নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
পাতার শোকে যেমন বৃক্ষ কাতর
মেঘের শোকে আকাশ যতটাই নীল
আমার তরে তব নেই ততখানি
মাছের প্রাণ যায় বিনা জল জানি
শোকের মাটি আজ হয়েছে পাথর
প্রেম কোথা প্রিয়তমা, ইরানী আতর;
সাগর ফুরিয়ে শেষ এতখানি ঋণ
আসেনি হতাশা মনে, আসেনিকো পাপ
বৃক্ষমূলে তাই তবে হোক উৎসব
তোমাকে রাণী করে আর কতকাল
হৃদয়ে ঝরবে বলো রক্তের ঢল
এ শোক আমার নয়, বলে কাকলী
তোমার সখার সাথে বেশ মিতালী
আমিতো কপালপোড়া, আমিতো তো দূষণ
শোকের অনল তাই ডাকে সারাক্ষণ
ব্যথার মহল যদি গড়ো কখনও
প্রদীপ জ্বেলোনা কভূ জ্যোৎস্নায় থাক
আমার কাতরতা রাতের সাথে
ভালোবাসা নাই যদি তবে কেন রাগ
রাগের বেসাত তোলা আশ্বিনী সাজ
বইছে প্রেমিক মন খুলে লাল পাল
গোপনে, গহনে সখী পোড়ে চিরকাল
কবির কান্না হয়ে কবিতা নামে
তোমার তরে যদি তব সুখ আনে
সেখানে নিয়তি থেমে যায় যাক
নির্বাক প্রেম শুধু আজ চুপ থাক
পাথর, জলে, গাছে; মাছেরা সবুজ
ভিন্টেজ কবিতায় শব্দ অবুঝ
চুপচাপ ঝরা পাতা কুড়িও না আর
সব শেষ, আজ শুধু প্রায়ঃ অন্ধকার।।
(সচেতন ভাবে কিছু ভিন্টেজ শব্দের কানাকানি, আমার অন্য লেখা থেকে এ কবিতাটিকে বহুদুরে নিয়েছে গিয়েছে; কিন্তু কবিতায় আবেগ ফেরানোর জন্য এ নতজানু প্রচারনার দরকার ছিলো!)
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়..............
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
রাইসুল খান বলেছেন: ভালো লিখেছেন, ভালো লাগলো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতায় স্বাগতম ভাই।
আপনার জন্যে একরাশ শুভেচ্ছা জানালাম...............
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
রাইসুল নয়ন বলেছেন:
খুব ভালো লেগেছে আমার।
শুভকামনা রইলো ভাইয়া।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ কবি।
কবিতার ভালোবাসায় আমরা পরস্পর গেঁথে আছি
শব্দমাঠে, কাব্যকুয়াশায়...........
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটা পুরনো ঘ্রান আছে কবিতাটায়।
ভালো লাগলো, কবি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
আপনার কমেন্ট দেখা কবিতায় ছোটখাটো একটা পরিবর্তন এনেছি; বোঝা যায়!!!
থ্যাংকস্।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭
মামুন রশিদ বলেছেন: ভাল লেগেছে । প্লাস++
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই।
ভালো থাকুন সবসময়...............
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ মাসুম ভাই।
শুভদুপুর...............
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
হৃদয় রিয়াজ বলেছেন: প্রেমিকের প্রেমকে দুর্বলতা ভেবেছে প্রেমিকা,
বোকা প্রেমিক তাই না বুঝে খেয়েছে যে ধোঁকা।
কবিতা ভাল লাগল। ধন্যবাদ কবিকে
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই;
প্রেমিকরা কেন যে এত বোকা হয়!!
কবি পাঠে কৃতজ্ঞতা।
ভালথাকুন সবসময়।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: সহজ সরল সাবলিল কবিতায় ৪র্থ +
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সোনালী ডানার চিল বলেছেন:
ঠিক, কবি।
অনেকটা সহজ আর পুরানো!!
খুব ধন্যবাদ।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মাছের প্রাণ যায় বিনা জল জানি
শোকের মাটি আজ হয়েছে পাথর
প্রেম কোথা প্রিয়তমা, ইরানী আতর;
সাগর ফুরিয়ে শেষ এতখানি ঋণ
আসেনি হতাশা মনে, আসেনিকো পাপ
বৃক্ষমূলে তাই তবে হোক উৎসব
কবির কান্না হয়ে কবিতা নামে
তোমার তরে যদি তব সুখ আনে
সেখানে নিয়তি থেমে যায় যাক
নির্বাক প্রেম শুধু আজ চুপ থাক
++++++++ রইল।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
শুভদুপুর কান্ডারী ভাই।
আপনার ভালোলাগায় নিরীক্ষণের প্রেরণা।
শুভকামনা রইল............
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
৫ম প্লাস!
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ কবি।
খুব ভালো থাকুন...........
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: তোমার শখার সাথে বেশ মিতালী, এখানে সখা হবে বোধহয়।
প্রদীপ জ্বেলোনা কভূ জ্যোৎস্নায় থাক, এখানে কভু হবে।
স্লিপ অব টাইপ, মাঝে মাঝে আমারো হয়। এগুলো চোখের বালি যেন।
পুরো কবিতায় যে আবেগ ঢেলে দিয়েছেন তা এক কথায় অসাধারণ। উপরের অরভাস (অভ্যাস) ত্যাগ করতে পারছিনা সোনালী ডানার চিল। চেষ্টা করছি।
কবিতার শুরু আর শেষ দুটোই যেন ছক্কা দিয়ে হয়েছে। অনেক অনেক ভালো লাগা জানবেন। ছোট্ট করে কি আর বলবো। ভালো থাকবেন সব সময়।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ব্লগার।
আমি এখনও মাউস দিয়ে কবিতা লিখি, তাই অহরহ ভুল হয়,
আর কিছু বাংলা শব্দে বানানও ভুলে গেছি একদম (কবি আলাদিন আমাকে বাংলা অভিধান কিনে দিতে চেয়েছিল!!) তাই এই ভুলভাল।
কবিতা আপনর ভালো লেগেছে জেনে সুখী হলাম।
শুভকামনা আপনার জন্যে...............
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা রইলো!
প্রায়ঃ অন্ধকার শব্দটা প্রায়ান্ধকার করা যেত বোধয়।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
হ্যাঁ অবশ্যই এটা করা যায় তহলে আরও সুন্দর শোনাবে।
থ্যাংকস্ মুন, আমার কৃতজ্ঞতা জানবেন।
শুভদুপুর।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
একজন আরমান বলেছেন:
তোমাকে রাণী করে আর কতকাল
হৃদয়ে ঝরবে বলো রক্তের ঢল
এ শোক আমার নয়,
বেশ সুন্দর।
অনেক দিন পর আপনার লেখা পেলাম প্রিয় কবি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার, আমাকে মনে করার জন্যে।
ভালো থাকুন সবসময়। শুভকামনা রইল...........
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
একরাশ ভাললাগা রইলো প্রিয় চিল।
++++++++
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ শোভন ভাইয়া।
অনেকদিন আপনার কমেন্ট পেয়ে ভালো লাগছে।
শুভদুপুর।
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
রিমঝিম বর্ষা বলেছেন:
কবিতা কোম্পানী প্রাঃ লিমিটেড.....পেজটা আপনার? ওই পেজটাতে কেবল 'লাইক' দিয়ে আমার পোষায়না। সুপার ডুপার লাইক।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার নিকটাই তো একটা কবিতার পংতি!!
এইটা আমার ব্লগের পাতা, খুব ধন্যবাদ কবিতাপাঠে;
কবিতায় আপনাকে স্বাগত.......
শুভকামনা রইল....
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
বোকামন বলেছেন:
স্নিগ্ধ পাঠ !
পঙতিমালার কিছুটা উদাসী চলন এবং শব্দের প্রমূর্ত সংকেত বেশ আবেগ প্রকাশ করতে পেরেছে।
খুব সহজেই কমিউনিকেট হলো অনুভূতিগুলোর সাথে।।
দৃশ্যের কাছে বসেও ছুঁয়ে দেখা গেলোনা দৃশ্যসিঁথি..
কবির কান্না হয়ে কবিতা নামে
তোমার তরে যদি তব সুখ আনে
পাঠতৃপ্তি এখানে এসে থেমে গেছে। কারণ কবির তৃষ্ণায় তৃষ্ণার্ত হতে চেয়েছি মাত্র।।
প্রিয় কবি,
কেমন আছেন। “কবিতা” বুঝিনে তবুও জানাই/জানালাম ভালোলাগা। যদি অপ্রাসঙ্গিক হয় মন্তব্যটি, তবে জানবেন এ কেবলই একজন অতি সাধারণ পাঠকের সীমাবদ্ধতা...।
ভালো থাকুন সবসময় :-)
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় বোকামন,
একভাবে বলা চলে আমার এই কবিতাটি আপনার কবিতার এক সম্পুরক ফসল। কিছুটা আপনার লেখায় প্রভাবিত হয়ে একটু অতীতাশ্রয়ী মনে এই অখেদ শব্দমালার ঘুলঘুলী!!
তাই আপনার মন্তব্যে সাহসী হলাম খুব।
প্রবাসের দিনযাপনের অনুভূতি আপনাকে তো আর বলতে হবে না, তবুও ব্লগের এ বর্ধিত জীবন আমাদের মননে আলাদা সময়ের ফোঁড়, আমি নিশ্চিত......
শুভকামনা রইল।
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে কবি !
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় স্বপ্নবাজ!!
ভালো থাকুন সবসময়.............
১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫
হাসান মাহবুব বলেছেন: অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে। অভিবাদন
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
এই মন্তব্যের শক্তিই হয়তো আমাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, আর আপনার নিয়তপাঠ এবং উৎসাহ যে কবিতার একটা
বড় প্রেরণা সেটা তো সুনিশ্চিত..............
শুভসন্ধ্যা হাসান ভাই।।
১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
ভিয়েনাস বলেছেন: কবিতাটা সত্যি আপনার অন্য কবিতা থেকে ভিন্ন... আলাদা একটা আমেজ। সুন্দর
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ প্রিয় ভিয়েনাস।
আপনার ভালো লেগেছে জেনে সুখী হলাম।
শুভকামনা রইল...........
২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
মুগ্ধ পাঠা!
চমৎকার লেগেছে
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ সুপ্রিয় ব্লগার!!
ভালো থাকুন সবসময়..............
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার খুব, বাহ !!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ আপনাকে মুন।
আমার কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম.........
ভালো থাকুন সবসময়। শুভসন্ধ্যা।।
২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতাপাঠে কৃতজ্ঞতা।
শুভকামনা রইল.......................
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! অনেক ভালো লাগল। প্লাস রইল ভাইয়া।