অক্ষর হবো, কবি;
খুব বেশী মুগ্ধতা নিয়ে নির্বাক হলাম। মন্তব্যে কী লিখবো ঠিক বুঝে উঠতে পারছিনে। প্রাণের কবি, প্রিয় কবি কে নিয়ে নিশ্চয়ই সমৃদ্ধ একটি কবিতা।
কবিতা লিখতে না পারলেও প্রচুর কবিতা পড়ি তাই কবিতায় কবিতায় পরিচয় হয়েছে বহু কবির সাথে। কিন্তু আমার কবিতাপ্রীতি জন্ম নিয়েছে নজরুলের কবিতা পড়েই। হ্যাঁ, নজরুল কবিতা লিখেছেন বলেই কবিতা আমার এতটা ভালোলাগে ....।
বনের ছায়া গভীর ভালোবেসে
আঁধার মাথায় দিগ্ বধূদের কেশে
ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে
শৈলমূলে শৈলবালা নাবে-
উদাস পথিক ভাবে।
সেই উদাস পথিক আজো পথো চলেছেন
তার প্রতিটি সৃষ্টিমাঝে। অনেক বেশী নজরুল চর্চা হওয়া উচিত। বিশেষ করে তার গল্প-কবিতা-গান বিশ্বের অগণিত সাহিত্যপ্রেমীদের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য অনুবাদের প্রয়োজন রয়েছে।।
ভালো থাকবেন কবি।।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় বোকামন,
চমৎকার বিস্তৃর্ণ মন্তব্যের জন্য খুব কৃতজ্ঞতা।
নজরুলকে নিয়ে আমাদের একধরনের হীনমন্যতা সম্তাবতঃ কাজ করে, নইলে সমসাময়িক সাহিত্যনিবিষ্টদের নজরুল বিরূপতা চোখে বিঁধবে কেন! মান্নান সৈয়দ ছাড়া নজরুলের প্রাপ্য মুল্যায়নে আমার কাছে খুব বেশী দৃষ্টান্ত নেই; অথচ নজরুলের একেকটা পরিসর যেন মহাদিগন্ত!!
নজরুলের কিছু কবিতাতো আমার কাছে 'অলৌকিক সৃষ্টি' মনে হয়। তার গান, সুরারোপ, গদ্যের দৃষ্টিভঙ্গী গভীরমত ভাবনার খোরাক।
আমি জানি, বিদেশী ভাষায় আপনার বেশ মুণ্শীয়ানা আছে, লেখালিখিও করেন বিস্তার; তো আমরা কি নজরুলের কিছু অনূবাদ বিশ্ববাসীর জন্য আপনার কাছ থেকে আশা করতে পারি না!!
আপনার সবরকম ভালোথাকা কামনা করি..........
১৪| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
হাসান মাহবুব বলেছেন: ঋদ্ধ শ্রদ্ধাঞ্জলি। কবির প্রতি ভালোবাসা।
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ হাসান ভাই।
শুভসন্ধ্যা, ভালো থাকুন সবসময়.........
১৫| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
অপর্ণা মম্ময় বলেছেন: চমৎকার একটা কবিতা লিখেছেন। সাধুবাদ আপনাকে !
কবির গানগুলোও অসাধারণ !
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে;
নজরুলের গান অসাধারণ!!
শুভকামনা আপনার জন্যে..........
১৬| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪১
মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা ভালা লাগলো
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০২
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ মাসুম ভাই।
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম!!
ভালো থাকুন সবসময়...................
১৭| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবি কে নিয়ে লেখা সত্যি সুন্দর হল... ধন্যবাদ... কোন কবির জন্য আরেক লেখক যখন লেখে সেটা হয় অসম্ভব..তবে সম্ভবও হয় আপনার মত লেখক যদি থাকে.. শুভ কামনা কবি...
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু তুহিন।
কবিতার প্রতি ভালোবাসা পরস্পরকে কাছে এনে এইসব
অকাব্য লেখায়!!
ভালো থাকুন সবসময়...........
১৮| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভকামনা রইল নিরন্তর
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ কান্ডারী ভাই।
আপনার ব্যস্ততা আমরাও অনুভব করছি!!
১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪
মাহমুদ০০৭ বলেছেন: আগের দিনের রাজা - বাদশারা কারো উপর খুশি হইলে গলা থেকে মুক্তার মালা খুলে ছুড়ে দিত না , বা আংটি , আমিও এমন কিছু করতাম বাদশা হইলে।
যাউজ্ঞা আমি বাদশা না , কমেন্টের উপর দিয়েই গেলাম ।
কবিকে নিয়ে কবির মতই দ্রোহ ও দরদিয়া কবিতা ।
ভাল যে লাগছে সেটা নিশ্চয় আর বলতে হবে না ।
ভাল থাকুন ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার ভালোবাসা আমি মাথায় তুলে রাখলাম!
নজরুলকে নিয়ে লেখা, এইটা (দুঃসাহস) করেছি শুধুই কবির প্রতি ভালোবাসায়..........
আপনার জন্য শুভকামনা রইল।
২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুধু বিশুদ্ধ সঙ্গীত আমাকে দাও
কবিতায় যে বর্ণিল ফোটা, সেখান থেকে টুপটাপ কিছু নিঃস্বর্গ
নিয়ে, আমি তস্কর অপবাদে লাফাতে পারি, এফোঁড় ওফোঁড়
নিভন্ত মরিচিকায়
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ বিথি।
ভালো থাকুন সবসময়.............
২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
ভিয়েনাস বলেছেন: ঋণের কতটা দায়ভাগ, কবি!
তোমাকে যদি ছেড়ে'দি সাহিত্যের এপাশ-ওপাশ
শুধুই বর্ষা নামবে, জানো! অভিমানে 'মতিহার' পোড়াবে চিঠি
তপ্ত কামনায়- ........ জাতীয় কবির জন্য একটা অসাধারন কবিতা হয়েছে। সিম্পলি অসাধারন....... পড়ে তৃপ্তি পেলাম চিল ব্রো
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ প্রিয় ভিয়েনাস।
জাতীয় কবির জন্য এ সামান্য অকাব্যই আমার উৎকৃষ্টতম
ব্যঞ্জনা! নজরুলকে নিয়ে আরও ব্যাপক সচেতনতা দরকার....
ভালো থাকবেন সবসময়।
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার লাগলো কবিতাটা
ভালো থাকুন কবি ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ অদ্বিতীয়া,
আপনার জন্য শুভকমনা.......
২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
কামরুল হাসান জনি বলেছেন: কিছুক্ষণ আগে কবির বিদ্রোহী কবিতাটি পড়লাম।
তারপর আপনার কবিতাটি।
কবির প্রতি শদ্ধা আরো বেড়ে গেলো।
কবি আপনাকে বড়ো মিস করি আমরা। এ সময়টাতে আপনাকে বড় প্রয়োজন।
তুমি ফিরো এসো আবার কবিতা হয়ে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
আসলে এই দুঃসময়ে নজরুলের ভীষন প্রয়োজন।
শুভকামনা রইল.........
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা কবির মৃত্যু স্মরণে , তার আত্মার প্রতি অনন্ত শ্রদ্ধা ।।
শুভকামনা পোস্টে +