নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

আব্দুল মান্নান সৈয়দের ৩য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

যে কয়েকজন কবির কবিতার প্রভাব আমার লেখায় প্রকট, আব্দুল মান্নান সৈয়দ তাদের অন্যতম। আমি এখনও নিয়মিত মান্নান সৈয়দ পাঠ করি এবং বিস্মৃত হই। শব্দের ব্যবহার, দৃশ্যকল্প, মুক্তগদ্যের সাবলিলতা, ভাষার মহত্তম বাঁধুনী আমি মান্নান সৈয়দের মত আধুনিক বাংলা সাহিত্যে খুব দেখিনি (আমি সচেতন ভাবেই বলছি)।
বাংলা সাহিত্যের অন্যান্য অঙ্গনে মান্নান সৈয়দের পদচারণা আমি কবিতার খাতিরে এড়িয়ে গেলাম।


আজ কবির ৩য় মৃত্যুবার্ষিকী। তাকে নিয়ে আমার একটি পুরানো কবিতা আজ রি-পোষ্ট করলাম (এটাই ব্লগে আমার প্রথম কোন রি-পোষ্ট!!)


মান্নান সৈয়দের পাঁচটি মাছ সাঁতার কাটে সেই সদ্য শীতল বৃষ্টিতে

বিলেতি বর্ষায়ও পানি জমে রাস্তার কোণে
মান্নান সৈয়দের পাঁচটি মাছ সাঁতার কাটে সেই সদ্য শীতল বৃষ্টিতে
সোনালী মাছটি ভেজা কাঁঠুরের সাথে কথা বলে
পাতাল রেলের হুইসেল কখনও উড়িয়ে নিয়ে যায় বিভ্রম বাতাস
নাগরিক কোলাহলের এই সাঁকো পুরো শহরময় ছড়িয়ে আছে
বৃষ্টির মিনতি শুধু একপেশে আগুন জ্বালায়, কুয়াশায়

বুদ্ধদেবের বিয়ারের গ্লাসে এ কোন অন্য ঠোঁট!
বৃষ্টি ধুঁয়ে দিচ্ছে সোহু-অঞ্চল, মধুসূদন এখানেও এসেছিলেন
তবে এই বৃষ্টিতে নয়। অন্যরাতে, কুয়াশায়

মাছগুলো মাপার বাটখারার জন্যে আমি লাইনে দাঁড়িয়ে হঠাৎ চমকে উঠি
জীবনানন্দ আমার সামনে দাঁড়িয়ে
সেই যে বউ-এর সাথে ঝগড়া করে বেরিয়েছিল
কোলকাতার কেউ তাকে দেখেনি কখনও আর;
এই বৃষ্টিতে প্রিয় জীবনানন্দ ভিজছো বিলেতে একা!

সকালের কাগজে বেরিয়েছে আজ তোমার খবর
সাদা চামড়ার দম নিয়ে নাকি তুমি উপহাস করেছো অনেক
সক্ষমতার দাম কি দেবে হারিয়ে যাওয়া বিবেক!
বিয়ারের ফোঁটা ছুঁইনি আমি কোনদিন আর
টিস্যুতে লেখা কবিতা বৃষ্টিতে ধুয়ে গেছে কবেই
কালো ট্যাক্সিতে করে বাংলা ভাষা গচ্ছিত রাখি আইডিয়া লাইব্রেরীতে।

সেই হেঁটে বেড়ানো ফুলার রোড যেখানে হুমায়ুন আজাদের গোল্ডলিফ
খাওয়া দেখতাম সকালে বিকালে, আর একটু এগুলেই শামীম শিকদার
একমনে তাকিয়ে থাকতো অসম্পূর্ণ ভাস্কার্যে; আর আমরা ভাবতাম সে
পুরুষ কিনা! ক্ষুধা চেপে হেঁটে যেতাম পলাশীর মোড়ে, ভাবীর হোটেলে।

সেই বৃষ্টি আর এই বৃষ্টি, সেই আকাশ এখানেও, সারি সারি নিয়মের মাঝে
হৃদয় অনিয়ম খোঁজে কবিতায়। আমার প্রিয় সব কবি একাকার করে দেয়
পৃথিবীর মানচিত্র। বৃষ্টি তখন শুধুই হৃদয়ে ঝরে।


মান্নান সৈয়দকে নিয়ে একটি চমৎকার পোষ্ট

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

প্রিয় কবিকে শ্রন্ধাঞ্জলী।

আগেই এই কবিতা পড়া, আজ আবার পড়লাম।

প্রথমবারের মতোই মুগ্ধ হলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
আপনার মুগ্ধতা কবিতায় পূর্ণতা নিয়ে আসে।

শুভকামনা রইল..........

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

বোকামন বলেছেন:






আমি এখনও নিয়মিত মান্নান সৈয়দ পাঠ করি এবং বিস্মৃত হই।

কবির স্মৃতির প্রতি রইলো গভীর শ্রদ্ধা।
লেখালেখিতে তার পরিশ্রম এবং কবিতায় তার যে এক নিজস্ব ভাষা ছিলো তা সত্যিই অনবদ্য ..।

রি-পোষ্ট করে খুব ভালো করেছেন। অনেক অনেক ভালোলাগা রইলো।

সকালের কাগজে বেরিয়েছে আজ তোমার খবর
সাদা চামড়ার দম নিয়ে নাকি তুমি উপহাস করেছো অনেক
সক্ষমতার দাম কি দেবে হারিয়ে যাওয়া বিবেক!
বিয়ারের ফোঁটা ছুঁইনি আমি কোনদিন আর
টিস্যুতে লেখা কবিতা বৃষ্টিতে ধুয়ে গেছে কবেই
কালো ট্যাক্সিতে করে বাংলা ভাষা গচ্ছিত রাখি আইডিয়া লাইব্রেরীতে।


অ সা ধা র ণ !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ আপনাকে প্রিয় বোকামন!!

মান্নান সৈয়দ নিজস্বতায় অনন্য............

শুভকামনা আপনার জন্যে।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

খেয়া ঘাট বলেছেন: কবিতা ভালো লেগেছে।
একজন প্রিয় লেখকের জন্মদিনে অনেক অনেক শ্রদ্ধা ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ খেয়া ঘাট।
সময় করে কবিতা পড়ে যাওয়ার জন্যে কৃতজ্ঞতা।

ভালো থাকবেন সবসময়..........

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা ভালো লেগেছে।
লেখকের জন্মদিনে অনেক অনেক শ্রদ্ধা ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ অভি।

শুভদুপুর.............

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১

হাসান মাহবুব বলেছেন: একজন শক্তিশালী লেখক। তিনি ছোটগল্পও ভালো লিখতেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

সোনালী ডানার চিল বলেছেন:
তিনি অসাধারণ গদ্য লিখতেন, ছোটগল্প সমেত আর সাহিত্য সমালোচনায় তার মাপের আরেকজন পাওয়া দুষ্কর...............

ধন্যবাদ হাসান ভাই।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

সায়েম মুন বলেছেন:
প্রিয় কবিকে শ্রন্ধাঞ্জলী।

আপনার এই কবিতাটা সম্ভবত আগে পড়িনি। খুব ভাল লেগেছে আমার।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ সায়েম ভাই।
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম।

শুভকামনা আপনার জন্যে..............

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমার প্রিয় এক কবি।
অনেক প্রিয় কবিতার কবি।
তার লেখায় মুগ্ধ হয়েছি কবিতা ও গল্পে বারবার।
প্রিয় কবির মৃত্যুদিন পেরিয়ে স্মরন ও শ্রদ্ধাঞ্জলি।

আপনার কবিতাটিও পড়েছি, দারুন।
দুদিন আগেও কাকতালীয়ভাবে পড়লাম, একই রকম মুগ্ধ হয়েছি প্রথমবারের মত।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ কবি।

আমি মাঝে মাঝে আপনার কবিতাপ্রীতিতে অবাক হয়ে যাই।
শুধু অন্তর থেকে উঠে আসা এ আবেগ আপনাকে অনেকদূর
নিয়ে যাবে এ ব্যাপারে আমি প্রায়নিশ্চিত!

'মান্নান সৈয়দ কবিদের প্রিয় কবি' এ কথাটি কেমন শুনালো!!

শুভকামনা কবি..............

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫

মামুন রশিদ বলেছেন: গুনী কবিকে শ্রদ্ধাঞ্জলী ।


কবিতায় প্লাস ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে মামুন;

ভালো থাকুন সবসময়.............

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

আমিনুর রহমান বলেছেন:







কবিকে শ্রন্ধাঞ্জলী।

কবিতায় ভালো লাগা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ জেসন ভাই।

শুভকামনা সবসময়ের..............

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: উনার ছোট গল্পের বই " সত্যের মতো বদমাশ" পড়েছি । ভালো লেগেছে পড়ে। কবিতাও সুন্দর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
তার একটা নিজস্ব ভাষা ছিল, গদ্যে কিংবা পদ্যে; আর
সাহিত্য সমালোচনায় তিনি যে ভাষা ব্যবহার করতেন
তা ছিল সম্পূর্ণ স্বতন্ত্র এবং শক্তিশালী,
দশ দিগন্তের দ্রষ্টা, শুদ্ধতম কবি এ গ্রন্হগুলো তার প্রমাণ।

নজরুল আর জীবনানন্দের বিশ্লেষণে তিনি অনন্য!!

ধন্যবাদ আপনাকে...........

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়কবিকে শ্রদ্ধাঞ্জলী পোস্টে ৩য় প্লাস ।+

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ কবি।

ভালো থাকুন সবসময়..............

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: সেই বৃষ্টি আর এই বৃষ্টি, সেই আকাশ এখানেও, সারি সারি নিয়মের মাঝে
হৃদয় অনিয়ম খোঁজে কবিতায়। আমার প্রিয় সব কবি একাকার করে দেয়
পৃথিবীর মানচিত্র। বৃষ্টি তখন শুধুই হৃদয়ে ঝরে।


চমৎকার কবিতা! আপনার প্রিয় কবির জন্য শুভকামনা!

আমি তাঁর লেখা খুব কম পড়েছি, এবার সামনে পড়লেই পড়ে ফেলবো!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
পড়ুন, বেশী বেশী কবিতা পড়ুন!!

মান্নান সৈয়দ বাংলা কবিতায় এক অন্যরকম অধ্যায়.......

শুভকামনা প্রিয় কবি।।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

চাদের জোসনা বলেছেন: আমি তাঁর লেখা খুব কম পড়েছি,প্রথম পাঠক হিসেবে কোন কোন বই পড়া উচিৎ?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি আব্দুল মান্নান সৈয়দের 'সত্যের মত বদমাস' গল্পগ্রণ্হটি পড়তে পারেন তাছাড়া 'জন্মান্ধ কবিতাগুচ্ছ', 'জোৎস্না রৌদ্রের চিকিৎসা' কাব্যগ্রণ্হ পড়তে পারেন।

শুভকামনা রইল।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

তুষার কাব্য বলেছেন: প্রিয় কবিকে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইল।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় কবিকে শ্রন্ধাঞ্জলী।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় কবিকে শ্রদ্ধাঞ্জলী।
থ্যাংকস্ কান্ডারী ভাই.............

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩

ভিয়েনাস বলেছেন: উনার লেখা খুব বেশি পড়ার সৌভাগ্য আমার হয়নি। যেটুকু পড়েছি অনেক আগে পড়েছি তখন হয়তো ছোট পাঠক হিসেবে গুরুত্ব বুঝিনি। বাড়িতে বড়দের কালেকশনে দেখেছি। সুযোগ পেলে পড়ে ফেলবো।

প্রিয় কবির জন্য অনেক অনেক শ্রন্ধাঞ্জলী।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
তার সাহিত্য সমালোচনা, ছোটগল্প এবং অবশ্যই কবি পড়ে দেখতে পারেন।

ধন্যবাদ প্রিয় ভিয়েনাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.